ইউজার লগইন

একটি ছোটখাট আত্মপ্রচারণামূলক পোস্ট

ব্লগের অনেকেই হয়ত জানেন গত বইমেলায় আমার একটা বই বের হয়েছিল। বইটা এবার মেলাতেও পাওয়া যাচ্ছে। আপনারা পড়লে খুশি হব। বইটার নাম 'স্প্রিং মুন', পাওয়া যাবে জনান্তিক এ, স্টল নম্বর ৩৩২। তবে আমার ধারণা বইয়ের কবিতাগুলা থেকে লোকজনের আর্টওয়ার্ক গুলাই বেশি ভাল লাগে Tongue

cover

রুদাবা মহসিন দয়াপরবশ হয়ে প্রত্যেকটা হাইকুর সাথে একটা করে ছবি এঁকে দিয়েছিলেন আর উনার বর জাহান ভাই করে দিয়েছিলেন প্রচ্ছদ।

এই ফাঁকে আমার ব্লগে আসার ইতিহাসটা বলে নেই। আমার বই বের হলেও গত বছর এই সময়ে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চলছিল বলে মাত্র দুইদিন মেলায় যেতে পেরেছি। এর মধ্যে একদিন ছিল ২১শে ফেব্রুয়ারী। আমি তো হেভ্ভি ভাব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম আমি আজকে মেলায় থাকব আর অটোগ্রাফ দিব Tongue

বন্ধুদের অনেকে আসল। এর মধ্যে দেখি মাসুম ভাই একদল নিয়ে ঘুরাঘুরি করতেছেন। ভাবলাম উনাকে আরেকবার আমার বইয়ের কথা মনে করায়ে দেই। উনি তখন লীনা আপা, য়াযাদ ভাই আর জয়িতা আপার সাথে পরিচয় করায়ে দিলেন। হাইকু শুনেই লীনা আপা বললেন উনি কিনবেন, আর ইংরেজিতে লেখা শুনে য়াযাদ ভাই মনে হয় একটু বিরক্ত হইলেন। জয়িতা আপা মনে হয় একটু ভাবের মধ্যে ছিলেন, তেমন কথা বলেন নাই। এর মধ্যে লীনা আপা বললেন আমাদের ব্লগে আসেন, আমি বললাম আচ্ছা। এবং এরপর বেমালুম ভুলে গেলাম এবির কথা।

এরপর কে যেন একদিন মাসুম ভাইয়ের একটা লেখা শেয়ার দিল, ওইটা পড়তে যেয়ে উনার মোটামুটি সব লেখাই পড়ে ফেললাম আর ভাবলাম মেম্বার হয়ে যাই। কিন্তু লেখক হিসেবে আমার ধারণা আমাকে পাঠকরা পছন্দ করেন না, আমারো মনে হয় আমার লেখা অন্যদের তুলনায় নিতান্ত সাধারণ। কিন্তু কোনভাবে তো ইউনিক হইতে হবে, তাই ভাবলাম কমেন্ট শিল্পী হয়ে যাই (আশে পাশে রাসেল ভাই নাই তো?)

এখন থামি, আমারেও মনে হয় য়াযাদ ভাইয়ের রোগে পাইছে, ধান ভানতে শিবের গীত গাইতেছি Tongue

ম্যুরালের জন্য শুভকামনা রইল। আশা করি পরেরবার আমার লেখাও থাকবে Laughing out loud

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


(আশে পাশে রাসেল ভাই নাই তো?)

না নাই চোখ টিপি

ছবি এড হয় নাই ঠিক মতো, ঠিক করো।

কামরুল হাসান রাজন's picture


কেমনে করে? Sad

রাসেল আশরাফ's picture


এই যে এমনে Tongue

414374_359062900788341_357517207609577_1326788_1598322362_o.jpg

Width =560 দাও আর Height = 0 দাও দেখবা সব ঠিক। এইটা সেদিন ওস্তাদ শিখাইছে Big smile

জ্যোতি's picture


আমারেও ছুডুবেলা শিখাইছিলো, আমি ভুলে গেছি।

রাসেল আশরাফ's picture


এট্টু মনে হয় ভুল করছি Tongue Tongue
Height টার ঘর ফাঁকা রাখো মানে শুন্য দিয়ো না।
ওস্তাদ ঠিকমতো পড়াইতে পারে নাই তাই বুল হইছে। Tongue

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor

কামরুল হাসান রাজন's picture


ব্যাপার না ..... আমরা আমরাই তো Tongue

জ্যোতি's picture


ওম্মা এই পিচকি পোলায় দেখি হুদাই অপবাদ দিলো। গুল্লি মাইর
গতবার বইমেলায় আপনার সাথে পরিচয়ের কথা মনে আছে। আমি আসলে ইংরাজী পড়তে ভালা পাই না তো তাই আর কি!তবে আপনার বইটা খুবই কিউট। Big smile

কামরুল হাসান রাজন's picture


অপবাদ কাটাইতে চাইলে পাঁচ কপি কিনে লোকজনকে গিফট করেন Laughing out loud

১০

রাসেল আশরাফ's picture


414374_359062900788341_357517207609577_1326788_1598322362_o_0.jpg

ছবিটা বাদ গেলো কেন?

১১

জোনাকি's picture


সবাই দেখি বই মেলা নিয়ে একটা করে পোষ্ট দিচ্ছে। মজা লাগতেছিলো পড়তে কিন্তু এখন হিংসা লাগা শুরু হইতেছে... Crazy

১২

কামরুল হাসান রাজন's picture


যাই হোক, কোন একজন দয়া কইরা ঠিক কইরা দিছেন Laughing out loud তেনারে অসংখ্য ধইন্যাপাতা

১৩

রাসেল আশরাফ's picture


হ আমার তরফ থেকেও একটা ধন্যবাদ এই উপলক্ষ্যে মাসুম ভাইয়ের বইয়ের প্রচারণাটা চালায় দেই মানে ছবি আপলোডটা প্র্যাকটিসটা আবার কইরা নেই।
341003_10150504623017260_608892259_9217798_1459362997_o.jpg

১৪

জোনাকি's picture


বইখানা পড়তাম মুন চাইতাছে Glasses

১৫

শওকত মাসুম's picture


কোন বইটা?

১৬

জেবীন's picture


হবে না! এইটা পুরাই নিজের ঢোল পিটানি টাইপ হইছে! শিখাইছিলাম যে হাইকু নিয়া কিছু লেখার পর বইয়ের কথা আনতে! পোলাপান বেশরম হয়ে গেছে! রাখঢাক না রেখেই ঢোল পিটানি দিয়া ফেলে! Stare

বইয়ের জন্যে শুভকামনা রইলো, গতবার পারেন নাই, এবার নিশ্চয়ই মেলায় যাবার সময় করে উঠবেন, সবার সাথে দেখা হবেই আরো বেশি করে! Smile

১৭

রাসেল আশরাফ's picture


এইটা আসলেই বদ আছে। দেশে গেলে হাতের কাছে পাইলে ওর খবরই আছে। Crazy Crazy

১৮

কামরুল হাসান রাজন's picture


শুনেন হাইকুর সবচেয়ে বড় পন্ডিত হইলেন লীনা আপা, উনি থাকতে আমি কেন পোস্ট দিমু? Tongue

১৯

লাবণী's picture


আপনার জন্য অনেক অনেক শুভকামনা! আশা করি এইবার অটোগ্রাফ পেয়ে যাবেন!!

২০

কামরুল হাসান রাজন's picture


কার অটোগ্রাফ?

২১

তানবীরা's picture


তাইতো বলি রাজন কেন পোস্ট দিল!!!!!

আত্মপ্রচারণা হুমম

২২

কামরুল হাসান রাজন's picture


Big smile Big smile Big smile

২৩

একজন মায়াবতী's picture


Rolling On The Floor

২৪

কামরুল হাসান রাজন's picture


মায়াবতী হাসেন কেন?

২৫

মীর's picture


এ বছর কোনো বই লিখেন নাই?

২৬

কামরুল হাসান রাজন's picture


না রে ভাই, গতবার একটা বের করেই ফতুর হয়ে গেছি Sad

২৭

মেসবাহ য়াযাদ's picture


রাজন, আপনে কী মুরগা হৈবেন ?? Big smile

২৮

মীর's picture


এরপরে কি তার আর মুরগা না হয়ে উপায় থাকে? Big smile

২৯

কামরুল হাসান রাজন's picture


বুঝি নাই Thinking

৩০

লীনা দিলরুবা's picture


আত্মপ্রচারণা হলেও পোস্ট দিও, ভুল করে, ভুলে গিয়ে পোস্ট দিও এবং না দিলেও বলো_দিয়েছি!

৩১

কামরুল হাসান রাজন's picture


শেষেরটা ব্যাপক পছন্দ হইছে, থ্যাংকস Laughing out loud

৩২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


নামটা দুর্দান্ত হইছে! Big smile

৩৩

কামরুল হাসান রাজন's picture


পোস্টের নাম, না বই এর নাম? Tongue

৩৪

একজন মায়াবতী's picture


এইবার কবে আপনার অটোগ্রাফ দিবস? Smile

৩৫

কামরুল হাসান রাজন's picture


১২ তারিখের আগে একবার যাব আশা করি, আর চেষ্টা করব 'ম্যুরাল' এর মোড়ক উন্মোচন এর দিন যেতে Smile

৩৬

একজন মায়াবতী's picture


আমিও চাই 'ম্যুরাল' এর মোড়ক উন্মোচন এর দিন যেতে। কবে মোড়ক উন্মোচন ??

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.