ইউজার লগইন

ঘুড়ি উৎসবে যাবেন কি ?

প্রতি বছরের মত এবারও ঘুড়ি উৎসব হচ্ছে। এবারের ভ্যানু হচ্ছে কক্সবাজারের ইনানী বিচে। যারা ঘুড়ি বানাবেন অর্থাৎ ঘুড়িয়ালরা চলে গেছেন ৫ তারিখ রাতে। বাকী দল যাবে ১১ তারিখ রাতে। মুল উৎসব হচ্ছে ১২ মার্চ ২০১০, শুক্রবার। শনিবার সারাদিন ইনানী থেকে রাতের গাড়ীতে করে ১৩ মার্চ রোববার সকালে ঢাকায় ফিরবো আমরা।
অনুষ্ঠানমালা :
শুক্রবার সারাদিন সৈকতে ঘুড়ি উড়ানো
রাতে গান-বাজনা-খানা-পিনা-অাড্ডা চলবে LaughingSmile
শনিবার সমুদ্রে ঝাঁপ, খানা-পিনা ইত্যাদি
রাতের বাসে ফেরা
চাঁদা : ৩৫০০ টাকা (জনপ্রতি)

যারা যেতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে:
মোবাইল : ০১৭১৩০৯১৯৭১

 

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আপ্নে এরম পিচ্চি বাবু রাইখা যাইপেন?

যামু না

মেসবাহ য়াযাদ's picture


যাওনের চিন্তা করতেছি... দোয়া করিস

নজরুল ইসলাম's picture


যামুনা Sad

মেসবাহ য়াযাদ's picture


Wink

একলব্যের পুনর্জন্ম's picture


Sad

ভাঙ্গা পেন্সিল's picture


Puzzled ফড়িক্কা

মুক্ত বয়ান's picture


পরীক্ষা। Sad

ভাস্কর's picture


না...

শওকত মাসুম's picture


আপনার ঠ্যাং এইবার ভাইঙ্গা দেওয়া হবে।

১০

একলব্যের পুনর্জন্ম's picture


এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য এবিতে আশা করি না । এগুলো আমার শিশুমনে ভীতির সঞ্চার করে ।

আমি মডারেটরদের হস্তক্ষেপ কামনা করছি ।

---
Laughing out loud Big Grin

১১

মেসবাহ য়াযাদ's picture


এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য এবিতে আশা করি না । এগুলো আমার শিশুমনে ভীতির সঞ্চার করে ।

১২

মেসবাহ য়াযাদ's picture


এই ব্যাপারে কি আপনার পুর্ব অভিজ্ঞতা আছে ? Wink

১৩

জ্যোতি's picture


বিরাট বাউন্ডেলে হইছেন। খালি ঘুইড়া বেড়ানো না? পাংখা কি যেন এক মাইয়া হেয় যাইব? বাসায় বইসা পোলারে পালেন। কিয়ের ঘুড়ি উড়ানি?ঠ্যাং ভাইঙ্গা দিমু কইতে চাইছিলাম, কইলাম না থাক।

১৪

একলব্যের পুনর্জন্ম's picture


আবারও আক্রমণাত্মক কথা ।

আমি জানতে চাই এই ব্লগে কি কোনো মডারেটর আছে আর থাকলে সে কি শুধু ঘুমায় !!

এইসব কারণেই দেশ ও সমাজ এবং রাষ্ট্র আরো যা যা আছে সব গোল্লায় যাচ্ছে ।

১৫

শওকত মাসুম's picture


যার ঘরে তিনদিনের বাচ্চা, সে যায় ঘুড়ি উড়াইতে। এবার কও ঠ্যাং ভাঙ্গা ঠিক কীনা?

১৬

জ্যোতি's picture


আরে!! হের এখন ছুডু পোলা। এখন কিয়ের ঘুড়ি উড়ানি? ভাবীর লগে পোলার ভিজা কাথা বদলাইব, পোলারে ঘুম পাড়াইব।মডু উচিত এই পোষ্ট মুইছা দেয়া। হেয় গুইড়া আইসা পেষ্ট দিব, ফটুক দিব।আমগো কোমল মনে হতাশা জাগব। এইটা কি ঠিক?

১৭

মেসবাহ য়াযাদ's picture


হ, পাংখা মাইয়াটাও যাইবো। তোমার কোনো সমস্যা ?

১৮

একলব্যের পুনর্জন্ম's picture


তাই তো ।

আজাদ ভাই , আপনারে ভাবি যাইতে দিতেছেন কেন ? কি কইয়া ম্যানেজ করছেন ? নাকি ভাবি আপ্নারে নিয়া সব আশা ছাইড়া দিছেন ? ভাবতেছেন - এরে আর কইয়া টাইম লস এর মানে কি !! ছি ছি ---- ঠ্যাং ভাঙা টাও আসলে কম মনে হয় Angry

১৯

শওকত মাসুম's picture


এইবার আমার আর জয়িতার কাছে মাফ চাও, মডুদের কাছে বিচার দেওয়ার জন্য।

২০

একলব্যের পুনর্জন্ম's picture


জয়িতা আপুর ব্যাপার আলাদা । তবে আপনার বিচার আর মডুতে কি করবে

আমি সব শট এর ফাইল করতেছি । এক সাথে ভাবিরে দিবো । ৪ গিগা জায়গায় কুলাইতেছে না কেচ্ছা Wink

২১

জ্যোতি's picture


২২

শওকত মাসুম's picture


YellYellYell

২৩

মেসবাহ য়াযাদ's picture


ম্যানেজের kisu nai, Apu...

২৪

জ্যোতি's picture


এইবার বুঝেন!!!কালকে আবার কইতাছে যে একটা বিয়া করব ভাবী বলে অনুমতি দিছে, বাসায় কাজ কামের সুবিধা হইব। কইলাম করেন একটা। ভাবী বটি দিয়া গলায় কোপ দিলে বুঝবেন অনুমতি কারে কয়।

২৫

একলব্যের পুনর্জন্ম's picture


নাউজুবিল্লাহ ছি ছি এইসব কথা শোনাও পাপ

২৬

মেসবাহ য়াযাদ's picture


বুঝোনা ক্যান, বিয়েতো আমার লাইগা না। ঘরের কাম কাইজ করনের লাইগা... তোমরা ইরাম করলে কেমতে হবে... দাওয়াত খাইবা না @ জয়ি

২৭

একলব্যের পুনর্জন্ম's picture


লাটাই র সাথে বাইন্ধা ঘুড়ির বদলে আজাদ ভাইরে ঊড়ায়া দেওয়া হঊক ।

২৮

মেসবাহ য়াযাদ's picture


প্রচন্ডভাবে একমত। লাটাইয়ের সাথে বাইন্ধা উড়াইয়া দেয়া হউক...

২৯

বোহেমিয়ান's picture


ফড়িক্কা Sad

৩০

জ্যোতি's picture


মনের কথা কইছেন। তবে এইটা ঠিক হৈব না। হেয় উইড়া কই না কই যাইব গা!! পাংখা কি এক মাইয়ার কাছে!!! সবর্নাশ।

৩১

একলব্যের পুনর্জন্ম's picture


পাংখা মাইয়াডা কেডা ?

৩২

মেসবাহ য়াযাদ's picture


বুঝতাছিনা, তুমি পাংখা মাইয়াটার পিছনে লাগছো ক্যান ? তোমার বিরুদ্ধে মডুগো কাছে কমপ্লেইন করলাম...

৩৩

জ্যোতি's picture


সরুজ উঃসব পোষ্ট দেখেন।আমি কইলে কইব কইছি।হেতে খালি এই মাইয়ার কথা কয়। কত কি যে কয়...কইলাম না।

৩৪

শওকত মাসুম's picture


পাঙ্খা মাইয়াডার ফুন নং কতো?

৩৫

একলব্যের পুনর্জন্ম's picture


এই আইছে আরেকজন Stare

৩৬

জ্যোতি's picture


আইছে আরেকজন। মাইয়ার কথা শুইনা ১ সেৎ দেরী সহ্য হইলো না।

৩৭

মেসবাহ য়াযাদ's picture


বরং এক কাম করি। পাংখারে মাসুম ভাইয়ের ফুন নম্বর দিয়া দেই... রাইত ১০ টার পরে ফুনাইতে কৈয়া দিমুনে... এনি প্রব ? Laughing

৩৮

একলব্যের পুনর্জন্ম's picture


সমস্যাটা কি ? পোলার জন্য মাইয়া খুজবে না নিজেই ---

ছি ছি - নিন্দা জানানোর ভাষা নাই ।

৩৯

মেসবাহ য়াযাদ's picture


কুনু সমস্যা নাই... পোলার লাইগাইতো মাইয়া খুঁজতাছি... খালী মাইয়ার মায় যাতে সুন্দরী হয়, এইডা নিশ্চিত হইতে চাই...

৪০

শওকত মাসুম's picture


আহা, এরম করো কেন? একটু ঝারি দিতাম আরকি।

৪১

মেসবাহ য়াযাদ's picture


আমি কি সাথী'র ফুন নম্বর চাইছি আপনের কাছে ? 

৪২

জ্যোতি's picture


ঝাড়িটা কি মিষ্টি গলায়?কেন মেসবাহ ভাইরে দোলাইলো? কেন আপনাকে না!

৪৩

শওকত মাসুম's picture


তাইলে একটা কাজ করি, ফুন নং দাও, তারে নারী দিবসের শুভেচ্ছা দেই। কাইল তো নারী দিবস। আই লাইক নারী

৪৪

মেসবাহ য়াযাদ's picture


আই অনসো লাইক নারী...

৪৫

মেসবাহ য়াযাদ's picture


জয়িরে, কবে আইবি বইন ফুচকা আর চটপটি খাইতে... মাসুম ভাইরে যেই পাটকেল মারছো তুমি...

৪৬

জ্যোতি's picture


হ টুটুলও বিকালে কইলো যে, এ বি এর সবাই নারী লাইক করে। বুঝায়া বলতে হবে না। মেসবা ভাইরে কন দেখি ফুন নং দেয় কিনা।

৪৭

টুটুল's picture


এবির সবাই নারী লাইক্করে এইটা কৈলাম ঠিক্না Wink
খিয়াল কৈরা Wink

৪৮

নাজ's picture


যামু না

৪৯

মেসবাহ য়াযাদ's picture


আফসুস রইলো... (শইলডা বালা বইন ? )

৫০

নাজ's picture


আফসুস??
আসলেই, আপনার পিচ্চি বাবুটার জন্য আমার আফসুস হয় Frown

(হ্যা ভাই, শইলডা বালা... দোয়া কইরেন) 

৫১

ভাস্কর's picture


আমি য়াযাদ ভাইয়ের যাওয়াটারে সাপোর্ট করি...সে যতো কম তার ছেলেপেলের কাছে ততো ভালো। নাইলে তার অভ্যাস অ্যাটিচ্যুড যদি পোলাগুলি পাইয়া ভবিষ্যতের জুনিয়র য়াযাদ হইয়া উঠে তাইলে জাতির ভবিষ্যতে ঘোর অমানিশা।

৫২

হাসান রায়হান's picture


কিন্তু ও যে এই বয়সে লাফাঙ্গামি কইরা বেড়াইতেছে এইটার কী হইব?

৫৩

মেসবাহ য়াযাদ's picture


রায়হান ভাই আজকাল বয়স লৈয়া খুব চিন্তিত... বিষয় কী ??

৫৪

মেসবাহ য়াযাদ's picture


আমার একজন সুহৃদ পাওয়া গেলো.... ভাই, ৫ টেকার 
একটা জিনিস পাওনা রইলেন...

৫৫

ভাস্কর's picture


আমি আপনের পোলাগুলি লইয়া আসলেই চিন্তিত...

৫৬

মেসবাহ য়াযাদ's picture


ক্যানরে ভাই ,,,,?

৫৭

ভাস্কর's picture


আপনের গন্ধে গন্ধে যদি পোলাপাইনগুলি আপনের মতোন হইয়া যায় সেই চিন্তায়...

৫৮

মেসবাহ য়াযাদ's picture


তাইলেতো মাশাল্লাহ ! আমার মত মানুষ হওয়া যা-তা ব্যাপার না...

৫৯

হাসান রায়হান's picture


আপনে এত বেলাজা ক্যান?

৬০

মেসবাহ য়াযাদ's picture


না হয়ে উপায় কী ? বড় ভাইরা যে পথে গেছে, সেপথ যে অনুসরন করতেই হয়... বড় ভাইদের শ্রদ্ধা করি আমি... কিমুন আছেন বড়ভাই !! Wink

৬১

শওকত মাসুম's picture


৬২

মেসবাহ য়াযাদ's picture


Surprised

৬৩

শাওন৩৫০৪'s picture


হয়নারে ভাই, হয়না....এরাম করলে কি হয়, ভাই? 

 

সবাই  পোষ্টে কি সুন্দর কৈরা পোলার বাপেরে শাষন করতাছে....মজাকি পাইলাম....কিন্তু শুধুই ঠ্যাঙ ভাঙ্গার কথা কেন?

 

৬৪

তানবীরা's picture


ওকি ঘুড়িয়াল ভাই, কতো রবো আমি আর চাইয়ারে .।.।.।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।