ইউজার লগইন

ভ্রমণ: নোয়াকোট, ছাতক, সিলেট

বর্ষা... আবহমান বাংলার আরেক রূপ। বৃষ্টির টাপুর টুপুর শব্দে, ঘন মেঘের ঘোর বরষায় বাঙালির মন উচাটন করে না এমন ঘটনা আসলেই বিরল। বৃষ্টির শব্দের মাঝে, বৃষ্টির ঘ্রাণের মাঝেই রয়েছে মাদকতা। বাঙালির জীবনে বর্ষার প্রভাব অনেক। আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে বর্ষা (জলিল ভাইয়ের বর্ষা না আবার Smile । আষাঢ়ে-শ্রাবণে ঘন ঘোর বরষায় বাঙালির মন উতলা হয়। মানুষের মন নেচে ওঠে। বিরহে কাতর হয়। কারণ বর্ষা এলেই আমাদের মনের মাঝে মেঘ গুড়গুড় করে ওঠে। আমাদের মনের সেই গুড়গুড় মেঘের কথাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন―

‘এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়।’

কখনো উদাস... কখনো আলেসেমি.. কখনোবা মুগ্ধতা... ভিন্ন ভিন্ন রূপে বর্ষার উপস্থিতি প্রতিয়মান বাঙলার ঘরে ঘরে... 'মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন?' সৈয়দ শামসুল হকের এই প্রশ্নটার কি কোন উত্তর হয়?

তবে সৈয়দ শামসুল হক তার 'ভালোবাসার রাতে' বর্ষাকে দেখায় সম্পূর্ণ আলাদাভাবে। যেখানে বর্ষা আর নারী, বীজ, কাম, কর্ষণ সব মিলেমিশে একাকার। এ যেন এক সৃজনের মহা প্রস্তুতি। কবি ওমর আলী তাঁর কবিতায় বর্ষার উল্টোপিঠ দেখেছেন। বর্ষা আমাদের শুধু পুলকিতই করে না, শঙ্কিতও করে। বর্ষার পরিণতি সুখের ইতিহাস রচনা করে না। বন্যার কালো থাবা ডুবায়, ভাসায়। ভিটে ছাড়া করে ভাটির দেশের মানুষকে। ওমর আলী বর্ষার সে রূপটিই তুলে ধরেছেন বন্যা নামক কবিতায়...

ঘরের চালার পরে বসে আছে
মাজেদা সাজেদা কিন্তু আর কতক্ষণ
পানি তো ক্রমেই বাড়ছে চারদিকে সাঁতার
(গ্রামে ফিরে যাই; বন্যা)

০১. অপেক্ষা:
০১

০২. অপেক্ষা:
০২

০৩. বই-খাতা নিয়ে যখন তার স্কুলে থাকার কথা তখন এই বৃষ্টির মাঝেও বসে আছে পারাপারের জন্য... নয়তো চুলায় হাড়ি চড়বে না..
০৩

০৪. কর্মব্যাস্ত বৃষ্টি ভেজা দিন...
০৪

০৫. ভাসমান জীবন
০৫

০৬. পারাপার...
০৬

০৭. বৃষ্টি বিলাশ
০৭

০৮. সুযলা সুফলা শস্য শ্যামলা...
০৮

০৯. সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি
০৯

১০. সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি
১০

১১. সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি
১১

১২. সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি
১২

১৩. এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে / নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে / যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে।।
১৩

১৪.
১৪

১৫.
১৫

১৬.
১৬

১৭. আমরা আমরা Smile
১৭

১৮.
১৮

১৯.
১৯

২০. ২০

২১. ক্যাচ দ্যা ড্রিম Smile
২১

২২. যেখানে পাহাড় এসে মিশেছে নদীর প্রান্তে...
২২

২৩. অপেক্ষা....
২৩

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আহা, পুরাই দুর্দান্তিস..

টুটুল's picture


ধইন্যা পাতা

জ্যোতি's picture


কি দারুণ সব ছবি!!! তোমার হাত বান্ধানোর সময় আসছে।

টুটুল's picture


কি কও? হাত বান্ধাইয়া রাখলে ফটুক তুলমু ক্যাম্নে? Wink

সাঈদ's picture


হাত বান্ধানোর সময় আসছে।

টুটুল's picture


Sad

তানবীরা's picture


ছবিতো সুনদর সুনদরই কিনতু লেখাও দারুন হয়েছে

সামছা আকিদা জাহান's picture


ঝাক্কাস ছবি তার ক্যাপশন সেই সাথে বর্ননা। Smile

সামছা আকিদা জাহান's picture


ঝাক্কাস ছবি তার ক্যাপশন সেই সাথে বর্ননা। Smile

১০

সামছা আকিদা জাহান's picture


ঝাক্কাস ছবি তার ক্যাপশন সেই সাথে বর্ননা। Smile

১১

সামছা আকিদা জাহান's picture


ঝাক্কাস ছবি তার ক্যাপশন সেই সাথে বর্ননা। Smile

১২

সামছা আকিদা জাহান's picture


ঝাক্কাস ছবি তার ক্যাপশন সেই সাথে বর্ননা। Smile

১৩

টুটুল's picture


ধইন্যা Smile

১৪

সামছা আকিদা জাহান's picture


সর্বনাশ এত্তগুলা মন্তব্য কেমন করে হলো। প্লিজ একটি ছাড়া সব ডিলিট করে দাও ভাই। Wink

১৫

টুটুল's picture


কিছু কথা থাউকনা গুফন Wink

১৬

টোকাই's picture


মৈঘের্মের দুরম্ভরং বনভুবশেমান্তমালদ্রমৈ ( বানান ভুল হইসে কোন সন্দেহ নাই)

১৭

টুটুল's picture


Smile

১৮

মীর's picture


টুটল ভাইকে একটা রাষ্ট্রপতির মেডেল দেয়া হোক।

১৯

টুটুল's picture


সব্বোনাশ!!!!

Smile

২০

নিভৃত স্বপ্নচারী's picture


দুর্দান্ত! Laughing out loud

২১

টুটুল's picture


ধইন্যা পাতা

২২

মেসবাহ য়াযাদ's picture


Big smile Laughing out loud Smile Wink Tongue

২৩

টুটুল's picture


Tongue Wink Smile Laughing out loud Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ