ইউজার লগইন

ভেতর-বাহির ( দ্বিতীয় পর্ব)

( যান জট, বইমেলা গম এবং ব্লগ দিবস বিষয়ক ...)
গতকাল কালের কণ্ঠ পত্রিকার একটা কার্টুন বেশ মন কেড়েছিল। একজন লোক তার একমাত্র বসবাসের বাসাটি ভাড়া দেয়া হবে বলে টু লেট নোটিশ ঝুলিয়েছেন । তারপর এক জনের প্রশ্নের উত্তরে কারন দর্শালেণ, আরে ভাই যে জ্যাম, সারাসময়তো রাস্তাতেই কাটাতে হয়, তাই বাসা ভাড়া দিয়েই বরং কিছু বাড়তি ইনকাম...ঠিক ভাষাটা এরম না হলেও ভাবটা ওমনই ছিল।
ঢাকাবাসীর কে এমন আছে যে তীব্র যন্ত্রনা ঐ জ্যামের সহ্য করে অসহ্য হয়ে উঠেন নি? কেউ তেমন থাকতেই পারে না। এসব আমাদের জণ্য এখন ডালভাত টাইপ সাধারণ। তবুও আজ অনেকদিন পর ঢাকার এ মাথা থেকে ওমাথা ছাড়িয়ে আরও কিছুদূর যাত্রা করেও আমি পথিক খুব স্বল্প এবং অসহ্য সীমার কম জ্যাম দর্শন এবং ভোগ করলাম। সকাল ১১:৪৫ এ শাহবাগে যাদুঘরের সামনে পিএটিসির বাস থাকার কথা ছিল। গন্তব্য সাভার পাবলিক এডমিনিষ্ট্রেশন ট্রেনিং সেন্টার। ওখানে ইন্ডিয়া ট্যুরের একটা ফিডব্যাক সেমিনার এ এটেন্ড করতে যেতে হবে। বিনা বাধায় ঠিক ১১:৩৮ এ শাহবাগ পৌঁছে যাই। যাক বাস মিসি করতে করতে করিনি। কেবল একটা জ্যামে পড়লেই মিস হতো। সন্ধ্যায়ও সেই সাভার থেকে ৬:০০ টায় রওয়ানা দিয়ে শাহবাগ পৌঁছে গেলাম ৭:১৫ তেই।
আর যায় কোথা, প্রাণের মেলা একুশে গ্রন্থমেলার উদ্বোধন তো বিকেলে হয়েই গেছে জানি। ঢু মেরেই এলাম। নতুন লেখা উপন্যাসটা আসবে আগামী সপ্তায় । প্রথমেই এক চক্কর ঘুরে শব্দশৈলী আর মনন প্রকাশনী দুটো চিনে নিলাম। এই দুই প্রকাশনীতে পাওয়া যাবে আমার বই। ঘুরতে ঘুরতে কখন গোটা তিনেক বইও কিনে ফেললাম।
একজন ব্লগ প্রেমিক এবং ব্লগার হিসেবে মেলায় লিটলম্যাগ চত্বরে আমারব্লগ.কম এর স্টল দেখে খুব ভাল লাগল। সাহিত্য জগতে ব্লগ এখন অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে। সাহিত্যের প্রাণ একুশে গ্রন্থমেলায় সেই ব্লগের ছোঁয়া সরাসরি লাগাল আমরব্লগ.কম। মন উজাড় করে মন্তব্য করলাম আমারব্লগ.কম এর মন্তব্য খাতায়।
আজকে ওরা বাংলা ব্লগ দিবস পালন করছে। অনেক পরিচিত অপরিচিত পুরাতন ব্লগারএর সমাবেশ সেখানে। অনেকেই চেনে। কথা হলো। অরণ্য ও সাথে একটু বিতর্ক করলাম। খুব ভদ্র ও তুচ্ছ বিতর্ক। আমার ব্যক্তিগত অভিমত , মাত্র কয়েকবছর হলো বাংলা ব্লগ এর যাত্রা, এরই মধ্যে বিভেদ জাল তার করাল থাবা বিস্তার করেই ফেলেছে। গত ১৯ ডিসেম্বর সামহয়্যার ইন ব্লগ.নেট পালন করল বাংলা ব্লগ দিবস আর আমারব্লগ.কম আজ ১লা ফেব্র“য়ারী। কাউকেই আলাদা আলাদা করে দোষ দেবার মত মানসিকতা আমার নেই বলেই ভাবলাম। আমার কথা তাই জানালাম, কেনো তর্ক বিতর্ক, শুরুতেই তাও, একটা মিলমিশ করে কমন ডে করাটাই যৌক্তিক ছিল। আমার কাছে এসব সেই পুরোনো বাংগালী দোষ ছাড়া আর কিছু নয়, যে দোষে জাতীয় চরিত্র আজ ক্ষয়িষ্ণু ... কেউ কাউকে মানে না।
আমার প্রকাশনী নামে আমারব্লগ.কম এর রুবেল , অরণ্য প্রমুখ মিলে মুক্তিযুদ্ধভিত্তিক বইপ্রকাশ করছে, বিষয়টা খুব ভালো লাগল।
আরেকটা বিষয়ে বেশ মজা পেয়েছি। ১৯ শে ডিসেম্বর সামুর ঘোষিত ব্লগ ডে তে আনিসুজ্জমান স্যার স্ব শরীরে এসে সমথূন দিয়েছিলেন আর আজ আমুর ঘোষিত ব্লগ ডে তে কেক কেটেছেন জাফর ইকবাল স্যার ( সিলেটে বসেই) ( আমার ব্লগ.কম এ ছবি ও বিস্তারিত পাবেন)
ওহ! বাসায় ফিরতেও রাতে তেমন একটা চিরাচরিত জ্যামের মুখ দেখতে হলোনা ( যাত্রাবাড়ীর কমন জ্যাম টা বাদে, তাও সেটা দুর্বল ছিল)
যাক একটা জ্যাম ফ্রি ডে পার করলাম। প্রতিদিন যদি এভাবে সময় টা জ্যামে নষ্ট না হতো!
শেষ একটা আশা, আমার বন্ধু নিশ্চয় ব্লগ দিবস বিষয়ক নতুন কোন ক্যাচাল এর আবির্ভাব ঘটাবে না। কারন আমরা বন্ধু, শত্র“ কেনো হবো?

১/২/২০১০
রাত ১১:৪৫

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


আশা করা যায় সামনে সচল/আমরাবন্ধু/.......... থেকে আম্রা আরো কয়েকটা ব্লগ ডে পাবো । কালকে

কার  মুখ দেইখা ঘুম থিকা উঠছিলেন -- এরকম জ্যামহীন দিন পালন করলেন

অদিতি's picture


অভিনন্দন মামুন ভাই, একদিন জ্যামহীন ভাবে কাটানোর জন্য।

রায়েহাত শুভ's picture


নাহ আজকে জ্যাম কম্পারেটিভলি কমই ছিল...

সেল্লোগে কাঁকনের লগে একমত | আশা করি আমরা আরো কয়েকটা ব্লগ দিবস পেয়ে সমৃদ্ধ হতে যাচ্ছি | Laughing out loud

নুশেরা's picture


যত বেশী ব্লগদিবস
তত বেশী কেক্কুক
তত ফটুক
তত পুস্ট........

চলুক

কাঁকন's picture


আপু কালকের ঐতিহাসিক দিনে আমাদের দুইজনের অবদান স্বরন রাখার নিমিত্তে একটা বিশেষ দিবস ঘোষনার জন্য আমরাবন্ধুর কর্তৃপক্ষ বরাবর আবেদন জানাইলাম

নুশেরা's picture


ঐদিন আমরাবন্ধুর ব্লগদিবস? তাইলে তো আনিসুজ্জামানের ব্লগদিবস বাদ্দিয়া জাফর ইকবালের ব্লগদিবসে সামিল হইতে হয় Wink

কাঁকন's picture


নুশেরা's picture


ব্যাপার্স না। আমরাবন্ধুর ব্লগদিবস বছরের ৩৬৫ দিনই হবে। ১লা ফেব্রুয়ারী কাঁকন, নুশেরার নামের আদ্যক্ষর দিয়া কানু-দিবস পালন করা যাইতে পারে। আসবাবপত্র আইসা ভেজাল না কর্লেই হয়

কাঁকন's picture


kanu Dibos chai; dite hobe

১০

আশরাফ মাহমুদ's picture


ছি, ছি, লজ্জার মাথা তো আগেই খেয়েছ, এখন পুরো শরীর। আমার নাম বিকৃতি ও ব্যক্তিগত আক্রমণের কারণে ব্যান মারা হোক তোমাকে। দিবসটা হবে 'আনকা বাঙলা ব্লগ দিবস।"

১১

কাঁকন's picture


গায়ে মানে না আপনি মোড়ল ওটা আমরাবন কানু দিবস

১২

কাঁকন's picture


গায়ে মানে না আপনি মোড়ল ওটা আমরাবন্ধু কানু দিবস

১৩

নুশেরা's picture


পথিকদা আইসা এমুন টাস্কি খাইবো ভাবতেই হাহাপগে

১৪

কাঁকন's picture


একটা সিরিয়াস পোস্ট রে আড্ডা পোস্ট বানানোর জন্য আবার ভ্যান না চায়

১৫

নুশেরা's picture


আচ্ছা একটা কাজ করে দেখি তো, এই কমেন্টস্ট্রিমটা ডানদিকে কতো চিপানো যায়

১৬

কাঁকন's picture


ডেভুগো কাজ বারানোর ফন্দি

১৭

কাঁকন's picture


আসবাব পত্র আপনার জন্য আম্রা একটা আণ্তর্জাতিক ফার্নিচার দিবস ঘোসনা করতে পারি

১৮

টুটুল's picture


আর কি কি দিপস করা যায়? তার এক্টা লিস্টি দেন Smile ...
হাত ধোয়া দিবসও কয়দিন আগে পলন কর্তে দেখলাম

১৯

কাঁকন's picture


আর হাত ধোয়া দিবস বিশ্ব শালাশালি দিবসও আছে

কয়েক  দিন পর বি সি এস এ কোশ্চেন আসবো; অমুক মাসের তমুক সপ্তাহের শুক্রবারে কয়টি দিবস পালিত হয়

ক) ১০ টি খ)১২ টি গ) ১৪ টি ঘ)১৯ টি

২০

নুশেরা's picture


এর পরে প্রশ্ন আসবে-

কোন্ তারিখটি দিবসবিহীন:
ক. ২৭ ফেব্রুয়ারী
খ. ১৩ ই ভাদ্র
গ. বিজয় দিবসের আগেরদিন
ঘ. সেপ্টেম্বর মাসের শেষ শনিবার

২১

কাঁকন's picture


আপু প্রশ্ন টা হবে  কোন্ তারিখটি দিবসবিহীন:
ক. ২৭ ফেব্রুয়ারী
খ. ১৩ ই ভাদ্র
গ. বিজয় দিবসের আগেরদিন
ঘ. কোনটিই নয়

২২

আশরাফ মাহমুদ's picture


আপনি সেই প্রথম থেকে ইতরামি করে যাচ্ছেন! এইরকম করলে আমরা কিন্তু আপনার নাম বাতিল করব, কাঁখন।

২৩

মুকুল's picture


ভাল্লাগছে। চলুক সিরিজটা। Smile

২৪

টুটুল's picture


ভাল একটা সিরিজ দাড় করাইছেন... চলুক

২৫

মামুন ম. আজিজ's picture


আমি কমেন্ট এর জবাব এর দিকে চেয়ে রই

ডান  এ বেঁকে...যাচ্ছিল তো যাচ্ছিল.....

এইটারে  কান্নি খাওয়া বলে বোধহয়....কান্নি থেকে কানু.....কাকতালিয়...

 

 

২৬

অরিত্র's picture


অন্য একটা ব্লগে আপনার পোস্টে দেখলাম লোকলটক নামে এক ভদ্রলোক টাকা পয়সার হিসাব কষতে ব্যস্ত।

মানুষের মাঝে পজেটিভ থিংকিং যে কবে আসবে, আল্লাহই ভালো জানে।

২৭

কাঁকন's picture


টাকা পয়সা দিয়া অংশিদার হওয়া স্বত্তেও সে এই ব্লগের নাম এখনো জানেনা এবং নীতিমালাও দুইদিন আগে জানতো না এইজন্য ধিক্কার জানাই এবং করিমানা করা হোক

২৮

নুশেরা's picture


"করিমানা" কথাটার মানে কী? "মানা করা হোক"?
ভাগ্যিস মামুনভাই খালি "অংশীদার" বলছিলেন। ধরো যদি অন্য কিছু বলতেন তাইলে হয়তো কুশ্চেন আসতো-- আর কয়জন আছে রেসিডেন্ট? তারা কতো করে পায়?

২৯

মামুন ম. আজিজ's picture


হঁ, সেই কারনেই আর আমার কে আমার বদলায়ে বিনে পয়সার অংশীদারিত্বের দাবী জোরালো করলুম না।

 

তয়  সুরি ..না সরি ...ভুল তো ভুলই।

৩০

নুশেরা's picture


মামুনভাই, পিএটিসির স্টাফ কেউ ছিলো ওই সেমিনারে?

একসময় চার মাস ওখানে ছিলাম, মাঝেমাঝে সপ্তাহান্তে শাহবাগ থেকে বাসে যাওয়া-আসার কথা মনে পড়ে গেলো আপনার লেখা পড়ে।

৩১

মামুন ম. আজিজ's picture


অনেক স্টাফ ছিল।

 

৩২

নজরুল ইসলাম's picture


বইমেলা নিয়ে বিস্তর পোস্ট দেন... আপনার বই প্রকাশের অগ্রিম অভিনন্দন। বইটা নিয়ে, লেখার অনুভূতি নিয়ে একটা পোস্ট দেন। আর কবে পাওয়া যাবে জানান।

৩৩

মামুন ম. আজিজ's picture


বই আসুক .....অবশ্যই দেবো।

৩৪

তানবীরা's picture


আমি সব সময় জ্যাম বিহীন, ঢাকায় বেড়োতে হয় সকাল ছয়টার আগে আর রাত দশটার পরে। রাস্তা ফকফকা পাওয়া যায় তাহলে

৩৫

মামুন ম. আজিজ's picture


দ্যা মোষ্ট ইনটেলিজেন্ট ইউ আর।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.