ইউজার লগইন

তবে কি আমি ভাঙ্গা কুলো?

আমি কি তবে এক ভাঙ্গা কুলো!
ছাই ফেলতে কেন আমার তুলো?
এমন তো ভাবিনি, হবে হীরা মুক্তো
আপন করেছিলাম তোমার দুঃখ
চেয়েছিলাম সব কষ্ট ভুলো
ভেবেছিলাম তোমায় দিব
আমার মনের সব কালো
কিন্তু দেখি আমি এক ভাঙ্গা কুলো
দাও দিতে চাও যা ছাই-ধুলো।
আমি এক ভাঙ্গা কুলো।

black

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


পিথিমিতে এত্তো কিছু থাক্তে আপ্নের ভাঙা কুলা হইতে মঞ্চাইলো!!! গুড আইডিয়া। পছন্দ কৈরা সম্মানিত করলাম। Laughing out loud

সুপ্তি's picture


Tongue

রোবোট's picture


ভাংগা কুলো নিক হিসাবে খারাপ না

সুপ্তি's picture


আমি কবে বলেছি আমি ভাঙ্গা কুলা নাম দিব!!!!!! আআআআআআআআআআআ ভ্যাআআআআআআআআআআআআআআআআ

কাঁকন's picture


এইটা কি আমরার বাবুনি সুপ্তি?

সুপ্তি's picture


হুম  :)  কেমন আছেন? 

নুশেরা's picture


মন খারাপ নাকি সুপ্তি? হয় মাঝেমধ্যে, ব্যাপার্স না।

@ কাক্না
তুমি গোল্লা ফালায়া আসছো আর সে বাবুনি Innocent

কাঁকন's picture


ভালো করছে নাম যত ছোট হয় তত ভালো Smile

সুপ্তি's picture


আমি বাবুনি ফালায় আসছি! Tongue আপু এখন মন ভালো। Smile

১০

~স্বপ্নজয়~'s picture


বাবুনি - মাইর খাবি হাবিজাবি কথা লিখলে ... পিচ্‌কি কোথাকার ... Yell

১১

সুপ্তি's picture


Sad

১২

টুটুল's picture


মারামারি ভালা না Smile

১৩

সুপ্তি's picture


আমি কি মারামারি করতেছি নাকি! Shock

১৪

টুটুল's picture


ওই যে আম্রার আড্ডাবাজ আপ্নারে মার্তে চাইলো Sad

১৫

নজরুল ইসলাম's picture


খাইছে, ব্যাপক বিরহ দেখি...
ছবিটা সুন্দর...

১৬

তানবীরা's picture


ছবিটা সুন্দর

১৭

লোকেন বোস's picture


ছবিটা সুন্দর। কবিতাটাও

১৮

ভাঙ্গা পেন্সিল's picture


আমি তো ভাঙ্গা পেন্সিল Smile

১৯

নুশেরা's picture


হে হে হে আমরা পর্যবেক্ষণে রাখলাম 

২০

সুপ্তি's picture


ভয় পাইছি। Tongue

২১

ভেবে ভেবে বলি's picture


হেল্লু ভাঙা কুলো কেমুন আছু? Laughing out loud

২২

সুপ্তি's picture


আপুউউউউউউউউউউউউউউউউ :D  ইইইইইইইইইই 

২৩

আহমেদ রাকিব's picture


সুপ্তি ভাইয়া কেমন আছ? Tongue out

২৪

সুপ্তি's picture


আমি কিছু দেখতে পাই নাই।

২৫

অদিতি's picture


সুন্দর

২৬

মানুষ's picture


নাহ, ভাঙ্গা কুলো আমার কোন কাজে আসবে না। এ্যস্‌ট্রে হইলে তাও একটা কথা ছিল

২৭

নরাধম's picture


 

রুপক  কোবতে মনে হয়। বুঝলাম না ঠিক!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুপ্তি's picture

নিজের সম্পর্কে

আমার এই ব্যাপারটা ভাবতে খুবই ভাল লাগে যে আমাদের সুন্দরবন ৭ আশ্চর্যের একটা হয়েছে !!!!!!
আজই একটা মেইল করে ফেলুন আর সুন্দর বন কে ভোট দিন। লগ ইন করুনঃ http://www.n7w.com
অথবা কল করুন +৪১৭৭৩১২৪০৪১ ... ১টি বার্তা শোনা যাবে , তার পর ৭৭২৪ কি চাপুন। এটি সুন্দরবনের নম্বর। [যত ইচ্ছে ভোট দেয়া যাবে]