মেজবাহ যায়াদ আহত...।।
কিছুখন আগে আমাদের মেজবাহ যায়াদ এক দুঘটনায় আহত হয়েছেন। বতমানে ভাল আছেন।
ঘটনাটি হছে - এক সেমিনারে/ অরিয়েন্টেশনে যোগ দিতে তিনি ল্যাব এইড এর ৮ তলায় যান। সেমিনারে/ অরিয়েন্টেশনে দেরী হওয়াতে তিনি এবং অন্নন্য কয়েকজন পাশে কথা বলছিলেন। এ সময় শুরু হ্লো ঝড়! হাল্কা তুফানের মত! ৫/৬ টি ওয়াল গ্লাস ভেগে পড়ে নিমিশেই। আচমকা। ৪ জন আহত - অনেক টা মত্যুর হাত থেকে ফিরে আসছেন।
দুত সবাই কে ইমারজেন্সিতে নিয়ে যাও ইয়া হয়। এখন সবাই ভাল আছে। তবে ইমারজেন্সিতে কিছু খন থাকতে হবে। আজ হয়ত হলুদ মোটর সাইকেল চালাতে পারবেন না!
সবাই দোয়া করবেন।





লেখাটা ফান না সিরিয়াস ধরতে পারলামনা। মেজবাহ ভাইর জন্য শুভকামনা।
এ বিষয়ে ফান করব কেন? মেজবাহ আমার বন্ধু।
সম্ভাবনাতো এর জন্যই বেশী
টুটুল ভাই, আমাকে ছোট ভাবছেন! ভাবছি "আমরা বন্ধু" তে আর লিখব না। আসলে নিজকে নিয়ে আর পারছি না।
হাহাহাহাহা
আরে মেসবাহ ভাই আপনার বন্ধু দেখেইতো কেউ কেউ ভাবছে যে ফান পোস্ট কিনা।
নাকি মেসবাহ ভাই আপনার বন্ধু না?
টুটুল ভাই, আসলে আমি আপনাকে বুঝতে পারলাম না! আপনি গুলাছেন না আমি?
বস
যেই বৃষ্টি... চারিদিকে বৃষ্টির পানি
মনে হয় আমরা দুইজনেই গুলাইতেছি...
আরে উদরাজী ভাই কি বলেন? আপনার লেখার স্টাইলটা অন্যরকম ছিল তাই মনে করেছিলাম মজা করছেন। প্লিজ মিসইন্টারপ্রিট করবেন না। নো হার্ড ফিলিংস।
সিস্টার লীনা, আমার বন্ধুকে নিরাপদ দেখে/রেখেই আমি কম্পিউটার এর সামনে বসেছিলাম। আপনার বুঝা উচিত ছিল। এ রকম বিষয়ে ফান করব কেন? টুটুল ভাই আমাকে দুঃখ দিয়েছেন।
উদরাজী ভাই আমরা এখানে সবাই বন্ধুভাবাপন্ন পরিবেশে ব্লগিং করি। আপনি আমাদের সবার খুব পছন্দের একজন মানুষ। আপনি নিশ্চয়ই দেখেছেন আমরা সবাই প্রচুর আড্ডা দেই মজা টজা করি। তাই আপনার লেখার স্টাইলটা সিরিয়াস এবং ফানের মাঝামাঝি হওয়ায় আমি ভাবছিলাম মজা করছেন তার উপর সেই মূহুর্তে মেজবাহ ভাই লগডইনও ছিলেন, তাই আমি মন্তব্যটা ওভাবে করেছি। প্লিজ, অন্য ভাবে ভাববেন না।
সিস্টার লীনা দিলরুবা, আপনার জন্য শুভ কামনা, আমি আমরা বন্ধুর পুরানা সদস্য, ২২এল আমলের। বাংলা লিখতে পারতাম না বলে চুপ থাকতাম!
টুটুল গুলাছে। উদরাজি ভাই আপনে ঠিক।
ভাই হাসান রায়হান, টুটুল ভাইয়ের বিশাল জরিমানা কারা হউক! টুটুল ভাই মন্তব্য কারার আগে মেজবাহকে কেন ফোন করল না?
হ ঠিক বলছেন। টুটুল গুলাছে। টুটলের গুলা দিয়া পিঠা বানেয়ে খেতে হবে।এইটা টুটুলের শাস্তি।
আরো কিছুক্ষণ অফিসে আছি। এই মাত্র ইমার্জেন্সি থেকে ড্রেসিং, সেলাই, ব্যান্ডেজ করে ফিরেছি। ডান হাত, বাম হাত, কাঁধ, পিঠসহ বিভিন্ন জায়গা কেটে গেছে। ভয় পেয়েছি। আরো বড় কিছু হতে পারতো। সবার দোয়া আর ভালোবাসায় এযাত্রা মনে হয় বেঁচে গেলাম। দোয়া করো বন্ধুরা...
ধন্যবাদ মেজবাহ! আই এম সরি।
মেজবাহ ভাই, শুভকামনা।
ইশ, য়াযাদ ভাই, আমি দুয়া করার আগেই ভালো হৈয়া গেলেন, আফসুস---
যাই হোক, সুস্থ্য হৈয়া উঠছেন, অনেক অনেক ভালো লাগলো-----
দোয়া রইলো ভাই ... চারিদিকে শুধু খারাপ খবর
মেসবাহ ভাই ব্যাথা পেয়েছেন। তবে এখন বাসায় চলে যাচ্ছেন, কয়েক জায়গায় ব্যান্ডেজ করতে হয়েছে। সুস্থ থাকুক দোয়া করি।
উদরাজী ভাই , আপনি খবরটা দিয়েছেন তবে কিছুটা ফান আছে লেখায়, দুর্ঘটনার খবর দিয়েছেন, সেটাতে কি ফান থাকাটা ঠিক?
মাদাম জয়িতা,
"আজ হয়ত হলুদ মোটর সাইকেল চালাতে পারবেন না!' - এটা দিয়ে আমি বুঝাতে ছেয়েছিলাম, আমার বন্ধু ভাল আছে। আপনারা আমাকে ভুল বুঝছেন কেন?
এর মানে যে, উনি ভালো আছেন। এইটা বুঝতে পারি নাই।আপনাকে ভুল বুঝার জন্য দুঃখিত।
যাউকগা... উদরাজী ভাইরে ধইন্যা...
মেসবাহ ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি
হলুদ মোটরবাইক মনে হয় মানুষের দোয়া বেশি পাইছে...এই কারনে সে ঝড়ের কবলেই পড়ে নাই...
আন্তরিক শুভকামনা রইলো
ধন্যবাদ সাহাদাত উদরাজী
ভাই লোকেন বোস, আমি আপনার গুনমুগদ ভক্ত। আপনের লেখা নিয়মিত পড়ি।
যাক য়াযাদ ভাই সুস্থ আছেন। অনেক ধন্যবাদ উদরাজী ভাই।
কিন্তু ল্যাব এইডের চিকিৎসার মতোন তাগো কাঁচের জানলাও যে ঝামেলাযুক্ত মেজবা ভাইরে আহত হইয়া সেইটা প্রমাণ করতে হইলো। উদরাজী ভাইয়ের খবর জানানের ধরণটা আমার ভালো লাগছে...উনি মানুষরে ভরকাইয়া দিতে চান নাই...
ভাই ভাস্কর, আমি আব্দুন নুনের মত জাব্বার বিতকে জড়াতে চাই না। হা হা .। আপনাকে ধন্যবাদ।
বিতর্কে জড়ানো খুব খারাপ না যদিও তবু আপনের না জড়ানোর উদ্যোগরে সাধুবাদ জানাই...
তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন মেসবাহ ভাই।
মেসবাহ ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।
এরপর থেকে এই রকম পোস্ট দিলে সাথে ফটুক দিবেন উদরাজী ভাই।।
ভাই রাসেল আশরাফ, "এই রকম পোস্ট দিলে সাথে ফটুক দিবেন"। যা বললেন না!
হা মোবাইলে কিছু তুলে রেখেছি। মোবাইল এর কেব্যল বাসায় তাই পারি নাই।
কিন্ত ফটুক দিলে অনেকে আমাকে আরো ভুল বুঝত।
ক্যান? মেজবাহ ভাই ফটোতে কি করতেছিলেন?
আসলে উদরাজী ভাই যে ভরকাইয়া দিতে চায় নাই এইটা বুঝতারি নাই আমরা। বৃষ্টির দিনে মাথা গুলাছে। খালি খোঁজ সিনেমার জালাল সাবের কতা মনে পড়ে।
সিস্টার জয়িতা, খোঁজ সিনেমার জালাল! আপনাদের রুছি(!) কই যাইতাছে! দেখেন আরো বাংলা ছিনেমা দেখেন!!!!
আসলে উদরাজী ভাই। রুছির কি দুষ? যেই বৃষ্টি হইতাছে! মন গুলাছে। মনে মধ্যে বাঁশ দিয়া এক্টা বাড়ি দিমু ভাবতেছি। আইজ খালি জালাল সাবরে মনে পড়তাছে। শেষ দৃশ্যে মা মরারা যাওনের সময় যে কান্দনটা কানলো! আহারে। আহা।
সিস্টার জয়িতা, আপনাদের হাসিনা সরবত খাওয়াতে হবে। আবার জানতে চাইবেন না, হাসিনা সরবত কি? তা হলে আবার আপনাদের চিটাগাং নিয়ে যেতে হবে। যা আমি পারব না।
য়াযাদ ভাই আপনি ভাল হয়ে যান।
যাক মধুরণ সমাপেত দেখতে ভালো লাগলো খুবই।
১. মেজবাহ ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।


২. আমরা বন্ধুদেরকে ভালো পাই বিধায়, কথায় কথায় গ্বোস্বা কইরা ভাত না খাওয়ার মতো "এবিতে আর ব্লগিং করবো না" বলে আমাদেরকে কষ্ট দেয়াটা কি ঠিক?
৩. কেউ না বুঝলে তারে বুঝানোর চেষ্টা করাটাই আসলে বন্ধুর দায়িত্ব, না কী কন ভাই সকলে
বোন তানবীরা, আপনার কথা গুলো পড়ে মনটা ভাল হয়ে গেল।
তবে আমার একটা কথা আছে, টুটুল ভাইয়ের বিশাল আথিক জরিমানা করা হউক এবং আমার নুতন কবিতা "তরমুজ" তাকে পড়তে হবে! (তার ভয়ে আমি আমার নুতন কবিতা "তরমুজ" প্রকাশ করতে পারছিনা।)
আপনি নির্ভয়ে তরমুজ, বাঙ্গি, ক্ষীরা ও কৎবেল প্রকাশ করুন। টুটুল ভাইয়ের শিং থাকলেও গুতা দেয় না। লুক খ্রাপ হলেও মানুষ ভালু
বোন তানবীরা,
আমার 'তরমুজ' বিষয়ক কবিতার প্রতি আপনার আগ্রহ আমার ভাল লেগেছে।
আপনাকে চার লাইন না শুনিয়ে পারছি না (নীড় ভাইকেও শুনিয়েছি) -
কর দিল ঠান্ডা,
তুমি গ্রীস্মের ফল।
বালু ক্ষেতে হও তুমি,
হ্রদয় ভরা জল!
(৩২ লাইনের কবিতা)
আমি বুঝতে পারি না, ওরা আমাকে কেন ভয় পায়!
মেজবাহ ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি
কী সব্বোনাশ! য়াযাদ ভাই তাত্তাড়ি ভালু হয়ে যান এই কামনাই করি!
মেসবাহ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।
জনাব, মেসবাহ ভাই ভাল আছেন।
মেজবাহ ভাই দ্রুত সেরে উঠুক।

আপনার 'তরমুজ'ও তাড়াতাড়ি প্রকাশিত হোক।
ভাই নীড় সন্ধানী, কেমন আছেন? মেজবাহ ভাল আছেন।
আমার 'তরমুজ' বিষয়ক কবিতার প্রতি আপনার আগ্রহ আমার ভাল লেগেছে।
আপনাকে চার লাইন না শুনিয়ে পারছি না -
কর দিল ঠান্ডা,
তুমি গ্রীস্মের ফল।
বালু ক্ষেতে হও তুমি,
হ্রদয় ভরা জল!
ভাই নীড় সন্ধানী, আপনিই বলুন! আমি বুঝতে পারছি না, কেন ওরা আমার কবিতাকে ভয় পায়!!
উদরাজী ভাই, তরমুজ আমার খুব প্রিয় ফল এই ভীনদেশে কিনে খাওয়ার সাহস নাই তাই খালি কোন আয়োজনের অপেক্ষায় থাকি পাইলে হইছে সব সাবাড় করি একাই।
আপনি তরমুজ নিয়া কবিতা পোস্ট দেন।দেখতেছি কে কি কয়????
ভাই রাসেল আশরাফ, এমনিতেই চাপের উপর আছি। আমার দুইটি লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমাকে যদি ডিলিট করে দে!!!! ভয়ে আছি।
এরকম নির্মল টলোমল কবিতাকে ভয় পাওয়ার কোন কারন নাই।
আমি ও তা বুঝতে পারছি না!!! কেন আমাকে বারবার নিষধ করা হচ্ছে!!!
এখন কী অবস্থা?
ভাই রুমন, মেজবাহ ভাল আছেন। বাসায়।
মেসবা ভাই এর সুস্থতা কামনা করছি। ভাল হয়ে উঠুন দ্রু্ত।।
মন্তব্য করুন