ইউজার লগইন

চিটাগাং যাবেন কে কে ?

ম্যালাদিন ধরে এবি'র লোকজন ঢাকার বাইরে একদিনের শর্ট একটা ট্যুরে যেতে চাচ্ছে। তো, সে ব্যাপারে চিন্তা ভাবনা করে ঠিক করলাম। একদিনের শর্ট ট্যুরে চিটাগাং যাওয়া যায়। বৃহস্পতিবার রাতের ট্রেনে যাবো। শুক্রবার সারাদিন আড্ডা-খানা-পিনা-পতেঙ্গা সৈকত-ফয়'স লেক ঘুরে রাতের ট্রেনে আবার ঢাকায়। থাকা- খাওয়া নিয়ে নো টেনশন । পুরোটার জন্য স্পন্সর পাওয়া যাবে (চিটাগাং-এ আমাদের এবি'র ২ জন আছেন না ? নাম বলতে চাইনা, শুধু হিন্টস দেই। একজন আগ্রাবাদ থাকেন, অন্যজন সদ্য বৈদেশ থেকে এসেছেন, থাকেন খুলশী এলাকায়)। স্পন্সর না পাওয়া গেলেও ক্ষতি নাই। নিজেরাই স্পন্সর হয়ে যাবো। বন্ধুরা যারা যারা যেতে আগ্রহী, জানান। তারিখ, খরচাদি এবং বিস্তারিত পরিকল্পনা পরবর্তীতে জানানো হবে....।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আমার বউ যাইতার্বো না Sad
আর তারে ছাড়া এর প্লান করলে আপ্নার খপর আছে Wink

মেসবাহ য়াযাদ's picture


ক্যান, টেরেনে গেলে প্রব কী ?

নুশেরা's picture


আসেন আসেন, চট্টগ্রামবাসীর পাওনা খানাপিনা সবকিছু বোচকায় বাইন্ধা আড্ডার এন্তেজাম কইরা জায়গামতো আইসা কনু্ই দিয়া ডোরবেলে টিপি দেন (হাত তো ভর্তি থাকবো তাই কনু্ই এস্তেমাল কর্বেন Wink )।

ইয়ে মানে আজকে দেখলাম একজনকে, তার মানে ৩ জন আছে। বকলমদাও নাকি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবেন। তাইলে ৪ Smile

মেসবাহ য়াযাদ's picture


ডোরবেল কেমতে বাজাইমু, হেইটা আমগো সমস্যা। আপনে খালী কনফার্ম করেন, ছাডিগাঁইয়া ব্লগার কয়জন আছে, এবিতে... সিওর কৈলাম আইতাছি

বকলম's picture


নুশেরা'পু কেমন আছেন?!!! শুনলাম চট্টগ্রামে আপনি। অপনা মা'মনি ভাল? আমি খুব ইচ্ছা দেশে চলে যাই। সিদ্ধান্তও একরকম ঠিক। কিন্তু সবাই খুব চাপ দিচ্ছে ফ্যামিলি নিয়ে আসার জন্য প্রবাসে। এদিকে আমার বসও কি মনে কইরা আমার ফ্যামিলি ষ্ট্যাটাস এ্যপ্রুভ কইরা বইসা আছেন। আমি পড়ছি গ্যারাকলে। দেশে যাওয়া হয়তো কিছুদিন পিছায়া গেল :(। কিন্তু আমি আশা ছাড়ি নাই।

মাবুদ আমারে আমার সোনার দেশে নিয়া যাও মাবুদ!

নুশেরা's picture


বকলমদা, বিসমিল্লাহ ব্ইলা র্ওনা দেন। ভাবী আর মামণিরে সঙ্গে নিয়ে যাবার আগে হাতে কিছুদিন রাইখেন, আড্ডা কারে কয় আর চিটাগাঙে কী আছে-নাই আমরা সবাইরে দেখায়া দিমু।

অ।ট। ভালো আছি। ছোট্ট মামণিটা ভালো আছে তো? তাকে দেখার ইচ্ছা আছে Smile

নীড় সন্ধানী's picture


আপনি দেশে আসছেন কখন? জানতাম না তো! সপরিবারে? এখন চিটাগাং আছেন নাকি, তাইলে একবার কষ্ট দিতাম। অটোগ্রাফ নিয়ে যদি এক কাপ চা খাওয়াতে পারতাম! কখন সময় করতে পারবেন জানান। খালাম্মাকে নিয়ে চলে আসেন সপরিবারে। বাসার ঠিকানা খালাম্মাকে পৌঁছে দেব। কিছুদিন আগে আফরিনও এসেছিল।

নুশেরা's picture


আহা, প্রাণ জুড়িয়ে গেলো। এইতো এলাম নীড়দা! মাকে কালই বলেছিলাম সুমীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। আপনার খালাম্মাকে দাওয়াত-কমেন্ট দেখালাম। বললেন আপনারাই চলে আসেন না কেন! Smile

অতি অবশ্যই দেখা হবে, আড্ডা হবে। সবার মাইনাস শুধু ঢাকাবাসী্ই খাবে তা তো হয় না।

নীড় সন্ধানী's picture


আমি সুমীকে বলবো আজ। খালাম্মার সাথে যোগাযোগ করে সময় ঠিক করে নেবার জন্য। আপনি কদিন থাকবেন চিটাগাং সেটার উপর নির্ভর করে তারিখ ঠিক করতে হবে। আপনার রাজকন্যা ভালো আছে তো, দেশে খুব জ্বর হচ্ছে আজকাল। সাবধানে রাখবেন।

১০

মুক্ত বয়ান's picture


একখানা সালাম জানাইয়া "প্রেজেন্ট ম্যাম" কইলাম!!! Tongue Tongue

১১

বোহেমিয়ান's picture


ওয়াও নুশেরাপু দেশে!
ঢাকা আসবেন না আপু?
আমাদের সাথে একটু দেখা করেন ।

১২

জ্যোতি's picture


এই শুক্কুরবার কোথাও যাওয়া যাবে না। যে এই শুক্কুরবার ঢাকার বাইরে যাইবো হের ঠ্যাং ভাইঙ্গা পলিথিনে ভইরা ফ্রিজে রাখা হবে।

১৩

মেসবাহ য়াযাদ's picture


তারমানে এই শুক্কুরবার কোনো ঢাকাবাসী ঢাকার বাইরে যাইতে পারবো না ? সব্বোনাষ ! দেশে কি তুমি মার্শাল'ল চালু কৈরা দিলা...

১৪

বকলম's picture


আমি হাত তুললাম। আমি যামু চিটাগাং। কিন্তু দায়িত্বের কাছে হাত-পা বান্ধা।:( চিটাগাং এর কথা শুইনা মনটা হু হু কইরা উঠছে মেসবাহ ভাই। ইশ্ যদি পারতাম একবার উড়াল দিয়া আমার মা'রে (মেয়ে) দেইখা আসতে! Sad

১৫

মেসবাহ য়াযাদ's picture


আফসুস !

১৬

সাহাদাত উদরাজী's picture


পথে আমাকে কুমিল্লাতে নামিয়ে আসবেন! !

১৭

মেসবাহ য়াযাদ's picture


গলা ধাক্কা দিয়া ?

১৮

শাওন৩৫০৪'s picture


খাইছে!!!

১৯

মেসবাহ য়াযাদ's picture


কে ? কারে ? কখন ?

২০

নীড় _হারা_পাখি's picture


টুটুল ভাই আপনি ঘুরার নাম নিয়েন না। ভাবীর পাশে থাকেন। তার এই মুহুর্তে খুব বেশি রেস্ট দরকার। নতুন অতিথি আসার পর অনেক যাইতে পারবেন। মনে চায় যাইবার দায়িত্বের কাছে হাত পা বাধা। হাত তুললাম। পরের বার যামু।যদি দেশে থাকি।

২১

বকলম's picture


পাখি ভাই ঠিক কইছে। টুটুল ভাই জার্ণিকে না বলুন এই সময়। আমরা চাচা মামারাদের রিকোয়েষ্ট। Wink

২২

টুটুল's picture


Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad(
Sad( Sad( Sad( Sad( Sad( Sad(
Sad( Sad( Sad( Sad( Sad(
Sad( Sad( Sad( Sad(
Sad( Sad( Sad(
Sad( Sad(
Sad(

২৩

মেসবাহ য়াযাদ's picture


থাক, টুটুলের যাওনের দরকার নাই। টুটুল বাদ...

২৪

পুতুল's picture


অনেকদিন ঢাকার বাইরে যাইনা।

২৫

মেসবাহ য়াযাদ's picture


চলেন যাই... নজুর লগে কথা কন। এক দিনের লাইগাই তো...

২৬

সাঈদ's picture


২৭ তারিখ বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, বৃহস্পতিবার , সে অনুযায়ী প্ল্যান করলে ভালো হয় , আমরা বৃহস্পতিবার সকালে রওনা দিব , শুক্রবার বিকালে ঢাকায় ব্যাক করবো।

এভাবে কি সম্ভব ?

২৭

টুটুল's picture


না এইভাবে সম্ভব না Smile

২৮

সাঈদ's picture


ক্যান ? আপনি তো যাইবেন না ।

২৯

মেসবাহ য়াযাদ's picture


এতক্ষণ পরে একটা প্রস্তাব আসছে, ভাবতাছি

৩০

নাজ's picture


যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু Sad

৩১

মেসবাহ য়াযাদ's picture


কিন্তু বিবেচনায় রইলো

৩২

মানুষ's picture


মাইনাস

৩৩

মেসবাহ য়াযাদ's picture


হ, মাইনাস দেওন ছাড়া আর কীই বা করতে পারেন...

৩৪

মাহবুব সুমন's picture


কইষা মাইনাস

৩৫

মেসবাহ য়াযাদ's picture


আপনেও মাইনাস দিলেন ? তাইলেতো ভাবনার বিষয়...

৩৬

পুতুল's picture


বুধবার রাতে গেলে আরাম কইরা রাতের ট্রেনে যাওয়া যায়।।বৃহস্পতিবার,শুক্রবার আরাম করে ঘুড়ে ফিরে আবার ব্যাক করা যায়।বাচ্চাকাচ্চা কিনবা নাজ গেলে ২দিনের একসাথের ধকল সহ্য করতে পারবে কিনা কে জানে।

৩৭

মেসবাহ য়াযাদ's picture


হ, সবতে তো আপনের মত বাদাইম্মা !
মাইনষের কাম কাইজ নাই আর কী ?

৩৮

রাসেল আশরাফ's picture


ভাই চট্টগ্রামে কি আছে???এত আহলাদ করে যাওয়ার কি দরকার।।এত গরমের মধ্যে ভ্রমন না করাই ভালো...।।
আমি যাবো না.........।আপনাদের যাওয়ার ও দরকার নাই......
(আসলে আমি যাব কি করে???আমি তো থাকি এক অচিন দেশে...।।৩৪৫৮ কিলোমিটার দুরে্‌্‌)

৩৯

মেসবাহ য়াযাদ's picture


চট্টগ্রামে কী আছে ? পাহাড়, সমুদ্র, আড্ডা, ক্যাফে জামানের খাবার আর আমাদের এবির দোস্তরা আছে। আর কী লাগে ?

৪০

নীড় সন্ধানী's picture


হুম......চিটাগাং-এখন এখন প্রচুর গরম। আসার সময় মনে করে কম্বল নিয়ে আসবেন Wink

আর আগ্রাবাদ কে থাকেন তার নাম ঠিকানা যদি জানাতেন.......... Smile

৪১

মেসবাহ য়াযাদ's picture


কম্বল যে নাই, জ্যাকেট পইরা আসলে চলবো না ? আগ্রাবাদে
কে যেনো আছে... মনে কৈরা লৈ.... তারপরে কমুনে

৪২

বৃত্তবন্দী's picture


ইয়ে মাইনে আম্মো যাইতাম্চাই। মাগার নয়া চার্কিতে হান্দায়া গেসি Sad ছুটি তো পামু না :'( তয় শনি রবিবার হৈলে আছি Smile

৪৩

মেসবাহ য়াযাদ's picture


দুর হ ! তোরে নিলেতো !

৪৪

আপন_আধার's picture


যাইতে ইচ্ছা করতাছে । যাইতাম্ছাই Smile

৪৫

ইসানুর's picture


আপসুস!

৪৬

লীনা দিলরুবা's picture


ট্যুর হবার কথা কুমিল্লায় আর মেজবাহ ভাই কয় চাটগাঁর কথা! ঢাকা থেকে চট্টগ্রামে শর্ট ট্যুর হয় কিভাবে? তাও আবার একদিনের!!!

৪৭

মেসবাহ য়াযাদ's picture


তাইলে চলো, কুমিল্লা হয়ে না হয় চট্টগ্রাম যাই ?
না যেতে চাইলে তোমরা (তুমি আর উদরাজী)
না হয় কুমিল্লা থেকে যাবে.....। মাগার আমি চট্টগ্রাম যাবো...

৪৮

অদ্রোহ's picture


মাত্তর আইলাম চাঁটগা থেইকা ,মনটা এমনিতেই উড়ু উড়ু করতাসিল ,এখন তো দিলেন আরও মনটা উদাস কইরা Sad

৪৯

মামুন ম. আজিজ's picture


আমার যাওনের ইচ্চে আছে .কিন্তু নতুন বিয়া..কাল মাত্র কক্সথেকে ফিরলাম
সময় টা আগে জানা দরকার

৫০

মুক্ত বয়ান's picture


আইসা পরেন। আমি আপাতত আছি... আপনাদের স্পন্সর হইয়া মজা নস্ট করমু না, কনফার্ম.... তয়, ট্রাভেল গাইড হইতারি!!!! Tongue Tongue Tongue

৫১

বাতিঘর's picture


যাইতে চাই আমিইইইইইইই:party:Party

৫২

আতিয়া বিলকিস মিতু's picture


একদিন এর ট্যুর চিটাগাং.? এই গরম এ ?
জুন' এ করেন না প্রোগ্রামটা।এ মাসেতো বাচ্চাদের ফাইনাল পরীক্ষা..।
আর চলেন নিলগিরী ,বান্দরবন যাই ৩/৪ দিন এর জন্য.!

৫৩

শাওন৩৫০৪'s picture


এইরম হুটহাট আড্ডাও ভালো, কিন্তু বেশি সময় নিয়া, একটা দূরবর্তী প্রোগ্রাম করেন এবি থেইকা----
ঐ যেমন সেইন্ট মার্টিন, বান্দরবান বা সুন্দরবন.......
ঘুরাঘুরিতে এক্সপার্টরা তো আছেনই(ভাস্করদা, রায়হান ভাই----আরো অনেকে;))..
শীতের শুরুর জন্য বা ভালো কোনো সময়ে, আয়োজন কৈরা....হবে না?

৫৪

মেসবাহ য়াযাদ's picture


ঘুরাঘুরিতে এক্সপার্টরা তো আছেনই(ভাস্করদা, রায়হান ভাই....)
ওরে বিলাই বলে কী..........????

৫৫

শওকত মাসুম's picture


শেষ পর্যন্ত মেসবাহ ভাই আর উদরাজি ভাই যাইবো বইলাই মনে হইতাছে।

৫৬

পুতুল's picture


এই মাসে আমার মেয়ের স্কুল জন্মদিন ইত্যাদি নিয়া ভেজালে আছি।এই মাসে ঢাকার বাইরে যাওয়াটা সম্ভব হবেনা মনে হচ্ছে।তাছআড়া যে গরম পরছে,পোলাপান জার্নি করে অসুস্থ্য হয়ে যেতে পারে।

৫৭

মেসবাহ য়াযাদ's picture


আমি এই মাসেই যামু..............

৫৮

দুষ্ট বালিকা's picture


Sad যাইতাম ছাআআআআআআআআআআআআআআআই! Sad

৫৯

মেসবাহ য়াযাদ's picture


আপত্তি নাইইইইইইইইইইইইইইই.......

৬০

নজরুল ইসলাম's picture


ছেলেদের সঙ্গে চিটাগাং যাওয়াটা বুদ্ধিমানের হবে না বলে বাদ্দিলাম Wink

৬১

মেসবাহ য়াযাদ's picture


আপনে নাহয় বাফড়ার সাথে যাবেন !

৬২

তানবীরা's picture


এই ভদ্রলোককে ব্যান করা উচিৎ
কাজ নাই কাজ নাই
পিকনিক আড্ডা ট্যুর
পুলাপানগুলারে ভাদাইম্যা বানাইতেছে
এই যাবজ্জীবন ফাঁসি চাই
চাই চাই চাই

৬৩

টুটুল's picture


অবশ্যই আপ্নে দেশে আসার পর ... তাইনা? Wink

৬৪

তানবীরা's picture


আবার জিগস Wink

৬৫

রাসেল আশরাফ's picture


আমি ফাসি চাই চাই চাই.।আমি নাই দেশে আআর হেরা কি ঘুরাঘুরি লাগাইসে।।এমনে হলে খেলুম না।।Frown

৬৬

বিষাক্ত মানুষ's picture


আমি তো এখন দেশের বাইরে আছি তাই যাইতারুমনা , কিছুদিন অপেক্ষা করেন দেশে আইসা নেই তখন যামুনে Wink

৬৭

মেসবাহ য়াযাদ's picture


তাইলে বরং এককাম করি, তুমি যেইখানে থাকো, সেই বিদেশে আইসা পড়ি ?

৬৮

বেকুব 's picture


এক কাম করেন ঢাকার আশ পাশ থেইক্কা গ্রীস্মকালীন পিকনিকের আয়োজন করেন।

৬৯

মেসবাহ য়াযাদ's picture


নিজের নিকের মত কথা কৈয়েন না ভাই। এই গরমে পিকনিক, কন কী আপনে ?

৭০

মিশু's picture


আর দেড় মাস পরে করলে কি হয়? আমিও যাইতাম Sad

৭১

মেসবাহ য়াযাদ's picture


দেড় মাস পর কী করলে আপনিও যাইতেন ? বিষয় ক্লিয়ার না ....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।