চিটাগাং যাবেন কে কে ?
ম্যালাদিন ধরে এবি'র লোকজন ঢাকার বাইরে একদিনের শর্ট একটা ট্যুরে যেতে চাচ্ছে। তো, সে ব্যাপারে চিন্তা ভাবনা করে ঠিক করলাম। একদিনের শর্ট ট্যুরে চিটাগাং যাওয়া যায়। বৃহস্পতিবার রাতের ট্রেনে যাবো। শুক্রবার সারাদিন আড্ডা-খানা-পিনা-পতেঙ্গা সৈকত-ফয়'স লেক ঘুরে রাতের ট্রেনে আবার ঢাকায়। থাকা- খাওয়া নিয়ে নো টেনশন । পুরোটার জন্য স্পন্সর পাওয়া যাবে (চিটাগাং-এ আমাদের এবি'র ২ জন আছেন না ? নাম বলতে চাইনা, শুধু হিন্টস দেই। একজন আগ্রাবাদ থাকেন, অন্যজন সদ্য বৈদেশ থেকে এসেছেন, থাকেন খুলশী এলাকায়)। স্পন্সর না পাওয়া গেলেও ক্ষতি নাই। নিজেরাই স্পন্সর হয়ে যাবো। বন্ধুরা যারা যারা যেতে আগ্রহী, জানান। তারিখ, খরচাদি এবং বিস্তারিত পরিকল্পনা পরবর্তীতে জানানো হবে....।
আমার বউ যাইতার্বো না

আর তারে ছাড়া এর প্লান করলে আপ্নার খপর আছে
ক্যান, টেরেনে গেলে প্রব কী ?
আসেন আসেন, চট্টগ্রামবাসীর পাওনা খানাপিনা সবকিছু বোচকায় বাইন্ধা আড্ডার এন্তেজাম কইরা জায়গামতো আইসা কনু্ই দিয়া ডোরবেলে টিপি দেন (হাত তো ভর্তি থাকবো তাই কনু্ই এস্তেমাল কর্বেন
)।
ইয়ে মানে আজকে দেখলাম একজনকে, তার মানে ৩ জন আছে। বকলমদাও নাকি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবেন। তাইলে ৪
ডোরবেল কেমতে বাজাইমু, হেইটা আমগো সমস্যা। আপনে খালী কনফার্ম করেন, ছাডিগাঁইয়া ব্লগার কয়জন আছে, এবিতে... সিওর কৈলাম আইতাছি
নুশেরা'পু কেমন আছেন?!!! শুনলাম চট্টগ্রামে আপনি। অপনা মা'মনি ভাল? আমি খুব ইচ্ছা দেশে চলে যাই। সিদ্ধান্তও একরকম ঠিক। কিন্তু সবাই খুব চাপ দিচ্ছে ফ্যামিলি নিয়ে আসার জন্য প্রবাসে। এদিকে আমার বসও কি মনে কইরা আমার ফ্যামিলি ষ্ট্যাটাস এ্যপ্রুভ কইরা বইসা আছেন। আমি পড়ছি গ্যারাকলে। দেশে যাওয়া হয়তো কিছুদিন পিছায়া গেল :(। কিন্তু আমি আশা ছাড়ি নাই।
মাবুদ আমারে আমার সোনার দেশে নিয়া যাও মাবুদ!
বকলমদা, বিসমিল্লাহ ব্ইলা র্ওনা দেন। ভাবী আর মামণিরে সঙ্গে নিয়ে যাবার আগে হাতে কিছুদিন রাইখেন, আড্ডা কারে কয় আর চিটাগাঙে কী আছে-নাই আমরা সবাইরে দেখায়া দিমু।
অ।ট। ভালো আছি। ছোট্ট মামণিটা ভালো আছে তো? তাকে দেখার ইচ্ছা আছে
আপনি দেশে আসছেন কখন? জানতাম না তো! সপরিবারে? এখন চিটাগাং আছেন নাকি, তাইলে একবার কষ্ট দিতাম। অটোগ্রাফ নিয়ে যদি এক কাপ চা খাওয়াতে পারতাম! কখন সময় করতে পারবেন জানান। খালাম্মাকে নিয়ে চলে আসেন সপরিবারে। বাসার ঠিকানা খালাম্মাকে পৌঁছে দেব। কিছুদিন আগে আফরিনও এসেছিল।
আহা, প্রাণ জুড়িয়ে গেলো। এইতো এলাম নীড়দা! মাকে কালই বলেছিলাম সুমীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। আপনার খালাম্মাকে দাওয়াত-কমেন্ট দেখালাম। বললেন আপনারাই চলে আসেন না কেন!
অতি অবশ্যই দেখা হবে, আড্ডা হবে। সবার মাইনাস শুধু ঢাকাবাসী্ই খাবে তা তো হয় না।
আমি সুমীকে বলবো আজ। খালাম্মার সাথে যোগাযোগ করে সময় ঠিক করে নেবার জন্য। আপনি কদিন থাকবেন চিটাগাং সেটার উপর নির্ভর করে তারিখ ঠিক করতে হবে। আপনার রাজকন্যা ভালো আছে তো, দেশে খুব জ্বর হচ্ছে আজকাল। সাবধানে রাখবেন।
একখানা সালাম জানাইয়া "প্রেজেন্ট ম্যাম" কইলাম!!!

ওয়াও নুশেরাপু দেশে!
ঢাকা আসবেন না আপু?
আমাদের সাথে একটু দেখা করেন ।
এই শুক্কুরবার কোথাও যাওয়া যাবে না। যে এই শুক্কুরবার ঢাকার বাইরে যাইবো হের ঠ্যাং ভাইঙ্গা পলিথিনে ভইরা ফ্রিজে রাখা হবে।
তারমানে এই শুক্কুরবার কোনো ঢাকাবাসী ঢাকার বাইরে যাইতে পারবো না ? সব্বোনাষ ! দেশে কি তুমি মার্শাল'ল চালু কৈরা দিলা...
আমি হাত তুললাম। আমি যামু চিটাগাং। কিন্তু দায়িত্বের কাছে হাত-পা বান্ধা।:( চিটাগাং এর কথা শুইনা মনটা হু হু কইরা উঠছে মেসবাহ ভাই। ইশ্ যদি পারতাম একবার উড়াল দিয়া আমার মা'রে (মেয়ে) দেইখা আসতে!
আফসুস !
পথে আমাকে কুমিল্লাতে নামিয়ে আসবেন! !
গলা ধাক্কা দিয়া ?
খাইছে!!!
কে ? কারে ? কখন ?
টুটুল ভাই আপনি ঘুরার নাম নিয়েন না। ভাবীর পাশে থাকেন। তার এই মুহুর্তে খুব বেশি রেস্ট দরকার। নতুন অতিথি আসার পর অনেক যাইতে পারবেন। মনে চায় যাইবার দায়িত্বের কাছে হাত পা বাধা। হাত তুললাম। পরের বার যামু।যদি দেশে থাকি।
পাখি ভাই ঠিক কইছে। টুটুল ভাই জার্ণিকে না বলুন এই সময়। আমরা চাচা মামারাদের রিকোয়েষ্ট।
থাক, টুটুলের যাওনের দরকার নাই। টুটুল বাদ...
অনেকদিন ঢাকার বাইরে যাইনা।
চলেন যাই... নজুর লগে কথা কন। এক দিনের লাইগাই তো...
২৭ তারিখ বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, বৃহস্পতিবার , সে অনুযায়ী প্ল্যান করলে ভালো হয় , আমরা বৃহস্পতিবার সকালে রওনা দিব , শুক্রবার বিকালে ঢাকায় ব্যাক করবো।
এভাবে কি সম্ভব ?
না এইভাবে সম্ভব না
ক্যান ? আপনি তো যাইবেন না ।
এতক্ষণ পরে একটা প্রস্তাব আসছে, ভাবতাছি
যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু
কিন্তু বিবেচনায় রইলো
মাইনাস
হ, মাইনাস দেওন ছাড়া আর কীই বা করতে পারেন...
কইষা মাইনাস
আপনেও মাইনাস দিলেন ? তাইলেতো ভাবনার বিষয়...
বুধবার রাতে গেলে আরাম কইরা রাতের ট্রেনে যাওয়া যায়।।বৃহস্পতিবার,শুক্রবার আরাম করে ঘুড়ে ফিরে আবার ব্যাক করা যায়।বাচ্চাকাচ্চা কিনবা নাজ গেলে ২দিনের একসাথের ধকল সহ্য করতে পারবে কিনা কে জানে।
হ, সবতে তো আপনের মত বাদাইম্মা !
মাইনষের কাম কাইজ নাই আর কী ?
ভাই চট্টগ্রামে কি আছে???এত আহলাদ করে যাওয়ার কি দরকার।।এত গরমের মধ্যে ভ্রমন না করাই ভালো...।।
আমি যাবো না.........।আপনাদের যাওয়ার ও দরকার নাই......
(আসলে আমি যাব কি করে???আমি তো থাকি এক অচিন দেশে...।।৩৪৫৮ কিলোমিটার দুরে্্)
চট্টগ্রামে কী আছে ? পাহাড়, সমুদ্র, আড্ডা, ক্যাফে জামানের খাবার আর আমাদের এবির দোস্তরা আছে। আর কী লাগে ?
হুম......চিটাগাং-এখন এখন প্রচুর গরম। আসার সময় মনে করে কম্বল নিয়ে আসবেন
আর আগ্রাবাদ কে থাকেন তার নাম ঠিকানা যদি জানাতেন..........
কম্বল যে নাই, জ্যাকেট পইরা আসলে চলবো না ? আগ্রাবাদে
কে যেনো আছে... মনে কৈরা লৈ.... তারপরে কমুনে
ইয়ে মাইনে আম্মো যাইতাম্চাই। মাগার নয়া চার্কিতে হান্দায়া গেসি
ছুটি তো পামু না :'( তয় শনি রবিবার হৈলে আছি 
দুর হ ! তোরে নিলেতো !
যাইতে ইচ্ছা করতাছে । যাইতাম্ছাই
আপসুস!
ট্যুর হবার কথা কুমিল্লায় আর মেজবাহ ভাই কয় চাটগাঁর কথা! ঢাকা থেকে চট্টগ্রামে শর্ট ট্যুর হয় কিভাবে? তাও আবার একদিনের!!!
তাইলে চলো, কুমিল্লা হয়ে না হয় চট্টগ্রাম যাই ?
না যেতে চাইলে তোমরা (তুমি আর উদরাজী)
না হয় কুমিল্লা থেকে যাবে.....। মাগার আমি চট্টগ্রাম যাবো...
মাত্তর আইলাম চাঁটগা থেইকা ,মনটা এমনিতেই উড়ু উড়ু করতাসিল ,এখন তো দিলেন আরও মনটা উদাস কইরা
।
আমার যাওনের ইচ্চে আছে .কিন্তু নতুন বিয়া..কাল মাত্র কক্সথেকে ফিরলাম
সময় টা আগে জানা দরকার
আইসা পরেন। আমি আপাতত আছি... আপনাদের স্পন্সর হইয়া মজা নস্ট করমু না, কনফার্ম.... তয়, ট্রাভেল গাইড হইতারি!!!!

যাইতে চাই আমিইইইইইইই:party:
একদিন এর ট্যুর চিটাগাং.? এই গরম এ ?
জুন' এ করেন না প্রোগ্রামটা।এ মাসেতো বাচ্চাদের ফাইনাল পরীক্ষা..।
আর চলেন নিলগিরী ,বান্দরবন যাই ৩/৪ দিন এর জন্য.!
এইরম হুটহাট আড্ডাও ভালো, কিন্তু বেশি সময় নিয়া, একটা দূরবর্তী প্রোগ্রাম করেন এবি থেইকা----
ঐ যেমন সেইন্ট মার্টিন, বান্দরবান বা সুন্দরবন.......
ঘুরাঘুরিতে এক্সপার্টরা তো আছেনই(ভাস্করদা, রায়হান ভাই----আরো অনেকে;))..
শীতের শুরুর জন্য বা ভালো কোনো সময়ে, আয়োজন কৈরা....হবে না?
ঘুরাঘুরিতে এক্সপার্টরা তো আছেনই(ভাস্করদা, রায়হান ভাই....)
ওরে বিলাই বলে কী..........????
শেষ পর্যন্ত মেসবাহ ভাই আর উদরাজি ভাই যাইবো বইলাই মনে হইতাছে।
এই মাসে আমার মেয়ের স্কুল জন্মদিন ইত্যাদি নিয়া ভেজালে আছি।এই মাসে ঢাকার বাইরে যাওয়াটা সম্ভব হবেনা মনে হচ্ছে।তাছআড়া যে গরম পরছে,পোলাপান জার্নি করে অসুস্থ্য হয়ে যেতে পারে।
আমি এই মাসেই যামু..............
আপত্তি নাইইইইইইইইইইইইইইই.......
ছেলেদের সঙ্গে চিটাগাং যাওয়াটা বুদ্ধিমানের হবে না বলে বাদ্দিলাম
আপনে নাহয় বাফড়ার সাথে যাবেন !
এই ভদ্রলোককে ব্যান করা উচিৎ
কাজ নাই কাজ নাই
পিকনিক আড্ডা ট্যুর
পুলাপানগুলারে ভাদাইম্যা বানাইতেছে
এই যাবজ্জীবন ফাঁসি চাই
চাই চাই চাই
অবশ্যই আপ্নে দেশে আসার পর ... তাইনা?
আবার জিগস
আমি তো এখন দেশের বাইরে আছি তাই যাইতারুমনা , কিছুদিন অপেক্ষা করেন দেশে আইসা নেই তখন যামুনে
তাইলে বরং এককাম করি, তুমি যেইখানে থাকো, সেই বিদেশে আইসা পড়ি ?
এক কাম করেন ঢাকার আশ পাশ থেইক্কা গ্রীস্মকালীন পিকনিকের আয়োজন করেন।
নিজের নিকের মত কথা কৈয়েন না ভাই। এই গরমে পিকনিক, কন কী আপনে ?
আর দেড় মাস পরে করলে কি হয়? আমিও যাইতাম
দেড় মাস পর কী করলে আপনিও যাইতেন ? বিষয় ক্লিয়ার না ....
মন্তব্য করুন