ইউজার লগইন

কোরবানীর বাণী

গতকাল সন্ধ্যায় ঈশান মাহমুদের বাসায় গেলাম। বাসার সামনে বড়সড় একটা কালো গরু। ঈশান পরিবার পরিজন নিয়ে গরুর সাথে ফটোশেসনে ব্যস্ত। ১২/১৩ ঘন্টা পরেই গরুটাকে জবাই হবে। ডিজিটাল ভালবাসার স্মৃতিটুকু ধরের রাখার প্রচেষ্টা। কোরবানী জন্য কালোগরুর এত কদর কেন বলতে পারেন কেউ।

বন্ধু শাহাদত উদরাজী, কোরবানীর ছুরিটা একটু সামলে রাখো, কারন ইদানীং তোমার স্বল্প স্পর্শেই উত্তেজিত হবার প্রবনতা বেড়েছে, এই মন্তব্য তোমাকে আরো উত্তেজিত করতে পারে। এইডস্‌ বিষয়ে সতর্ক করার প্রচেষ্টা কি - ব্লগে লেখার অনুপযুক্ততা প্রমান করে। এইডস শব্দটা কি এবি তে নিষিদ্ধ কোন শব্দ? অন্যান্য বন্ধুরা কি বলেন? জরায়ু মুখের কান্সার নিয়ে তুমি লিখতে পারলে আমি এইড্স্ নিয়ে কেন লিখতে পারবো না। একজন যুবক ইন্ডিয়ার হোটেলে হোটেলে ৫টা রাত কাটিয়ে এলো- সেই মানুষটাকে এইড্স্ নিয়ে সচেতন করাটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে। ঈদের আগের রাতে তোমার বউএর চেপে ধরা ছবিগুলো দেখে মনে হলো বউএর চাপাচাপি বেশ ভালই উপভোগ করেছ।

যে কোন ঈদের আগের রাতে আমার বউ আমাকে চেপে ধরে। তোমার চোহারা আজকাল যা হচ্ছে না! কি মিষ্টি চোহারা ছিল আর কি বানিয়েছ!

ভাবী ফেসিয়াল ট্রেনিংটা কোথায় শিখেছে একটু জানাইও তো। বউকে পাঠাবো।

মেযবাহ য়াযাদ কোরবানী করছেন না জেনে গরু সমাজে খুশীর বন্যা। একটা গরুর অন্তত প্রানে বাচলো। গরুটি নিশ্চয়ই রোদ্দুর আর সমুদ্দুর এর গর্বিত পিতার জন্য খাশদিলে দোয়া করবে। গরুরা নিস্পাপ তাদের দোয়া কবুল হবার সম্ভবনা ১০০%।
মাংস কাটা পেনডিং রেখে লেখাটা শুরু করেছিলাম, ডাক পড়েছে- অতএব আজকের মতো ইতি।

আজ ঈদের এই সকালে তাই- সবার জন্য বিএনপি আওয়ামীলীগ মুক্ত ঈদের শুভেচ্ছা।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


ঈদ মোবারক।
আমি অফিসে আছি। বেশী লাফালাফি করো না। হাত পা ভেংগে যাবে! পরে আবার আমাদের কাছে আসতে হবে! তখন দেইখ্যা লমু।

মমিনুল ইসলাম লিটন's picture


আমার ব্লগের গুরু, বন্ধু সাহাদাত উদরাজী, সুস্থ আছো তো, ঈদের দিন অফিস, ২০০ জনের সাথে কোলাকুলি, বিশাল একটা ধকল গেছে তোমার শরীরের ওপর দিয়ে। তোমার উত্তেজনাটা এখন বেশী থাকাই স্বাভাবিক। গুরু তোমাকে একজন ঠাণ্ডা মাথার ভদ্রলোক বলেই জানি। ইদানীং তোমার মুখে যখন হাত পা ভাঙার কথা শুনি তখন অবাক হই। বার বার রাজনৈতিক দলীয় ক্যাডারদের কথাই মনে পড়ে। বন্ধু সস্ত্রীক নিমন্ত্রণ আমার বাড়ী।

রাসেল আশরাফ's picture


পোস্টটা ভালো লাগে নি।

একটু স্থুল রসিকতা লেগেছে।

আপনাকে ঈদ মোবারক।

মমিনুল ইসলাম লিটন's picture


মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক।

মমিনুল ইসলাম লিটন's picture


আজ একটা পোষ্ট এ দেখলাম রীতিমত গালাগালি এবং অশ্লীল শব্দে সয়লাব। সেটা যদি উপভোগ্য পোষ্ট হয় সে তুলনা আমার পোষ্টটি একবারে নির্দোষ রসিকতা, স্থুলতার কি দেখলেন?

রাসেল আশরাফ's picture


যে পোস্টের যে শব্দগুলোকে গালাগালি বা অশ্লীল বলছেন সেই জোক্স গুলো অনেক পুরাতন বা আমরা সবাই জানি।আর পোস্ট দাতা যে থিম নিয়ে ব্লগ লিখেছে সেই কারনে বলেছি ভালো লেগেছে।

আর আপনার পোস্টকে স্থুল বলেছি এই কারনে আপনি সাহাদত ভাইয়ের সাথে যে ভাবে রসিকতা করেছেন সেটা আপনার খুব কাছের বন্ধু বলে নির্দোষ মনে হয়ছে।কিন্তু আমার কাছে সেটা ইংগিতময় লেগেছে যেটা আপনাদের বয়সী লোকজনের কাছে মানায় না।

রাসেল আশরাফ's picture


আর মওদুদ সাহেবের যে বিশেষনে আপনি অখুশী হয়ছেন তার মাজেজাটা কি একটু জানাবেন???

মমিনুল ইসলাম লিটন's picture


রসিকতাই যদি বুঝলেন, তখন বয়স খুজছেন কেন?

রাসেল আশরাফ's picture


হুম আমার ঘাট হয়ছে।

এটা যে কলিকাল মনে ছিল না।

১০

শওকত মাসুম's picture


তাইলে তো ব্লগের চেয়ে মোখসেদুল মুমেনিন উত্তম। সেইটাই পড়ি।

১১

মেসবাহ য়াযাদ's picture


হ, দুলাভাইয়ের লগে একমত... তাইলে তো ব্লগের চেয়ে মোখসেদুল মুমেনিন উত্তম। সেইটাই পড়ি।

১২

সুজয়'s picture


আজ একটা পোষ্ট এ দেখলাম রীতিমত গালাগালি এবং অশ্লীল শব্দে সয়লাব।

১৩

সুজয়'s picture


আপনি ভাই নিয়মিত মাসিক মদিনা টাইপ কিছু পড়েন। ওখানে ভাল ভাল কথা লেখা থাকে। ব্লগ আপনার জন্য না।

১৪

ঈশান মাহমুদ's picture


লিটন,এই তথ্যটা দেন নাই কেন যে,গরুর সংগে আমার 'ফটো সেশন'র ফটোগ্রাফার ছিলেন আপনি!‍ আর আমার সম্পর্কে যাই বলেন বলুন, কিন্তু উদরাজীকে উত্তেজিত করাটা ঠিক হচ্ছেনা। উদরাজীর কলম কিন্তু কোরবানীর ছুরির চেয়ে কম শাণিত নয়, আপনার না শেষে 'দিগম্বর' দশা হয়।

১৫

মমিনুল ইসলাম লিটন's picture


ঈশান এই বয়েসে আমার গুরু সাহাদত উদরাজীর "কলমের ধার" কেমন তা আমার ভাল করেই জানা । অতএব এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

১৬

আবদুর রাজ্জাক শিপন's picture


ঈদের শুভেচ্ছা সবাইকে,-- ঈদ মোবারক !

বউতো চেপে ধরবেই ..

১৭

মমিনুল ইসলাম লিটন's picture


রাজ্জাক,

বউতো চেপে ধরবেই ..

রাগের তো কিছুই নেই।আপনাকেও ঈদ মোবারক।

১৮

তানবীরা's picture


এধরনের খোঁচাখুচি মূলক পোষ্ট দেখতে ভালো লাগে না। কোথা থেকে ঝগড়া শুরু হয়ে কোথায় যেয়ে দাঁড়ায় তার কিছু ধারনা আছে। নিজেদের জিনিস নিজেদের মধ্যে থাকাই ভালো।

১৯

মমিনুল ইসলাম লিটন's picture


তানবীরা, আপনাকে ঈদ মোবারক। কেমন আছেন। আপনার মুল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। ঈদের ছুটি কাটছে কেমন?

২০

শওকত মাসুম's picture


ব্লগ বিনোদন

২১

মমিনুল ইসলাম লিটন's picture


ধন্যবাদ শওকত মাসুম । ঈদ কেমন কাটলো?

২২

জেবীন's picture


মাসুমভাই@ উনাদের নিজস্ব রসিকতা (!) এটাকে ব্লগ বিনোদন মানতে নারাজ,
লেখক@তাতা'পুর সাথে একমত। আর এবিতে মানানসই লাগে নাই লেখাটা

২৩

মমিনুল ইসলাম লিটন's picture


Tongue Wink

২৪

সুজয়'s picture


ভাল লাগে নাই। এ ধরণের পোস্ট এবিতে দেখতে অভ্যস্ত না

২৫

মমিনুল ইসলাম লিটন's picture


সুজয়, নতুন আমি। পূর্বসুরীদের লেখা অনুসরন করেই আমার এ পোষ্ট। আপনি কি ধরনের পোষ্ট দেখতে অভ্যস্ত তা তো আমার জানার কথা নয়।

২৬

নাজমুল হুদা's picture


উত্তেজনা পরিহার করুন । উদার হউন । নিজেদের মাঝে ঝগড়াঝাটি করবেন না । বিয়েনপিয়ালীগের মত অধৈর্য হবেননা । পরস্পরের সাথে সদ্ভাব বজায় রাখুন ।

২৭

সাহাদাত উদরাজী's picture


কি হে, মাথায় আর মাল নাই! আজকাল তোমার আর লিখা দেখছি না যে!

২৮

মমিনুল ইসলাম লিটন's picture


গুরু, আমায় মিস করার জন্য ধন্যবাদ। আবার চুলকাইয়া উত্তেজনা সৃষ্টি করলা, কিছু হইয়া গেলে আবার আমায় দোষ দিতে পারবা না।
আহাদের শরবতের বোতল দেখলাম দুই দিনেই খালি কইরা ফালাইছে। কয়েকদিনেই দুর্বল কইরা ফালাইছে বেচারীরে।

২৯

সাহাদাত উদরাজী's picture


নুতন তো এমন একটু করবেই। এটা শেষ হবার নয়।

তোমার কি খবর। না, এত ওপেন লিখা উচিত নয়। কারন এটা আমার বাপের ব্লগ নয়। নানা বিধ, নানা মতের লোকজন আছে - সবার পড়ার উপযোগীতা মাথায় থাকা দরকার। বিশেষ করে এখানে অনেক নারী ব্লগার আছেন। সব ঠঠাট্টা সবাই হজম করতে পারবে না!

লিখে তুমি অনেক বড় হয়ে যাও এ দোয়া করি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.