সীমায় রুদ্ধ
সীমায় রুদ্ধ, সীমায় রুদ্ধ - ভুবন আকাশ তল
সীমায় রুদ্ধ মানুষগুলোর নয়ন জাত শীতল জল
সীমায় রুদ্ধ সময় জুড়ে অন্তরীক্ষের নিকোষ আঁধারটাও
সীমায় রুদ্ধ সময় ঘিরে ঘটনার সব বিশদ ঘনঘটাও।
সীমায় রুদ্ধ জীবন বলেই জীবন ভীষণ কষ্ট দেয়
সীমায় রুদ্ধ মন বলেই সে মন কষ্টও চুষে নেয়...
সীমায় রুদ্ধ কর্মকান্ড , সীমায় হায় হুতাশ
সীমায় রুদ্ধ স্বল্প এ ঘরে সীমায় রুদ্ধ বাতাস
সীমায় রুদ্ধ স্বপ্ন সকল , সীমার পর আর নেই
সীমায় রুদ্ধ সুখ খুঁজে তাই দু:খও হারা্য় খেই
সীমায় বদ্ধ মানব প্রাণী সুখ দু:খে মিলেমিশে
সীমায় রুদ্ধ জীবন কাটায় কেঁদে এবং হেসে.........
১/১০/২০১০
কবিতা পড়লাম। কবিতা বুঝিনা। কবিতা ভালোবাসি।
ভালো লাগলো কবিতা।
পথিকের খবর কি? এখন কোথায় পোস্টিং?
পোষ্টিং মুন্সীগঞ্জ।
আড্ডা গুলো খুব মিস করি। নেক্সট টাইম মিস করতে চাইনা।
সীমা কে ? আপনার নব পরিনীতা
কখনো ভীষন শত্রু
কে এই সীমা, পথিকদা ক্লিয়ার করেন
ভেতর-বাহির লেখেন না অনেকদিন
pothik vai, kal ker meeting miss koiren na kintu.........apnar mail paisi. kaz ta jotil valo hoise.......
সীমায় রুদ্ধ জীবন কাটায় কেঁদে এবং হেসে.........
kadbo kom.haste chai beshi.....
সীমা কে?
তাইতো। আমি প্রথমে সীমা মানে ভেবেছিলাম বাউন্ডারী টাইপ কিছু একটা। কিন্তু এ যে দেখছি সেই সীমা নয়।
কবিতাটা এখন প্রেমের কবিতা মনে হচ্ছে।
মন্তব্য করুন