আমি লিখতে চাই :-(
আজ রেজি করেছি। মনে হয় ভালো কিছু লেখা দরকার!
কিন্তু মাথায় লেখা আসতেছে না! ৫ তারিখ আমার রিপোর্ট জমা দিতে হবে! 
দুই সপ্তাহ ধরে কচ্ছপ গতিতে আমার রিপোর্ট লেখা
চলছে! 
এক লাইন লিখি তো ২ ঘন্টা বইসা থাকি!!!!!!! \(
এই করে করে আমার দিন রাত পার হচ্ছে! এখন অর্ধেক ও শেষ হয় নাই! খালি ডাক
দিয়ে কানতে ইচ্ছা করতেছে!!!!!!!!!
আরো অনেক গুলা দুঃসংবাদ বসে আছে!!!! কই যে রাখি সব! :cry:
*****





শুরুতে এত কি আসতেছে?
এইসব কী
তবুও, চেনা-চেনা সুপ্তিকে স্বাগতম
হুম আপু :( আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে!
অনেক ধন্যবাদ আপু।
আপনে লিখতে চান বুঝতে পাইরা ডেভু মনে হয় আগে কিছু বাড়তি লেখা যুক্ত কইরা দিছে।
কি করব এখন?
আপনার বিষয় যদি সমাজবিজ্ঞান হয় তাইলে কান্নাকাটি কাজেও দিতে পারে...রসায়ন হইলেও খারাপ না, কিন্তু অন্য কিছু হইলে হয়তো ঝামেলায় পড়বেন...
এটা স্বজনপ্রীতি হইছে!! মডু কেন সুপ্তিকে পোষ্টে লিখে দিছে!! ...
স্বাগতম সুপ্তিকে
স্বাগতম! হাত পা খুইলা লিখতে থাকেন। যা মনে আসে, লিখেন। কিছু বাদ দেয়ার দরকার নাই।
আবারো স্বাগতম!
বাবুনি, তুই ওয়ার্ড থেকে পেস্ট করছিস, সে কারনে এমন হয়েছে।
just edit the post with rich text on, copy the post and disable rich text, then delete everything in the box, then paste and save, It will help
Happy blogging
থ্যাঙ্কু
সুপ্তি আমার বাসার নেট আর ইলেক্ট্রিসিতির অবস্থা খারাপ। তাই অন্য বাসায় এসে লিখছি। আপনার পোস্ট ভাল্লাগ্ল।
স্বাগতম
অনেক ধন্যবাদ।
লিখেন হাত পা খুইলা
স্বাগতম...
ফুল দিয়া স্বাগতম
এসো এসো আমাদের ব্লগে এসো আমাদের ব্লগে
আপু, এই লাইনের শেষে একটা হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ যোগ করতে হবে তো!!!

প্যাঁ প্যাঁ প্যাঁ প্যাঁ
ভেঙচি কাটা খুব খ্রাপ।
লিখতে থাকুন
ধন্যবাদ।
আমার আগেই পিচ্চিটা এখনে পৌছে গেছে।
ভাইয়াকেও পেয়ে অনেক খুশি হলাম।
রিপোর্ট জমা দেয়া হৈসে কি?
হয়েছে।
মন্তব্য করুন