ঘুড়ি উৎসবে যাবেন কি ?
প্রতি বছরের মত এবারও ঘুড়ি উৎসব হচ্ছে। এবারের ভ্যানু হচ্ছে কক্সবাজারের ইনানী বিচে। যারা ঘুড়ি বানাবেন অর্থাৎ ঘুড়িয়ালরা চলে গেছেন ৫ তারিখ রাতে। বাকী দল যাবে ১১ তারিখ রাতে। মুল উৎসব হচ্ছে ১২ মার্চ ২০১০, শুক্রবার। শনিবার সারাদিন ইনানী থেকে রাতের গাড়ীতে করে ১৩ মার্চ রোববার সকালে ঢাকায় ফিরবো আমরা।
অনুষ্ঠানমালা :
শুক্রবার সারাদিন সৈকতে ঘুড়ি উড়ানো
রাতে গান-বাজনা-খানা-পিনা-অাড্ডা চলবে
শনিবার সমুদ্রে ঝাঁপ, খানা-পিনা ইত্যাদি
রাতের বাসে ফেরা
চাঁদা : ৩৫০০ টাকা (জনপ্রতি)
যারা যেতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে:
মোবাইল : ০১৭১৩০৯১৯৭১
আপ্নে এরম পিচ্চি বাবু রাইখা যাইপেন?
যামু না
যাওনের চিন্তা করতেছি... দোয়া করিস
যামুনা
পরীক্ষা।
না...
আপনার ঠ্যাং এইবার ভাইঙ্গা দেওয়া হবে।
এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য এবিতে আশা করি না । এগুলো আমার শিশুমনে ভীতির সঞ্চার করে ।
আমি মডারেটরদের হস্তক্ষেপ কামনা করছি ।
---

এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য এবিতে আশা করি না । এগুলো আমার শিশুমনে ভীতির সঞ্চার করে ।
এই ব্যাপারে কি আপনার পুর্ব অভিজ্ঞতা আছে ?
বিরাট বাউন্ডেলে হইছেন। খালি ঘুইড়া বেড়ানো না? পাংখা কি যেন এক মাইয়া হেয় যাইব? বাসায় বইসা পোলারে পালেন। কিয়ের ঘুড়ি উড়ানি?ঠ্যাং ভাইঙ্গা দিমু কইতে চাইছিলাম, কইলাম না থাক।
আবারও আক্রমণাত্মক কথা ।
আমি জানতে চাই এই ব্লগে কি কোনো মডারেটর আছে আর থাকলে সে কি শুধু ঘুমায় !!
এইসব কারণেই দেশ ও সমাজ এবং রাষ্ট্র আরো যা যা আছে সব গোল্লায় যাচ্ছে ।
যার ঘরে তিনদিনের বাচ্চা, সে যায় ঘুড়ি উড়াইতে। এবার কও ঠ্যাং ভাঙ্গা ঠিক কীনা?
আরে!! হের এখন ছুডু পোলা। এখন কিয়ের ঘুড়ি উড়ানি? ভাবীর লগে পোলার ভিজা কাথা বদলাইব, পোলারে ঘুম পাড়াইব।মডু উচিত এই পোষ্ট মুইছা দেয়া। হেয় গুইড়া আইসা পেষ্ট দিব, ফটুক দিব।আমগো কোমল মনে হতাশা জাগব। এইটা কি ঠিক?
হ, পাংখা মাইয়াটাও যাইবো। তোমার কোনো সমস্যা ?
তাই তো ।
আজাদ ভাই , আপনারে ভাবি যাইতে দিতেছেন কেন ? কি কইয়া ম্যানেজ করছেন ? নাকি ভাবি আপ্নারে নিয়া সব আশা ছাইড়া দিছেন ? ভাবতেছেন - এরে আর কইয়া টাইম লস এর মানে কি !! ছি ছি ---- ঠ্যাং ভাঙা টাও আসলে কম মনে হয়
এইবার আমার আর জয়িতার কাছে মাফ চাও, মডুদের কাছে বিচার দেওয়ার জন্য।
জয়িতা আপুর ব্যাপার আলাদা । তবে আপনার বিচার আর মডুতে কি করবে
আমি সব শট এর ফাইল করতেছি । এক সাথে ভাবিরে দিবো । ৪ গিগা জায়গায় কুলাইতেছে না কেচ্ছা
ম্যানেজের kisu nai, Apu...
এইবার বুঝেন!!!কালকে আবার কইতাছে যে একটা বিয়া করব ভাবী বলে অনুমতি দিছে, বাসায় কাজ কামের সুবিধা হইব। কইলাম করেন একটা। ভাবী বটি দিয়া গলায় কোপ দিলে বুঝবেন অনুমতি কারে কয়।
নাউজুবিল্লাহ ছি ছি এইসব কথা শোনাও পাপ
বুঝোনা ক্যান, বিয়েতো আমার লাইগা না। ঘরের কাম কাইজ করনের লাইগা... তোমরা ইরাম করলে কেমতে হবে... দাওয়াত খাইবা না @ জয়ি
লাটাই র সাথে বাইন্ধা ঘুড়ির বদলে আজাদ ভাইরে ঊড়ায়া দেওয়া হঊক ।
প্রচন্ডভাবে একমত। লাটাইয়ের সাথে বাইন্ধা উড়াইয়া দেয়া হউক...
ফড়িক্কা
মনের কথা কইছেন। তবে এইটা ঠিক হৈব না। হেয় উইড়া কই না কই যাইব গা!! পাংখা কি এক মাইয়ার কাছে!!! সবর্নাশ।
পাংখা মাইয়াডা কেডা ?
বুঝতাছিনা, তুমি পাংখা মাইয়াটার পিছনে লাগছো ক্যান ? তোমার বিরুদ্ধে মডুগো কাছে কমপ্লেইন করলাম...
সরুজ উঃসব পোষ্ট দেখেন।আমি কইলে কইব কইছি।হেতে খালি এই মাইয়ার কথা কয়। কত কি যে কয়...কইলাম না।
পাঙ্খা মাইয়াডার ফুন নং কতো?
এই আইছে আরেকজন
আইছে আরেকজন। মাইয়ার কথা শুইনা ১ সেৎ দেরী সহ্য হইলো না।
বরং এক কাম করি। পাংখারে মাসুম ভাইয়ের ফুন নম্বর দিয়া দেই... রাইত ১০ টার পরে ফুনাইতে কৈয়া দিমুনে... এনি প্রব ?

সমস্যাটা কি ? পোলার জন্য মাইয়া খুজবে না নিজেই ---
ছি ছি - নিন্দা জানানোর ভাষা নাই ।
কুনু সমস্যা নাই... পোলার লাইগাইতো মাইয়া খুঁজতাছি... খালী মাইয়ার মায় যাতে সুন্দরী হয়, এইডা নিশ্চিত হইতে চাই...
আহা, এরম করো কেন? একটু ঝারি দিতাম আরকি।
আমি কি সাথী'র ফুন নম্বর চাইছি আপনের কাছে ?
ঝাড়িটা কি মিষ্টি গলায়?কেন মেসবাহ ভাইরে দোলাইলো? কেন আপনাকে না!
তাইলে একটা কাজ করি, ফুন নং দাও, তারে নারী দিবসের শুভেচ্ছা দেই। কাইল তো নারী দিবস। আই লাইক নারী
আই অনসো লাইক নারী...
জয়িরে, কবে আইবি বইন ফুচকা আর চটপটি খাইতে... মাসুম ভাইরে যেই পাটকেল মারছো তুমি...
হ টুটুলও বিকালে কইলো যে, এ বি এর সবাই নারী লাইক করে। বুঝায়া বলতে হবে না। মেসবা ভাইরে কন দেখি ফুন নং দেয় কিনা।
এবির সবাই নারী লাইক্করে এইটা কৈলাম ঠিক্না

খিয়াল কৈরা
যামু না
আফসুস রইলো... (শইলডা বালা বইন ? )
আফসুস??
আসলেই, আপনার পিচ্চি বাবুটার জন্য আমার আফসুস হয়
(হ্যা ভাই, শইলডা বালা... দোয়া কইরেন)
আমি য়াযাদ ভাইয়ের যাওয়াটারে সাপোর্ট করি...সে যতো কম তার ছেলেপেলের কাছে ততো ভালো। নাইলে তার অভ্যাস অ্যাটিচ্যুড যদি পোলাগুলি পাইয়া ভবিষ্যতের জুনিয়র য়াযাদ হইয়া উঠে তাইলে জাতির ভবিষ্যতে ঘোর অমানিশা।
কিন্তু ও যে এই বয়সে লাফাঙ্গামি কইরা বেড়াইতেছে এইটার কী হইব?
রায়হান ভাই আজকাল বয়স লৈয়া খুব চিন্তিত... বিষয় কী ??
আমার একজন সুহৃদ পাওয়া গেলো.... ভাই, ৫ টেকার
একটা জিনিস পাওনা রইলেন...
আমি আপনের পোলাগুলি লইয়া আসলেই চিন্তিত...
ক্যানরে ভাই ,,,,?
আপনের গন্ধে গন্ধে যদি পোলাপাইনগুলি আপনের মতোন হইয়া যায় সেই চিন্তায়...
তাইলেতো মাশাল্লাহ ! আমার মত মানুষ হওয়া যা-তা ব্যাপার না...
আপনে এত বেলাজা ক্যান?
না হয়ে উপায় কী ? বড় ভাইরা যে পথে গেছে, সেপথ যে অনুসরন করতেই হয়... বড় ভাইদের শ্রদ্ধা করি আমি... কিমুন আছেন বড়ভাই !!
হয়নারে ভাই, হয়না....এরাম করলে কি হয়, ভাই?
সবাই পোষ্টে কি সুন্দর কৈরা পোলার বাপেরে শাষন করতাছে....মজাকি পাইলাম....কিন্তু শুধুই ঠ্যাঙ ভাঙ্গার কথা কেন?
ওকি ঘুড়িয়াল ভাই, কতো রবো আমি আর চাইয়ারে .।.।.।
মন্তব্য করুন