ইউজার লগইন

একখান ইমেইলের আত্মকাহিনী

এক পরিবার প্রবাসে থাকে। আর সকল প্রবাসীদের মতো তাদেরও দেশে টুকটাক খরচ লেগে থাকে বিধায় কিছু টাকা মাঝে সাঝে তারা দেশে পাঠান। কিছুদিন পর পর আবার খোঁজ নেন কতো টাকা আছে কিংবা আর কি লাগবে টাইপ ইত্যাদি প্রভৃতি। আজকালের মর্ডান ইস্মার্ট যুগানুযায়ী তারা ইমেইলের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করেন। একদিন প্রবাসী কর্তা কোন কারণে তার শালা শালীকে ইমেইল দিলেন, কতো টাকা আছে, কিছু খরচ করতে হবে, দরকার জিজ্ঞেস করে।
শালী বললো, টাকাতো নাই, খরচ হয়ে গেছে
দুলাভাই বললো, কি খরচ?
শালী বললো, আপার জন্যে শাড়ি কিনেছি
দুলাভাই বললো, টাকাগুলো সব জলে গেলো।
শালী দুলাভাইকে সান্ত্বনা দেয়ার জন্যে বললে, জলে কেনো যাবে দুলাভাই? আপা প্রথমে শাড়ি পড়বে পড়ুক, তারপর আপনি শাড়ি কেটে একটা লম্বা পাঞ্জাবী বানাবেন। পাঞ্জাবী পড়া হয়ে গেলে ফতুয়া বানাবেন। ফতুয়া হয়ে গেলে টিশার্ট। টিশার্ট এর পর টুপি তারপর রুমাল। রুমাল ক্ষয়ে গেলে সেটা পুড়িয়ে ছাই করে দাঁত মাজবেন।
দুলাভাই বললো, এইতো আইছো লাইনে, দাঁত মেজে কুলি করতে হবে না? তখনতো কুলি করলে পয়সা আমার জলেই গেলো, নাকি?
ছোটবোনের এমন নাকানি চুবানি আর ভাই সহ্য করতে পারলো না। ভাই আবার ছোট বোনকে একটু বেশি ইস্নেহ করে।
তখন শালা লিখলো, কুলি করে পানি ফেলার দরকার কি? কুলি গিলে ফেলেন। তারপর অবশ্য একটা টাইমে পানি প্রকৃতির নিয়মে বের হয়ে যাবেই, তাতে কি? মানসিক সান্ত্বনাতো পাবেন, টাকাটা জলে যাওয়ার আগে কিছুক্ষণ পেটে ছিলো? নাকি?
দুলাভাই অগ্যতা দুইপা পিছিয়ে বললো, শ্বশুরবাড়ির টয়লেট নোংরা না করে নিজের টয়লেট নোংরা করা ঠিক হবে কি না ভাবছি।

অনুলিখনঃ
তানবীরা
১৪/১২/২০১২

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


আহারে টাকাটা জলে গেলো Big smile

তানবীরা's picture


টিসু

নীড় _হারা_পাখি's picture


টাকা টা আর জলে গেল না। গেল টয়লেটে...... Laughing out loud

তানবীরা's picture


সান্তনা

মীর's picture


পুরান মদ। তবে দুলাভাই-মায়াবতী পার্টটা ভালো হইসে।

তানবীরা's picture


আচছা!!!!! Tongue

জ্যোতি's picture


জীবন থেকে নেয়া ? Tongue

তানবীরা's picture


Wink

নিভৃত স্বপ্নচারী's picture


ভাগ্যিস! আমার কোন শালী নাইক্কা ! Big smile

১০

তানবীরা's picture


বউতো আছে? নাকি? Sad

১১

নাহীদ Hossain's picture


লললল্ললল...খুক্‌ খুক্‌ খুক্কুর খুক্কুর

১২

তানবীরা's picture


কাশেন কেন মিয়াভাই, পবলেম কিতা? Sad

১৩

নাহীদ Hossain's picture


হাসতে হাসতে কাশি আইসা পড়ছিল Laughing out loud

১৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দিনকাল বড্ড খ্রাপ...আজকাল শালীর বড্ড আকাল আর শালীর বোনদের জয়জয়কার Sad(

~

১৫

তানবীরা's picture


মুখ কালো করে জয়জয়কার করার মানে কি? Shock

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


নয়া ভার্সন খারাপ অয় নাই!

১৭

তানবীরা's picture


THNX

১৮

শাশ্বত স্বপন's picture


নোয়াখালীর হারুণ কিছিন্জার এর চুটকী,,,,

১৯

একজন মায়াবতী's picture


দেরীতে হইলেও পড়লাম Big smile

২০

আহসান হাবীব's picture


একটু অন্য ভাবে গল্পটা জানলেই শেষের কিছুটা সংযুক্ত হওয়াতে অনেক মজা পেলাম।

২১

টোকাই's picture


সুনদর হইসে , মজা পাইসি !

২২

দূরতম গর্জন's picture


Big smile মজা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/