জয়তু ১০-১০-১০
আজ ঐতিহাসিক ১০-১০-১০। তিনটি কারনে এটি বিশেষ একটি দিন আমার কাছে। । এই তারিখটি আমাদের প্রজন্মের কারো জীবেনই আর আসবে না। SO GOOD BYE 10-10-10. আরো একশ বছর কেউ বাচবেন কি?
২য় কারন: আজ থেকে ৭ বছর আগে, সেদিন ছিল শুক্রবার, রাত ৮-৩০ মিনিটে,আমি এবং অদ্বিতী পরস্পরের গলায় মালা পড়িয়েছিলাম, সে মালাটির সুতো ছিল লাইলনের। ৭ বছরেও তাই অটুট আছে। আমাদের এই যুগল জীবনকে আরো রংগিন করেছে- রাইসা নামের এক রাজকন্যা । মধুময় এই দিন উপলক্ষ্যে আমরাই আমাদের শুভেচ্ছা জানাচ্ছি....। দিনটি কি ভূলে যাবার মতো, আপনারাই বলেন?
আর ৩য় এবং শেষ কারনটি অবশ্যই আমরা বন্ধু। আজ মেইল চেক করতে গিয়ে দেখি ইনবক্সে এসেছে- আমরা বন্ধু ব্লগে নিবন্ধিত হবার চিঠি, এবং লেখার আমন্ত্রন। সেই কবে যেন বন্ধু শাহাদাত উদরাজীর পিড়াপিড়িতে APPLY করেছিলাম মনে নেই। অনাগ্রহ ছিল প্রচুর। লিখতে জানিনা নিবন্ধিত হয়ে কি করবো! যাক অবশেষে আপনাদের সাথী হলাম।
তাই জয়তু ১০-১০-১০।
(ব্লগে এটি আমার প্রথম পোষ্ট। অখাদ্য হলে ক্ষমা করবেন।)
-মমিনুল ইসলাম লিটন, CELL- 01675-171733
১০-১০-১০
শুভেচ্ছা রইলো।শুভ হোক পথচলা।
ধন্যবাদ আপনাকে।।
ধন্যবাদ রােসল আশরাফ
লিটন,অদ্বিতী ভাবী এবং আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা......দাম্পত্য জীবনের একটা পর্যায় অতিক্রমের জন্য,সে সংগে পরস্পরকে এতগুলো বছর সহ্য করার জন্য।আমার খুব জানতে ইচ্ছে করছে,এ ক'বছরে ভাবী কতবার ঝগড়া করে বাবার বাড়ী গেছেন...এবং আপনি কতবার রাগ করে গৃহত্যাগী হয়েছেন। যদি এধরনের ঘটনা একটিও না ঘটে থাকে,তবে বলতে হবে আপনারা 'আদর্শ দম্পতি'।অবশ্য...এমনো হতে পারে,আপনারা দুজনই এতো ব্যস্ত থাকেন যে,ঝগড়া করার সুযোগ পান না।সে ক্ষেত্রে অন্তত মাসে একটা দিন বেছে নিন,নাম দিন 'ঝগড়া দিবস'।তারপর মনের সুখে.....।তবে মাসে একদিন 'ঝগড়া দিবস' পালন করলে অন্তত তিনদিন 'ভালোবাসা দিবস' পালন করুন।ঝগড়া এবং ভালোবাসা ছাড়া দাম্পত্য জীবন আসলে পানসে,একঘেঁয়ে,এবং বৈচিত্রহীন।অতএব....ঝগড়া করুন,ভালোবাসুন.পরস্পর কাছে থাকুন........এবং সুখে থাকুন। ' আমরা বন্ধু'-র সব বন্ধুকে ভালোবাসা.....।
ওরে কত কথা বলেরে...হ্যাল্লো ঈশান মাহমুদ!
ঈশান, তুমি এলে এ মাটি আরো উর্ব্বর হবে। এসো কি বোর্ড হাতে।
ঈশানকে চিনতে পারছি মনে হয়
রেজি করে ফেলুন না এখানে, আবার আপনার লেখা পড়ি!
ঈশান, এসে পড়।
ধনবাদ।
আন্তরিক অভিনন্দন। এবিতে স্বাগতম
মামুন আপনাকেও অভিনন্দন।
শুভ বিবাহবার্ষিকী এবং এবি'তে স্বাগতম।
হাই লিটন ! অবশেষে তুমিও...। ওয়েলকাম, শুভ বিয়ে বার্ষিকী...
হ েদাস্ত, ঢুইকা পড়লাম ।ধন্যবাদ শুভেচ্ছার জন্য।
ভালো আছেন? মনে আছে? শুভ বিবাহ বার্ষিকী। এবি পরিবারে স্বাগতম।
রশীদা আফরোজ -‘কতকাল খুজেছি তোমায়!’ এবার বলুন কোথায় আছেন, কি করছেন, কেমন করছেন? ধন্যবাদ শুভেচ্ছার জন্য ।
আমরাবন্ধুতে স্বাগতম ।
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য।
সেলিসি তাসিও
বন্ধুব্লগে আপনার সময় সুন্দর কাটুক সে কামনা
বন্ধুব্লগের সাথেই থাকুন এবং এর পাতায় চোখ রাখুন ডিংডং
এখানে আমার মতো নাদানও আছে ভাইটি, তাই কোন চিন্তা নাই হাত-পা খুলে ধুমাইয়া যা মনে আসে লিখতে থাকুন। আবারও আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা।
বাতিঘর, আপনি সাথে থাকলে সব আলোকময় হবে। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছার জন্য।, েচষ্টা করবো লিখতে।
শুভ বিবাহ বার্ষিকী। এবি পরিবারে স্বাগতম।
তানবীরা আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছার জন্য। চেষ্টা করবো লিখতে।
এবিতে স্বাগতম
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
ধন্যবাদ আপনাকেও।
শুভেচ্ছা ও স্বাগতম।
শুভেচ্ছা - স্বাগতম
খােলদার আগমন।
হা: হা:
স্বাগতম
শুভেচ্ছা
অভিনন্দন
নুশেরা আপনাকেও শুভেচ্ছা। আপনি কি সেই নুশেরা তাজরীন।
নামটা চেনা নাকি?
বন্ধুসভার দারুন সব লেখার জন্য নূশেরা তাজরীন কে চিনতাম।
বন্ধুসভা?
রশীদা ঝাড়ি দিতে পারে, সামলে লিটনভাই
েকন নুেশরা, ঝািড় েকন েদবে রশীদা অাফরোজ, বন্ধুসভা িক তার সতীন িছল েয....।
আমি বন্ধুসভা ফেনী কমিটির (এক্স) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বন্ধুসভার সাথে যোগাযোগটাও আছে। ঝাড়ি দেবো কারণ আপনি নুশেরাকে নিয়ে মহা ভুল বাক্য উচ্চারণ করেছেন, বন্ধুসভায় লেখার মতো সময় বা সুযোগ নুশেরার কখনোই হয়নি।
বোঝা গেল?
এবিতে স্বাগতম।
যৌথ জীবন যেন এমনি আনন্দময় থাকে চিরকাল---- এই শুভেচ্ছা।
নাজনীন খলিল, শুভকামনার জন্য ধন্যবাদ- আপনিও ভাল থাকুন।
প্রথম পোষ্ট তো দারুন করে লিখেছেন আপনি!...
বিবাহ বার্ষিকী'র শুভেচ্ছা... আর আমরাবন্ধু'তে শুভ হোক পথচলা...
জেবীন, দারুন ভাবে আনন্দিত আপনার কথায়।
শুভ হোক পথচলা। অনেক ভালো লিখেছেন।
শাপলা, প্রশংশা হৃদয় থেকে হলে- ধন্যবাদ।
চেহারা দেখে চিনছি না কিন্তু নামটা খুব চেনা।

বন্ধুব্লগে স্বাগতম।
হ্যাল্লো...... রশীদা/নুশেরা/মেসবাহ....এবং অন্য বন্ধুরা.....কেমন আছো সবাই....?'আমরা বন্ধু'তে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।আমি যার পর নাই মুগ্ধ এবং অভিভুত।পুরোনো বন্ধূরা....তোমরা আমাকে যে এখনো মনে রেখেছো ,এজন্যে তোমাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।কী বোর্ডে বাংলা লেখায় আমি এখনো তেমন অভ্যস্থ হয়ে উঠিনি।তাই আপাতত: অতিথি হয়েই.... মাঝে মাঝে উঁকি দেব।সব বন্ধুরা ভাল থেকো।
বাংলা লেখায় অভ্যস্ত না হয়েই এতো লম্বা কমেন্ট লেখেন, সো নো অজুহাত! জলদি জলদি লেখা দেন। আর বাংলা লেখায় অভ্যস্ত হতে চাইলে আমাদের এবি'র ভাইয়া সাহাদাত উদরাজির কাছ থেকে টিপস নিন।
হয়তো েকাথাও েদখতে পােরন এই অধমের নামটি। ধন্যবাদ নীড় সন্ধানী।
স্বাগতম লিটু!
কই আিছলা বন্ধু।
অফিসের চিপায় চাপা পড়ে যাচ্ছি বন্ধু! তোমাদের কি অবস্থা? আহাদকে বাংলা টাইপটা শিখাও! ভয় পেলে চলবে না।
লিটন, আপনাকে শুভেচ্ছা।
নুশেরা, রশীদা...কতদিন পর দেখলাম!
ঈশানকে দেখি ফেসবুকে
কাম অন িসরাজী।
্আপনারাই েতা সমৃদ্ধি আনবেন ্এ ব্লগ এর।
লিটনকে শুভেচ্ছা।
রশীদা, নুশেরাকে কতদিন পর দেখলাম!
ভাই সিরাজী, প্লিজ রেজি করে ফেলুন এখানে! সত্যিই ক-তো-দি-ন পর!!!!!
মেলবোর্নে তিথির কাছে আপনার বই দেখে এসেছি। ভালো আছেন তো?
এবারের বইমেলায় আসা আপনার বই আমি পড়েছি, মোবাইল নাম্বারটাও নিয়েছিলাম অনুভূতি জানানোর জন্য, কিন্তু ঐ নাম্বার অফ ছিল (আল্লাহ জানেন যিনি নাম্বার দিলেন, তিনি ইচ্ছাকৃত ভুল করলেন কিনা!)
আপনাকে এবি-তে দেখে ভাল্লাগছে।
লিখবেন নিয়মিত।
স্বাগতম এবি তে।
েমঘ, আপনাকেও ধন্যবাদ।
এবিতে স্বাগতম এবং অভিনন্দন।
পোস্টে ফোন নং না দিলেও চলবে।
মাসুম ভাই আপনারা িবখ্যাত মানুষ। আেরা এিগয়ে চলুন সমুখ পােন।েজাড় কদমে ।
লিটনকে শুভেচ্ছা
নুশেরা, ধন্যবাদ আপনাকে। আজই রেজি করলাম। জবাব পেলে লেখালেখি শুরু করব। অবশ্য এ পর্যন্ত কোনো ব্লগেই আমার রেজি সফল হয়নি। হা হা হা...
উদরাজি উস্তাদরে মিস করি অনেক । সেই পাঙ্গাসের পেটির মত লেখা আর পাইলাম না
কষ্টে আছে আইজুদ্দি মানে আমােগা উদরাজী।
শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন..।
তায়েফ আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করুন