একটি প্রার্থনা
শুনতে কি পাও তুমি - দাসানুদাস ডাকছে তোমায় - শুনতে কি পাও - মলিন জায়নামাজে দেখো - স্থিত এই দেহ - ভালবাসা বিনয় - আকাংখা আর ভয় - কাঁদছে হৃদয় - শুনতে কি পাও - উদ্ধত শির - আজ সিজদায় নত - শরীর কেঁপে ওঠে - অনির্বচনীয় আবেগ যত - কিছুই কি তোমার হয়না গোচর ?
কঠোর দৃষ্টি কখন যে কোমল হলো - আমারও হয়নি ঠার - কন্ঠে বাস্প -অশ্রু অজস্র - কোথায় অহংকার? সর্বদ্রষ্টা প্রভু আমার - কিছুই কি দেখো না তুমি - এই যে দেখো কাঁপছে হাত - হাতের রেখায় তাই পুরনো মোনাজাত - সব কাজ ঠেলছি দুরে - ভুলছি দেখো আজ সব অজুহাত.
দেখা দাও প্রভু - আজ দেখা দাও আগের মত - জানালায় নড়ে ওঠা পর্দার ভাঁজে - যেভাবে অলৌকিক চাঁদের আলো সাজে - সেভাবেই নাহয় দেখা দাও - অবুঝ বান্দা তোমার - করজোড়ে তোমায় দিচ্ছে দাওয়াত - দীনহীন গৃহ তার - মিম্বর নেই - আতর গোলাপ সুগন্ধির বালাই নেই - আছে এক জীর্ণ জায়নামাজ - যুক্তি বোঝে না বান্দা তোমার - আঁধার ঘরে তাই আজ অভিমানী মোনাজাত তার.
শুনছ তুমি - মালিক আমার - অনেক মহার্ঘ্য প্রার্থনার ভীড়ে - এই ধুলসম বান্দার হাহাকার - তোমার কি সময় হবে - হবে কি একটু কৃপা - সব মিম্বর এড়িয়ে - সব প্রাসাদের ঘুলঘুলি পেরিয়ে - আসবে কি তুমি এই প্রান্তিক নীড়ে - এখানে আলো নেই - জ্ঞানগর্ভ স্তব নেই - আছে শুধু এক মলিন জায়নামাজ - তোমার করুণার জ্যোতি - অলীক সহানুভুতি - আর কিছু নয় - এই তো তার আব্দার.
শাহেনশাহ তুমি দু'জাহানের - জানি বন্ধ হয়না কভু তোমার দরবার - যদিও পাপীতাপী বান্দা আমি - পঙ্কিল দেহভার - জ্ঞানের সূচকে নাদান আর আমলে নিরলন্কার - তবুও ডাকছি তোমায় - ডাকছি বারংবার.
কিসের দোহাই দেব তোমায় - কি আছে আমার সম্বল - মুখ ভরা শ্মশ্রু নেই - নেই আমলের জোর - হৃদয়ের শুভ্রতা নেই - আছে শুধু পাপ দুস্তর - হতাশ হৃদয় তবু আলো খোঁজে - তাই রাসুলের নাম নেই - যে নামে ধরণী দরুদ পড়ে - কঠোর পাথরে জলের ফোয়ারা ছোটে - পাখিরা কুজনে যে নামের ধ্বনি তোলে - মেঘেরা সমীরণে যে নামের আল্পনা আঁকে - আমি তার নাম নেই - আমি আজ তোমায় সেই প্রিয় নবী মোস্তফার দোহাই দেই.
এখনও কি ফেরাবে আমায় - ঘৃণাভরে ঠেলবে দুরে - রইবে কি শুন্য অভিমানী দুটো হাত - কুটব মাথা শুধু আঁধার সিজদায় - এমন তো তুমি নও - এত মমতায় যে গড়েছে বসুধা - সে কি এমন হয় - ভাবছ কিসের এত চাওয়া আমার - তবে বলছি শোন - যে জায়নামাজে আজ আমি মাথা কুটে মরি সে আমার নয় - যে সিজদায় আজ সদা নত হই আমি - একদা সেথা ছিল অন্য কোনো জন - এখানে আকুলিয়া কাঁদত যে মন - দিবানিশি তোমায় ডাকত যে অভাজন - সে আমার পিতৃহৃদয় - আজ বহুদিন সে হৃদয় হয়েছে নিরব - শরীর শুয়েছে কোনো অচিন শয্যায় - দু'হাত তুলে নিত্যদিন যে ডেকেছে তোমায় - আজ তার দেহ বুঝি পোকামাকড়ে খায় - পৃথিবীর নিয়মে পিতা চলে গেছে - জেগে আছি আমি - তার পুত্রধন - মলিন জায়নামাজ খানি ফাঁকা পড়ে নেই জেন - সিজদায় এখনো কেউ বর্তমান - আমার ঘরে আলো তুমি নাই দিও - অনুযোগ কিছু নাই- আমার পিতারে আঁধারে রাখিও না - করজোড়ে মিনতি জানাই.
বেশ ভাল লাগল পড়তে।
বেশ ভাল লাগল পড়তে।
চমৎকার লাগলো
মন্তব্য করুন