ইউজার লগইন

ভাগশেষ - ১

রোজার ঈদের সময় দশ-এগারোটা ঈদ সংখ্যা কেনার পর বই কেনার উপর বউ সাময়িক নিষেধাজ্ঞা জারী করল। প্রায় শুক্রবারই বেইলী রোড যাই, আমি হাঁসফাঁস করি সাগর পাবলিশার্সে ঢোকার জন্য, কিন্তু বউ বলে আমি নাকি বাসাকেই ছোটখাটো সাগর পাবলিশার্স বানায়ে ফেলছি। সেটা শুনেও অগ্রাহ্য করার চেষ্টা করি, কিন্তু যখন বলে আমি তো কোন ঈদ সংখ্যাই পুরা পড়া শেষ করি নাই, তখন আর কিছু বলার থাকে না।

হঠাৎ করে একদিন পত্রিকায় দেখলাম হেমন্তের বইমেলা হচ্ছে পাবলিক লাইব্রেরীতে। ভাবলাম বউকে বলি যাওয়ার কথা। বউ দেখি আমার থেকে একধাপ এগিয়ে, বলে হুমায়ুন আহমেদের একক বইমেলা হচ্ছে ওইটাতে যাই। আমি ভাবলাম তথাস্তু, এক ঢিলে দুই পাখি মারা যাবে। অনেকদিন পর ইউনিভার্সিটি এলাকায় গেলাম, এখানে সেখানে পরিচিত লোকদের সাথে দেখা হল। ভালই লাগল। ইউনিভার্সিটি ছাড়লেও ইউনিভার্সিটির মায়া মনে হয় এরা কাটায়ে উঠতে পারে নাই।

মেলায় যেয়ে হুমায়ুন আহমেদের 'এলেবেলে ১ এবং ২', 'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে', 'রঙপেন্সিল', 'স্টোরি অব ফিল্ম মেকিং' আর শাহাদুজ্জামান ভাইয়ের 'আমস্টারডামের ডায়েরী ও অন্যান্য' কিনলাম।

গত সপ্তাহে ঝটিকা সফরে গেলাম চট্টগ্রাম। ঘটনা শুনলে অনেকেই ভ্রু কুঁচকাবেন, তেলাপোকাও পাখি, হাইকুও কবিতা। বিশদ বাংলা-র আলম খোরশেদ ভাইয়ের সাথে যখন পরিচয় তখনই বলে রেখেছিলেন আমাকে ডাকবেন একবার উনার ওখানে কবিতা পড়তে। যাব যাব করেও ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না, কিন্তু ভাবলাম ডিসেম্বরে যেহেতু পাকিস্তান সিরিজ আর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, এর আগেই 'ঝামেলা' সেরে আসি। আলম ভাইও বললেন চলে আস। গেলাম।

বিশদ বাংলা-র যে অংশটাতে বই বিক্রি হয়, ওই দিকটায় গেলে আমি খুব ঝামেলায় পড়ি। সব কিনে ফেলতে ইচ্ছা করে। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হল ওদের আত্মজীবনীমূলক বইয়ের সংগ্রহ। এখান থেকে কিনলাম হোর্হে লুইস বোর্হেসের আত্মজীবনী (রাজু আলাউদ্দিন আর রফিক-উম-মুনীর ভাইয়ের অনুবাদ করা), শংকরের 'জনঅরণ্য', আসাদ চৌধুরীর 'এ ভ্রমণ আর কিছু নয়', তানভীর মোকাম্মেলের 'ভিনদেশে', আহমদ ছফার 'গ্যেটের দেশে', সমরেশ বসুর 'প্রজাপতি' আর হামীম কামরুল হক ভাইয়ের 'গোপনীয়তার মালিকানা'।

বিশদ বাঙলাতে আমার বই নিয়ে অনুষ্ঠানের শুরুতে আমার পুরানো কলিগ প্লাস বন্ধু মখদুমাকে আলম ভাই বললেন আমার আর আমার বই নিয়ে কিছু বলতে। মখদুমা সবাইকে বলল ২৫ নম্বর পাতা দেখতে। দেখলেই নাকি বুঝা যাবে আমি আমার বউকে কত্তো ভালোবাসি। আফসুস, সবাই বুঝল, যার বুঝার সে বুঝল না Sad(

ওই পাতায় যেই হাইকুটা ছিল সেটা হল "taking class notes/writing her name/again and again"

বইয়ের শুরুতেই কায়সার স্যার বলে দিছেন আমি ঠিকমত ক্লাস করতাম না। ভাবছিলাম বউ স্যারকে কোট করে বলবে 'এ তো ক্লাসই করত না, ক্লাসনোট নিবে কেমনে?' ভাগ্যিস বলে নাই Big smile

*******

অনেকদিন ধরেই এবিতে লিখব লিখব করতেছিলাম, কিন্তু লেখা হচ্ছিল না। কিন্তু তানবীরা আপু তো প্যাঁচে ফেলে দিছেন, ভাবলাম আর দেরী না করি। রাসেল ভাই আর জাবীন আফা অনেক গুতাইছে লেখার জন্য, তাই প্রথম পোস্টটা এই দুইজনকেই উৎসর্গ করলাম Smile

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


at long last.. Big smile

কামরুল হাসান রাজন's picture


হুমম, এট লং লাস্ট Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত্ত বই!
একরাশ হিংসে!! Stare

কামরুল হাসান রাজন's picture


হিংসা করা খুব খ্রাপ

জ্যোতি's picture


আপনি পোষ্ট দিতে পারেন? সত্যি????????
এইবার পোষ্ট পড়ে আসি।

কামরুল হাসান রাজন's picture


না মিথ্যা

জ্যোতি's picture


বউভক্ত পোলাটার এত্ত ব্ই! আমরাও কবিতা শুনতে চাই।
পোষ্ট ভাল্লাগছে খুব। প্রতি সপ্তাহে একটা। ওকিজ?

কামরুল হাসান রাজন's picture


ভাল্লাগছে শুইনা খোশ হইলাম Laughing out loud সপ্তাহে একটা? আপনি আগে শুরু করেন Tongue

রায়েহাত শুভ's picture


চোখে ভুল দেখতেছি না তো??? Shock Shock Nail Biting Nail Biting

১০

কামরুল হাসান রাজন's picture


কবিদেরই তো একমাত্র মাঝে মাঝে ভুল দেখার লাইসেন্স আছে Laughing out loud

১১

একজন মায়াবতী's picture


এক পোস্ট দুইজনকে উৎসর্গ করা যাবে না। এইটা নীতিমালায় নতুন যোগ হইসে। Big smile

১২

কামরুল হাসান রাজন's picture


তিনজনকে যাবে? আপনি কি তিন নম্বর হইতে আগ্রহী? Tongue

১৩

একজন মায়াবতী's picture


ঠিকাছে তিন নম্বর করেন। কিন্তু এটাতে না। আর একটা পোস্ট দেন। ঐটাতে তিনজনকে করেন। Tongue

১৪

রাসেল আশরাফ's picture


এ দেখি পুরাই বউ পাগলা পু্লা। ফারহাকেও মেম্বার বানাও। Big smile Big smile
==============
নিজের নাম উৎসর্গে দেখলে খুব ভালো লাগে।এখন দ্বিগুন উৎসাহে গুঁতাবো তয় জেবীনের নামের বানান ভুল করার জন্য এক্সট্রা গুঁতা যে খাবা সেই জন্য রেডী থাকো। Rolling On The Floor Rolling On The Floor

১৫

কামরুল হাসান রাজন's picture


Big smile Big smile Big smile

১৬

লীনা দিলরুবা's picture


Welcome
আপনি কিন্তু একটা রেকর্ড করেছেন। ৩০২ টা কমেন্ট এবং একটি পোস্ট নিয়ে আপনি রীতিমত ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাব্লগে আপনার এই রেকর্ড মনে হয় না কেউ ভাঙতে পারবে। রেজিস্টার্ড কোন ব্লগার এত দীর্ঘদিন পোস্ট বিহীন থাকেনা।

এবার পোস্ট প্রসঙ্গে আসি। লেখা স্বাদু। আপনার হাইকুগুলো বাংলায় অনুবাদ করে ব্লগে দিতে পারেন। সাহিত্যের মধ্যে আত্মজীবনী আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট। বোর্হেসের আত্মজীবনী পড়িনি। প্রজাপতি এত দেরীতে কিনলেন Wink এইটা আমরা ছোটবেলায় পড়ে শেষ করেছি।

১৭

কামরুল হাসান রাজন's picture


অনুবাদ বড়ই কঠিন কাজ Sad প্রজাপতি আমিও স্কুলে থাকতেই পড়ছি, আমার বউ এর পড়া ছিল না আর কি।

১৮

জেবীন's picture


হাইকু দেখি দারুন মজার! Laughing out loud আহা! খোটাটা দেয়া নাই কারন বঊ মনে হয় দেখেও না দেখার ভান করছে! Smile
লীনা'পুর প্রস্তাবের সাথে সহমত জানাইলাম, এমনি মজার করেই বাংলাটা করে ফেলেন।

আহারে, ছেলেটা স্বরবর্ন দেখি প্রথমগুলো ভুলেই বসে আছে! Tongue অ-আ থেকে শুরু হয় যেটা তা কেন ও-ঔ দিয়ে করা হলো?! Stare আর নামের বানান ভুল কইরা উৎসর্গ! Stare Sad তাও মন্দের ভালো, কারন পোষ্টতো দেয়া শুরু করেছেন! এর পরে হাইকু নিয়ে লেখা চাই। Smile

১৯

কামরুল হাসান রাজন's picture


Smile Smile Smile

২০

নীড় সন্ধানী's picture


অ আ কবে আসবে? মজা লাগলো আপনার স্মৃতিচারণ। বিশদ বাংলায় গেলে আমারো সেরকম দশা হয়। Laughing out loud

২১

কামরুল হাসান রাজন's picture


অ আ কবে আসবে জানি না ভাই Sad আপনি দেখি চট্টগ্রামে থাকেন। আগে জানলে আপনাকেও যেতে বলতাম

২২

দিঘ্রাংচু's picture


বাহ! আপনার দেখি বই ও বউ দুইই আছে! ভাগ্যবান

২৩

কামরুল হাসান রাজন's picture


হেহে Party কমেন্টের জন্য ধন্যবাদ Smile

২৪

তানবীরা's picture


নতুন বিয়ে নাকি? পোষ্ট দেখি পুরাই বউময় Smile

২৫

কামরুল হাসান রাজন's picture


নাহ, দেড় বছর তো হয়ে গেল প্রায়

২৬

সাঈদ's picture


ছেলেটা বই আর বউ নিয়েই আছে ।

তবে আত্মজীবনী পড়তে ভালো লাগে না আমার । এখন কিছুই পড়তে ভালো লাগেনা অবশ্য।

২৭

কামরুল হাসান রাজন's picture


কেন ভাই আপনি আবার বই-রাগী হয়ে গেলেন কেন?

২৮

নিয়োনেট's picture


আগে বউ চাই, তারপরে বই। Cool

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.