ইউজার লগইন

খৃষ্টপর দুই সেঞ্চুরী

খৃষ্টপর দুই সেঞ্চুরির সিঁধেল অন্ধকারে
নায়কেরা কেমন বদ বখত হয়ে গেলো
আলোকালো আর কালোআলো তারকা থেকে
উৎক্ষেপণ যন্ত্রে চেপে নেমে এলো মাই ফুটে!

পানির বদলে গ্লাস ভেঙে খাই অটুট তৃষ্ণা মুখে
চাদরের হাতলে পিলোবন্দি ঘুরি রাতের দূর্বাঘাসে
যেখানে পতন তারও তলে গভীর খাদের বাঁকে
এক চুমুক অধর গিলে - আবার নায়ক হয়ে ফেরে!

আস্তিনে মোছা সফল গোঁফের সতেজ সফেদ ডাটা
কেবল চালান করে দিচ্ছি হেঁসেলের প্রয়োজন ভেবে
আরো কিছু পরে যদি কোনো গোয়েন্দা তল্লাশী চলে
দেখিয়ে দেবো সুয়ারেজের ছিপিটা কিভাবে খোলে!

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


ওয়াও!

জয় হে কবি!

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু থ্যাংকু বস।

মামুন ম. আজিজ's picture


আজকালের গোয়েন্দারাও কাগুজে অংক খোঁজে
সুয়েরেজের ছিপি খুলে অঙ্গুলিও চালাবে তারা
অথচ পকেটে তখন ভারী চাপ অংকের কাগজে
বদখত হয় বলেই হয়তো কেউ নায়ক হয,
গোয়েন্দারা হত্যার লাইসেন্স পায় বলেই
আজকাল তাদের পকেটটাও কাগুজে অংকে ভারী ।

কৌশিক আহমেদ's picture


হেবভি.....চমৎকার।

শওকত মাসুম's picture


সুয়ারেজের ছিপি খুললে ওয়াসা মারপে

কৌশিক আহমেদ's picture


আপনার একটা ছবি দেখলাম খোমাখাতায়। দুইপাশে দুই বঙ্গ ললনা। দেইখা আমার কাব্য গইলা গেছে।

হাসান রায়হান's picture


মাত্র ২? মাসুম ভাইয়ের পারমেন্সের এই নিম্নগতি সত্যিই দুঃখজনক!

শওকত মাসুম's picture


মাসুমদের নিয়া কী অপবাদ Stare

মীর's picture


অপবাদ? কই চোখে পড়ে না তো?

১০

টুটুল's picture


সুয়ারেজের ছিপি খুললে ওয়াসা মারপে

১১

কৌশিক আহমেদ's picture


মন্তব্য কপি মারার লাইসেন্স আছে? আপনে মিয়া পুরা ফাকিবাজ। আপনারে মাইনাস।

১২

আহমাদ মোস্তফা কামাল's picture


কবিতা বুঝি না বলে কৌশিকের লেখায় কমেন্ট করবো না, তা কি হয়? Smile

১৩

কৌশিক আহমেদ's picture


এইভাবে আমার কবিতারে অপমান? এই ছিলো আপনার মনে? এই কবিতা আমি রাখবো না ব্লগের পাতায়!

১৪

তানবীরা's picture


কবিতা বুঝি না বলে লেখায় কমেন্ট করবো না, তা কি হয়? Wink

বাই দ্যা ওয়ে, আপনি কোন কৌশিক?

১৫

কৌশিক আহমেদ's picture


আমার একটা বিশাল টাক আছে, যেইটা একমাত্র আইডেন্টিটি বলা যায়। এইবার যদি চিনতে পারেন।

১৬

জ্যোতি's picture


সর্বসাধারণের জন্য কি একটা সহজ কবিতা লিখবেন?দুইবার পড়লাম, গুলায়া যায় Sad
এতদিন পরপর কেন?

১৭

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ পড়ে গেলাম।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।