ইউজার লগইন

আজ তার জন্মদিন

১৯৯৬ সালের নভেম্বরের প্রথম দিন বিয়ে হয় আমাদের। আমি তখন কার্যক্ষেত্রে শ্রীমঙ্গলে থাকি। তো, বিয়ের পর এই কূলে আমি আর ওই কূলে তুমি অবস্থা ছিল আমাদের। পড়াশুনার কারনে তিনি প্রায়ই বাবার বাড়ি থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হলে চলে আসতেন আমাদের বাসায়। কুমিল্লাতে। আমি সপ্তাহান্তে ঢাকা মাড়িয়ে নারায়ণগঞ্জ বা কুমিল্লা যেতাম। কোথায় যাবো সেটা নির্ভর করত তেনার অবস্থানের উপর।

নভেম্বর, ডিসেম্বর শেষ হল। শুরু হল ১৯৯৭ সালের। এভাবেই চলছিল আমাদের জীবন। এর মধ্যে দুবার এসে বেড়িয়ে গেছেন তিনি। তৃতীয়বার কোনো খবর না দিয়ে হঠাৎ করেই এলেন। সাথে আমার ছোট বোন আর তার এক বান্ধবী। সরাসরি কুমিল্লা থেকে শ্রীমঙ্গল। চট্টগ্রাম- সিলেটের মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাহাড়ীকা এক্সপ্রেসে করে। আমি অফিসের কাজে সারাদির ছিলাম বাইরে। কাজ সেরে চলে গেলাম চা বাগানে। ফিনলের চা বাগানে অনেক বন্ধুরা কাজ করত। বাঙলোতে আড্ডা মেরে, রাতের খাবার খেয়ে বাসায় যখন ফিরলাম- তখন রাত প্রায় ১১ টা। বাসায় এসে দেখি আমার পাশের রুমে ৩ বালিকা বসে জম্পেস আড্ডা দিচ্ছে। আমিতো অবাক !

আমরা ৪ জন মিলে একটা বিশাল বাসা নিয়ে থাকতাম। বাসার মালিক থাকতেন লন্ডনে। বাসা দেখভাল করত একজন কেয়ার টেকার। আমাদের মধ্যে যাদব ছিল স্কয়ারে, জিয়া ফাইসন্সে, স্বপন রোন পোলেনক এ। ছোট বোনসহ ওরা ৩ জন ছিল যাদবের রুমে। আমি ওদের পাশে গিয়ে ভদ্রলোকের মত বসলাম। আলাপ জমানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। ছোট বোনটা ঝাড়ি দেয়া শুরু করল।
ও, তুমি তাহলে এভাবে জীবন কাটাচ্ছো ?
সকালে বেরিয়ে মধ্যরাতে বাসায় ফিরছো ?
আমরা ৩ জন মানুষ সেই সন্ধ্যায় এসেছি। রুমেটা পর্যন্ত বন্ধ...। ইত্যাদি, ইত্যাদি।
যেন সব দোষ আমার ! কেনোরে বাপু, তোমরা জানিয়ে আসতে পারলে না ? আর, আমি কী আমার রুমের দরজা খোলা রেখে যাব ? বিবাহিত ব্যাচেলর জীবন আমার । আমি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবো না ? এর কোনটাই বলা হল না। মানে শব্দ করে বলা হল না আর কী !

যা বললাম তা হল, তোরা কি খেয়েছিস ? তোদের কোনো কিছু লাগবে ? না, আমাদের কিছু লাগবে না। শুধু যাদব'দার এই রুমটা আমরা আপাতত দখল করলাম।
যাদবের রুমে ক্যানো ? তোরা আমার রুমে যা... । বলতে যা বাকী...
ক্ষেপে উঠল একবার। আমরা এই রুমেই থাকবো। ও যাদব'দা, আপনার কোন সমস্যা আছে...? বেচারা যাদব কী বলবে ! আমতা আমতা করে বললো, না না তোমরা আমার রুমেই থাকো। আমি স্বপনের রুমে চলে যাচ্ছি।
অনেক রাত হয়েছে। আমরা এখন ঘুমাবো। তুমি তোমার বউয়ের ব্যাগ নিয়ে দয়া করে আমাদের রুম ছেড়ে নিজের রুমে যাও...। ঠিকাছে, সকালে কথা হবে বলে কোনোমতে নিজের রুমে এসে বাঁচলাম। রুমের যা ছিরি ! একটু গুছিয়ে নিতে যাবো... বৌ বললো, তোমার আর গোছাতে হবে না। যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। জামা-কাপড় বদলে একটু ফ্রেশ হয়ে রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। আমার ছোট রুমটা কী সুন্দর, পরিপাটি করে সাজানো !

কথায়, গল্পে অনেক রাত হল। ঘুমানোর প্রস্ততি নিচ্ছি। আস্তে করে বৌ বললো, আজ কয় তারিখ ? ১৮ শেষ হয়ে ১৯ তারিখ- সরলভাবে উত্তর দিলাম আমি এবং তখনি চোখ গেল তার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে... চোখ দুটো জ্বল জ্বল করছে...। কোথাও কিছু একটা গোলমাল আছে। বুঝতে পারছিনা... আচমকা ঝিলিক দিয়ে উঠলো মনে। সব্বোনাষ ! আজ ১৯ আগস্ট। মানে আজ বৌয়ের জন্মদিন। আর সেকারনেই কুমিল্লা থেকে হঠাৎ করে ওদের আগমন ! বৌকে জড়িয়ে ধরি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলি- শুভ জন্মদিন। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন তার। খুবই রোমান্টিক গলায় বললাম- জন্মদিনে তোমাকে কী উপহার দেব, বলোতো ?
কিছুই দিতে হবে না, বললো।
তাই কী হয় ? জন্মদিনে তোমার জন্য স্পেশাল উপহার...
এরপর গুনে গুনে ২২ টি... থাক সে কথা...

(এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে- সেই উপহারটাই ছিল তার কাছে জন্মদিনে দেয়া আমার সেরা উপহার... আজ তার জন্মদিন... )

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

মেঘ's picture


সকাল বেলাই মন ভালো করা রোমান্টিক পোস্ট পড়লাম । Smile
আপনার "তার" জন্য অনেক অনেক শুভেচ্ছা।

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু...

নুশেরা's picture


শুভ জন্মদিন মনুভাবী!

মেসবাহভাইয়ের জন্য ঐ উপহার তো সেরা হইবোই, খর্চাপাতির বালাই নাই Tongue

মেসবাহ য়াযাদ's picture


ভুল কৈলেন। খর্চাপাতি নাই কেডায় কৈলো ? এনার্জি কি খর্চা না... Big smile

নুশেরা's picture


তা তো বটেই। সাধে কি এনার্জি সেভিং লাইট লাগাইতেছে সবখানে!

ইয়ার্কি করতে গিয়া যেইটা বলা হয়নাই তা হইলো পোস্টটা খুব ভালো লাগছে। মনু আর আপনার রোমান্টিকতা ভোরের কাগজের পাফো পাতা থিকা শুরু কইরা বিজ্ঞাপনে (জন্মদিনসহ নানারকম বিশেষ দিবসের শুভেচ্ছা) পর্যন্ত দেখতাম। মনুর মতো ইনোসেন্ট ফেইস আমি কম দেখছি। অশেষ শুভকামনা তার জন্য, আপনাদের সবার জন্যই।

মেসবাহ য়াযাদ's picture


Big smile Tongue

শওকত মাসুম's picture


পুরাই একমত। ভাবীর মতো মাসুমীয় ফেইস খুব একটা দেখা যায় না। Smile

মেসবাহ য়াযাদ's picture


মাসুমীয় ফেইস মানে কী দুলাভাই ?

শওকত মাসুম's picture


মনুর মতো ইনোসেন্ট ফেইস আমি কম দেখছি।

এখন বুইঝা লন Smile

১০

মেসবাহ য়াযাদ's picture


বুইঝা লৈছি... Wink

১১

বোহেমিয়ান's picture


েহে!!!

তার জন্য শুভ জন্মদিন

১২

মেসবাহ য়াযাদ's picture


তার তরফ থেকে থ্যাংকু

১৩

জ্যোতি's picture


হেভি রোমান্টিক পোষ্ট। শেষে কি জানি কইতে গিয়া বললেন আর বলবেন না....কিছু বলতে তো বাকি রাখলেন না পোষ্ট আর নীচের কমেন্ট মিলায়া।
যাই হোক। ভাবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।পুরানা কথাটাই আবার বলি, আমার অনেক জন্মের পূণ্যে আপনি এই বৌ পাইলেন। আপনার কপাল বটে!
জন্মদিনের পার্টি কথন? কোথায় আসব। এসব বলবে কে? তাড়াতাড়ি এস এম এস করেন সবাইরে। জানান।

১৪

মেসবাহ য়াযাদ's picture


আমারে কৈছো ঠিকাছে, তয় আমার বৌরে কথাটা কৈয়োনা। Sad
জন্মদিনের পার্টির মেন্যু আর ভেন্যু তোমরাই ঠিক করো। আমি নাহয় তোমার ভাবীর লগে গেস্ট হিসাবেই আসুম... Wink

১৫

জ্যোতি's picture


ভাবীরে আমি এইটা বলি নাই? বলেন কি?না বলে থাকলে পরের দিন বলবই। কিন্তু এই ভুল তো হওয়ার কথা না।
মেসবাহ ভাই, ভাবী গেস্ট ---ঠিকাছে। আপনি কেমনে গেস্ট হইলেন? আজব। আপনি ভালো লোক, খারাপ হইতে চাইয়েন না তো!

১৬

ভাস্কর's picture


১৪ বছর ধইরা একজন মহিলা আপনের যন্ত্রণা সহ্য করতেছে জাইনা মন খারাপ হইয়া গেলো।

শুভ জন্মদিন...মৃত্যু অবধি আপনের অগোছালো জামাইয়ের ঘর গুছাইতে থাকেন এই কামনা করি...

১৭

মেসবাহ য়াযাদ's picture


১৪ বছর ধইরা একজন মহিলা আপনের যন্ত্রণা সহ্য করতেছে জাইনা মন খারাপ হইয়া গেলো।
আপনের মন খারাপ হৈলে কী হৈবো ? কেউ কেউ এইটারে লাইক করে Wink । এরি নাম ভালোবাসা... সত্যি বলতে কী, ভালোবাসা একেক জনের কাছে একেক রকম... Big smile
তয় আমি আপনের মন্তব্য লাইক কর্ছি। থ্যাংকু।

১৮

শাপলা's picture


বাহ! ভারী ভালো লাগল পোষ্টটা পড়ে।
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা, সাথে আপনাকেও। কারণ ছোট্ট একটা লেখা, অথচ কি সুন্দর প্রকাশ। এটাও কম দামী নয় কিন্তু।
ছোট ছোট কিন্তু মূল্যবান এসব উপহার আপনাদের সম্পর্কটা আরও দীর্ঘজীবি করুক এই কামনাই রইল।

১৯

মেসবাহ য়াযাদ's picture


বিনয়ে বিগলিত হৈলাম Wink

২০

মীর's picture


বাহ্। শুভ জন্মদিন ভাবী। সবসময় ভালো থাকুন, সুখে আর আনন্দে থাকুন। বাচ্চা-কাচ্চা, স্বামী-সংসার, আত্মীয়-স্বজন সব ফুল হয়ে ফুটে থাকুক আপনার সাজানো বাগানে।

মেসবাহ ভাই, আপনে নিজে কন্যা আর আপনার স্ত্রী সিংহ। ইয়ে আমি আপনার অবস্থাটা মনে হয় বুঝতে পারছি।

গুড লাক, গুড লাক।

২১

মেসবাহ য়াযাদ's picture


কন্যা আর সিংহ মিলে কী হয়...? বিয়াপক কোতুহল জাগাইয়া তুল্লেন... Silly

২২

জেবীন's picture


আপাতত আমাদের জানা মতে দেখছি কন্যা, সিংহ'তে রৌদ্দুর আর সমুদ্দুর হইছে, এম্নিতে কি হয় জানি নাহ.। Tongue

২৩

শওকত মাসুম's picture


হাহাহাহাহহাহ। জেবীনরে বিশাল ঝাঝা। Wink

২৪

মেসবাহ য়াযাদ's picture


গুড, থ্যাংকু... Applause Oups

২৫

রন's picture


ভাবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা Smile

২৬

মেসবাহ য়াযাদ's picture


আপনেরেও। তয় জন্মদিনের না, এমনিতেই শুভেচ্ছা...

২৭

মাহবুব সুমন's picture


ভাবীকে প্রতিবিপ্লবি জন্মদিনের শুভেচ্ছা

২৮

মেসবাহ য়াযাদ's picture


আবার বিপ্লব টিপ্লব ক্যানোরে ভাই, শুভেচ্ছা গৃহিত হৈলো

২৯

শওকত মাসুম's picture


২২ টায় সব সব এনার্জি খরচ করছিলেন নাকি এখনও এনার্জি কিছু আছে? এইবার এনার্জি কেমুন খরচ হইলো?
ভাবীরে শুভেচ্ছা। আপনাকেও। আপনারা এরকমই থাকেন।

৩০

মীর's picture


এইবার এনার্জি কেমুন খরচ হইলো

Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৩১

মেসবাহ য়াযাদ's picture


Nerd

৩২

শাতিল's picture


মনুভাবীকে জন্মদিনের শুভেচ্ছা Smile

৩৩

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু

৩৪

জেবীন's picture


এত্তো রোমান্টিক লেখা..!!... আমি ভাব্লাম মেসবাহ ভাই খালি বারো সিক্কার থাবড়া দিয়াই আদর জানায়... কিন্তু লেখা তে যেই মধু ঢালছে!! মাশাল্লাহ...

 ভাবী'রে এত্তো এত্তো শুভ জন্মদিনের শুভেচ্ছা!!...

৩৫

মেসবাহ য়াযাদ's picture


খালী শুভেচ্ছা ? সামনে ঈদ, ইয়ে মানে.... Wink

৩৬

আনিকা's picture


আহা! মনটা আর্দ্র হইয়া গ্যালো... এরম কপাল কয়জনের হয়.... ভাবীরে শুভ জন্মদিন। Smile

৩৭

মেসবাহ য়াযাদ's picture


এটা কী আমার পক্ষে গেল, না বিপক্ষে ? ঠিক ঠাওর করতে পারলাম না...

৩৮

আনিকা's picture


বুইঝা লন... Wink

৩৯

মেসবাহ য়াযাদ's picture


বুঝলাম

৪০

আসিফ's picture


ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।

পোস্ট পছন্দ হইসে। Big smile

এবি রুমান্টিক লুক দিয়া ভর্তি!!!

৪১

মেসবাহ য়াযাদ's picture


এবি রুমান্টিক লুক দিয়া ভর্তি !!!

Big smile Wink Tongue

৪২

সাঈদ's picture


ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা।

বউ ছাড়া অন্য কাউকে জন্মদিনে এরকম গিফট দেবার চিন্তা করতেছি। Love

৪৩

মেসবাহ য়াযাদ's picture


লু = লুল
লু = লুইচ্ছা
লু =......

৪৪

একলব্যের পুনর্জন্ম's picture


ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।

৪৫

মেসবাহ য়াযাদ's picture


শুভেচ্ছা পৌঁছে দিলাম

৪৬

বকলম's picture


মনুভাবীরে জন্মদিনের শুভেচ্ছা।

আমারও বিশাল ভোলামন। থাকি প্রবাসে, বউ বেচারী দেশে। বিয়ার পর আমার বউয়ের জন্মদিনের তিন দিন আগে মোবাইলে রিমাইন্ডার দিয়া রাখছিলাম, সেই তিন দিন পার হইলে আবার পনের মিনিট আগে আরেকটা রিমাইন্ডার দিয়া রাখলাম, কিন্তু এক বাচাল বন্ধুর পাল্লায় পইড়া রাত ১২ টায় সব গেলাম ভুইলা । শেষে ১২টা ১৭ মিনিটে যখন বউ ফোন করলো তখন মাথায় হাত। পরে আমতা আমতা কইরা ২১ দুগুনে ৪২ বার সরি কইয়া তারপর বউরে ঠান্ডা করছি।

৪৭

মেসবাহ য়াযাদ's picture


ভুলোমন নিয়া একটা জোকস মনে পড়লো।

এক আত্মভোলা ভদ্রলোক বিয়ের পর হানিমুনে গেলেন কক্সবাজারে। সারাদিন বিচে ঘুরলেন। কেনা-কাটা করলেন। ক্লান্ত হয়ে হোটেলে ফিরলেন। সারাদিন তার কেবলই মনে হতে লাগলো, কী যেনো ভুলে আনেননি। রাতে ঘুমাতে গিয়ে ভদ্রলোকের মনে পড়লো-
তিনি তার স্ত্রীকে সাথে করে নিয়ে যেতে ভুলে গেছেন...

৪৮

মুকুল's picture


ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা! Party

ভাবীর কি আর আত্মীয় স্বজন নাই? Wink

৪৯

মেসবাহ য়াযাদ's picture


হ, আছে। মা আছে। দুই ভাই আছে । দুই পোলা আছে। এক জামাই আছে। ক্যান ? ঈদে গিফট দিবা ? Wink

৫০

নীড় সন্ধানী's picture


:\ :\ :\ :\ :\ :\
ঘটনা জেনে শরমিন্দা হইলাম। Wink

যাইহোক ভাবীরে শত গোলাপের শুভেচ্ছা। Party Party

৫১

মেসবাহ য়াযাদ's picture


শরমিন্দা কেনোরে ভাই। পরের জানার জন্য ? নো শরমিন্দা। গিফট পাঠাবেন তো ? কোনো সমস্যা নাই। ধইরা নিমু, কুরিয়ার সার্ভিসে দেরি করছে... Big smile

৫২

শাওন৩৫০৪'s picture


আকর্ন বিস্তৃত হাসি নামক একটা জিনিষ পড়তাম বৈতে, আইজ্যা পোষ্ট পড়া শেষ হৈলে পরে আমিও দিলাম হাসিডা-----
Big smile
এট্টু দেরি হৈয়া গেলো ভাই, নাইলে অন্তর থেইকা হ্যাপী বাড্ডে দিলাম-----

৫৩

মেসবাহ য়াযাদ's picture


আকর্ন বিস্তৃত হাসি নামক একটা জিনিষ পড়তাম বৈতে, আইজ্যা পোষ্ট পড়া শেষ হৈলে পরে আমিও দিলাম হাসিডা-----এত হাসির কী হৈলো বিলাই ? আমি কি হাসির কতা কিছু কৈছি ???

৫৪

মুক্ত বয়ান's picture


বহুত লেইট কইরালাইছি.... যাই হোক, পার্টি কি মিস করছি নিকি?? Wink Wink
ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা। Smile
সাথে এইবার কি গিফট দিলেন এইটা জান্তে ইচ্ছা করে... Tongue

৫৫

মেসবাহ য়াযাদ's picture


না, না। পার্টি মিস করো নাই। যখনি গিফট লৈয়া আইবা, তখনি পার্টি... Big smile

৫৬

তানবীরা's picture


:Cool পোষ্ট পড়ে লজ্জা লাগতেছে

ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।