ইউজার লগইন

শ্রাবন্তীর মায়েরে সেলাম

নির্দিষ্ট করে টেলিভিশন দেখা হয়না প্রায়ই। ঈদ বা বিশেষ দিনগুলোর কথা আলাদা।
সম্প্রতি তাড়াতাড়ি বাসায় ফিরতে পারলে আইপিএলের খেলাগুলো দেখার চেষ্টা করি।
এর মধ্যে আমাদের সাকিবতো মাশাল্লাহ খুবই ভাল খেলছে। প্রথম খেলাতে ২, দ্বিতীয়টায়ও
২ এবং গতরাতে ৩ উইকেট নিয়েছে। দেখা যাক, ভবিষ্যতে কী করে !

গত ৪/৫ দিন আগে টেলিভিশনের রিমোর্ট ঘুরাতে গিয়ে দেখলাম, ভারতীয় চ্যানেল
জি বাংলাতে ছোটদের গানের অনুষ্ঠান সারেগামা লিটল চ্যাম্প হচ্ছে। একটু থামলাম
এই চ্যানেলে। বেশ ভালোই গাইছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। ২/৩ জনের গান শুনলাম।
এরপর চ্যানেল ঘুরাতে যেয়ে উপস্থাপকের কথায় থমকে গেলাম। এরপর যে গাইতে আসছে-
সে বাংলাদেশের মেয়ে শ্রাবন্তী। আগ্রহ নিয়ে নড়েচড়ে বসলাম। এতটুকুন ছোট একটা মেয়ে।
ছোট করে চুল ছাঁটা। মাথায় একটা ক্লিপ লাগানো। বয়স মাত্র ৬ বছর। বেচারি হাতে
যে মাইক্রোফোন নিয়ে গাইতে এল সেটার আয়তন তার হাতের চেয়ে বড়। গাইতে
শুরু করলো আমাদের শ্রাবন্তী...

শ্রাবন্তী তার সুমিষ্ঠ কন্ঠে, দুই হাতে মাইক্রোফোন আঁকড়ে ধরে, মাথা ডানে বামে দুলিয়ে
গাইলো পুরো একটি গান। কোথাও এতটুকুন ছন্দপতন ঘটেনি। অন্তত আমার কাছে
তা মনে হয়নি। বাজিয়েদের সাথে কী চমৎকারভাবে ৪/৫ মিনিট তাল মিলিয়ে গাইলো
শ্রাবন্তী। গান শেষে বিচারক তার বেশ প্রশংসা করলেন। কে গান শিখিয়েছে- জানতে
চাইলেন শ্রাবন্তীর কাছে। মা, জানালো শ্রাবন্তী। এত বড় একটা গান ঠিক ঠাক মুখস্থ করে
তা সুর মিলিয়ে গাওয়ার জন্য শ্রাবন্তীর পাশাপাশি তার মাকে সেলাম জানালেন বিচারক।

এবং বিচারকের এই সেলাম জানানোটা কেনো জানি আমার কানে খটকা লাগলো।
কারনটাও ধরতে পারলাম মূহুর্ত্যে। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে- জি বাংলায়। সব প্রতিযোগী
ছেলে মেয়েরা গাইলো বাংলা গান। অথচ আমাদের শ্রাবন্তী বাংলাদেশ থেকে কলকাতাতে
যেয়ে গেয়ে আসলো হিন্দি গান... তার মা তাকে অনেক যত্ন করে একটি পুরো
হিন্দি গান শেখালেন তাল লয় ঠিক রেখে ! বেচারি মা, সারাদিন হিন্দি সিরিয়াল দেখতে
দেখতে বাংলা ভুলেই গেছেন হয়ত। মেয়ে কলকাতায় গানের প্রতিযোিগতায় যাবে- এই সুখে
মেয়েকেও শিখিয়ে দিলেন হিন্দি গান ? যেখানে অন্যরা সবাই গাইলো বাংলা গান ! ছিঃ !!

সেই বিচারকের সুক্ষ খোঁচাত্মক সেলামের সাথে তাল মিলিয়ে আমিও সেদিন বলেছিলাম-
শ্রাবন্তীর মা, আপনারে সেলাম...

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মাহাফুজ's picture


Sad

মেসবাহ য়াযাদ's picture


Crazy

কামরুল হাসান রাজন's picture


Sad Sad Sad

মেসবাহ য়াযাদ's picture


Crazy Crazy Crazy

মাহবুব সুমন's picture


সেলাম না দিয়া চ বর্গীয় একটা গালী দিলাম শ্রাবন্তির মাকে

মেসবাহ য়াযাদ's picture


তাতেও যদি শ্রাবন্তীর মাদের আক্কেল হতো ?

রাসেল আশরাফ's picture


খারাপ কি করছে বুঝলাম না? সারাদিন মনে প্রানে শয়নে স্বপনে যা করতে চায় তাই করেছে।তারে একটা সেলাম দেয়ায় যায়। Crazy Crazy
=================================

এদিকে কিন্তু মেসবাহ য়াযাদ এবং হাসান রায়হানের পোস্ট ছোড়াঁছুড়ি ভালোই জমে উঠেছে।যদিও এই পর্যন্ত রায়হান সাহেব ৪-৩ এ এগিয়ে আছেন কিন্তু মেসবাহ য়াযাদ সাহেব ওস্তাদ লোক কখন শেষ রাইতের মাইর দিয়ে বের হয়ে যাবে কেও টেরই পাবে না। Laughing out loud Laughing out loud

মেসবাহ য়াযাদ's picture


------------------------

সেইদিন টুটুল নাজের ছেলের দাঁত উঠা বিষয়ক পাবলিক লাইব্রেরিতে খাওয়া আর আড্ডার অনুষ্ঠানে রায়হান ভাই কৈছিলেন, এপ্রিল মাসে আমার আর তার মধ্যে যার পোস্ট কম হৈবো, সে খাওয়াইবো।
অনেকে স্বাক্ষী। আমি হেরে ইজ্জত করি। ইচ্ছা করলে অনেক পোস্ট দিতে পারি। িকন্তু তাতে
রায়হান ভাইয়ের হার হৈবো। আমি তারে হারাতে চাইনা। কী বুঝলা ভাইস্তা !!

মেসবাহ য়াযাদ's picture


আমি কম পোস্ট দিয়া সবতেরে খাওয়াইতে চাই, মাগার বড় ভাইরে হারাইতে চাই না....

১০

শওকত মাসুম's picture


রাসেল, অন্তবর্তীকালীন ফলাফল দেন, খাওযা দাওয়া করি। Smile

১১

রাসেল আশরাফ's picture


হাসান রায়হান: ৪

মেসবাহ য়াযাদঃ ৩

আমার ভাগেরটা মেসবাহ ভাইরে খেতে দিয়েন। Big smile

১২

নরাধম's picture


দারুন কোবতে!

শ্রাবন্তীর মায়েরে সেলাম, নমস্তে!

১৩

মেসবাহ য়াযাদ's picture


ওই মিয়া আপনে কোবতে পাইলেন কৈ ?

১৪

নরাধম's picture


বাক্যগুলো সব লাইনে লাইনে বসিয়ে দিয়েছেন, দেখে তো কোবতের মতই মনে হচ্ছে! আমি তো ব্রাদার এভাবেই কবিতা চিনি!

১৫

মেসবাহ য়াযাদ's picture


গুল্লি মাইর

১৬

কিছু বলার নাই's picture


হাহাহা, আমিও প্রথমে দেইখা কবিতা ভাবছিলাম। Wink

১৭

নরাধম's picture


দেখলেন য়াজাদভাই, আমি একা না। আপনি তো নামী কুবি হয়ে গেলেন!

১৮

মেসবাহ য়াযাদ's picture


হুক্কা ভাগন্তিস

১৯

রায়েহাত শুভ's picture


সেলাম...

২০

মেসবাহ য়াযাদ's picture


ওয়ালাইকুম সেলাম হুক্কা

২১

মীর's picture


সেলাম Big smile

২২

মেসবাহ য়াযাদ's picture


ওয়ালাইকুম সেলাম হুক্কা

২৩

নাজ's picture


আসলেই দুঃখজনক Sad

২৪

মেসবাহ য়াযাদ's picture


Crazy

২৫

হাসান রায়হান's picture


গণ সচেতনা মূলক পোস্ট।
প্রতিযোগিতা বানান ঠিক করেন দাদাভাই।

২৬

মেসবাহ য়াযাদ's picture


প্রতিযোগিতা বানান ঠিক করলাম ,
আপনে প্রথম লাইনটা ঠিক করেন

মজা

২৭

জেবীন's picture


এতো কষ্ট করে প্রতিযোগিতায় নিয়ে কিনা হিন্দি শিখনোর কষ্টটুকুও করছে মা জননী... তারে সেলাম না ঠুকে উপায় আছে!!...

কে কোন ক্যাটাগরিতে পোষট দিতেছে, এইটাও কি গন্য হবে নাকি?... ... ফলাফলের অপেক্ষায় রইলাম...

২৮

মেসবাহ য়াযাদ's picture


কিসের ফলাফল ?
তুমি কি ইন্টার পরীক্ষা দিতাছো এইবার ?
সান্তনা

২৯

টুটুল's picture


Star

৩০

নজরুল ইসলাম's picture


হ সেলাম

৩১

মেসবাহ য়াযাদ's picture


ওয়ালাইকুম

৩২

কৌশিক আহমেদ's picture


কষে......মারা উচিত।
থ্যাংক বেয়াই চমৎকার পোস্টটার জন্য।

৩৩

মেসবাহ য়াযাদ's picture


মারতে পারলেতো ভালই লাগত বেয়াই।
মারলেও লাভ নাই, এই রকম মাইনষের শিক্ষা সহজে হৈবো না।

৩৪

তানবীরা's picture


এটা এখানে অহরহ হয়। হিন্দী সিনেমার গানের সাথে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচে আর বাবা মায়েরা গর্বে ফুলে ফুলে উড়তে থাকেন। Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।