ইউজার লগইন

শিরোনামহীন ২

দুই বছর ধইরা লন্ডনে থাকার পরও এখন নাকি আবার ইংরেজী জানি কিনা তার পরীক্ষা দেওন লাগবো Shock Shock তাই দিয়া আসলাম আই ই এল টি এস পরীক্ষা Sad Sad সকাল বেলার আরামের ঘুম হারাম কইরা গেলাম তবে গিয়া লাভ হয় নাই .................ঘুমাইতে ঘুমাইতে পরীক্ষা দেয়ার ফলসরূপ লিসেনিংয়ের প্রথম কয়টা প্রশ্ন উত্তর হাওয়া Sad Sad লাভের মধ্যে লাভ হইলো স্পিকিং এ মহিলা এক্সামিনারের লগে ভালোই গেজাইলাম Wink ফাউয়ের উপর পিজা হাটের দাওয়াত দিয়া দিলাম Wink

দেশের খবরাখবর জানি নিয়মিত পত্রিকা আর ব্লগ পড়ার কারনে আর বন্ধুদের যত হতাশা যানজট ( ওরা যদি লন্ডনের চিপা রাস্তার যানজট দেখত ) নিয়া Sad নেটের স্পিড নাকি বাড়ছে তবে এইখানে ৭ mbps পাওয়ার পরও যখন কল সেন্টারে স্পিড নিয়া আজাইরা গেজাই তখন মনে হয় কূয়ার ব্যাঙ সমুদ্রে পড়লে নাকি কয় সাগরের পানি লোনা কেন Tongue Tongue Tongue Tongue

প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গিয়া সাইফুরসের একটা এ্যাডের কথা মনে পইড়া গেছিলো '' ইংরেজিতে কাশি দিলেই নাকি চাকরিটা হইয়া যাইতো '' Rolling On The Floor কাশি দিতে হয়নাই এমনিতেই চাকরি পাইছিলাম ।

শিক্ষাজীবনে মানে স্কুল আর কলেজ এ ইংরেজি যা জানতাম তার বাইরে কোথাও ইংরেজি তেমন শিখি নাই ( স্কুল , কলেজ এ কেমনে যে পাশ করছি Shock Shock ) মানে কোথাও ইংরেজিতে কাশি দেয়া শিখতে যাই নাই Tongue Tongue এখন ভাবি আমাদের দেশে মানুষজন এইসব ইংরেজি শিক্ষা কেন্দ্র নামক কাশি সেন্টার গুলায় কি শিখে ( ! ) ( আমার ব্যক্তিগত মতামত ...কিছুই না )

এইদেশের ইংরেজী এখন অনেকটা জগাখিচুরীর মতো , এলাকাভিত্তিক স্ল্যাং মিশে একাকার ।

লন্ডনের একটা সুবিধা হলো টাটকা বাংলাদেশী জিনিসপত্র পাওয়া যায় কিন্তু সেইগুলা আমার জন্য না কারন থাকি বাংলা পাড়া থেকে দূরে ,ব্যস্ততার কারনে তেমন একটা যাওয়া পরে না তাই সম্বল হইলো সব ফ্রোজেন মাল । মাঝে মধ্যে বাসার নিচের গ্রীল শপে অর্ডার করি কিন্তু ওদের আধা সিদ্ধ মুরগীর গন্ধে হারাইয়া যায় মন ছায়ানীড়ের গ্রীলে , মালন্ঞের তান্দুরীতে , স্টার কাবাবে কিংবা মোস্তাকিমের চাপে Sad যেমন ফ্রোজেন পুরি ভাজার সময় মনে পরে বন্ধুদের সাথে প্রতিযোগিতা দিয়া মামার দোকানের পুরি খাওয়া Sad এ যেন শিরোনামহীনের ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া

যাই হোক অনেক গেজাইলাম আবার হয়তো লিখব আমার অলস দিনলিপি ।

মেঘের দেশে ।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


ফ্রেশ জিনিসের স্বাদও বেশী , দামও কম।

মেঘের দেশে's picture


স্বাদের কথা ভুইলাই গেছিরে ভাই Sad

ভাঙ্গা পেন্সিল's picture


একটা জিনিস ভাইবাই ভাল্লাগতাছে; যতোগুলা খাওয়ার দোকানের কথা কইলেন শেষে, সবগুলায় খাইছি Big smile

মেঘের দেশে's picture


আর কইয়েন নারে ভাই জিহ্ববা নোনতা হইয়া যাইতাছে Tongue Tongue Tongue

এ.টি.এম.মোস্তফা কামাল's picture


ইংল্যাণ্ডে আছেন তাদের ব্যবসার স্টাইলডা তাইলে ঠিকই খেয়াল করছেন। হেগোরে কয় শপ কীপার নেশন। আসল ব্যবসায়তো জার্মানী টাইপের দেশের লগে কোন ঠাসা। এখন দুই দিন পর পর আইইএলটিএস পরীক্ষা, বাংলাদেশের মতো ইংরেজী ডিগ্রীর মোহে অন্ধ দেশ থাইক্যা ছাত্র আমদানী এই সব কইরা খাইতাছে আর কি ! গ্রাজানী ভালাই লাগছে।

মেঘের দেশে's picture


তা ঠিক বলছেন ।

নাজ's picture


তবে এইখানে ৭ mbps পাওয়ার পরও যখন কল সেন্টারে স্পিড নিয়া আজাইরা গেজাই তখন মনে হয় কূয়ার ব্যাঙ সমুদ্রে পড়লে নাকি কয় সাগরের পানি লোনা কেন

মাইর

মেঘের দেশে's picture


মাইর দিলেন Sad Sad Sad Sad

নাজ's picture


হু! বাঙ্গালীর কুনু শুকরিয়া নাই। ৭ mbps স্পীড পাইয়াও নাই Stare

১০

মেঘের দেশে's picture


শুকরিয়া আছে তবে দেয়ার কথা ছিল ১৫ mbps এর তাই একটু হালকা গালি বর্ষন করা হয় মাঝে মাঝে Big smile Big smile Big smile

১১

নাজ's picture


ওহ! তাইলে ঠিকাছে Big smile

১২

তানবীরা's picture


সুখী ব্লগ, পড়তে ভালো লাগে Big smile

১৩

মেঘের দেশে's picture


তাই নাকি আপু ?? শুনে ভালো লাগলো।

১৪

সামছা আকিদা জাহান's picture


গ্যাজান ই ভাল লাগলো।

১৫

টুটুল's picture


ম্যালাদিন মালঞ্চে যাওয়া হয় না Sad

১৬

কামরুল হাসান রাজন's picture


খিদা লাইগা গেল Sad

১৭

মেঘের দেশে's picture


132350_1691610660475_1544016894_1611150_1121498_o.jpg

নেন পিজা খান

১৮

মেঘের দেশে's picture


ধুর ছবি এইডা কি আইলো Shock Shock Shock

১৯

একজন মায়াবতী's picture


ভাইজান দেশে আইসা এবি'র গেট টু গেদার পার্টি দেন পিজা হাটে। Wink

২০

মেঘের দেশে's picture


পিজা হাটের পিজা ভালো না .....................লোকাল শপের পিজা অনেক ভালো Tongue Tongue Tongue Tongue

২১

একজন মায়াবতী's picture


যেই ছবি দিসেন এইটা ভালো হওয়ার কথাও না। আপ্নে এক কাজ কইরেন পিজা হাট, লোকাল দুইটাই খাওয়াইয়েন। আমরা খাইয়া বলবো কোনটা বেশী ভালো। Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘের দেশে's picture

নিজের সম্পর্কে

উদ্দেশ্যহীন পথচলা , যেন পানিতে ভেসে থাকা খড়কুটো ..................।