আজ ১২ই ফাল্গুন। আমাদের ‘নাজমুল হুদা’ ভাইয়ের জন্ম দিন।
জন্মদিন এলে মনে একটা দোলা লেগে যায়। আজ আমি এই স্বাদের/রসের দুনিয়ায় এসেছিলাম! ভবের এই রঙ্গীলা মাজারে! বয়স বাড়ার সাথে সাথে এই দোল খাওয়াটা কমে যেতে থাকে। অন্য কারো ক্ষেত্রে কিনা জানি না আমার ক্ষেত্রে তা প্রকট হয়ে উঠছে এখন! একসময় ছিল যখন বুক ফুলে বলতাম আজ আমার ২৫তম জন্মদিন! কিন্তু এখন আর তা বলি না। ভয়ে বুক কাঁপে। কেহ বয়স জানতে চাইলে, পাশ কেটে বড় রাস্তা থেকে নেমে সরু ধান ক্ষেতের আইল দিয়ে বাড়ী চলে যাই! এটাকে মনে হয় বয়স লুকানো বলে!
পুরুষের তুলনায় নারীরা বয়স বেশী লুকায়! আমার অভিজ্ঞতা বলে সে কথা। ছেলেরা নানা বয়সে একটু আধটু লুকালেও মেয়েরা সারা জীবনেই বয়স লুকিয়ে যেতে ভালবাসে বলে আমার মনে হয়। এই তো কয়েক দিন আগের কথা পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ীতে আড্ডা চলছিলো, নানা আত্বীয়জনের বয়স নিয়ে কথা (হাসা হাসি) হচ্ছিলো, এমন এক ছল/সময় আমার বড় ভাবীকে আমার বড় ভাই বললেন, তোমারো বয়স কম হয়নি! ব্যস, ‘আর যাই কই অবস্থা’ আমার বড় ভাইয়ের!
আমি বয়স নিয়ে আমার স্ত্রীর সাথে কখনো কথা বলি না। বলি না বললে ভুল হবে, বিবাহের পর একবার ‘কার কত বয়স’ এমন একদিন চেষ্টা করেছিলাম! ১২/১৩ বছর আগের কথা হতে পারে, তখনি সে আমাকে বলেছিল, আমি নাকি বুড়ো! সেই ইন্সাল্টের (!) পর একদম ‘গালে হাত দিয়ে’ তওবা করেছি। নানা ক্ষেত্রে (ডাক্তারের কাছে, নানাবিধ টিকেট বুকিংকে) যখন বয়স জানাতে হয়, তখন উনাকে বলি, আপনি দয়া করে বলুন! আর তখনই শুনি ২৪! আজ অনেক বছর ২৪ শুনতে শুনতে আমারো মনে হয় আমারো বয়স ২৪! একদিন হয়ত শুনব ছেলের বয়স ২৪, মার বয়সও ২৪!
ঠিক এই দিনে (যে কোন দিনের ও হতে পারে) আপনার বয়স কত, এ রকম একটা অংক আমরা করেছি ছোট বেলায়। যতদুর মনে পড়ে, অঙ্কটা এমন ছিল - নাজমুলের জন্ম ১৯৮৭ সালের ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখে হলে আজ তার বয়স কত বছর, কত মাস, কত দিন? আমরা যা করতাম, আজকের দিনটা এভাবে লিখে (২০১১-২-২৪) তার নীচে নাজমুলের জন্ম তারিখটা (১৯৮৭-২-২৪) লিখে বিযোগ করতাম। বছর-মাস-দিন। দিন থেকে দিন গেলে ‘শুন্য’, মাস থেকে মাস গেলে ‘শুন্য’ এবার বছর থেকে বছর (২০১১-১৯৮৭=২৪), উত্তর ২৪ বছর! (শুন্য শুন্য হয়ে অঙ্কটা সহজ হয়েছে বটে!)
আমার ধারনা মেয়েরা এই অঙ্ক ছোট বেলায় করে না। কিংবা বইতে পেলেও দেখে না দেখে এড়িয়ে গেছে বা যায়। কারন এই অঙ্ক শিখে গেলে নিজের বয়স জানা হয়ে যাবে যে! অন্তত আমার অভিজ্ঞতায় তাই বলে। ঢাকা ব্যাংক, ড্যাচ ব্যাংক যেয়ে আমার এধরনা আরো পাক্কা হয়েছে! দুই ব্যাংকের মেয়েরাই আমার ‘ডিপিএস’ এর মেয়াদ/বয়স বের করতে পারে নাই! আকালে টাকার দরকারে ওই সব ডিপিএস ভাঙ্গাতে গিয়ে বুঝেছিলাম! নীজের বয়স না বের করতে পারলে ডিপিএস এর বয়স বের করবে কি করে? (এটা মিথ্যা বলছি কিনা আপনি আপনার সাথের কিংবা পাশের জনকে দিয়ে একটা চেক করে দেখতে পারেন!) যাক, কোথাকার পানি কোথায় নিলাম! একটুস পেচ্ছাপেচ্ছি করে গেলাম!
আজ ১২ই ফাল্গুন। আমাদের ‘প্রিয় নাজমুল হুদা’ ভাইয়ের জন্ম দিন। শুভ জন্মদিন। হিসাব না করে আপনার আগামী দিন গুলো কাটুক আনন্দে, মহানন্দে, রঙ্গে ও রসে! হেপি বার্ড্ড ডে টু ইঊ! হাজার বছর বেঁচে থাকুন আমাদের এই ‘ভবের বাজারের মন মাজারে’।
(পোষ্টটা ১২ই ফাল্গুনের প্রায় ২ ঘণ্টা আগে দিয়ে দিলাম। কারন আগামী কাল আমি হয়ত কম্পিউটারের কাছে থাকব না। আমার উইক্লিঅফ ডে! নাজমুল ভাইয়ের ছবিটা আমার গুরু রায়হান ভাইয়ের তোলা, গ্রুপ ছবি থেকে কেটে এনে বড় করা।)
শুভ জন্মদিন 'নাজমুল হুদা' ভাই
অনেক অনেক শুভকামনা রইল ......
আপনার অঙ্কটাও ভুল হয়ছে কাকা।সাথে ১ যোগ করা লাগবে।
নাজমুল ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
হাজার বছর বেঁচে থাকুন আমাদের এই ‘ভবের বাজারের মন মাজারে’।

সাব্বাস কাকা! সাব্বাস।
বাইনারী (!) অংকের কথা ভুলতে বসেছিলাম!
ধন্যবাদ।
শুভ জন্মদিন, নাজমুল ভাই।
নাজমুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
নাজমুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন নাজমুল ভাই
শুভ জন্মদিন নাজমুল ভাই
ইয়ে জন্মদিনের কথা শুনলেই কেকের ছবি ভেসে ওঠে চোখের সামনে
অভিজ্ঞ তরুণ নাজমুল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
অামার সব কিছুতেই লেট। জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা নাজমুল ভাই।
নাজমুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন নাজমুল ভাই !
নাজমুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
উদরাজী ভাই, জন্মদিনের পোষ্টে আমি বেশি কিচ্ছু বলতে চাই না। মেয়েরে এই না মেয়েরা সেই না টাইপ জিনিস অন্তত ব্লগে পড়তে আরাম লাগে না। মেয়েরাও স্কুল কলেজ পাশ দিয়েই চাকরী বাকরীতে ঢুকে। তাদের বয়স জানা এমন কোন বিষয়বস্তু আর না। মেয়েরাও মানুষ
আর বয়স লুকায় এমন ব্যাটা পুলাও কম না আজকাল, নিজের অভিজ্ঞতায় দেখা। আপনারমতো আইল দিয়ে যারা দৌড়ায় তারা কোন প্রজাতি?
সিষ্টার তানবীরা, আমার বর্তমান প্রজাতি - গন্ডার!
(নিজকে এখন গন্ডারই মনে হয়)
কেক খেতে চাই
জন্মদিনে,
শুভেচ্ছা জানাই
এক টুকরা কেকের ভাগ আমিও যেনো পাই
শুভ জন্মদিন
শুভ জন্মদিন নাজমুল ভাই

অনেক অনেক শুভ কামনা
শুভ জন্মদিন হুদাভাই!
এবিতে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করে।
হেলু! বাড্ডে!! আসুন সবাই মিলে খাই!!!
শুভ জন্মদিন
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন চির নবীন নাজমুল ভাই।
আমাদের বন্ধু নাজমুল হুদা ভাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভ জন্মদিন নাজমুল ভাই ।
এবির সবচেয়ে অভিজ্ঞ, বয়সের বাধা পেরিয়ে যিনি এখনো স্বপ্ন রঙিন, সেই নাজমুল ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ফালগুনী শুভেচ্ছা।

এইদিনে আমাকে স্বর্গ হতে বিতাড়িত করে ধরাধামে পাঠানো হয়েছিল। এইদিনে সুসজ্জিত অফিস,গাড়ি-বাড়ীর সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। আমার আগমন উপলক্ষ্যে আমার মা আজকের এই দিনে বর্ণনাতীত কষ্ট ভোগ করেছিল, হয়তোবা আনন্দিতও হয়েছিল। এই পৃথিবী, এই পৃথিবীর মানুষেরা আমাকে অনেক দিয়েছে, আমি দিতে পারিনি কিছুই – আজকের দিনেও এই বোধ আমাকে ব্যথিত করছে, বরাবরের মতই। প্রতিটি দিন পেরিয়ে জীবনের শেষ দিনটির দিকে এগিয়ে যাচ্ছি, জন্মদিন এলেই এ অনুভূতি প্রবল হয় আরও। ব্যথা ভারাতুর আনন্দময় এদিনে আমাকে স্মরণ করার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
[ঘাড়ে প্রচন্ড ব্যথা, কম্পুতে বসলে নাকি আরও বাড়বে, তাই পৃথকভাবে জবাব দিতে না-পারায় আমিই কষ্ট পাচ্ছি]। 
সাহাদাত উদরাজী, আপন_আধার, রাসেল আশরাফ, মাইনুল এইচ সিরাজী, লীনা দিলরুবা, জয়িতা, শাতিল, লিজা, গৌতম, ঈশান মাহমুদ, মীর, আবদুর রাজ্জাক শিপন, তানবীরা, উলটচন্ডাল, বাতিঘর, মাহবুব সুমন, টুটুল, নুশেরা, শাওন, নুরুজ্জামান মানিক, মামুন হক, হাসান রায়হান, বকলম, সাঈদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
হুদা ভাই,
আপনার এ কথা আমারো বার বার মনে হয়। দিন যত যাচ্ছে, মনে হয় কিছুই করা হয় নাই!
নীড় সন্ধানী, আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ।
অনেক অনেক শুভ কামনা নাজমুল ভাই। শুভ জন্মদিন।
ধন্যবাদ ছাড়া আর কী দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করা যায় তা আমার জানা নাই। আপনার জন্যও শুভ কামনা।
সবাইকে শুভেচ্ছা জানাই।
আমরা বন্ধু'র জয় হউক।
দেরী হয়ে গেলো। তাই, আন্তরিক ভাবে দুঃখিত নাজমুল ভাই।
আসলে দুইদিন ব্লগ জগতে ছিলাম-ই না।
শুভ জন্মদিন নাজমুল ভাই!
আরে দেরী কোন ব্যাপার না। আমরা আমরাই তো। স্মরণ করার জন্য ধন্যবাদ নাজ। ঋহানের জন্য আদর।
মন্তব্য করুন