ইউজার লগইন

আমি লিখতে চাই :-(

আজ রেজি করেছি। মনে হয় ভালো কিছু লেখা দরকার!
কিন্তু মাথায় লেখা আসতেছে না! ৫ তারিখ আমার রিপোর্ট জমা দিতে হবে! Crying

দুই সপ্তাহ ধরে কচ্ছপ গতিতে আমার রিপোর্ট লেখা
চলছে! Crying
এক লাইন লিখি তো ২ ঘন্টা বইসা থাকি!!!!!!! \( 

এই করে করে আমার দিন রাত পার হচ্ছে! এখন অর্ধেক ও শেষ হয় নাই! খালি ডাক
দিয়ে কানতে ইচ্ছা করতেছে!!!!!!!!!  Crying Crying

আরো অনেক গুলা দুঃসংবাদ বসে আছে!!!! কই যে রাখি সব! :cry: 

*****

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

সুপ্তি's picture


শুরুতে এত কি আসতেছে? Shock

নুশেরা's picture


এইসব কী Surprised

তবুও, চেনা-চেনা সুপ্তিকে স্বাগতম 

সুপ্তি's picture


হুম আপু :(   আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে!

সুপ্তি's picture


অনেক ধন্যবাদ আপু। Smile

ভাস্কর's picture


আপনে লিখতে চান বুঝতে পাইরা ডেভু মনে হয় আগে কিছু বাড়তি লেখা যুক্ত কইরা দিছে।

সুপ্তি's picture


কি করব এখন?

ভাস্কর's picture


আপনার বিষয় যদি সমাজবিজ্ঞান হয় তাইলে কান্নাকাটি কাজেও দিতে পারে...রসায়ন হইলেও খারাপ না, কিন্তু অন্য কিছু হইলে হয়তো ঝামেলায় পড়বেন...

জেবীন's picture


এটা স্বজনপ্রীতি হইছে!! মডু কেন সুপ্তিকে পোষ্টে লিখে দিছে!! ... Smile

রন's picture


স্বাগতম সুপ্তিকে

১০

মুকুল's picture


স্বাগতম! হাত পা খুইলা লিখতে থাকেন। যা মনে আসে, লিখেন। কিছু বাদ দেয়ার দরকার নাই। Smile

আবারো স্বাগতম! Laughing out loud

১১

~স্বপ্নজয়~'s picture


বাবুনি, তুই ওয়ার্ড থেকে পেস্ট করছিস, সে কারনে এমন হয়েছে।

just edit the post with rich text on, copy the post and disable rich text, then delete everything in the box, then paste and save, It will help Wink

Happy blogging Smile

১২

সুপ্তি's picture


Smile ভাইয়া হয়ে গেছে।

১৩

অদিতি's picture


থ্যাঙ্কু

১৪

অদিতি's picture


সুপ্তি আমার বাসার নেট আর ইলেক্ট্রিসিতির অবস্থা খারাপ। তাই অন্য বাসায় এসে লিখছি। আপনার পোস্ট ভাল্লাগ্ল।

১৫

সুপ্তি's picture


Smile

১৬

টুটুল's picture


স্বাগতম Smile

১৭

সুপ্তি's picture


অনেক ধন্যবাদ। Smile

১৮

কাঁকন's picture


লিখেন হাত পা খুইলা

১৯

নজরুল ইসলাম's picture


স্বাগতম...

২০

হাসান রায়হান's picture


ফুল দিয়া স্বাগতম

২১

তানবীরা's picture


এসো এসো আমাদের ব্লগে এসো আমাদের ব্লগে

২২

মুক্ত বয়ান's picture


আপু, এই লাইনের শেষে একটা হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ যোগ করতে হবে তো!!! Laughing Laughing

২৩

সুপ্তি's picture


প্যাঁ প্যাঁ প্যাঁ প্যাঁ Tongue

২৪

মুক্ত বয়ান's picture


ভেঙচি কাটা খুব খ্রাপ।

২৫

সুপ্তি's picture


Stare

২৬

লোকেন বোস's picture


লিখতে থাকুন

২৭

সুপ্তি's picture


ধন্যবাদ।

২৮

দূর্ভাষী's picture


আমার আগেই পিচ্চিটা এখনে পৌছে গেছে। Smile

২৯

সুপ্তি's picture


ভাইয়াকেও পেয়ে অনেক খুশি হলাম। Smile

৩০

রোবোট's picture


রিপোর্ট জমা দেয়া হৈসে কি?

৩১

সুপ্তি's picture


 হয়েছে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুপ্তি's picture

নিজের সম্পর্কে

আমার এই ব্যাপারটা ভাবতে খুবই ভাল লাগে যে আমাদের সুন্দরবন ৭ আশ্চর্যের একটা হয়েছে !!!!!!
আজই একটা মেইল করে ফেলুন আর সুন্দর বন কে ভোট দিন। লগ ইন করুনঃ http://www.n7w.com
অথবা কল করুন +৪১৭৭৩১২৪০৪১ ... ১টি বার্তা শোনা যাবে , তার পর ৭৭২৪ কি চাপুন। এটি সুন্দরবনের নম্বর। [যত ইচ্ছে ভোট দেয়া যাবে]