ছেড়ে দেয়া মানে হেরে যাওয়া নয়
ছেড়ে দেয়া মানে হেরে যাওয়া নয়
ফিরে আসা মানে পরাজয় নয়
চোখে যা দেখি
সবসময়, সত্যি কি তা হয়?
স্বপ্ন দেখা মানে ভালো ঘুম নয়
মনের যন্ত্রনা মনে ঠিকি বয়
পথ চলায় কাউকে
ভালো লাগলেই, কি প্রেম হয়?
একা থাকা মানে কিন্তু একাকীত্ব নয়
হৃদয়ের মাঝখানটি হয়তো পলিময়
নিজের সাথে থাকে
অস্তিত্ব, লোকে কেন একলা কয়?
আকাশজোড়া মেঘ মানে মন খারাপ নয়
নবধারা জলে কিসের আবার ভয়
বৃষ্টি ভেজা মন
পুড়িয়ে, উড়ে কি যায় অনুতাপের ক্ষয়?
ভুলে থাকা মানে ভুলে যাওয়া নয়
কিছু কিছু ক্ষত জীবনভর রয়
প্রতিদিনের অভ্যাসে
পরাজিত, সব গ্লানি কি হৃদয়ে সয়?
তানবীরা
১৩/১/২০১২
প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বসতে হবে দেখছি।
- আমার কিন্ত তা হয়।
আপনে মহানায়ক
যা দেখি তা সত্যি নাকি না দেখি তা নয়
সাগর দেখি মেঘ ছুঁয়েছে সত্যি কি তা হয়?-------আমার ভাল বাসার ছড়াছড়ির দূটি লাইন তোমার কবিতা পড়ে মনে এল, তাই ঊৎসর্গ করলাম তোমাকে.।
ঘটনা কি বন্ধু হঠাৎ কবিতা কেন?
কবিতা ভাল হয়েছে
উৎসর্গ উপহার পেয়ে সম্মানিত
হঠাৎ মাথা ব্যাথা করল তাই কবিতা লিখলাম
কোন ভয় নেই।
ধন্যবাদ
আমার লেখা লাইনগুলো কোট করেছেন দেখলাম, আপনার বক্তব্য কোথায়?
ভাল লাগল ।
ধন্যবাদ
কবিতা ভালো লেগেছে সে কথা জানাতে নেই ভয়
আপনার কবিতা এত অনিয়মিত কেন হয়?
বুঝতে কি পারেন না,
পাঠকেরা কত অধীর অপেক্ষায় রয়!!
হুমম সেটা বুঝতে পারছি
।
কবিতায় যে উৎসাহ পেলাম তাতে এখন মনে হচ্ছে কেন লিখলাম আর লিখলেই কেন পোষ্ট করলাম আর করলেই এখানে কেন করলাম
( 
অনেকদিন পর তোমার কবিতা...
কবিতার স্বপ্নরাজ্যে ডুব দিলাম, সুন্দর একটা অনুভূতি পেলাম
কবিতা ভালো হইছে মনে হয়।
আমি আবার কবিতা বিশেষ বুঝিনা
না বুঝে থাকলে ভালো হয়েছে

বুঝে থাকলে নয়
কবিতা পড়তে পড়তে মনে পরলো-- ভুলে থাকার থাকার কথা ছিল তোমারই আমার তো নয়?
তাই বুঝি?
হুম।
জ্যোতি কেমন আছো? কি খবর? বাসা বদলানো হয়ে গেলো?
অনেক সুন্দর লাগ্লো...
কই ছিলা এ কয়দিন?
ছিলাম, আশেপাশেই
ছেড়ে দেয়া মানে হেরে যাওয়া নয়
ভুলে থাকা মানে ভুলে যাওয়া নয়
উপরের লাইন দুটো বেশি ভালো লাগলো।
ধন্যবাদ
আপ্নের রক্তের গ্রুপ কি বি-পজিটিভ? সব বিষয়ে এত্তো পজিটিভ কেম্নে থাকেন?
কবিতা বেশ ভালো লাগছে, প্যাচঘোচ বিহীন
রক্তের গ্রুপ বি-পজিটিভ হলে কি সবাই পজিটিভ ভাবে নাকি? আরে, পরাজিত মানুষরা নিজেদেরকে কিছু বলে সান্ত্বনা দেয়া আর কি?
খাইছে! বেশ গভীর কবিতা হইছে
ভাগ্যিস গভীর হয়েছিল, নইলে তুমি কমেন্ট করতা?
পুরোটাই অসাধারণ। দারুণ লাগল।
আচ্ছা কবিতা লিখলে কি গল্প হয় ......
মনে হয় হয়। এই যে হইলো
হ্যা ভাই এখানে একটা গল্প আছে, জীবনের গল্প
াপ নার কোবিটা টা কহুব ভালো লাগালো.
ারো কোবিটা লিকহুন.
কবিতাটা সুন্দর
মন্তব্য করুন