নামহীন কবিতা "শিলা"
শিলা,
চুপটি করে বস , কথাটা আমার শোন,
মূখটা কেন গোমরা তোমার ,
বলেছি বলে শিলা।
নামটি যে তোমার নাহার ,
জানতাম না আমি কিছুই তাহার,
জানতাম তুমি শিলা, সকাল সাঝের বেলা,
বসাতে শুধু ফেইসবুকেতে বন্ধুত্বেরই মেলা ।
রাগ করেনা লক্ষী সোনা ,
বলছি আবার,
শিলা নামটা তোমার ,
বলব না আমি আর
কি রাগ ভেঙ্গেছে,
তাই বলে কি হাসি পাচ্ছে,
হাসো তাহলে,
বাংলার পাচ থেকে মুখটাকে বানাও আকাশের ই চাঁদ।
এই তো কি সুন্দর যাচ্ছে দেখা তোমায়,
ঠিক যেন সুন্দরী ঐ পূর্ণীমার ই চাঁদ।
এই বার বলছি তোমায় শোন,
যাহাই বল আর তাহাই বল ,
বলবো না আমি নাহার,
শিলাই বলবো আমি আবার
শিলা শিলা শিলা
আফরিন নাহার শিলা ।
.
.
বন্ধু তোকে অনেক মিস করি । ।যেখানে থাকিস ভাল থাকিস আর আমাদের মনে রাখিস ।
সুন্দর কবিতা। বন্ধুত্বের সুরটা ভালো লাগলো।
আপনার কথাগুলোও আমার ভাল লাগছে ।ধন্যবাদ ।
বন্ধুত্বের চমৎকার এই আহবান, মনে রাখার ব্যকুলতা, সব মিলিয়ে ভালোলাগার পারদটা বেশ উপরেই উঠে গেলো।
---
কবি'র জন্যে পাহাড়সম শুভেচ্ছা!
---
ভালো থাকা হোক সারাবেলা!
আপনাকেউ সমুদ্রসম শুভেচ্ছা ।ভাল থাকবেন ।ধন্যবাদ ।
বন্ধুর রাগ ভাঙানির চেষ্টা ভালো লাগসে...।।
ধন্যবাদ ।
বন্ধু রাগ করছে কেন? কী করছেন?
শিলা নামে ডেকেছি বলে ।
আজ কাজ কি যে হইছে শিলা নাম শুনলে গান মনে পইড়া যায়
"শিলা" ডাকলে যদি রাগ করে "মুন্নী" ডেকে দেখতে পারেন! (রাগ আরো বাড়লে আমি দায়ী নই)
=====================
মান ভাঙ্গানোর আহবান বেশ ভালো লাগলো!
ভালো থাকুন
হ..মুন্নি তে কাজ না হলে চামেলি ডাকেন....তাতেও যদি রাগ বাড়ে তাতে আমারও দোষ নাই
"ছাম্মাক ছাল্লো"-ও মন্দ না। কি কও বু?
হ বু....জিলাপি ভাই ও ডাকা যেতে পারে..
আমি তো আরো ভাবলাম শীলা কি জাওয়ানীর অনুবাদ!!
ক্লাস নাইনে পড়ার সময় এক জিগরি দোস্ত প্রেমে পড়লো, মেয়ে আমাদের স্কুলে মর্নিং সেশনে পড়ে... বন্ধুতো দিনরাত খালি সেই মেয়ের স্বপ্ন দেখে এদিকে মেয়েটার নাম অব্দি জানে না। একদিন মনের কথা জানাতে মেয়ের পিছু নিলো... সারা রাস্তা সাহস পেল না মেয়েটাকে কিছু বলার , পিছু পিছু যেতে যেতে মেয়ের বাড়ি পর্যন্ত গেল মেয়ে তার বাসায় ঢুকে গেল ... বন্ধু বোকার মত গেটের বাইরে দাড়িয়ে। কিছুক্ষন পর শন্ডা মত এক লোক বের হয়ে বন্ধুকে কলার ধরে শাসালো আর কোনদিন এইমহল্লায় দেখলে ঠ্যাং ভেঙে ফেলবে।
পরে জানতে পারলাম সেই মেয়ের নাম 'শীলা'
গল্পটা সুন্দর ।
বন্ধুর জন্য ভালোবাসাটা দারুণ লাগলো।
বন্ধুর জন্য ভালোবাসাটা দারুণ লাগলো।
মন্তব্য করুন