আমি কি তবে এক ভাঙ্গা কুলো!
ছাই ফেলতে কেন আমার তুলো?
এমন তো ভাবিনি, হবে হীরা মুক্তো
আপন করেছিলাম তোমার দুঃখ
চেয়েছিলাম সব কষ্ট ভুলো
ভেবেছিলাম তোমায় দিব
আমার মনের সব কালো
কিন্তু দেখি আমি এক ভাঙ্গা কুলো
দাও দিতে চাও যা ছাই-ধুলো।
আমি এক ভাঙ্গা কুলো।

শেয়ার করুনঃ

 | 

 | 

 | 

পিথিমিতে এত্তো কিছু থাক্তে আপ্নের ভাঙা কুলা হইতে মঞ্চাইলো!!! গুড আইডিয়া। পছন্দ কৈরা সম্মানিত করলাম।
ভাংগা কুলো নিক হিসাবে খারাপ না
আমি কবে বলেছি আমি ভাঙ্গা কুলা নাম দিব!!!!!! আআআআআআআআআআআ ভ্যাআআআআআআআআআআআআআআআআ
এইটা কি আমরার বাবুনি সুপ্তি?
হুম :) কেমন আছেন?
মন খারাপ নাকি সুপ্তি? হয় মাঝেমধ্যে, ব্যাপার্স না।
@ কাক্না
তুমি গোল্লা ফালায়া আসছো আর সে বাবুনি
ভালো করছে নাম যত ছোট হয় তত ভালো
আমি বাবুনি ফালায় আসছি!
আপু এখন মন ভালো। 
বাবুনি - মাইর খাবি হাবিজাবি কথা লিখলে ... পিচ্কি কোথাকার ...
মারামারি ভালা না
আমি কি মারামারি করতেছি নাকি!
ওই যে আম্রার আড্ডাবাজ আপ্নারে মার্তে চাইলো
খাইছে, ব্যাপক বিরহ দেখি...
ছবিটা সুন্দর...
ছবিটা সুন্দর
ছবিটা সুন্দর। কবিতাটাও
আমি তো ভাঙ্গা পেন্সিল
হে হে হে আমরা পর্যবেক্ষণে রাখলাম
ভয় পাইছি।
হেল্লু ভাঙা কুলো কেমুন আছু?
আপুউউউউউউউউউউউউউউউউ :D ইইইইইইইইইই
সুপ্তি ভাইয়া কেমন আছ?
আমি কিছু দেখতে পাই নাই।
সুন্দর
নাহ, ভাঙ্গা কুলো আমার কোন কাজে আসবে না। এ্যস্ট্রে হইলে তাও একটা কথা ছিল
রুপক কোবতে মনে হয়। বুঝলাম না ঠিক!
মন্তব্য করুন