কীভাবে আপনি আজিমপুর থেকে মগবাজার যাইবেন
আপনি আজিমপুর থেকে মগবাজার যাবেন ? নো প্রব্লেম ! প্রথমে সিদ্ধান্ত নিন, আপনার বাহন কী হবে ? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, গুড ! দাম-টাম ঠিক না করেই রিকশায় চেপেছেন ? তাতেও সমস্যা নেই। রিকশা চলতে শুরু করলো। আপনাকে একা পেয়ে রিকশাওয়ালা বেশ জোরেই পেডেল মারছে। আপনি চিন্তিত ? নো চিন্তা।
আজিমপুর থেকে রিকশা বড় রাস্তায় এলো। সোজা এসএম হলের দিকে চলতে শুরু করলো। এসএম হল পার হলো, হাতের বায়ে জগন্নাথ হল রেখে রিকশা এবার শহীদ মিনারকে ডানে রেখে মোড় নিলো। ডানে ঢাকা মেডিকেল। পার হলেন। বায়ে মোড় নিলেন। আবার ডানে ঢাবির খেলার মাঠ। নাক বরাবর দোয়েল চত্বর। পার হলেন। আবার বায়ে শিশু একাডেমি আর হাই কোর্ট পেরিয়ে প্রেস ক্লাবকে ডানে রেখে ছুটছে আপনার রিকশা। সামনেই পল্টন মোড়। এবার বায়ে মোড় নিলো রিকশা। আপনি টেনশিত ? মাথা ঠান্ডা রাখুন। ডানে বধিরদের স্কুল, তার পাশে জিয় নগর পানির ট্যাংকি। পার হলেন। এবার আবার বায়ে, তারপর কাকরাইল মোড় পেরিয়ে আপনি মালিবাগের পথে...
শান্তিনঘর মোড়ে এসে জ্যামে পড়লেন, হতাশ হবেন্না। এইতো জ্যাম ছুটে গেছে। মালিবাগ চলে এসেছেন ? বাহ , আপনিতো প্রায় এসেই গেছেন। মালিবাগ মোড় থেকে বায়ে মোড় নিন। মৌচাক মার্কেটের সামনে এসেছেন। এখানেও জ্যাম ? চিন্তা করবেন না। ৩০ মিনিটের মধ্যে এ জ্যাম ছুটবেই, প্রমিজ। রাস্তার জ্যাম ছেড়েছে, সোজা চলতে বলুন রিকশাওয়ালাকে। সোজা চেনেননা আপনি ? আল্লাহ ভরসা ! মগবাজার আর বেশি দুরে নেই...
আপনার রিকশা ভাড়া সামান্য বেশি আর সময়টা একটু বেশি গিয়েছে শুধু... তাতে কী ! আপনি আজিমপুর থেকে মগবাজারতো আসতে পেরেছেন....





আপনে কি পার্টটাইমে রিষকা চালান ? আমারেও পারলে এক্টা জুগার কইরা দিয়েনতো .,,, চাকরি বাকরি থিকা এইটা ভালো ,,, স্বাধীন কাজকার্বার
রিষকা চালাইতে চালাইতে গান ধরুম ,,, ও আমার উড়াল পংখি রে ............
কাইলকা আমারে ফুনাইয়া তেজতুরি বাজারের জমির মিয়ার গেরেজে আইসি পইড়ো। দিমুনে এক্টা রিশকা যোগাড় কৈরা...
সময়টা ১৯৯৭ সাল। দেশে থাকতে চট্টগ্রামের পোলা ঢাকায় গেছিলাম চাকরি করতে। থাকতাম খিলগাও আর অফিস ছিল মগবাজার। জীবনের ক্রান্তিকাল। হপায় গ্রাজুয়েশন শেষ কইরা জিহাদী জোশে চাকরী করার চেষ্টা সেই সময়টায়। প্রথত্থম দুই তিন দিন মৌচাক পর্যন্ত রিকশা আর মৌচাক থেকে মগবাজার বাস/রিকশায় ট্রাই কইরা দেখলাম যা বেতন পামু সেই বেতনে এই ভাবে যাতায়াত করলে জিহাদী জোশটা হাওয়া ছাইড়া দেয়া বেলুনের লাহান চুপশায় যাইব অচিরেই। তাই নতুন টেকনিক এ্যাপ্লাই করলাম। গার্মেন্টসের মাইয়াগো ফলো কইরা খিলগাও টু মগবাজার হাইটা (!) যাওনের শর্টকাট রাস্তা বাইর করছিলাম। জীবনের ডজনের মতো চাকরীর খাতায় সেই চাকরীটা মাত্র বাইশ দিন করার পর ঘরের পোলা ঘরে (চট্টগ্রামে) ফিরা গেছিলাম।
বসের এই ভ্রমণকাহিনী লেখনের শানেনূজুলটা কি? জ্যাম নিশ্চই।
না ,,, এইটা বসের কাহিনী না । উনি তো হার্ডলে-ডেভিডসন চালায়।
আরে না না। কাইলকা নজুর বাসায় যে আড্ডা হৈছিলো, সেই আড্ডায় আমগো মইধ্যে কেউ একজন আজিমপুর থন মগবাজার কেমরন গেছিলো তার সামান্য বর্ণনা দিলাম...
পথ চলার সময় হুট করে গা ছমছমে ভাব হয়েছে? লাগছে যে ছিন্তাইকারি আসতে পারে যেকোন সময়?... চিন্তা না করে মোবাইলটা বের করে ক'টা নম্বর মু্খস্ত করে ফেলুন। দেখুন নম্বর মুখস্ত করতে করতে জ্যাম পার হয়ে কখন যে গন্তব্যে পৌছে গেছেন বুঝবেনই না...
তবে কেউ কেউ আছে, গন্তব্যের বাড়ী'র সামনে দাঁড়িয়ে ডানবামে দেখে হাকডাক দিতে থাকে - "কই, ডানে বামে তো অমুক সাইজের বাড়ি দেখতেছি না!! কেউ আমারে নিয়ে যান দয়া কইরা"
পথ চলার সময় হুট করে গা ছমছমে ভাব হয়েছে? লাগছে যে ছিন্তাইকারি আসতে পারে যেকোন সময়?... চিন্তা না করে মোবাইলটা বের করে ক'টা নম্বর মু্খস্ত করে ফেলুন। দেখুন নম্বর মুখস্ত করতে করতে জ্যাম পার হয়ে কখন যে গন্তব্যে পৌছে গেছেন বুঝবেনই না.........
ঠিকাছে আফা!!!!সব দোষ যে টুটুল আর মাসুম ভাই এর এইটা কেউ কয় না।
হা হা হা, এই কমনে্ট পৈড়া পোষ্টের কাহিনী বুঝতে পারলাম.....
মেসবাহ ভাই পারেও, চরম মজাদার হৈছে.........
হ, হ জয়িতা, আমিও তোমার লগে একমত। সব দোষ কৈলাম মাসুম ভাই আর টুটুলের। আর জেবীনরে কৈ, অন্যের দুঃখে হাইসো না। । ইমুন বিপদে পড়লে তুমিও মোবাইল নং মুখস্ত করবা....!!!
খেক খেক! পোস্টের প্রেরণাদাত্রী কুতায়
জ্বি, কারে খুঁজেন আপনি?
বাসায় ঠিকমতো পৌছতে পারছেন?
অনেক কিছু শিখলাম । এতোদিন তাইলে কি জানতাম নিজেই বুঝতেছি না
যা জানতা, সবই কি ভুল ?
হায়রে জীবন, আফসুস !!
খালি দেখতাছি। কিছুই কইতাছি না। কওনের দিন আসুক কমুনে।
কিছুই কৈতাছো না ! তাইলে উর্পের মন্তব্য দুইটা কার ?
হেহেহে.
হোহোহো.........
ঘটনা বুঝতার্তাছিনা ....... ইয়াজিদ ভাইয়ের রিষকায় কি জৈতা চড়ছিলো ?
ক্যাম্নে কি !
বিমা, উড়ালপঙ্খী গান্টা শুনতে মন্চায়। চলো রিকসায় ঘুইড়া আসি। তুমি গান্টা শুনাইবা। আইজ জোছনা আছে। খবরদার জেবীন যেনো এই কথা না জানে।
জোছনা রাতে এই গান শুনবা ক্যান !!
জোছনা নিয়া তো রবি ঠাকুরের বিখ্যাত বিখ্যাত সব গান আছে সেগুলা শুনামুনে .... যেমন ধরো----- "বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে"।
ঠিকাছে। রবীবাবুর যে বেদের মেয়ে জোছনা গান আগে জানতাম না। বুঝলাম সবই কবিতা পড়ার ফল। যাই হোক। রিক্সা একটা নিয়া চলে আসো।
শুনলানা !! কবি এট্টুআগে কি কইলো !!
জোছনা তারে ফাঁকি দিছে,,, জোছনা মানেই ফাকিবাজি
তাই বলে তুমিও ফাঁকি দিলা বিমা?অপেক্ষায় বসে রইলাম। রিক্সায় ঘুরে গান শোনা হলো না।
একটা রিকশা বুঝি আর না কিনলেই নয়
সত্যই একটা রিক্সা কিনেন। নাইলে অচেনা জায়গায় আড্ডায় যামু কেমনে?পথ হারাইয়া ফেলমু বারে বারে। টুটুল আর মাসুম ভাই তো ভুল পথ চিনাইবো।
হায় হায় বিমা, এইডা তুমি কী কৈলা ? জলদি জেবীনরে ফুনাও। সে তোমারে উদাহরনসহ বুঝাইয়া দিবো...
রিকশা তখন কাকরাইল, শিল্পকলা হয়ে,
ইঙ্গিনীরিং ইন্সিটিউট, শিশু পাক ঘেশে শাহবাগ মোড়ে।
টিএসসির দিকে - একটা হাল্কা হাওয়া,
গুলনাহারের লম্বা কালোচুল আমার মুখ ডেকে যাওয়া।
সেই প্রথম পরশ, সেই প্রথম ঘ্রান
বেলি ফুলের সুবাসে ভরা শ্যাম্পু দিয়ে
আজ গোশল সেরেছেন গুলনাহার-
আমার চোখ দুটো মুজে আসে।
কি কবিতায় পাইলোরে সবগুলারে!!!!!!!!!!!!!
এই কবিতা প্রজোয্য না। রিক্সায় কেউ ছিলো না চোখ বুঁজে আসার মতো।আপনি তো কবিতা পড়ে এত এক্সাইটেড যে ভালো করে বলতে পারেন নাই কিভাবে এত না ঘুরে যাওয়া যাবে।
কেন প্রযোজ্য না। কাকরাইল আছে, রিক্সা আছে, বেলিও দেখি আছে। তাইলে বাকি রইলো কি?
আজব!
আমার চোখ দুটো মুজে আসে----- এই আমিটা কেউ ছিলো না। বুঝছেন?কত কি কইবেন? যে এত কষ্ট করে গেছে সে জানে তার কত ভালো লাগছে।
মাসুম ভাই, আপনে যাই কন্না কেন- আপনে আর টুটুলে এইভাবে সহজ সরল মাইনষেরে
ভুল ঠিকানা দেয়া ঠিক হয় নাই... তেব্র পরতিবাদ জানাই
লা জবাব দুলাভাই।
আমি কিন্তু কিছু কৈ নাই। দুলাভাই শালিকারে ইরাম কতা কৈতেই পারে
একজন লেকছে... আরেকজন খালী লাইনগুলান
কপি পেস্ট কৈরা উস্কানী দেয়... যত্তসব !!!
যত্তসব!!সারাদিন খালি গুলনাহার আর পাংগাস মাছ। দুলাভাই এর মাথায় আর কিছু নাই এখন।বদ দুলাভাই।এইসব যা তা চিন্তা করেই তো তালগোল পাকাইছে।
বলেন, ' আলহামদুলিল্লাহ!'
নাউযুবিল্লাহ !!
আজিমপুর থিকা মগবাজার যাইতে হুদাই রিকশা চড়ার দরকার কি।নিউ মার্কেটের কোণা থিকা ফাল্গুন বাসে চৈড়া বৈলেই তো হয়। শুধু পকেট সাবধান।
ওকে, নেক্সট টাইম...
দারুন রিকশা ভ্রমন , ঢাকা শহর অর্ধেক দেখা হয়ে যাবে।
এট্টু মিরপুরের দিকে যাইতে পারলোনা, রিকশাওয়ালা... তাইলেইতো পুরা ঢাকা দেখা হৈয়া যাইতো...
মগবাজার যেখানে যাইতেছিলেন,সেই বাসার মালিকিন রে ফুন না দিয়া আপ্নে সারা দুনিয়ার মাইন্সেরে ফুনান কেন??
খাঁটি কতা কৈছেন আপা। বে-আক্কেল আর কারে কয় !!!
তয় ইমুন হৈতে পারে... আজিমপুরবাসীনি আপনের উপরে
ভরসা করতে পারে নাই...আপনিও যদি নিজের বাসার ঠিকানা
ঠিকমত কৈতে না পারেন...
আপনে আমারে বেআক্কেল কইলেন?চরম রাগের ইমো হবে।দোষ কি আমার?হেরা কইছে মগবাজার মোড়রে কথা।আজব ব্যামার। আমি যেইখানে থেকে আসলাম সেখানে মগবাজার মোড়ে ত যাওয়া ই লাগে না। যাউগ্গা। আর কিছু কমু না।
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহ
হো হো হো হো হো হো হো হো (অট্টহাসি)
আমাদের এখন কঠিন সময়!
ক্যান, কঠিন সময় ক্যান ? বাজারে কি পাঙ্গাস মাছ
পাওয়া যায় না ???
মগবাজাররে কি মগের মুল্লুক পাইছেন?
মগের মুল্লুকে কি মগ থাকে না মগা থাকে?
না, না মগের মুল্লুক না। এইখানে যাদের বাসা, তাদের সহজ-সরল মাইনষেরে
বোকা বানান। ঠিকমত বাসার ঠিকানা দেন না। এইভাবে চলতে পারেনা।
মগের মুল্লুকে মগা, চালাক, অতিচালাক, অতিবোকা
টাউট, বাটপার, ছিনতাইকারী, আড্ডাবাজ, বাদাইম্মাসহ
সবাই থাকে.... তোমার কোনটা লাগবো ??
জয়ি বুকে আসো। তুমি শুধু একা না
হ, আরো বে....... মানুষ আছে জগৎ সংসারে
সেইটা জানলাম....
হুমম আরো বেড়ানী মানুষ আছে জগৎ সংসারে।
শূন্যস্থান পূরন করে দিলাম, খিকজ
হেব্বি একটা রিক্সা ভ্রমন হইলো, তাও ফ্রিতে
কার, আপনের ? নাকী যিনি আজিমপুর থেইক্কা
মগবাজার গেছেন, তার ?
আমি ব্যাপক রাস্তাকানা, ঢাকাকানা তো বটেই। তবে এইরাম পরিস্থিতিতে পোস্টের জ্ঞান এস্তেমাল করার থিকা হ্ইলদা মোটরবাইকঅলারে কল দেওনই সুবিধাজনক। খালি ক্ইতে হ্ইবো "আমি পাঙ্খা..."
হ, ঠিক কতাই কৈছেন আপা। আমার হৈল্দা মটর সাইকেলে খালী পাঙ্খাই চড়নের এখতিয়ার রাখে... আর কেউ না
(আপনি কি আছেন, না গেছেন ?)
ভাগ্যিস আড্ডার পোষ্টটা আগেই পড়েছিলাম, নাইলে এই পোষ্টের মাজেজা বুঝতে তো পায়ের ঘাম মাথায় উঠে যেত ... খিক খিক
মন্তব্য করুন