ইউজার লগইন

আমার খেলা আর শখ আর আম্মুর জন্য যন্ত্রণা

আমার খেলা আর শখ আর আম্মুর জন্য যন্ত্রণা

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন খেলাটায় আমি সব থেকে মজা পেতাম বা আমার সব থেকে আনন্দের খেলা বা শখ টা কি ছিল তাহলে আমি বলব কাটাকুটি Cool খেলা। আর আমার কাটাকুটি খেলা মানে হল কাগজ কাটা কুটি করা :P আমি যে কি মজা পেতাম কাগজ কেটে, বলে বুঝাতে পারব না! এমনি এমনি কাটা কুটি করা বা মজার সব
কারুকাজ করা কত কি যে করতাম! কাটতে কাটতে কাঁচির ধার চলে যেত তারপর আম্মুর
ঝাড়ি খেয়ে  :''(  কিছু দিন কাটা কুটি বন্ধ রাখতে হত আবার কাঁচি ধার করা হলেই কাটাকুটি শুরু! আর মাঝে মাঝে আম্মু ত্যক্ত বিরক্ত হয়ে কাঁচি লুকিয়ে রাখত   :P
:O 

এই কাটা কুটি নিয়ে কিছু অদ্ভুত কুসংস্কার ও ছিল। যেমন কাগজ কাটলে মৃত্যু এগিয়ে আসে! এমন। কিন্তু আমার আনন্দের কাছে এই ভয় কিছুই মনে হত না! লুকিয়ে লুকিয়ে আমার কাটাকুটি খেলা ঠিকই চলত!

আমার এই কাটাকুটি খেলাটা শখ হয়ে উঠল অন্যভাবে। পিচ্চি থেকেই আমার আরেকটা
অভ্যাস হয়ে গিয়েছিল খুব ভোর বেলা ঘুম ভেঙ্গেই পত্রিকা পড়া! আর এমন হত যে
বাসায় আমি সবার আগে পত্রিকা নিয়ে পড়তাম! আব্বুরও আগে! পত্রিকার মজার মজার
সব খবর, আশ্চর্য জনক কোন খবর, বিচিত্র সব ছবি , গল্প, ইতিহাস, মজার সব
কার্টুন, ধাঁধাঁ, কৌতুক, ছড়া, গল্প, নতুন কোন যন্ত্র তার বিবরণ ছবি সহ, অদ্ভুতুরে গল্প, এ সব পরতে ভীষন ভালো লাগত। এক সময় এসব কেটে কেটে রেখে দিতে শুরু করলাম ফাইলে গুছিয়ে। মাঝে মাঝে বের করে পরতাম। সবাইকে পরতে দিতাম। আরও নিতাম সুন্দর কোন দৃশ্যের ছবি। কি যে আনন্দ পেতাম এসব জমাতে!

কাগজ অনেক অনেক জমে গেল যখন, দাদা তার ট্রাংক আমাকে দিয়ে দিল। তারপর ফাইল থেকে বের করে সব কাগজ সাজিয়ে রেখে দিলাম সেখানে। :D আমার কাগজ কাটার এই পাগলামি এতই বেড়ে গিয়েছিল যে আমার টেবিল, আমার বই খাতার নীচে, আমার টেবিলের ড্রয়ার, আলমারির উপর সব জায়গা ভর্তি হয়ে যেত। এমন অবস্থা যে পেপার কাটাই দেখা যেত সব জায়গায়! :P আমার এই শখ আম্মুর জন্য ছিল যন্ত্রণা! আম্মু দেখল এভাবে হলে আর বাসায় কাউকে থাকতে হবে না কিছুদিন পর শুধু পেপার কাটাই রাখতে হবে! :P  তাই আম্মু আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমার ট্রাংক এর নিচের কাগজ একটু একটু করে নিয়ে :(  ফেলে দিত। আর আমি নতুন কাগজ কেটে কেটে উপরে রাখতাম। নিচের কাগজ গুলোর খোঁজ নেয়া হত না সব সময় কাগজ জমানোর আনন্দে। হঠাৎ হঠাৎ খেয়াল হত আর ভাবতাম এত কাগজ কাটি :O তাও ট্রাংক ভরে শেষ হয় না কেন! আবার মাঝে মাঝে কাগজের মাঝে প্রয়োজনিয় কোন একটা খুজতে বসে পেতাম না হয়ত।অবাক হয়ে যেতাম কিন্তু তাও বুঝতে পারতাম না কাগজ গুলো যে নাই বা গেল কোথায়! অনেক পরে আমি জানতে পেরেছিলাম যে আম্মু এই কাজ করত লুকিয়ে! :''(

আমার এই কাগজ কাটার মাঝে আরেকটা প্রিয় ছিল রান্নার রেসিপি নেয়া, বাসার
ডেকোরেশন এর ছবি নেয়া। আমার এত কাটা কুটির জমানো কোন কিছুই নেই এখন আর। কিন্তু কিছু রেসিপি আর ইন্টোরিয়র ডিজাইনের অনেক ছবি আছে এখনও। রেখে দিয়েছি। জানি না কত দিন রাখতে পারব! ;)  আমার কাগজ কাটা কুটির অভ্যাস টা এখন পরিবর্তন হয়ে হয়েছে কোন সাইটের স্ক্রিনসট নেয়া বা লেখা কপি করে রাখা!  মজার সব গল্প, দরকারি টিপস, ছবি, ইতিহাস, কার্টুন, রেসিপি, তথ্য, টিউটোরিয়াল আরও যে কত কিছু রাখি! সব অবশ্য হযবরল ভাবে জমে গেছে! সব সাজাতে হবে! নাহলে নিজেই খুজতে বসে বিপদে পরব! আমার পিসিতে অনেক জায়গা আছে। আশা করি আমার এই পাগলামির যন্ত্রণায় সব জায়গা শেষ হয়ে যাবে না!

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

অদিতি's picture


সুপ্তি!!! অনেক সুন্দর লেখা! সেই সিরিজটা শুরু করে দাও এখানেই।

সুপ্তি's picture


আপু আমি না গল্প টা সাজাতে পারছি না Sad

হালিম আলী's picture


পুরনো স্মৃতিগুলো হানা দিয়ে যায় । ভাল হয়েছে...

সুপ্তি's picture


ধন্যবাদ।

সুপ্তি's picture


ধন্যবাদ।

টুটুল's picture


অদিতি | মার্চ ১৫, ২০১০ - ২:৫০ পূর্বাহ্ন
সুপ্তি!!! অনেক সুন্দর লেখা! সেই সিরিজটা শুরু করে দাও এখানেই।

শাওন৩৫০৪'s picture


ব্লগ জিনিষটা ইন্টেরনেটে হৈয়া ভালো হৈছে, নাইলে প্রিয়তে নেয়ার মত লেখা গুলা তো কাইটা ফালাইতেন...Surprised

সুপ্তি's picture


কে বলছে? আমি পদফ করে রাখি তো। বা কপি পেষ্ট বা স্ক্রীন-সট নিয়ে রাখি Tongue

তানবীরা's picture


রান্নার রেসিপি ব্যবহার করা হয়েছে না এখনো জমানোই হচ্ছে ? ঃ)

১০

বলদ's picture


আইলাম

১১

মীর's picture


আইডিয়াটা ইউনিক লাগলো। ধইন্যা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুপ্তি's picture

নিজের সম্পর্কে

আমার এই ব্যাপারটা ভাবতে খুবই ভাল লাগে যে আমাদের সুন্দরবন ৭ আশ্চর্যের একটা হয়েছে !!!!!!
আজই একটা মেইল করে ফেলুন আর সুন্দর বন কে ভোট দিন। লগ ইন করুনঃ http://www.n7w.com
অথবা কল করুন +৪১৭৭৩১২৪০৪১ ... ১টি বার্তা শোনা যাবে , তার পর ৭৭২৪ কি চাপুন। এটি সুন্দরবনের নম্বর। [যত ইচ্ছে ভোট দেয়া যাবে]