আজ্ঞাবহ
এখানে নয়, ওইখানে দাড়াও
মাথা, ঘাড়, মুখ যেন না নড়ে এতটুকু
চোখের পলক ফেলাও চলবেনা যখন তখন
সারাদিন এইভাবেই কাটবে প্রত্যহ।
ঘোর প্লাবনেও যেন মন নেচেনা ওঠে
আঁততায়ীর জিহ্বার ছুরি যদি
কলজে কেটে নিতেও চায় – তবুও
সুবোধ বালকের মত নিস্পৃহ থাকবে।
এভাবে নয় বোকা, ওই ভাবে বাঁচো
অন্যরা যেমন বেঁচে থাকে
চোখ দিয়ে যেন জল না পড়ে
সেটা কাপুরুষোচিত
ওহ, কষ্ট পাওয়া চলবে না
বড্ড বেশী ন্যাকামি এসব
অদৃশ্য মিঠাই মন্ডা খেয়ে পেট ভরাও
যদি চিৎকার আসে, তবে টিপে ধরবে গলা।
আর যখনি মনে হবে কিছু নিজের মত করে
নিজের আগ্রহেই নিজে চেয়ে নিও বিচ্ছেদের চাবুক।
( ১৯.১১.১২ {C} mni)
দাদাগো লেখাটা জব্বর হইছে । মাখ্খন মার্কা লেখছেন , মাগার দুঃখ একটাই আমি আপনাগো মতন লিখতে পারি না ।
কবিতা আমি ভালো বুঝি না। তাই খুব একটা পড়াও হয় না। তবে এইটা বুঝতে পারছি এবং খুব ভালো লাগসে।
বাহ্! দারুণ কবিতা! মুগ্ধ হলাম।
আর কিছু না হোক, কবিতাটা পড়বার জন্য সবাইকে ধন্যবাদ
মন্তব্য করুন