ইউজার লগইন

সরকারী কাজে কম্পিউটারে অভ্র কীবোর্ড দিয়ে বাংলা ব্যবহারের নির্দেশ। খুশি লাগছে!

(অভ্র প্রেমিক বন্ধু আনোয়ারুল আজিম থেকে নিউজটা দেখে মনটা খুশি হয়ে গেল। আপনাদের শেয়ার করলাম। কাগু তো মনে হয় হার্ট ফেল মারবে! সত্য সব সময়ই সত্য।)

তারিখঃ মে ১৯, ২০১০ইং

সংস্থাপন মন্ত্রণালয়।

বিষয়ঃ বাংলা ইউনিকোডের ব্যবহার শুরু করা প্রসঙ্গে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, কম্পিউটারে বাংলার ব্যবহার দ্রুত প্রমিতকরণ নিশ্চিতকরণের লক্ষে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্থ দফতরসমূহে অভ্র কীবোর্ড এবং নিকস ফন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরসমূহে কম্পিউটারে বাংলা ব্যবহার প্রমিতকরণের লক্ষে অভ্র কীবোর্ড এবং নিকস ফন্ট ইন্সটল করে জরুরীভিত্তিতে এর ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(স্বাক্ষর)

সূত্রঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরিত সার্কুলার।

(ধন্যবাদ বন্ধু আজিম। ফেইসবুক ছাড়ুন, বাংলা ব্লগ সমুহে আসুন)

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

অদিতি's picture


ফেসবুকে শেয়ার দিলাম। Party

সাহাদাত উদরাজী's picture


১০০ বার করুন। যেখানে খুশি।

আসিফ's picture


দারুন খবর।

ফেসবুকে শেয়ার দিলাম।

কাগুর লাইগা পরানটা পুড়তাছে।

সাহাদাত উদরাজী's picture


'কাগুর লাইগা পরানটা পুড়তাছে।'
আমারও!!
কাগুর সন্মান কাগু নিজে হারাইলো!
তুষাড়ের জন্যও পরানটা আঞ্চান করতাছে!

বোহেমিয়ান's picture


Party

সাহাদাত উদরাজী's picture


Tongue

চাঙ্কু's picture


না, এ হতে পারে না । এখন আমাদের কাগুর কি হপে ?? কাগুর পাঁচ খুটি ঠাকার কি হপে ? সরকার কাগুর মুখ থেকে ৫ খুটি ঠাকা কেড়ে নিয়ে পারে না !!! Laughing out loud Rolling On The Floor

সাহাদাত উদরাজী's picture


কাগু'র জন্য শুভ কামনা। টাকার লোভ বড় কঠিন।

মীর's picture


ইউজিসি থেকে ভার্সিটিতে সার্কুলার যাওয়ার বিষয়টা বুঝলাম। কিন্তু ১৯ মে'র সার্কুলার এতদিনে গেল কেন? মন্ত্রণালয়গুলোতে যতদূর পর্যন্ত জানি এখনো সব বিজয় কী-বোর্ড। কাকু আওয়ামী লীগের প্রিয়পাত্র। শেখ হাসিনার স্নেহভাজন। ধরি মাছ না ছুঁই পানি টাইপ কোনো বিষয় না তো???

সাহাদাত ভাই, বিষয়টার আরেকটু গভীরে কি যাওয়া যায়?

১০

সাহাদাত উদরাজী's picture


মীর ভাই,
আমি এত গভীরে যাই নাই। আজিম ভাই পাঠালেন আমি ও আপনাদের জানালাম। খুশিতে গদগদ! এসব চিঠি ছবি আকারে হলে ভাল হয়। হা হা হা.।।। প্রমান সব সময় প্রমানের মত হতে হয়! যেমন ধরুন, সরকার প্রাইভেট ইউনিভারসিটিতে নানাবিধ ফিসের 'ভ্যাট' বসিয়েছে। প্রমান দেখুন -

VAT_4.5_10062010.jpg

(এআইইউবি'র সাইট থেকে পাওয়া)

১১

মীর's picture


সাহাদাত ভাই, গভীরে যাইতে হবে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে পাঠানো যে নোটিশ পাঠানো হয়েছে, সেটার আসল বিষয়বস্তু কি?

নিচের লিংকটায় চোখ বুলোতে অনুরোধ করছি। এটাও ১৯ মে'র খবর। মাসুম ভাই নীড়দা'র একটা পোস্টে লিংকটা দিয়েছিলেন। আমি সেখান থেকে পেয়েছি।

http://www.prothom-alo.com/detail/date/2010-05-19/news/64569

১২

আরণ্যিক's picture


"ফেইসবুক ছাড়ুন, বাংলা ব্লগ সমুহে আসুন"
হা হা হা - মজা পাইলাম - তবে কথাটার ব্যাপক মাজেজা আছে, এইটা সত্যি Smile

১৩

সাহাদাত উদরাজী's picture


ভাই আরণ্যিক,
কথাডা মিছা কই নাই। ব্লগের মজা এক্কেবারে আলাদা।
অনেক কথার শেষ কথা, ব্লগে লিখে আপনি হয়ে যেতে পারেন একজন বিরাট লেখক।
ভাল থাকবেন। লিখুন।
আপনার ব্লগে ঘুরে আসলাম। ব্লগর ব্লগর ব্লগ।
জোকটা সুন্দর হয়েছে। সেটা নিয়ে ব্লগ লেখ না কেন?

১৪

মোহাম্মদ আনোয়ারুল আজিম's picture


কাগু কিন্তু আবার আদা-জল খেয়ে নেমে পড়েছে।
আগে গেছে ৫ কোটি টাকা, এবার ত্রাহি মধুসুধন অবস্থা।
অতএব, সাধু সাবধান। বিপদের আশংকা সমুহ।
অভ্র'র প্রচার করে যাই, কিন্তু কাগুর সাথে লাগা বিপজ্জনক।

১৫

সাহাদাত উদরাজী's picture


আজিম ভাই,
আপনার মত অভ্র প্রেমিক হতে পারলাম কই?
আমরা বন্ধুতে স্বাগতম। আমার রেফা দিয়ে রেজিষ্টার করে ফেলুন। লিখুন প্রান ভরে।
চিঠিটার হার্ড কপি থাকলে, জি আইএফ ফর্মেটে তুলে দিন।
গুলি মারেন কাগুর। সত্য সব সময় সত্য!
অভ্র'র প্রতি আপনার প্রেম দেখে আমি মোহিত। কাগু আজ প্রজন্ত তুষাড় ছাড়া একজনো সাপোর্টার বানাতে পারলো না! এখন পযন্ত একজন টেকি পেলাম না যে, কাগুকে ভাল বলেছে!

১৬

অতিথি's picture


image hole valo hoy.

১৭

সাহাদাত উদরাজী's picture


আজিম ভাই, প্লিলিজ হেল্প।
অতিথি হয়ে থাকবেন না, ঘরজামাই হয়ে যান!

১৮

দ্যা রক্'s picture


হুমম! শুনলাম নতুন বিজয় ২০১০ নাকি মারাত্নক কইরছে! ইডা নাকি সব কামে লাগে! আর দাম নাকি ১০০ টেকা। Cool
তয় কাগু ভাল ইকটা বাশ খাইলেন।

১৯

সাহাদাত উদরাজী's picture


দ্যা রক্ ভাই, মানুষ ওনারে চিনে ফেলেছে!
আসেন চা খাই।

২০

নাজমুল আলম জিকো's picture


কাগুর জন্য মন খারাপ কইরেন না ... এতে মন খারাপ ও কিছুটা অপমান বোধ করে

২১

সাহাদাত উদরাজী's picture


জিকো ভাই, আপনার তান্ত্রিক কথা ভাল লাগলো। শুভ কামনা।

২২

অতিথি's picture


Party Cool Cool Cool Big smile কাগু নিপাত যাক

২৩

সাহাদাত উদরাজী's picture


কাগুকে ইদানিং দেখা যাচ্ছে না। মনে হয় লজ্জা পাইছে।

২৪

তানবীরা's picture


Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills