ইউজার লগইন

জয়তু ১০-১০-১০

আজ ঐতিহাসিক ১০-১০-১০। তিনটি কারনে এটি বিশেষ একটি দিন আমার কাছে। । এই তারিখটি আমাদের প্রজন্মের কারো জীবেনই আর আসবে না। SO GOOD BYE 10-10-10. আরো একশ বছর কেউ বাচবেন কি?
২য় কারন: আজ থেকে ৭ বছর আগে, সেদিন ছিল শুক্রবার, রাত ৮-৩০ মিনিটে,আমি এবং অদ্বিতী পরস্পরের গলায় মালা পড়িয়েছিলাম, সে মালাটির সুতো ছিল লাইলনের। ৭ বছরেও তাই অটুট আছে। আমাদের এই যুগল জীবনকে আরো রংগিন করেছে- রাইসা নামের এক রাজকন্যা । মধুময় এই দিন উপলক্ষ্যে আমরাই আমাদের শুভেচ্ছা জানাচ্ছি....। দিনটি কি ভূলে যাবার মতো, আপনারাই বলেন?
আর ৩য় এবং শেষ কারনটি অবশ্যই আমরা বন্ধু। আজ মেইল চেক করতে গিয়ে দেখি ইনবক্সে এসেছে- আমরা বন্ধু ব্লগে নিবন্ধিত হবার চিঠি, এবং লেখার আমন্ত্রন। সেই কবে যেন বন্ধু শাহাদাত উদরাজীর পিড়াপিড়িতে APPLY করেছিলাম মনে নেই। অনাগ্রহ ছিল প্রচুর। লিখতে জানিনা নিবন্ধিত হয়ে কি করবো! যাক অবশেষে আপনাদের সাথী হলাম।

তাই জয়তু ১০-১০-১০।
(ব্লগে এটি আমার প্রথম পোষ্ট। অখাদ্য হলে ক্ষমা করবেন।)

-মমিনুল ইসলাম লিটন, CELL- 01675-171733
১০-১০-১০

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


শুভেচ্ছা রইলো।শুভ হোক পথচলা।

রাসেল ভাই's picture


ধন্যবাদ আপনাকে।।

মমিনুল ইসলাম লিটন's picture


ধন্যবাদ রােসল আশরাফ

ঈশান মাহমুদ's picture


লিটন,অদ্বিতী ভাবী এবং আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা......দাম্পত্য জীবনের একটা পর্যায় অতিক্রমের জন্য,সে সংগে পরস্পরকে এতগুলো বছর সহ্য করার জন্য।আমার খুব জানতে ইচ্ছে করছে,এ ক'বছরে ভাবী কতবার ঝগড়া করে বাবার বাড়ী গেছেন...এবং আপনি কতবার রাগ করে গৃহত্যাগী হয়েছেন। যদি এধরনের ঘটনা একটিও না ঘটে থাকে,তবে বলতে হবে আপনারা 'আদর্শ দম্পতি'।অবশ্য...এমনো হতে পারে,আপনারা দুজনই এতো ব্যস্ত থাকেন যে,ঝগড়া করার সুযোগ পান না।সে ক্ষেত্রে অন্তত মাসে একটা দিন বেছে নিন,নাম দিন 'ঝগড়া দিবস'।তারপর মনের সুখে.....।তবে মাসে একদিন 'ঝগড়া দিবস' পালন করলে অন্তত তিনদিন 'ভালোবাসা দিবস' পালন করুন।ঝগড়া এবং ভালোবাসা ছাড়া দাম্পত্য জীবন আসলে পানসে,একঘেঁয়ে,এবং বৈচিত্রহীন।অতএব....ঝগড়া করুন,ভালোবাসুন.পরস্পর কাছে থাকুন........এবং সুখে থাকুন। ' আমরা বন্ধু'-র সব বন্ধুকে ভালোবাসা.....।

রশীদা আফরোজ's picture


ওরে কত কথা বলেরে...হ্যাল্লো ঈশান মাহমুদ!

মমিনুল ইসলাম লিটন's picture


ঈশান, তুমি এলে এ মাটি আরো উর্ব্বর হবে। এসো কি বোর্ড হাতে।

নুশেরা's picture


ঈশানকে চিনতে পারছি মনে হয় Smile
রেজি করে ফেলুন না এখানে, আবার আপনার লেখা পড়ি!

সাহাদাত উদরাজী's picture


ঈশান, এসে পড়।

রাসেল ভাই's picture


ধনবাদ।

১০

মামুন হক's picture


আন্তরিক অভিনন্দন। এবিতে স্বাগতম Smile

১১

মমিনুল ইসলাম লিটন's picture


মামুন আপনাকেও অভিনন্দন।

১২

মীর's picture


শুভ বিবাহবার্ষিকী এবং এবি'তে স্বাগতম।

১৩

মেসবাহ য়াযাদ's picture


হাই লিটন ! অবশেষে তুমিও...। ওয়েলকাম, শুভ বিয়ে বার্ষিকী...

১৪

মমিনুল ইসলাম লিটন's picture


হ েদাস্ত, ঢুইকা পড়লাম ।ধন্যবাদ শুভেচ্ছার জন্য।

১৫

রশীদা আফরোজ's picture


ভালো আছেন? মনে আছে? শুভ বিবাহ বার্ষিকী। এবি পরিবারে স্বাগতম।

১৬

মমিনুল ইসলাম লিটন's picture


রশীদা আফরোজ -‘কতকাল খুজেছি তোমায়!’ এবার বলুন কোথায় আছেন, কি করছেন, কেমন করছেন? ধন্যবাদ শুভেচ্ছার জন্য ।

১৭

আবদুর রাজ্জাক শিপন's picture


 

 

আমরাবন্ধুতে স্বাগতম ।

১৮

মমিনুল ইসলাম লিটন's picture


ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য।

১৯

বাতিঘর's picture


সেলিসি তাসিও Party Party বন্ধুব্লগে আপনার সময় সুন্দর কাটুক সে কামনা Big Hug বন্ধুব্লগের সাথেই থাকুন এবং এর পাতায় চোখ রাখুন ডিংডং Big smile এখানে আমার মতো নাদানও আছে ভাইটি, তাই কোন চিন্তা নাই হাত-পা খুলে ধুমাইয়া যা মনে আসে লিখতে থাকুন। আবারও আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা।

২০

মমিনুল ইসলাম লিটন's picture


বাতিঘর, আপনি সাথে থাকলে সব আলোকময় হবে। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছার জন্য।, েচষ্টা করবো লিখতে।

২১

তানবীরা's picture


শুভ বিবাহ বার্ষিকী। এবি পরিবারে স্বাগতম।

২২

মমিনুল ইসলাম লিটন's picture


তানবীরা আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছার জন্য। চেষ্টা করবো লিখতে।

২৩

টুটুল's picture


এবিতে স্বাগতম
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা Smile

২৪

মমিনুল ইসলাম লিটন's picture


ধন্যবাদ আপনাকেও।

২৫

হাসান রায়হান's picture


শুভেচ্ছা ও স্বাগতম।

২৬

মমিনুল ইসলাম লিটন's picture


শুভেচ্ছা - স্বাগতম
খােলদার আগমন।
হা: হা:

২৭

নুশেরা's picture


স্বাগতম
শুভেচ্ছা
অভিনন্দন

২৮

মমিনুল ইসলাম লিটন's picture


নুশেরা আপনাকেও শুভেচ্ছা। আপনি কি সেই নুশেরা তাজরীন।

২৯

নুশেরা's picture


নামটা চেনা নাকি? Smile

৩০

মমিনুল ইসলাম লিটন's picture


বন্ধুসভার দারুন সব লেখার জন্য নূশেরা তাজরীন কে চিনতাম।

৩১

নুশেরা's picture


বন্ধুসভা? Puzzled
রশীদা ঝাড়ি দিতে পারে, সামলে লিটনভাই

৩২

মমিনুল ইসলাম লিটন's picture


েকন নুেশরা, ঝািড় েকন েদবে রশীদা অাফরোজ, বন্ধুসভা িক তার সতীন িছল েয....।

৩৩

রশীদা আফরোজ's picture


আমি বন্ধুসভা ফেনী কমিটির (এক্স) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বন্ধুসভার সাথে যোগাযোগটাও আছে। ঝাড়ি দেবো কারণ আপনি নুশেরাকে নিয়ে মহা ভুল বাক্য উচ্চারণ করেছেন, বন্ধুসভায় লেখার মতো সময় বা সুযোগ নুশেরার কখনোই হয়নি।
বোঝা গেল?

৩৪

নাজনীন খলিল's picture


এবিতে স্বাগতম।
যৌথ জীবন যেন এমনি আনন্দময় থাকে চিরকাল---- এই শুভেচ্ছা।

৩৫

মমিনুল ইসলাম লিটন's picture


নাজনীন খলিল, শুভকামনার জন্য ধন্যবাদ- আপনিও ভাল থাকুন।

৩৬

জেবীন's picture


প্রথম পোষ্ট তো দারুন করে লিখেছেন আপনি!...  Smile
 বিবাহ বার্ষিকী'র শুভেচ্ছা...  আর আমরাবন্ধু'তে শুভ হোক পথচলা... 

৩৭

মমিনুল ইসলাম লিটন's picture


জেবীন, দারুন ভাবে আনন্দিত আপনার কথায়।

৩৮

শাপলা's picture


শুভ হোক পথচলা। অনেক ভালো লিখেছেন।

৩৯

মমিনুল ইসলাম লিটন's picture


শাপলা, প্রশংশা হৃদয় থেকে হলে- ধন্যবাদ।

৪০

নীড় সন্ধানী's picture


চেহারা দেখে চিনছি না কিন্তু নামটা খুব চেনা।
বন্ধুব্লগে স্বাগতম। Cool Cool

৪১

ঈশান মাহমুদ's picture


হ্যাল্লো...... রশীদা/নুশেরা/মেসবাহ....এবং অন্য বন্ধুরা.....কেমন আছো সবাই....?'আমরা বন্ধু'তে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।আমি যার পর নাই মুগ্ধ এবং অভিভুত।পুরোনো বন্ধূরা....তোমরা আমাকে যে এখনো মনে রেখেছো ,এজন্যে তোমাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।কী বোর্ডে বাংলা লেখায় আমি এখনো তেমন অভ্যস্থ হয়ে উঠিনি।তাই আপাতত: অতিথি হয়েই.... মাঝে মাঝে উঁকি দেব।সব বন্ধুরা ভাল থেকো।

৪২

রশীদা আফরোজ's picture


বাংলা লেখায় অভ্যস্ত না হয়েই এতো লম্বা কমেন্ট লেখেন, সো নো অজুহাত! জলদি জলদি লেখা দেন। আর বাংলা লেখায় অভ্যস্ত হতে চাইলে আমাদের এবি'র ভাইয়া সাহাদাত উদরাজির কাছ থেকে টিপস নিন।

৪৩

মমিনুল ইসলাম লিটন's picture


হয়তো েকাথাও েদখতে পােরন এই অধমের নামটি। ধন্যবাদ নীড় সন্ধানী।

৪৪

সাহাদাত উদরাজী's picture


স্বাগতম লিটু!

৪৫

মমিনুল ইসলাম লিটন's picture


কই আিছলা বন্ধু।

৪৬

সাহাদাত উদরাজী's picture


অফিসের চিপায় চাপা পড়ে যাচ্ছি বন্ধু! তোমাদের কি অবস্থা? আহাদকে বাংলা টাইপটা শিখাও! ভয় পেলে চলবে না।

৪৭

মাইনুল এইচ সিরাজী's picture


লিটন, আপনাকে শুভেচ্ছা।
নুশেরা, রশীদা...কতদিন পর দেখলাম!
ঈশানকে দেখি ফেসবুকে

৪৮

মমিনুল ইসলাম লিটন's picture


কাম অন িসরাজী।
্আপনারাই েতা সমৃদ্ধি আনবেন ্এ ব্লগ এর।

৪৯

মাইনুল এইচ সিরাজী's picture


লিটনকে শুভেচ্ছা।
রশীদা, নুশেরাকে কতদিন পর দেখলাম!

৫০

নুশেরা's picture


ভাই সিরাজী, প্লিজ রেজি করে ফেলুন এখানে! সত্যিই ক-তো-দি-ন পর!!!!!

মেলবোর্নে তিথির কাছে আপনার বই দেখে এসেছি। ভালো আছেন তো?

৫১

রশীদা আফরোজ's picture


এবারের বইমেলায় আসা আপনার বই আমি পড়েছি, মোবাইল নাম্বারটাও নিয়েছিলাম অনুভূতি জানানোর জন্য, কিন্তু ঐ নাম্বার অফ ছিল (আল্লাহ জানেন যিনি নাম্বার দিলেন, তিনি ইচ্ছাকৃত ভুল করলেন কিনা!)
আপনাকে এবি-তে দেখে ভাল্লাগছে।
লিখবেন নিয়মিত।

৫২

মেঘ's picture


স্বাগতম এবি তে। Smile

৫৩

মমিনুল ইসলাম লিটন's picture


েমঘ, আপনাকেও ধন্যবাদ।

৫৪

শওকত মাসুম's picture


এবিতে স্বাগতম এবং অভিনন্দন।
পোস্টে ফোন নং না দিলেও চলবে।

৫৫

মমিনুল ইসলাম লিটন's picture


মাসুম ভাই আপনারা িবখ্যাত মানুষ। আেরা এিগয়ে চলুন সমুখ পােন।েজাড় কদমে ।

৫৬

মাইনুল এইচ সিরাজী's picture


লিটনকে শুভেচ্ছা

৫৭

মাইনুল এইচ সিরাজী's picture


নুশেরা, ধন্যবাদ আপনাকে। আজই রেজি করলাম। জবাব পেলে লেখালেখি শুরু করব। অবশ্য এ পর্যন্ত কোনো ব্লগেই আমার রেজি সফল হয়নি। হা হা হা...

৫৮

বিষাক্ত মানুষ's picture


উদরাজি উস্তাদরে মিস করি অনেক । সেই পাঙ্গাসের পেটির মত লেখা আর পাইলাম না

৫৯

মমিনুল ইসলাম লিটন's picture


কষ্টে আছে আইজুদ্দি মানে আমােগা উদরাজী।

৬০

তায়েফ আহমাদ's picture


শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন..।

৬১

মমিনুল ইসলাম লিটন's picture


তায়েফ আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.