ইউজার লগইন

বেবাকতে দোয়া করবেন...

ভয়ানক পেরেশানীতে অাছি... অদ্য বিকাল ৩.৩০ মিনিটে ছেলের মায়ের পেট কাটাকাটি করা হবে... বেবাকতে দোয়া করবেন...

 

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


পেরেশানি হইযেন না। দোযা করছি সবাই। এত ভয় পাইলে চলবে?

শাওন৩৫০৪'s picture


...অতি অবশ্যই দোয়া রৈলো মেসবাহ ভাই....আরো আগেই খবর পাইছি "জয়িতা"র পোষ্ট থেইকা আর তখন থেইকাই দোয়া করতাছি...শত হৈলেও, আমাদের পার্টির ব্যাপারও আছে...

 

(দোয়া করি, দুইজনই সুস্থ থাকুক, সব কিছু ভালো মত হোক)

অদ্রোহ's picture


টেনশন লইয়েননা ,ওপরওয়ালার ইচ্ছায় সব ঠিকঠাকই হবে ।

শওকত মাসুম's picture


পোলার বাপ হইতে অনেক কষ্ট হইছে নিষ্চই এই বয়সে। এখন আমাগো কষ্ট 

করতে দেন। যে কোনো প্রয়োজনে আওয়াজ দিয়েন। 

ভাল  খবরের আশায় রইলাম।

 

মানুষ's picture


দোয়া করলাম

মুক্ত বয়ান's picture


শুভকামনা। অপেক্ষায় আছি। জানাইয়েন।

নুরুজ্জামান মানিক's picture


শুভ কামনা রইল ।

বকলম's picture


দোয়া রইল... সবকিছু ভালয় ভালয় শেষ হবে। সুখবরের অপেক্ষায় রইলাম।

ভেবে ভেবে বলি's picture


দোয়া করলাম ভাইডি। ভালো হবে ইনশাআল্লাহ। Smile

১০

রন's picture


সব ঠিকঠাকই হবে, আল্লাহ ভরসা

১১

অদিতি's picture


চিন্তা করেননা। সব ঠিক থাকবে। দোয়া রইল। ইনশাল্লাহ, একটা সুন্দর , সুস্থ বেবী পাবেন।

১২

~স্বপ্নজয়~'s picture


  ইনশাআল্লাহ ... সব ঠিকঠাক মত হবে Smile

১৩

ভাস্কর's picture


আমার দোয়ায় কোন কাজ হইবো না জানি...পারলে আমার হাজী সাব বাপরে দিয়া দোয়া করান যাইবো...

তয় ল্যাব এইডের চিকিৎসকরা ভাবীর অপারেশনটা অন্ততঃ ভালো করবো আশা করি...

১৪

আহমেদ রাকিব's picture


শুভ কামনা রইল

১৫

হাসান রায়হান's picture


যে কোনো প্রয়োজনে ডাক দিয়েন।

১৬

মামুন হক's picture


শুভ কামনা থাকলো। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। সপ্তাহ তিনেক আগে আমাকেও এ রকম পরিস্থিতির মধ্যে দিতে যেতে হয়েছিল। বাইরে বাইরে কুল, কাল অ্যান্ড কালেক্টেড ভাব বজায় রাখলেও ভেতরে ভেতরে টেনশনে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তবে সাহস রাখেন, ভরসা রাখেন, কাটাকুটি সব ভালোয় ভালোয় সম্পন্ন হবে। যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল।

ভাবীর পেটে কি ফেরেশতা একজন? আমার বউয়ের পেটে কেটে বের করছিল দুই দুইটা ফুটফুটে মায়াবতী।

জেবনের সোয়াদই এখন ভিন্ন।

আবারও শুভকামনা। সুসংবাদের অপেক্ষায় থাকলাম।

১৭

টুটুল's picture


মামুন ভাইয়ের অনুভূতিটা চমৎকার লাগল

মেসবাহ ভাই... চিন্তাইয়েন্না... ইনশাল্লাহ সব ঠিকমতোই হবে...
ল্যাব এইডে নাকি? ফোনামুনে

তবে ল্যাব এইডের উল্টাদিকে দুইখান দামি মিষ্টির দোকান আছে Smile

১৮

তায়েফ আহমাদ's picture


আল্লাহ্‌ ভরসা।

১৯

মুকুল's picture


শুভ কামনা রইল

২০

নীড় সন্ধানী's picture


সুসংবাদের আশায় আছি। Cool

২১

মুকুল's picture


য়াযাদ ভাই দ্বিতীয় পুত্র সন্তানের পিতা হয়েছে। হুররে..........

২২

টুটুল's picture২৩

টুটুল's picture


হুররেএএএএ

মেসবাহ ভাই সব্বাইকে মিষ্টি খাইতে যাইতে কৈছে Smile

আমি গেলাম Smile

২৪

বাফড়া's picture


শুভকামনা জানাইতে আইসা দেখি এতই লেইট হইছি যে শুভেচ্ছা দেওনের পর্যায়ে চইলা গেছে ঘটনা টা Smile Wink... মেসবাহ ভাইরে শুভেচ্ছা সাথে ভাবীজী-রেও Smile... চালায়া যান কথাটা আর কইলাম না Wink...

২৫

টুটুল's picture


বাফড়া চৈলা আসো ল্যাব এইডে... ৫:৩০ তে আম্রা ল্যাব এইডে থাকমু

২৬

বাফড়া's picture


কোন ল্যবএইড? কলাবাগানের ঐদিকের ল্যাবএইড? ঠিকানা দেন আইসা পড়ুম ইনশাল্লাহ Smile... তয় নুশেরাপুর বইয়ের মোড়ক উন্মোচনের রিকুশে যকহন দিছিলা তখনো ইনশাল্লাহ কইছিলাম মাগার আসিনাই Wink

২৭

টুটুল's picture


সাইন্সল্যাবের ল্যাব এইড ...
হারাইয়া গেলে ফোনাইয়ো ০১৭১৩০৪৫৪৯১

২৮

বাফড়া's picture


ফোন নাম্বা আছে আমার কাছে.. ঐ যে কক্সবাজারে থাকতে ফোনাইছিলা আমারে Smile... হারাইলে ফোন দিমুনে... অবশ্য হারাইলে আর কতদুরই বা যামু... পাসপোর্ট ছাড়া তো দেশের বাইরে যাইতে দিবোনা... সো হারাইলেও দেশের ভিতর ই থাকুম Smile

২৯

মাহবুব সুমন's picture


৩০

হাসান রায়হান's picture


আইতাছি ল্যাব এইডে

৩১

শিরোনামহীন's picture


jhal mishty sob chaiiii

৩২

মলিকিউল's picture


কংগ্রাটস মেসবাহ ভাই......... ভাইস্তা-ভাবী দুজনেরর জন্যই শুভকামনা।

৩৩

সাঈদ's picture


আমি আজ যাইতে পারুমনা Sad

৩৪

জ্যোতি's picture


ল্যাব এইড যাই ভাতিজারে দেখতে, মিষ্টি খাইতে।

৩৫

শাওন৩৫০৪'s picture


..গুড গুড, মেজবাহ ভাইরে আর ভাবীরে শুভেচ্ছা...যারা যারা যাইতাছেন...নতুন মুখ দেখতে, তাদেরও শুভেচ্ছা...আপডেট জানার অপেক্ষায় রৈলাম....

৩৬

শওকত মাসুম's picture


ল্যাব এইডের নাম জাইনা এতক্ষণ আমার তো ভয়ে হাত পা.............

আমার ব্যাপক কাজ, আইতে পারলাম না। ভাতিজা সকালে হইল না কেন?

৩৭

ভাঙ্গা পেন্সিল's picture


Applause

৩৮

জেবীন's picture


অভিনন্দন, শুভেচ্ছা রাশি রাশি,

নাইবা খাইতে পারি গরু কিবা খাশি,

খাওয়াইবেন তো মিষ্টি, কেক্কুক, ঝালফ্রাই

গ্যারান্টি দিয়া বলি আমরা করি না মোটেই খাইখাই

তবে সুনিপুনভাবে করতে পারি সব খানার ফার্দাফাই Tongue out

৩৯

নজরুল ইসলাম's picture


দেশ থেকে মিষ্টি দিয়া সেলিব্রেশন পদ্ধতিটা উঠায়া দেওন দরকার। লোকজন এখনো বড় হইলো না... চিয়ার্স বলতে না পারলে সেলিব্রেশন হয়?

৪০

বিষাক্ত মানুষ's picture


নজরুল ভাইয়ের সাথে পুরাপুরি একমত Laughing out loud

৪১

ভাঙ্গা পেন্সিল's picture


কেউ এই পোস্টটারে ফোটুক পোস্ট বানায় দেন Laughing out loud নতুন দেবদূতরে দেখি।

৪২

জ্যোতি's picture


ফটুক বিমা দিবে।মিষ্টি খেলাম। দেবশিশুকে দেখলাম। একটা সুন্দর ময়না পাখি, জান্টুস, গুন্টুস বেবি হয়েছে।

৪৩

বিষাক্ত মানুষ's picture


একটু আগে মিষ্টি খায়া আসলাম Laughing out loud

৪৪

মুক্ত বয়ান's picture


ফটুক দেখতে চাই।
আর, আম্রা যারা খানাপিনা মিস কর্লাম, তাদের কবে খাওয়ানো হবে, এইটার একটা তারিখ চাই। Smile

৪৫

আপন_আধার's picture


অভিনন্দন ইয়াজাদ ভাই। ভাইস্তা-ভাবীর জন্য শুভ কামনা

৪৬

টুটুল's picture


মেসবাহ ভাই রস থেকে পচুর মিষ্টি কিনছে এবং আগামী কয়েক দিন কিনবে বলে আশ্বাস দিছেন... যে যেদিন যাবে মিষ্টি থাকবেই Smile

ইয়াজাদ ভাই দিলদরিয়া মানুষ Smile

৪৭

মুক্ত বয়ান's picture


আলহামদুলিল্লাহ। Smile

৪৮

টুটুল's picture


নতুন বাবুর ফটুক...
মিষ্টির ফটুক বিমার আইফোনে Smile

৪৯

ভাঙ্গা পেন্সিল's picture


মাশাল্লাহ! দেখতে তো সিরাম হইছে!

৫০

মুক্ত বয়ান's picture


উড়িইইইইইইই..
একদম পুরাই ফাটাফাটি। অসাধরণ সুন্দর।
ধইন্যাপাতা টুটুল ভাই'রে ফটুকের জন্য।
আর, য়াযাদ ভাই'রে তো অভিনন্দন আমাদের এত চমৎকার একটা ভাইস্তা উপহার দেওয়ার জন্য। Smile

৫১

একলব্যের পুনর্জন্ম's picture


ওলে বাবারে --- অনেক সুন্দর হইছে পিচ্চি -- মা'র চেহারা পাইছে Wink

--------

ভাইয়া ভাবি দুজন কে অনেক অভিনন্দন --- Smile

৫২

অদ্রোহ's picture


কনগ্র্যাচুলেশন্স য়াযাদ ভাই Innocent

আপনার সন্তান যেন দুধেভাতে থাকে ।

নবজাতকের নামটাম ঠিক করেছেন কিছু ??Smile

৫৩

জ্যোতি's picture


গুটলুটা কি যে কিউট হৈছে!!!!অনেক আদরররররররররররর।

৫৪

তায়েফ আহমাদ's picture


মেজবাহ ভাই, শুভেচ্ছা!

বাচ্চা আর বাচ্চার মা'য়ের সুস্থতা কামনা করছি।Innocent

সংবাদদাতার প্রতি রইল ধন্যবাদ।Smile

৫৫

কাঁকন's picture


অভিনন্দন

৫৬

মেসবাহ য়াযাদ's picture


বেবাকতেরে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, স্নেহ, মমতা ইত্যাদি জানাইয়া গেলাম...

৫৭

জ্যোতি's picture


আবার স্নেহ?

৫৮

রোহান's picture


কনগ্রাটস মেসবাহ ভাই Smile

৫৯

আশরাফ মাহমুদ's picture


অনেক অনেক অভিনন্দন। অনেক অনেক আদর গুট্টুসের জন্য।

৬০

তানবীরা's picture


আলহামদুল্লিল্লাহ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।