একটি ছোটখাট আত্মপ্রচারণামূলক পোস্ট
ব্লগের অনেকেই হয়ত জানেন গত বইমেলায় আমার একটা বই বের হয়েছিল। বইটা এবার মেলাতেও পাওয়া যাচ্ছে। আপনারা পড়লে খুশি হব। বইটার নাম 'স্প্রিং মুন', পাওয়া যাবে জনান্তিক এ, স্টল নম্বর ৩৩২। তবে আমার ধারণা বইয়ের কবিতাগুলা থেকে লোকজনের আর্টওয়ার্ক গুলাই বেশি ভাল লাগে
রুদাবা মহসিন দয়াপরবশ হয়ে প্রত্যেকটা হাইকুর সাথে একটা করে ছবি এঁকে দিয়েছিলেন আর উনার বর জাহান ভাই করে দিয়েছিলেন প্রচ্ছদ।
এই ফাঁকে আমার ব্লগে আসার ইতিহাসটা বলে নেই। আমার বই বের হলেও গত বছর এই সময়ে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চলছিল বলে মাত্র দুইদিন মেলায় যেতে পেরেছি। এর মধ্যে একদিন ছিল ২১শে ফেব্রুয়ারী। আমি তো হেভ্ভি ভাব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম আমি আজকে মেলায় থাকব আর অটোগ্রাফ দিব
বন্ধুদের অনেকে আসল। এর মধ্যে দেখি মাসুম ভাই একদল নিয়ে ঘুরাঘুরি করতেছেন। ভাবলাম উনাকে আরেকবার আমার বইয়ের কথা মনে করায়ে দেই। উনি তখন লীনা আপা, য়াযাদ ভাই আর জয়িতা আপার সাথে পরিচয় করায়ে দিলেন। হাইকু শুনেই লীনা আপা বললেন উনি কিনবেন, আর ইংরেজিতে লেখা শুনে য়াযাদ ভাই মনে হয় একটু বিরক্ত হইলেন। জয়িতা আপা মনে হয় একটু ভাবের মধ্যে ছিলেন, তেমন কথা বলেন নাই। এর মধ্যে লীনা আপা বললেন আমাদের ব্লগে আসেন, আমি বললাম আচ্ছা। এবং এরপর বেমালুম ভুলে গেলাম এবির কথা।
এরপর কে যেন একদিন মাসুম ভাইয়ের একটা লেখা শেয়ার দিল, ওইটা পড়তে যেয়ে উনার মোটামুটি সব লেখাই পড়ে ফেললাম আর ভাবলাম মেম্বার হয়ে যাই। কিন্তু লেখক হিসেবে আমার ধারণা আমাকে পাঠকরা পছন্দ করেন না, আমারো মনে হয় আমার লেখা অন্যদের তুলনায় নিতান্ত সাধারণ। কিন্তু কোনভাবে তো ইউনিক হইতে হবে, তাই ভাবলাম কমেন্ট শিল্পী হয়ে যাই (আশে পাশে রাসেল ভাই নাই তো?)
এখন থামি, আমারেও মনে হয় য়াযাদ ভাইয়ের রোগে পাইছে, ধান ভানতে শিবের গীত গাইতেছি
ম্যুরালের জন্য শুভকামনা রইল। আশা করি পরেরবার আমার লেখাও থাকবে
না নাই
ছবি এড হয় নাই ঠিক মতো, ঠিক করো।
কেমনে করে?
এই যে এমনে
Width =560 দাও আর Height = 0 দাও দেখবা সব ঠিক। এইটা সেদিন ওস্তাদ শিখাইছে
আমারেও ছুডুবেলা শিখাইছিলো, আমি ভুলে গেছি।
এট্টু মনে হয় ভুল করছি


Height টার ঘর ফাঁকা রাখো মানে শুন্য দিয়ো না।
ওস্তাদ ঠিকমতো পড়াইতে পারে নাই তাই বুল হইছে।
ব্যাপার না ..... আমরা আমরাই তো
ওম্মা এই পিচকি পোলায় দেখি হুদাই অপবাদ দিলো।


গতবার বইমেলায় আপনার সাথে পরিচয়ের কথা মনে আছে। আমি আসলে ইংরাজী পড়তে ভালা পাই না তো তাই আর কি!তবে আপনার বইটা খুবই কিউট।
অপবাদ কাটাইতে চাইলে পাঁচ কপি কিনে লোকজনকে গিফট করেন
ছবিটা বাদ গেলো কেন?
সবাই দেখি বই মেলা নিয়ে একটা করে পোষ্ট দিচ্ছে। মজা লাগতেছিলো পড়তে কিন্তু এখন হিংসা লাগা শুরু হইতেছে...
যাই হোক, কোন একজন দয়া কইরা ঠিক কইরা দিছেন
তেনারে অসংখ্য ধইন্যাপাতা
হ আমার তরফ থেকেও একটা ধন্যবাদ এই উপলক্ষ্যে মাসুম ভাইয়ের বইয়ের প্রচারণাটা চালায় দেই মানে ছবি আপলোডটা প্র্যাকটিসটা আবার কইরা নেই।

বইখানা পড়তাম মুন চাইতাছে
কোন বইটা?
হবে না! এইটা পুরাই নিজের ঢোল পিটানি টাইপ হইছে! শিখাইছিলাম যে হাইকু নিয়া কিছু লেখার পর বইয়ের কথা আনতে! পোলাপান বেশরম হয়ে গেছে! রাখঢাক না রেখেই ঢোল পিটানি দিয়া ফেলে!
বইয়ের জন্যে শুভকামনা রইলো, গতবার পারেন নাই, এবার নিশ্চয়ই মেলায় যাবার সময় করে উঠবেন, সবার সাথে দেখা হবেই আরো বেশি করে!
এইটা আসলেই বদ আছে। দেশে গেলে হাতের কাছে পাইলে ওর খবরই আছে।

শুনেন হাইকুর সবচেয়ে বড় পন্ডিত হইলেন লীনা আপা, উনি থাকতে আমি কেন পোস্ট দিমু?
আপনার জন্য অনেক অনেক শুভকামনা! আশা করি এইবার অটোগ্রাফ পেয়ে যাবেন!!
কার অটোগ্রাফ?
তাইতো বলি রাজন কেন পোস্ট দিল!!!!!
আত্মপ্রচারণা হুমম
মায়াবতী হাসেন কেন?
এ বছর কোনো বই লিখেন নাই?
না রে ভাই, গতবার একটা বের করেই ফতুর হয়ে গেছি
রাজন, আপনে কী মুরগা হৈবেন ??
এরপরে কি তার আর মুরগা না হয়ে উপায় থাকে?
বুঝি নাই
আত্মপ্রচারণা হলেও পোস্ট দিও, ভুল করে, ভুলে গিয়ে পোস্ট দিও এবং না দিলেও বলো_দিয়েছি!
শেষেরটা ব্যাপক পছন্দ হইছে, থ্যাংকস
নামটা দুর্দান্ত হইছে!
পোস্টের নাম, না বই এর নাম?
এইবার কবে আপনার অটোগ্রাফ দিবস?
১২ তারিখের আগে একবার যাব আশা করি, আর চেষ্টা করব 'ম্যুরাল' এর মোড়ক উন্মোচন এর দিন যেতে
আমিও চাই 'ম্যুরাল' এর মোড়ক উন্মোচন এর দিন যেতে। কবে মোড়ক উন্মোচন ??
মন্তব্য করুন