আমন্ত্রণ আর নিমন্ত্রণ বা সুখ আর শান্তি
আমন্ত্রণ আর নিমন্ত্রণ বা সুখ আর শান্তি শব্দ গুলোতে বেশ তফাৎ আছে। আমরা জেনে বা না জেনে অনেকেই এরকম শব্দ ব্যবহারে ভুল করি। এছাড়াও পাশাপাশি কিছু শব্দ আছে- যা আমরা হামেশাই ব্যবহার করে আসছি। যাকে বলছি বা যে বলছি, কারোই মনে হয়না ভুল বলছি বা ভুল শুনছি।
অনেককে বলতে শুনি- ইন কেইস যদি আসতে না পারিস...
আমাকে ফোন দিস দোস্ত...
আজকালতো রাস্তা ঘাটে যে ভাষায় লোকজন কথা বলে ! সব্বোনাষ ! বিশেষ করে এ যুগের ছেলেমেয়েদের কথা শুনলে অবাক হয়ে যাই। ভাবি, আচ্ছা ওরা কি বাসায়ও এভাবে কথা বলে ? নাকী শুধু বন্ধু বান্ধবের সাথে বলে !
লিখবো কী নিয়ে আর লিখছি কী নিয়ে ! জ্ঞান দেয়া শুরু করে দিয়েছি...। ভাবটা এমন যেনো মুই কী হনুরে ! বলতে চাচ্ছিলাম- আমন্ত্রণ আর নিমন্ত্রণ এবং সুখ আর শান্তি শব্দগুলোর মধ্যে পার্থক্য নিয়ে...
আমন্ত্রণ হচ্ছে- যে কোনো অনুষ্ঠান বা স্থানে বা কাজে যাবার আহবান। যেখানে যাবার সাথে খাবারের সম্পর্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে।
আর নিমন্ত্রণ হচ্ছে- যে কোনো অনুষ্ঠান বা স্থানে বা কাজে যাবার আহবান। যেখানে যাবার সাথে খাবারের সম্পর্ক অবশ্যই থাকবে।
সুখ হচ্ছে- ক্ষণস্থায়ী কোনো ভালো লাগা বা প্রাপ্তী। যেমন ধরুন, আপনি প্রেমিক/ প্রেমিকাকে নিয়ে বেড়াতে বেরুলেন। ঘুরলেন, খেলেন, সিনেমা দেখলেন। রাতে বাসায় ফিরলেন "সুখ" নিয়ে।
আর শান্তি হচ্ছে- স্থায়ী কোনো ভালো লাগা বা প্রাপ্তী। অর্থাৎ যার সাথে ঘুরলেন, খেলেন, সিনেমা দেখলেন- তার সাথে আপনার বিয়ে হল। আপনি তাকে পরিপূর্ণভাবে পেলেন।
চলতে পারে...
কেউ নিমন্ত্রণ করেছে নাকি? আমাদের না নিয়ে গেলে খপর আছে।
আমন্ত্রণ করেছে একজন...

আমন্ত্রণর সংজ্ঞা জানোতো !
এইবার কও যাইবা কিনা
আপনেরে কে আমন্ত্রণ করছে? পাংখা? নাকি সেই হুন্ডায় চিরকুট রাখনেওয়ালী?
এই ভাষনের হেতু কী?
সব কিছুর হেতু নাই
সবাইরে এত গিয়ানী গিয়ানী কথা কওয়ার মানে কি? কোথাও পড়ানোর চাকরীতে ঢুকছেন নাকি?
আমাদের নিমন্ত্রণ করবেন কবে?
যে কোনো সময় আমন্ত্রণ
হুমমম......
সবই বুঝলাম, কিন্তু আমারে কবে নিমন্ত্রণ করা হপে, সেইটা আগে বলেন?
আপনি তো লুক খ্রাপ। নিমন্ত্রনে আসেন না।
লুক্জনে ইচ্ছা কৈরা আমার বাসা বদলের দিন নিমন্ত্রন দেয়, য্যান যাইতে না পারি.....
আপ্নারে নিমন্ত্রণ কর্লেতো আবার বাসা বদল শুরু কৈরা দিপেন
এই সব কৈলে তো হৈপে না....... নিমন্ত্রণ করেন আগে...
আমিতো কাউরে নিমন্ত্রণ করিনা। আমন্ত্রণ জানাই । রাজি থাকলে বলেন উকিল ভাই
আমারে কেউ নিমন্ত্রণ করে না
তাইলে নিশ্চয়ই আমন্ত্রণ জানায় ?

সন্দেহজনক, সাবধানে থাইকেন
এইটা একটা "উদ্দেশ্যপ্রণোদিত" লেখা। ভাইয়ের "উদ্দেশ্য" ধরতে পারতেছি না
সব টাইম শুধু আমন্ত্রন পাই। :সান্তনা:
অনেক ক্ষেত্রে নিমন্ত্রণের চাইতে আমন্ত্রণ অনেক ফলপ্রসূ হয়
এই সেই পোষ্ট?
খালি শিখাইতেছেন কিছুদিন যাবত! কাহিনী কি?
মাস্টরের চাকরী নিছি...
তাই তোমগোর উর্পে দিয়া প্র্যাকটিসটা চালাইতেছি
ভাল লাগা পোস্ট।
সো কাইন্ড অব ইউ।
জানার কুনু শ্যাষ নাই
জানার চেষ্টা বৃথা তাই
ইয়েস ক্যাপ্টেন
মন্তব্য করুন