ইউজার লগইন

সুপ্তি'এর ব্লগ

আমার খেলা আর শখ আর আম্মুর জন্য যন্ত্রণা

আমার খেলা আর শখ আর আম্মুর জন্য যন্ত্রণা

একটি ছেলে মায়ার বাধন ভেঙ্গে একা .....

তবে কি আমি ভাঙ্গা কুলো?

আমি কি তবে এক ভাঙ্গা কুলো!
ছাই ফেলতে কেন আমার তুলো?
এমন তো ভাবিনি, হবে হীরা মুক্তো
আপন করেছিলাম তোমার দুঃখ
চেয়েছিলাম সব কষ্ট ভুলো
ভেবেছিলাম তোমায় দিব
আমার মনের সব কালো
কিন্তু দেখি আমি এক ভাঙ্গা কুলো
দাও দিতে চাও যা ছাই-ধুলো।
আমি এক ভাঙ্গা কুলো।

আমি লিখতে চাই :-(

আজ রেজি করেছি। মনে হয় ভালো কিছু লেখা দরকার!
কিন্তু মাথায় লেখা আসতেছে না! ৫ তারিখ আমার রিপোর্ট জমা দিতে হবে! Crying