ইউজার লগইন

আমারে আর ফায় খে ??

আমী এখঠা নথুন দরনের ভানান ফদ্ধথি ছালু খরথে ছাই।
ছিন্থা খরে ধেকলাম, শভাই শভ দরনের ফোশ্ট ধেয়...
আমার অথ গেন নাই। থাই নথুন এই বাশার মাদ্যমে
লেকথে ছাই...
বুল থ্রুঠি হইলে নিজ ঘুনে ক্ষমা খরে ধিভেন।
আমি লেকতে ছাই, ভঢ় দরনের লেকখ হইতে আষা
রাকি। নথুন এই বাশাঠা একভার ছালু খরথে ফারলে
আমারে আর ফায় খে ??

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

মুক্ত বয়ান's picture


এই বাশারিতির ভিয়াখরণ কিতা??

শওকত মাসুম's picture


এই ভাষা রীতি বহু আগেই আলিফ দেওয়ান কাগু সফলভাবে চালু কইরা গেছে। আপনে দেখি অনেক পিছাইয়া আছেন।

হাসান রায়হান's picture


ব্যাক ডেটেড Wink

মেসবাহ য়াযাদ's picture


আমি ভ্যাখ ঢেঠেঢ হইলে আফনি ভুঝি ঢিঝুশ...?

মেসবাহ য়াযাদ's picture


আলিপ ধেওয়ান খাঘু খে ?

এরশাদ বাদশা's picture


আলিপ দেওয়ান কাগু হচ্ছে সামুর বিখ্যাত কাগু। এমন রসিক ব্লগার কালেভদ্রে দেখা যায়।
kagu

লিংকে যাইয়া দেখেন।

শাওন৩৫০৪'s picture


আলিফ দেওয়ান কাগু কে??? জটিল কুশ্চেন হৈছে----:P

জ্যোতি's picture


এই ভাষা কি ভাষা ?এর নাম কি?

মেসবাহ য়াযাদ's picture


এই বাশার নাম সুদ্দ ভানান বাশা...

১০

লীনা দিলরুবা's picture


মেজবাহ ভাইর কী হৈছে? সব প্রাগৈতিহাসিক জিনিস নিয়া টানাটানি করতেছেন Wink

১১

জ্যোতি's picture


হেতে হাগল অই গেছে।

১২

মেসবাহ য়াযাদ's picture


য়ামার খী হৈচে, বঢ় পুর্থি লাঘথাচে...

১৩

জ্যোতি's picture


ফুর্তি তো লাগবোই। ভাবী বাপরে বাড়ী যাইতাছে। দিন আপনের আর পাংখার। ফুর্তি আপনের লাগবো না তো কি রায়হান ভাই আর মাসুম ভাই, টুটুলের লাগবো?

১৪

লীনা দিলরুবা's picture


আপনার এত ফূর্তি লাগতেছে ক্যান? কাহিনী কী?

১৫

জ্যোতি's picture


কাহিনী হইলো মঙ্গলবার থেকে উনার নিজেরই পাংখা হবে।ভাবী নাকি বাপের বাড়ী বেড়াতে যাচ্ছে।সেইজজন্য নাকি উনি ব্যাপক খুশী।

১৬

লীনা দিলরুবা's picture


পাংখা কী জিনিস? পাংখার মাজেজা কী? মেজবাহ ভাই একটা পোস্ট দিয়া পাংখা কাহিনী বিস্তারিত বললে সবাই বুঝতে পারতো। একা একা জয়িতা বুজতেছে এইটা তো ঠিক না Wink

১৭

জ্যোতি's picture


আরে আমি একলা কই বুঝলাম?পাংখা কাহিনি তো সবাই জানে। পাংখা উনার জান....পরান। দেখেন না দুইদনি পরপর কই যায় কারে লইয়া?

১৮

লীনা দিলরুবা's picture


আহারে! কি পোলাটারে ইন্দুরে খাইয়া ফালাইলো! মনু ভাবীরে জানাইতেছি, ইন্দুরে খাওয়া জামাইরে রিমান্ডে নেওনের ব্যবস্থা করতেছি Wink

১৯

জ্যোতি's picture


ইন্দুর আইলো কই থেইকা? ইন্দুরে কেমনে খাইলো?আপনি পাংখারে ইন্দুর কইতে চান? মেসবাহ ভাই কিন্তু মাইন্ড করব। আর ফুচকা খাওয়াইবো না।

২০

লীনা দিলরুবা's picture


ফুচকা খাইতে মন্চায়। আইতাছি।

২১

জ্যোতি's picture


আম্মো খাইতাম চাই। কতদিন ফুচকা খাই না!

২২

অনন্ত দিগন্ত's picture


ওয়ানেক ডিন পড় কাগুড় কঠা মন ক্রয়ায়ে ডিইলেন ঢেখি ...

২৩

বাতিঘর's picture


আধ্যাত্নিক ভাষানি কুনু! স্বপ্নে পাইলেননি?

২৪

নজরুল ইসলাম's picture


না ভোট দিলাম।
ফাইজলামি রাইখা জম্পেশ দেইখা একটা ভ্রমণ পোস্ট দেন... সোনারগায়ে লেচু খাইতে গেছিলেন? আম খাইতে যাইবেন কবে?

২৫

তানবীরা's picture


না ভুট খ্যামতে দেয়? আমিও একটা দিতে চাই ওনারে।

২৬

মেসবাহ য়াযাদ's picture


য়াফণে য়ার ণঝু য়ামার উফঢ় এথ কেফলেণ খেণো, ভুজথে ফারলাম ণা...

২৭

সাঈদ's picture


টো বাই, খি খরে এই বাশা ছিকলেন?

২৮

নীড় সন্ধানী's picture


SurprisedSurprisedSurprisedSurprisedSurprised

২৯

রাসেল আশরাফ's picture


৩০

নাহীদ Hossain's picture


হেই বাসা হিগোনের একাডেমী ধিবেননি কুন Frown

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।