ইউজার লগইন

যন্তণা!

ডাক্তারদের কথামতে আমি একজন অভিমানী মানুষ! অ্যালার্জিক সেন্সিটিভিটির কথা বলছি। নতুন কাপড় পরলেও হাঁচি পায় আর দেরাজ থেকে বের করা পুরোনো হলেতো কথাই নেই, হাঁচি সম্মেলন শুরু হয়! আমার বন্ধুরা আমার হাঁচিরোগ নিয়ে মহা বিরক্ত, কারণ কয়েকটা হাঁচি দেবার পরেই তাদের গুনতে ইচ্ছে করে আর অন্য যেকোন কাজ চাঙ্গে ওঠে। এখন পর্যন্ত রেকর্ড ১৩৪টা...তবে আমার চাচাতো ভাইয়ের রেকর্ড নাকি আরও বেশী! Sad বুঝতেই পারছেন এ আমাদের বংশগত রোগ। যাই হোক, ভূমিকা শেষ করি। তো গতকাল হঠাৎই এরকম এক মারাত্মক হাঁচি অ্যাটাক হলো, কয়েক সেকেন্ড পর পর বিকট শব্দে হাঁচি দিতে দিতে কাহিল আমি আর যখন পারছিনা তখন নবোদ্যমে বলীয়ান 'হাঁচি' তার শেষ অস্ত্র প্রয়োগ করলো! তার প্রাবল্যে আমার মতো শক্তপোক্ত মানুষও বাঁকা হয়ে গেলাম, কোমরে লাগলো টান! মরি মরি, সে কী বিষম যন্ত্রণা! Sad রবি দাদুর ভাষায় বলে উঠতে ইচ্ছে করে,

সেই সব সেই সব, সেই হাহাকার-রব,
সেই অশ্রুবারিধারা, কোমর-বেদনা। *

এরপরে কত ডেঙ্কোরাব গেলো, কত গেলো কোমরের বেল্ট, ব্যথা আর যায়না। বাঁকা কোমর নিয়ে ঘর থেকে বাথরুম যাওয়াটাও যখন চ্রম কষ্টদায়ক তখন বাইরে যাবার চিন্তা- সেতো এক দিবাস্বপ্ন! তাইই হতভাগা আমি বসলাম সিনেমাপুরান নিয়ে, একের পর এক, এইভাবে দুদিন গেলো, তবু ব্যথা করেনা প্রস্থান!


প্রমোদে ঢালিয়া দিনু মন,
তবু কোমর কেন টনটন করে রে!
চারি দিকে চলা ফেরা,
আমার কোমর কেন টনটন করে রে!*

এর মাঝেই সেই বিপর্যয় সৃষ্টিকারী হতচ্ছাড়া হাঁচির কমতি নেই, একেকখান আসছে আর মনে হচ্ছে শরীরের উপরের অংশ বাঁকা কোমর হতে ছিটকে পড়ে যাবে। এ এমন এক বেদনা যার কথা যায়না বলা কারও কাছে, এ বাঁকা কোমর যেন সবার হাসির পাত্র! যারেই বলি সেই হাসে, কেউ করুণাধারা সিক্ত করেনা এমনি রিক্ত সে! কোমর ভাঙ্গা কি হৃদয় ভাঙ্গার চেয়ে কোনও অংশে কম? কারেই বলি, কেইই বা বোঝে... Sad

'আমার কোমর আমারই কোমর,
বেচি নি তাতো কাহারও কাছে!
ভাঙ্গাচোরা হোক, যা হোক তা হোক,
আমার কোমর আমারই আছে!' *

বাঁকা কোমরের মালিক আমি এখন 'দ' হয়ে বসে বসে শুধু সিনেমাই দেখি...অথবা আঁকি ছবি...কী আর করা কন, চেয়ার থেকে উঠতে গেলে যতটা পুরানো চেয়ার গোঙ্গায় তার চেয়ে বেশী জোরে চিক্কুর পাড়ি আমি! মলো মলো! এমতাবস্থায় ভাবলাম অনেক তো হলো এবার না হয় নীরবতা ভেঙ্গে কিছু লিখি। নতুন জায়গায় আইলাম, কিছু ভালু ভালু কথা কইতে চাইসিলাম পেত্থম বার বইলা, এই হতচ্ছাড়া কোমরের লাগি তা আর হইলো কই? Sad

* ছিন্ন পত্রাবলী - রবীন্দ্রনাথ ঠাকুর।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আহারে ভাঙ্গা কোমর দিয়া লিখতে আপনার ম্যালা কষ্ট হৈছে Sad ... সহনুভূতী জানাইয়া গেলাম Sad

দুষ্ট বালিকা's picture


আসলেই...কোমর দিয়া টাইপাইতে এম্নিতেই কষ্ট, তায় আবার বাঁকা কোমর! Tongue

জ্যোতি's picture


হুমম। কোমর ব্যাথা শীঘ্রই ভালো হোক...কোমর সোজা হোক। ঘাড়ে পিঠে আর কোমরের ডান পাশে সারাদিন ধরে ব্যাথা নিয়ে অফিস করলাম, আড্ডা দিলাম।

দুষ্ট বালিকা's picture


আপুরে, সান্ডে মান্ডে কোলজ হওয়ার অবস্থা হইতেসে একেবারে! Sad

সোহেল কাজী's picture


কোমর ভাঙ্গা পোষ্ট মজারু হইছে। জয়িতা'বুর পরে এইটা দ্বিতীয় কোমরভাঙ্গা লেখা পড়লাম। Tongue
সহানুভুতি

জ্যোতি's picture


কাজী সাব কিতা কয়? আমার পরে দ্বিতীয় কোমর ভাংগা পোষ্ট মানে কি? কাজী ক্ই?

সোহেল কাজী's picture


জয়িবু, ওই দিন না আপনে কোমর লইয়া কাই কুই করলেন তাই বললাম Tongue

জ্যোতি's picture


কি কয়?কবে কইছি? কই কইলাম? কি কন? অপবাদ দিতাছেন কেন কাজী?

সোহেল কাজী's picture


মাই গড, অন্য কোন ব্লগার মুনয় কইছে, গুলাইয়া ফেলাইছি মুনয় Crying
এপোলজির ইমু কই Crying

১০

দুষ্ট বালিকা's picture


ধইন্যবাদ! [হায় কোমর!]

১১

শওকত মাসুম's picture


সিভিতে লেইখা রাইখো যে কোমর মাঝে মধ্যে ভাঙ্গে

১২

দুষ্ট বালিকা's picture


জ্বীনা জনা্ব, এই পেত্থম্বারই ভাঙ্গলো! Sad

১৩

নজরুল ইসলাম's picture


এতদিন এখানে ভাঙ্গা বলে ডাক দিলে ভাঙ্গা পেন্সিল আইতো। এখন তো কোমড় ভাঙ্গাও জুটলো কপালে Sad

স্বাগতম এবিতে। লেখা ভালো হইছে।

১৪

দুষ্ট বালিকা's picture


নজু ভাই, ধইন্যবাদ! কোমর বাঁকা হইসিলো, এহন আবার সোজা হইয়া গেসে! Smile

১৫

নীড় _হারা_পাখি's picture


অভিনন্দন আর সমবেদনা । পেথমেই কোমর ভাঙ্গা দিয়ে শুরু। আল্লাহ জানেন এর পর কি দিয়ে শুরু হয়। তবে মজা পাইলাম। ভালো লাগলো। জানতাম হাত দিয়া টাইপ করে। কিন্তু <দুষ্টু বালিকাঃআসলেই...কোমর দিয়া টাইপাইতে এম্নিতেই কষ্ট, তায় আবার বাঁকা কোমর! >আসলেই কি ভাঙ্গা কোমর দিয়া লিখা যায়? ঝাতি জানতে চায়।
কোমর ভাঙ্গার সমাধানঃ আজিম পুর { গোরস্থান} থেকে একটা দেখে শুনে লাগিয়ে আনলেই হয়। পোষ্ট ভাল লাগাতে কোন কাউন্সিলিং ফী নিলাম না । দোয়া রইলো যেন কোমর এর জন্য। যেন দ্রুত জোরা লাগে।

১৬

দুষ্ট বালিকা's picture


ইশ! কী পচা কথা! কেলুম্না যান! Sad

১৭

লীনা দিলরুবা's picture


লেখা মজার হয়েছে।

অ.ট. কোমর মাঝে মধ্যে ভাঙে এ তথ্য বাজারে যেন না ছড়ায় Wink

১৮

দুষ্ট বালিকা's picture


থানকু লীনাপু, ইয়ে মানে এটাতো সাময়িক সমিস্যা ছিলো! :-S

১৯

পুতুল's picture


ভাঙ্গা কোমরের জন্যে সমবেদনা।

এবি তে স্বাগতম।

চল বইন ঘুইরা আসি,কোমর ঠিক হইয়া যাবেনে।

২০

দুষ্ট বালিকা's picture


ধনেপাতা আপাজান, চলো ঘুইরা আসি... আমি সোজা হইয়া গেসি অল্রেডি! Smile

২১

মুকুল's picture


আপনারে যে কোমর ভাঙা, আর কাউরে কৈয়েন না। আম্রাও কমুনা কাউরে। Wink

স্বাগতম! Smile

২২

দুষ্ট বালিকা's picture


ইসব অপপ্রচার! আমার কোমর সাময়িক বাঁকা হইসিলো, এখন ফিটফাট! :-s

২৩

গৌতম's picture


দোকানে লাঠি দিয়ে লেপ-তোষক বানাতে দেখেছেন? না দেখলে দেখে আসেন। ভাঙা কোমর ঠিক করার উপায় পেয়ে যাবেন। Wink

২৪

দুষ্ট বালিকা's picture


গউদা, পারলেন? পারলেন এই কথা বলতে? হে মাবুদ! দে পানাহ দে! Sad

২৫

পান্থ রহমান রেজা's picture


কোমর বিষয়ক পোস্টে রূপবানের কোমর নাচানো নাই দেখে আশাহত হলাম। অন্তত সিনেমা থেকেও কিছুটা কোমর নাচুনি দিতে পারতা! Wink

২৬

দুষ্ট বালিকা's picture


তুমি নাচো, দুষ্টু লুক না জানি কোথাকার! Stare

২৭

জুয়েইরিযাহ মউ's picture


আহারে ! বইনডি আমার !
সমবেদনা ঝর ঝর করিয়া ঝরাইয়া গেলাম।
তাত্তাড়ি লম্ফ ঝম্ফ শুরু হোক এই কামনায় Laughing out loud

২৮

দুষ্ট বালিকা's picture


Sad বুখে আয় বইন!

২৯

নীড় _হারা_পাখি's picture


সে যাই হোক আমি তো পাল্টে আনার জন্য বললাম, আর গৌতম দা তো দিলেন আরো ভালো উপায়। কিলিয়ে কাঁঠাল পাকা নয় পিটিয়ে কোমর ঠিক করা। হা হা হা হা .।.। বেশ ভালো।

৩০

দুষ্ট বালিকা's picture


এইসব ঠিক না পাখি ভাই! একদম ঠিক না! Sad(

৩১

সাঈদ's picture


সবিনয়ে জানাইতে চাই , হাঁচি দিয়া আমার কোমর ভাঙছে, সেই ভাঙা কোমর মেরামতের জন্য ব্যাঙ্গালোর গেছি, এখন ডক্টর কয় মাইক্রোসার্জারী লাগবো কিন্তু অপারেশনের পর হাঁচি দিয়া সেইম ভাবে কোমর ভাঙার সম্ভাবনা ১০০%।

এম আর আই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স রে , ডাক্তার বদ্যি গুলায়ে খাইলাম।

আপনারে একটা উপদেশ দেই - চিৎ হয়ে পা টান টান করে শুয়ে থাকেন, মালিশ করেন না, গরম স্যাঁকা দিন।

আর চিৎ হয়ে শুয়ে এক পা উচু করেন, হাটু না ভেঙ্গে, তারপর আরেক পা, যতটুকু সম্ভব, দরকার হইলে কারো সাহায্য নিয়ে উচু করেন।

চিৎ হয়ে শুয়ে থাকাই প্রাথমিক চিকিৎসা।

নিজের অভিজ্ঞতা থেকে বয়ান করলাম।

৩২

দুষ্ট বালিকা's picture


ভাইজান, আমি এখন কম্পলিটলি অল্রাইট! Smile থাঙ্কু! Smile

৩৩

তানবীরা's picture


পানথ, বালিকা, মউ সবাইকে দেখে আর থাকতে পারলাম না। ওফিস থেকেই লগ ইন।

দিশা, আদু মিয়ার হাড় ভাংগা তেল কবে কাজে লাগপে, শুনি? Wink

 

৩৪

দুষ্ট বালিকা's picture


তাতাপুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ.... Smile

কোমর ঠিক, পারফেক্ট এক্কেবারে.।কারও তেলের দরকার পড়েনাই! Tongue

৩৫

জেবীন's picture


আগে সবখানে দেখতাম নতুন কেউরে বলা হইতো, "হাত খুলে লিখে যান"  ...  কিন্তু এখানে আপনি যেহেতু বলছেনই লিখতে কোমড়েরও ভালো প্রতাপ আছে, তাই আপনাকে বলছি, "কোমড় খুলে লিখে যান"  .........  আশায় রইলাম,  দারুন দারুন  মজার লেখা পাবো আপনার কাছ থেকে Smile

৩৬

দুষ্ট বালিকা's picture


কোমরসহই নাহয় লিখি আপু! যে ব্যথা ছিলো, খুলতে ডর লাগতেসে! :-s

৩৭

নীড় _হারা_পাখি's picture


ঠিক আছে , বালিকা যখন বল্লো ঠিক না পাখি ভাই ,তাহ্লে সত্যিই ঠিক না। যান তাহ্লে আর কি কোমর খুলে লিখা শুরু করে দিন। নতুন নতুন আর মজার লিখা চাই। আশা আর অপেক্ষা দুটোই রইলো। ভাল থাকুন দুষ্টু।

৩৮

দুষ্ট বালিকা's picture


হাহাহাহাহা....আপ্নেও ভালু থাকুন পাখি ভাই! Tongue

৩৯

মামুন হক's picture


তোর এই লেখাটা আগেই পড়ে গেছি, নানা ঝামেলায় মন্তব্য করা হয়নি। এখন তো শুনি কোমর ভালো হয়ে গেছে কুমড়ার লাবড়া খেয়ে, কপাল ভালো কুমীরের তাড়া খেয়ে নয়। বেঁচে বর্তে থাক বোনডি, দুধে-ভাতে Smile এমন মজার মজার লেখা আরও আসতে থাকুক।

৪০

দুষ্ট বালিকা's picture


হেহেহেহে, ভাইজান, অনেক আনন্দে আসিতো তাই গায়ে লাগতেসেনা! :প

৪১

বোহেমিয়ান's picture


আমরা বন্ধুতে স্বাগতম!
আসতে না আসতেই কোমরে প্রব্লেম!!!

নতুন কাপড় পরলে হাচি পায়?!! আপনে তো মনে হয় শপিং ভালু পান, তাইলে রেগুলার হাঁচেন?!!!

৪২

দুষ্ট বালিকা's picture


শপিং তো আর কাপড় করিনারে গাধা! কত্ত কিছু কেনার আছে! Smile

৪৩

বাতিঘর's picture


ছুডোকাল থেকে শিখছি, 'কাহারো দুঃখে হাসিতে নাই' । কিন্তু আপনি এতোটাই মজারু করে নিজের দুদর্শার কথা লেখলেন, না হেসে পারল্মা না ! ভালো হয়ে উঠুন । শুভেচ্ছা নিরন্তর ।

৪৪

দুষ্ট বালিকা's picture


হাহাহাহাহা.। আমি এখন ভালু আছি বাতি মিয়া.।আপ্নেরে ধইন্যবাদ! Smile

৪৫

ভাঙ্গা পেন্সিল's picture


আহারে কোমর...কি বেদানা! পিসির সামনে বইসা থাকতে থাকতে আমারও কোমর বেদানা হয়া গেছে...

৪৬

দুষ্ট বালিকা's picture


কে হায়, কোমর খুড়ে বেদানা জাগাতে ভালুবাসে! :-স

৪৭

অনন্ত দিগন্ত's picture


বাঁকা কোমরের মালিক আমি এখন 'দ' হয়ে বসে বসে শুধু সিনেমাই দেখি.

তার মানে কি দাদী-বুড়ি ? খিক খিক

৪৮

দুষ্ট বালিকা's picture


ইসব ঠিক না অন্তু ভাইয়া!Sad

৪৯

অতিথি's picture


কোমর ব্যথা বেশি হলে বিছানা থেকে শোয়া ও ওঠার নিয়ম:

* চিৎ হয়ে শুয়ে এক হাঁটু ভাজ করুন।
* এবার অন্য হাঁটুটি ভাজ করুন। হাত দুটি বিছানায় রাখুন।
* এবার ধীরে ধীরে এক পাশ কাত হোন।
* পা দুটি বিছানা থেকে ঝুলিয়ে দিন, এবার কাত হওয়া দিকের হাতের কনুই এবং অপর হাতের তালুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসুন।
* দুই হাতের ওপর ভর দিয়ে বসুন এবং মেঝেতে পা রাখুন।
* এবার দুই হাতের ওপর ভর দিয়ে সামনে ঝুঁকে দাঁড়ান।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

দুষ্ট বালিকা's picture

নিজের সম্পর্কে

সারাক্ষণ হাসি
মাঝে মাঝে কাশি
চকলেট খেতে আমি
বড় ভালোবাসি!