ইউজার লগইন

এবি’র চড়ুভাতি : যে সকল ঘটনা কেহই উল্লেখ করে নাই


ক. সাধারনত পিকনিকের বাস/ গাড়ী আসে দেরিতে। অথচ আমাদের বাসটি নির্দ্দিষ্ট স্থানে আসিলো সকাল ৭ টা ৩০ মিনিটে। যার আসার কথা ছিলো ৮ টার সময়।

খ. সকাল ৮ টা ৩০ মিনিটে শাহবাগ যাদুঘরের সামনে থাকার কথা বন্ধুদের। দেরিতে আসবে, এটাই স্বাভাবিক। ঘটলো উল্টোটা। ৮ টা বাজার আগেই শাহবাগ এসে স্ত্রী/পুত্রসহ অসহায়ভাবে অনেকক্ষণ অপেক্ষা করে আমাকে ঝাড়ি সহকারে ফোন করা শুরু করলো তারা...
গ. সংসদ ভবনের সামনে থেকে ২য় দলের সবাই বাসে উঠলেও বিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ পরে বিমা আসলো। অনেক চাপাচাপির পর অবশেষে দেরি হবার কারন জানা গেলো- বিমার বড় বাথরুম চেপেছিলো, কোথাও জুৎসই জায়গা না পেয়ে অবশেষে বিমা অনেক কষ্টে বড় বাথরুম চেপে ছোটটা সেরে এসেছে... বেচারা বিমার কষ্ট দেখে চউক্ষে পানি এসে গেলো।

ঘ. বাসে উঠার পর থেকে আমাদের সহযাত্রী টুটুল, অমি পিয়াল আর শাহাদাৎ উদরাজী নিজ নিজ স্ত্রীকে আলাদা সিটে বসিয়ে দিয়ে নিজেরা আলাদা সিটে বসেছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য ১ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
ঙ. কথা থাকলেও যারা নিজেদের স্ত্রীকে নিয়ে যাননি, তারা হলেন- শওকত হোসেন মাসুম, নজরুল আর হাসান রায়হান...

চ. স্ত্রীকে সাথে নিয়ে না যাবার কারনে যারা শতোভাগ সুবিধা ভোগ করেছেন, তারা হলেন- মাসুম ভাই আর নজরুল। নজরুল বালিকার হাত ধরে কাউকে তোয়াক্কা না করে সবার সামনে দিয়ে কোথায় জানি হারিয়ে গিয়েছে। মাসুম ভাই অন্তত ৪/৫ জন বালিকা বেষ্ঠিত অবস্থায় সারাটা দিন কাটিয়েছেন...
ছ. স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়েছেন এমন দু বন্ধু হচ্ছেন- উদরাজী আর অমি পিয়াল। তাদের জন্য সমবেদনা রইলো।
জ. অন্যের ক্যামেরাকে নিজের ক্যামেরা মনে করে সারাক্ষণ ছবি তুলেছেন আইরিন সুলতানা। তিনি রোমান্টিক ছবি, কুত্তা বিলাইয়ের ছবি, গাছে ধরা ছোট ছোট কাঁঠালের ছবি তুলে অবশেষে ক্যামেরার ব্যাটারি শেষ করে মালিককে তার ক্যামেরা ফেরত দিয়েছেন...

ঝ. ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত... এই মন্ত্রে বিশ্বাসী পথিক সুযোগ পেলেই বাঁশি বাজিয়ে গেছেন... কেউ শুনুক আর নাই শুনুক...
ঞ. মুকুলের মুখে সারাক্ষণ কিছু কমন সংলাপ ছিলো। আমি গ্রামের পোলা, গরীব মানুষ, আমার একটা বড় মন আছে, জীবনে প্রেম হইলো না.. ইত্যাদি ইত্যাদি। আর সারা পথে গান গেয়েছে বেচারা মুক্লা (আমি তারে বালা পাই), যদি লাইগ্যা যায় ?? বলাবাহুল্য, তার সকল গানই ছিলো বিরহের, কান্না কান্না সুরে মুক্লা কিন্তু খারাপ গায়নি।

 ট. মাসুম ভাই অশ্লীল কথায় যেমন পটু, তারচেয়ে এক কাঠি সরেস হচ্ছে তার শ্যালক আমাদের ৫ ফুট ৭ ইঞ্চির বিমা। বিমার গানের গলা ভালো। সমস্যা হচ্ছে, ওর গলায় অশ্লীল কথার গান যতোটা ভালো- শ্লীল কথার গান ঠিক ততোটাই বেসুরো...

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


আপনে মিয়া কথা রাখেন না। পিকনিকে আপনার এক হালি সুন্দরী কাজিন থাকার কথা ছিলো। কিন্তু কাউরেই আনেন নাই। আপনারে কইষা মাইনাস!

মুকুল's picture


নজরুল ভাইয়ের থেইকা অনেক কিছু শিখার আছে। যেমনে হাতে হাত রাইখা... !!! Wink

নুশেরা's picture


জ্যোতি's picture


ভাঙ্গা পেন্সিল's picture


অন্যের ক্যাম্রা নিজের মনে কইরা ইউজ করা আমারও বহুত পছন্দের কাম Tongue

কাঁকন's picture


ক. বাঙালী আর বাঙালী নাই;

খ.  নিজের ঘরি স্লো কইরা রাখলে কি আর দুইন্যার সবের ঘরি স্লো হইয়া যায়; আপ্নে তো আর পিসি সরকার না;

গ.বিমা  একটা চাপা মারসে ; সে নিঃশ্চই সাজুগুজু করতে দেরি কইরা ফেলসে;  সবাই অবিবাহিত 

মুকুলরে  নিয়া বিজি; তাই বিমা নিজের ধান্দা নিজেই নিতেসে

ঘ.সারা বছর তো একলগে থাকাই লাগে পিকনিকেও যদি এইকাম করা লাগে তাইলে ছাতার পিকনিকে যাওয়ার কি দরকার।

ঙ. এখানেই কবি নিরব

চ. আঙুর ফল টক টাইপ আফসোস করতেসে য়াজাদ ভাই

ছ. উদরাজী রে চিনিনা তার ব্যাপারে কিছু কওয়ার নাই; পিয়াল ভাই তো তার প্রথম বৌ (ব্লগ) এর পিছনেই সারা বছর থাকে; এই সুযোগে যদি ভাবি পিয়ালভাইরে কিছু যাতা দিয়া 

থাকে আমি সেইটা এপ্রিশিয়েট করি।

জ.উনি সবেরে আপন মনে করে; অন্যের ক্যামেরাও নিজের মনে করসে

চ. এইখানেও বিমা কেস; শ্যামের বাঁশি তে যদি কোন রাধা আসে

ছ.এরে  নিয়া আর কিছু না কই; খালি কই এমনে হয়নারে পাগলা.......

জ.  বিমার শ্লীল-অশ্লীল সব গানের গলাই ভালো ; কিন্তু আপনারা সবে মনে হয় অশ্লীল গানের সমঝদার; শ্লীল গান বুঝেন না; 

 

সর্বোপরি  য়‌্যাদ ভাই আপ্নে ক-খ-গ পারেন না আফসুস; ক-খ-গ---------------জ ঝ ঞ

হাসান রায়হান's picture


য়‌্যাদ ভাই !!!

মেসবাহ য়াযাদ's picture


মেসবাহ য়াযাদ's picture


১০

সোহেল কাজী's picture


১১

নুশেরা's picture


কাঁকনের বিশ্লেষণটাও গ্রেট!!!

১২

শাতিল's picture


১৩

নুশেরা's picture


এই ইমোগুলা কেম্নে পাইলেন?

১৪

শাতিল's picture


আপু এইগুলা আমার সেভ করা ছবি থেকে তুলে দিছি

১৫

কাঁকন's picture


আমিও জান্তে চাই

১৬

শওকত মাসুম's picture


ঘ-এর জন্য কাঁকনরে বিশাল একটা ঝাঝা।

১৭

কাঁকন's picture


Smile

১৮

মামুন ম. আজিজ's picture


আমি মিঠুন চক্রবরতীরে বড় ভালা পাই। তার জি বাংলায় বহুল ব্যবহৃত ঐ ডায়লগ আমার মন কেড়েছিল....তাই বইলা শুকনা গাছ দেইখা বসন্ত ভাবব এতটা পাগল আমি না কিন্তু

১৯

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ লুকায়িত কথা সেইরাম হইছে

২০

শাওন৩৫০৪'s picture


আহারে, পিকনিকটায় যাইতে পারলে মনে হয় মজা হৈতো...আফসুস...

২১

লোকেন বোস's picture


আমরা বন্ধু সবসময় এরকম আনন্দে থাকুক। সবাই মিলে এরকম আনন্দে মেতে থাকুক। শুভকামনা রইলো।

পোস্টটি আর ছবিগুলো দেখে পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ

২২

শাওন৩৫০৪'s picture


আরে, আগেরবার তো ফডু দেখিনাই.....এইবার পোষ্ট টারে ঝকঝকে তকতকে লাগতাছে...লেখকের পোষ্ট আর কাঁকনের কাউন্টার, চরম হৈলো....

২৩

কাঁকন's picture


যাক বিলাই তাইলে কানুগ্রুপের কিছু একটা ভালো পাইছে

২৪

নীড় সন্ধানী's picture


পিকনিক সংক্রান্ত কোন পুষ্ট পড়ে আফসুস বাড়াবো না ভাবছিলাম, তবু কেন যেন এইটা চউক্ষে আটকায়া গেল। Sad

২৫

তানবীরা's picture


আপনি নিজে কি সপত্নীক গেলেন না বিপত্নীক সেটাওতো বললেন না ঃ)

২৬

অমি রহমান পিয়াল's picture


মুক্লারটাই চোখে পড়লো সবাইর, এই যে বউ ঘরে রাইখা বিয়াইত্তা ব্লগাররা গলায় ক্যামেরা ঝুলাইয়া, সারাক্ষণ আমরাও আছি, রিস্ক ফ্রি রিস্ক ফ্রি আওয়াজ দিয়া গেলো এইডা কিছু না?

বিমা ৯০ পার্সেন্ট পটাইয়া লাইছে তার ফারজানা আপারে, এমন সময় আমি ফার্মগেইট থাকি বইলা ক্যাডা বাড়া ভাতে ছাই ঢালছে জাতি কি দেখে নাই?

২৭

অমি রহমান পিয়াল's picture


মুক্লারটাই চোখে পড়লো সবাইর, এই যে বউ ঘরে রাইখা বিয়াইত্তা ব্লগাররা গলায় ক্যামেরা ঝুলাইয়া, সারাক্ষণ আমরাও আছি, রিস্ক ফ্রি রিস্ক ফ্রি 

আওয়াজ দিয়া গেলো এইডা কিছু না? 

বিমা ৯০ পার্সেন্ট পটাইয়া লাইছে তার ফারজানা আপারে,

এমন সময় আমি ফার্মগেইট থাকি

-বইলা ক্যাডা বাড়া ভাতে ছাই ঢালছে, জাতি কি দেখে নাই? 

২৮

নুশেরা's picture


জাতি আর কী কী দেখছে অভাগা কানুগ্রুপরে এট্টু জানান পিয়াল ভাই

২৯

অমি রহমান পিয়াল's picture


জাতি তো বহুত কিছুই দেখছে, বুইল্লে তো বুইলবে যে বুলছি।

পিকনিক টিমে ৫/৬ জন পাবলিক আছিলো যাগোরে কেউ চিনে না, কারো লগে আলাপ-সালাপ নাই, পরিচয়ও নাই।

একজনরে চিপায় ডাইকা ইন্টারভ্যু নিছিলাম আমি আর মাথু। সাদা প্যান্ট শার্ট জুতা সানগ্লাস- পুরা বাংলা সিনেমার নায়কের ফ্রেন্ড।  তো সে যা কইলো তার মজমা হইলো সে আসলেই টুকটাক অভিনয় করে। নায়ক হিসেবে একটা প্যাকেজ নামবো শিগগির যার চিত্রনাট্য আর প্রযোজক হইলো য়াযাদ ভাই। তারে শ্যুটিং স্পট দেখাইতে নিয়া যাওয়া হইতেছে, প্রযোজক তারে কথা দিছে ওইখানে সুন্দর সুন্দর মেয়েও থাকবে, তার যারে পছন্দ তারেই নায়িকা করা হবে (একই প্রতিশ্রুতি আরেকটু অন্যভাবে মুক্লারেও দেয়া হইছে, মানে চার সুন্দরী কাজিন, ঘটকালী Wink ) এইসব আর কি! পোলায় মাঝে মাঝে হেড়ে গলায় গান আর উল্টাপাল্টা টোন দিয়া নজর কাড়ার চেষ্টা করছে। বাংলা সিনেমার ভবিষ্যতের কথা ভাইবা বিমা তারে কিছু কয় নায়

৩০

টুটুল's picture


আয় হায় কন কি? পেছনে দেখি ম্যালা কাহিনি। মেসবাহ ভাই এরম একটা কাম করতে পারলো?

ধিক্কার জানাইয়া গেলাম Wink

৩১

ভাস্কর's picture


ঐটা মনে হয় আমাগো এবি ইয়াহু গ্রুপের পুরান পাপী হেলাল। যে হয়তো কালে ভদ্রে কোন কিছু লিখছে...কিন্তু এইরম প্রোগ্রামে সবসময় এককাঠি বাড়া হইয়া আগাইয়া আসছে। ও একটু পাগলা টাইপ আছে...

৩২

শওকত মাসুম's picture


এই তাইলে ঘটনা?

আল্লায়  বাঁচাইছে। কে কে যেন পোলাডারে ব্যাপক ঝাড়ি মারতে চাইছিল। নায়ক সাবরে ঝাড়ি দেওয়া ঠিক হইতো না।

৩৩

জেবীন's picture


আর কে জানি জীতেন্দ্রসাব'রে শায়েস্তা করার অভিনব বুদ্ধি বের করছিল??! ... বাংলার হইলেও-হইতে-পারে নায়কের ক্যারিয়ারই ধ্বংসের মুখে পড়ত তাইলে...  Smile 

৩৪

মেসবাহ য়াযাদ's picture


মিথ্যা তথ্যের জইন্য নালত... পরকালে বিচার হৈবেক !!!

৩৫

কাঁকন's picture


পিয়াল ভাই এইসব গুমরের কাহিনী লিখা একটা পোস্ট দেন; য়াযাদ ভাইর মুখোশ উন্মোচনে এগিয়ে আসুন

৩৬

মেসবাহ য়াযাদ's picture


Cry

৩৭

শওকত মাসুম's picture


কার কথা কন??Surprised

৩৮

সাহাদাত উদরাজী's picture


Onak kotha jay na bola! Amar o onak kotha chilo!!

Wife er chapa Chapite bashi kahil chilo amader Tutul Bhai! Ja Aajad Shahaber chokha pora nai! Gush khayachen naki!

Bustr jakhane chaka change hocchilo ami Tutul Bhai ka Cigarate shadachilam... tini amake janalen "Wife'r nished ache!" Bujun thala....!!!

(Bondura amar jonno duwa korben! Comilla onchol thake na korla o cholbe!!)

৩৯

আশরাফ মাহমুদ's picture


হা হা হা। ছবিগুলো মুখোশখাতায় আগে দেখেছি, পিছনের ঘটনা জানলাম। Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।