আজ তার জন্মদিন
১৯৯৬ সালের নভেম্বরের প্রথম দিন বিয়ে হয় আমাদের। আমি তখন কার্যক্ষেত্রে শ্রীমঙ্গলে থাকি। তো, বিয়ের পর এই কূলে আমি আর ওই কূলে তুমি অবস্থা ছিল আমাদের। পড়াশুনার কারনে তিনি প্রায়ই বাবার বাড়ি থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হলে চলে আসতেন আমাদের বাসায়। কুমিল্লাতে। আমি সপ্তাহান্তে ঢাকা মাড়িয়ে নারায়ণগঞ্জ বা কুমিল্লা যেতাম। কোথায় যাবো সেটা নির্ভর করত তেনার অবস্থানের উপর।
নভেম্বর, ডিসেম্বর শেষ হল। শুরু হল ১৯৯৭ সালের। এভাবেই চলছিল আমাদের জীবন। এর মধ্যে দুবার এসে বেড়িয়ে গেছেন তিনি। তৃতীয়বার কোনো খবর না দিয়ে হঠাৎ করেই এলেন। সাথে আমার ছোট বোন আর তার এক বান্ধবী। সরাসরি কুমিল্লা থেকে শ্রীমঙ্গল। চট্টগ্রাম- সিলেটের মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাহাড়ীকা এক্সপ্রেসে করে। আমি অফিসের কাজে সারাদির ছিলাম বাইরে। কাজ সেরে চলে গেলাম চা বাগানে। ফিনলের চা বাগানে অনেক বন্ধুরা কাজ করত। বাঙলোতে আড্ডা মেরে, রাতের খাবার খেয়ে বাসায় যখন ফিরলাম- তখন রাত প্রায় ১১ টা। বাসায় এসে দেখি আমার পাশের রুমে ৩ বালিকা বসে জম্পেস আড্ডা দিচ্ছে। আমিতো অবাক !
আমরা ৪ জন মিলে একটা বিশাল বাসা নিয়ে থাকতাম। বাসার মালিক থাকতেন লন্ডনে। বাসা দেখভাল করত একজন কেয়ার টেকার। আমাদের মধ্যে যাদব ছিল স্কয়ারে, জিয়া ফাইসন্সে, স্বপন রোন পোলেনক এ। ছোট বোনসহ ওরা ৩ জন ছিল যাদবের রুমে। আমি ওদের পাশে গিয়ে ভদ্রলোকের মত বসলাম। আলাপ জমানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। ছোট বোনটা ঝাড়ি দেয়া শুরু করল।
ও, তুমি তাহলে এভাবে জীবন কাটাচ্ছো ?
সকালে বেরিয়ে মধ্যরাতে বাসায় ফিরছো ?
আমরা ৩ জন মানুষ সেই সন্ধ্যায় এসেছি। রুমেটা পর্যন্ত বন্ধ...। ইত্যাদি, ইত্যাদি।
যেন সব দোষ আমার ! কেনোরে বাপু, তোমরা জানিয়ে আসতে পারলে না ? আর, আমি কী আমার রুমের দরজা খোলা রেখে যাব ? বিবাহিত ব্যাচেলর জীবন আমার । আমি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবো না ? এর কোনটাই বলা হল না। মানে শব্দ করে বলা হল না আর কী !
যা বললাম তা হল, তোরা কি খেয়েছিস ? তোদের কোনো কিছু লাগবে ? না, আমাদের কিছু লাগবে না। শুধু যাদব'দার এই রুমটা আমরা আপাতত দখল করলাম।
যাদবের রুমে ক্যানো ? তোরা আমার রুমে যা... । বলতে যা বাকী...
ক্ষেপে উঠল একবার। আমরা এই রুমেই থাকবো। ও যাদব'দা, আপনার কোন সমস্যা আছে...? বেচারা যাদব কী বলবে ! আমতা আমতা করে বললো, না না তোমরা আমার রুমেই থাকো। আমি স্বপনের রুমে চলে যাচ্ছি।
অনেক রাত হয়েছে। আমরা এখন ঘুমাবো। তুমি তোমার বউয়ের ব্যাগ নিয়ে দয়া করে আমাদের রুম ছেড়ে নিজের রুমে যাও...। ঠিকাছে, সকালে কথা হবে বলে কোনোমতে নিজের রুমে এসে বাঁচলাম। রুমের যা ছিরি ! একটু গুছিয়ে নিতে যাবো... বৌ বললো, তোমার আর গোছাতে হবে না। যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। জামা-কাপড় বদলে একটু ফ্রেশ হয়ে রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। আমার ছোট রুমটা কী সুন্দর, পরিপাটি করে সাজানো !
কথায়, গল্পে অনেক রাত হল। ঘুমানোর প্রস্ততি নিচ্ছি। আস্তে করে বৌ বললো, আজ কয় তারিখ ? ১৮ শেষ হয়ে ১৯ তারিখ- সরলভাবে উত্তর দিলাম আমি এবং তখনি চোখ গেল তার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে... চোখ দুটো জ্বল জ্বল করছে...। কোথাও কিছু একটা গোলমাল আছে। বুঝতে পারছিনা... আচমকা ঝিলিক দিয়ে উঠলো মনে। সব্বোনাষ ! আজ ১৯ আগস্ট। মানে আজ বৌয়ের জন্মদিন। আর সেকারনেই কুমিল্লা থেকে হঠাৎ করে ওদের আগমন ! বৌকে জড়িয়ে ধরি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলি- শুভ জন্মদিন। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন তার। খুবই রোমান্টিক গলায় বললাম- জন্মদিনে তোমাকে কী উপহার দেব, বলোতো ?
কিছুই দিতে হবে না, বললো।
তাই কী হয় ? জন্মদিনে তোমার জন্য স্পেশাল উপহার...
এরপর গুনে গুনে ২২ টি... থাক সে কথা...
(এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে- সেই উপহারটাই ছিল তার কাছে জন্মদিনে দেয়া আমার সেরা উপহার... আজ তার জন্মদিন... )
সকাল বেলাই মন ভালো করা রোমান্টিক পোস্ট পড়লাম ।
আপনার "তার" জন্য অনেক অনেক শুভেচ্ছা।
থ্যাংকু...
শুভ জন্মদিন মনুভাবী!
মেসবাহভাইয়ের জন্য ঐ উপহার তো সেরা হইবোই, খর্চাপাতির বালাই নাই
ভুল কৈলেন। খর্চাপাতি নাই কেডায় কৈলো ? এনার্জি কি খর্চা না...
তা তো বটেই। সাধে কি এনার্জি সেভিং লাইট লাগাইতেছে সবখানে!
ইয়ার্কি করতে গিয়া যেইটা বলা হয়নাই তা হইলো পোস্টটা খুব ভালো লাগছে। মনু আর আপনার রোমান্টিকতা ভোরের কাগজের পাফো পাতা থিকা শুরু কইরা বিজ্ঞাপনে (জন্মদিনসহ নানারকম বিশেষ দিবসের শুভেচ্ছা) পর্যন্ত দেখতাম। মনুর মতো ইনোসেন্ট ফেইস আমি কম দেখছি। অশেষ শুভকামনা তার জন্য, আপনাদের সবার জন্যই।
পুরাই একমত। ভাবীর মতো মাসুমীয় ফেইস খুব একটা দেখা যায় না।
মাসুমীয় ফেইস মানে কী দুলাভাই ?
এখন বুইঝা লন
বুইঝা লৈছি...
েহে!!!
তার জন্য শুভ জন্মদিন
তার তরফ থেকে থ্যাংকু
হেভি রোমান্টিক পোষ্ট। শেষে কি জানি কইতে গিয়া বললেন আর বলবেন না....কিছু বলতে তো বাকি রাখলেন না পোষ্ট আর নীচের কমেন্ট মিলায়া।
যাই হোক। ভাবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।পুরানা কথাটাই আবার বলি, আমার অনেক জন্মের পূণ্যে আপনি এই বৌ পাইলেন। আপনার কপাল বটে!
জন্মদিনের পার্টি কথন? কোথায় আসব। এসব বলবে কে? তাড়াতাড়ি এস এম এস করেন সবাইরে। জানান।
আমারে কৈছো ঠিকাছে, তয় আমার বৌরে কথাটা কৈয়োনা।

জন্মদিনের পার্টির মেন্যু আর ভেন্যু তোমরাই ঠিক করো। আমি নাহয় তোমার ভাবীর লগে গেস্ট হিসাবেই আসুম...
ভাবীরে আমি এইটা বলি নাই? বলেন কি?না বলে থাকলে পরের দিন বলবই। কিন্তু এই ভুল তো হওয়ার কথা না।
মেসবাহ ভাই, ভাবী গেস্ট ---ঠিকাছে। আপনি কেমনে গেস্ট হইলেন? আজব। আপনি ভালো লোক, খারাপ হইতে চাইয়েন না তো!
১৪ বছর ধইরা একজন মহিলা আপনের যন্ত্রণা সহ্য করতেছে জাইনা মন খারাপ হইয়া গেলো।
শুভ জন্মদিন...মৃত্যু অবধি আপনের অগোছালো জামাইয়ের ঘর গুছাইতে থাকেন এই কামনা করি...
১৪ বছর ধইরা একজন মহিলা আপনের যন্ত্রণা সহ্য করতেছে জাইনা মন খারাপ হইয়া গেলো।
। এরি নাম ভালোবাসা... সত্যি বলতে কী, ভালোবাসা একেক জনের কাছে একেক রকম... 
আপনের মন খারাপ হৈলে কী হৈবো ? কেউ কেউ এইটারে লাইক করে
তয় আমি আপনের মন্তব্য লাইক কর্ছি। থ্যাংকু।
বাহ! ভারী ভালো লাগল পোষ্টটা পড়ে।
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা, সাথে আপনাকেও। কারণ ছোট্ট একটা লেখা, অথচ কি সুন্দর প্রকাশ। এটাও কম দামী নয় কিন্তু।
ছোট ছোট কিন্তু মূল্যবান এসব উপহার আপনাদের সম্পর্কটা আরও দীর্ঘজীবি করুক এই কামনাই রইল।
বিনয়ে বিগলিত হৈলাম
বাহ্। শুভ জন্মদিন ভাবী। সবসময় ভালো থাকুন, সুখে আর আনন্দে থাকুন। বাচ্চা-কাচ্চা, স্বামী-সংসার, আত্মীয়-স্বজন সব ফুল হয়ে ফুটে থাকুক আপনার সাজানো বাগানে।
মেসবাহ ভাই, আপনে নিজে কন্যা আর আপনার স্ত্রী সিংহ। ইয়ে আমি আপনার অবস্থাটা মনে হয় বুঝতে পারছি।
গুড লাক, গুড লাক।
কন্যা আর সিংহ মিলে কী হয়...? বিয়াপক কোতুহল জাগাইয়া তুল্লেন...
আপাতত আমাদের জানা মতে দেখছি কন্যা, সিংহ'তে রৌদ্দুর আর সমুদ্দুর হইছে, এম্নিতে কি হয় জানি নাহ.।
হাহাহাহাহহাহ। জেবীনরে বিশাল ঝাঝা।
গুড, থ্যাংকু...

ভাবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
আপনেরেও। তয় জন্মদিনের না, এমনিতেই শুভেচ্ছা...
ভাবীকে প্রতিবিপ্লবি জন্মদিনের শুভেচ্ছা
আবার বিপ্লব টিপ্লব ক্যানোরে ভাই, শুভেচ্ছা গৃহিত হৈলো
২২ টায় সব সব এনার্জি খরচ করছিলেন নাকি এখনও এনার্জি কিছু আছে? এইবার এনার্জি কেমুন খরচ হইলো?
ভাবীরে শুভেচ্ছা। আপনাকেও। আপনারা এরকমই থাকেন।
মনুভাবীকে জন্মদিনের শুভেচ্ছা
থ্যাংকু
এত্তো রোমান্টিক লেখা..!!... আমি ভাব্লাম মেসবাহ ভাই খালি বারো সিক্কার থাবড়া দিয়াই আদর জানায়... কিন্তু লেখা তে যেই মধু ঢালছে!! মাশাল্লাহ...
ভাবী'রে এত্তো এত্তো শুভ জন্মদিনের শুভেচ্ছা!!...
খালী শুভেচ্ছা ? সামনে ঈদ, ইয়ে মানে....
আহা! মনটা আর্দ্র হইয়া গ্যালো... এরম কপাল কয়জনের হয়.... ভাবীরে শুভ জন্মদিন।
এটা কী আমার পক্ষে গেল, না বিপক্ষে ? ঠিক ঠাওর করতে পারলাম না...
বুইঝা লন...
বুঝলাম
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।
পোস্ট পছন্দ হইসে।
এবি রুমান্টিক লুক দিয়া ভর্তি!!!
এবি রুমান্টিক লুক দিয়া ভর্তি !!!
ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা।
বউ ছাড়া অন্য কাউকে জন্মদিনে এরকম গিফট দেবার চিন্তা করতেছি।
লু = লুল
লু = লুইচ্ছা
লু =......
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।
শুভেচ্ছা পৌঁছে দিলাম
মনুভাবীরে জন্মদিনের শুভেচ্ছা।
আমারও বিশাল ভোলামন। থাকি প্রবাসে, বউ বেচারী দেশে। বিয়ার পর আমার বউয়ের জন্মদিনের তিন দিন আগে মোবাইলে রিমাইন্ডার দিয়া রাখছিলাম, সেই তিন দিন পার হইলে আবার পনের মিনিট আগে আরেকটা রিমাইন্ডার দিয়া রাখলাম, কিন্তু এক বাচাল বন্ধুর পাল্লায় পইড়া রাত ১২ টায় সব গেলাম ভুইলা । শেষে ১২টা ১৭ মিনিটে যখন বউ ফোন করলো তখন মাথায় হাত। পরে আমতা আমতা কইরা ২১ দুগুনে ৪২ বার সরি কইয়া তারপর বউরে ঠান্ডা করছি।
ভুলোমন নিয়া একটা জোকস মনে পড়লো।
এক আত্মভোলা ভদ্রলোক বিয়ের পর হানিমুনে গেলেন কক্সবাজারে। সারাদিন বিচে ঘুরলেন। কেনা-কাটা করলেন। ক্লান্ত হয়ে হোটেলে ফিরলেন। সারাদিন তার কেবলই মনে হতে লাগলো, কী যেনো ভুলে আনেননি। রাতে ঘুমাতে গিয়ে ভদ্রলোকের মনে পড়লো-
তিনি তার স্ত্রীকে সাথে করে নিয়ে যেতে ভুলে গেছেন...
ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা!
ভাবীর কি আর আত্মীয় স্বজন নাই?
হ, আছে। মা আছে। দুই ভাই আছে । দুই পোলা আছে। এক জামাই আছে। ক্যান ? ঈদে গিফট দিবা ?
:\ :\ :\ :\ :\ :\
ঘটনা জেনে শরমিন্দা হইলাম।
যাইহোক ভাবীরে শত গোলাপের শুভেচ্ছা।

শরমিন্দা কেনোরে ভাই। পরের জানার জন্য ? নো শরমিন্দা। গিফট পাঠাবেন তো ? কোনো সমস্যা নাই। ধইরা নিমু, কুরিয়ার সার্ভিসে দেরি করছে...
আকর্ন বিস্তৃত হাসি নামক একটা জিনিষ পড়তাম বৈতে, আইজ্যা পোষ্ট পড়া শেষ হৈলে পরে আমিও দিলাম হাসিডা-----

এট্টু দেরি হৈয়া গেলো ভাই, নাইলে অন্তর থেইকা হ্যাপী বাড্ডে দিলাম-----
আকর্ন বিস্তৃত হাসি নামক একটা জিনিষ পড়তাম বৈতে, আইজ্যা পোষ্ট পড়া শেষ হৈলে পরে আমিও দিলাম হাসিডা-----এত হাসির কী হৈলো বিলাই ? আমি কি হাসির কতা কিছু কৈছি ???
বহুত লেইট কইরালাইছি.... যাই হোক, পার্টি কি মিস করছি নিকি??



ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা।
সাথে এইবার কি গিফট দিলেন এইটা জান্তে ইচ্ছা করে...
না, না। পার্টি মিস করো নাই। যখনি গিফট লৈয়া আইবা, তখনি পার্টি...
:
পোষ্ট পড়ে লজ্জা লাগতেছে
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা
মন্তব্য করুন