কবিতার ঋণ
প্রিয়তমা
তোমায় নিয়ে অনেকদিন
হয় নাকো
কবিতার গান শোনা
তবে আজ
থমথমে বৃষ্টির কথামত
কাব্যদেবীর পেটমোটা ব্যাংক থেকে
রাত জাগানিয়া চড়া সুদে
ধার করে এনেছি
রবিবাবুর শব্দভান্ডার
জীবনকবির মায়াবী ভাষা
আর আবুল হাসানের
বালিকাকে
প্রথমজন বাজাবে গিটার
দ্বিতীয়জন থাকবে কী-বোর্ডে
আর পরেরজন ড্রামসে
আর এতেও যদি কাজ না হয়
তবে
ভালোবাসার অমিত্রাক্ষর ছন্দে
শুধবো কবিতার ঋণ।
চলবে?
***
অনেকদিন পর ব্লগে কিছু লিখলাম। কেমন আছেন সবাই? আবার কবে গেট-টুগেদার? আমার হিসেবে তো ৫০ শব্দ হয়ে গেছে, তবু হয় নাই বলে কেন?
নির্ঘাত চলবে!
আহা! কতদিন পর দেখলাম আমাদের কমেন্ট শিল্পীকে! কেমন আছেন ভাই?ভালো তো?ছিলেন কোথায় এতদিন?
আছি ভাই ভালো .... দেখি এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করব
সুন্দর মুগ্ধকর কাব্য!
চমৎকার। চলুক।
ধন্যবাদ
আহা! কতদিন পর দেখলাম আমাদের কমেন্ট শিল্পীকে! কেমন আছেন ভাই?ভালো তো?ছিলেন কোথায় এতদিন?
ছিলাম আশেপাশেই
আপনারা আমাকে বাদ দিয়ে পার্টি করলেন 
এই কবিতা আগে পড়ি নাই তো। আজকেই নিজের নামে চালাইতে হবে
আছো কেমন?
এইটাতো আমার স্ট্যাটাসেও ছিল ... পড়েন নাই কেন?
চালায়ে দেন
আছি ভাল 
আহা, তা কবিতার ঋন শোধের জন্যে যা করনীয় তা করেছিলা তো?
কবিতা পছন্দ হয়েছে মিঃ হাইকু'লা
আরে ভাই আপনি তো দেখছি বিরাট প্রেমিক
প্রথমজন বাজাবে গিটার
দ্বিতীয়জন থাকবে কী-বোর্ডে
আর পরেরজন ড্রামসে
এতে করে কাজ না হলে কি করা হবে তাও কইয়া দিলেন। এ লাইনের সুপরামর্শ তো আরও খানিকটা দরকার হতে পারে আমাদের। লেখালেখির দুনিয়ায় ফিরে আসুন ব্রাদার।
মন্তব্য করুন