ইউজার লগইন

ভেতর-বাহির (সপ্তম পর্ব)

কখনও কি জীবন বৈচিত্র্যহীনতায় ভুগতে পারে? কখনওইনা। বৈচিত্র্যের ভেতর কেবল কখনও বেড়ে যায় নষ্টাংশ আবার কখনও বা বেড়ে যায় সুভাংশ। মিক্সড বৈচিত্র্য জীবনের সবচেয়ে সত্য বৈশিষ্ট্য। তবে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে নষ্টাংশের পরিমাণই বেশী। নষ্টাংশ বলার মুখ্য কারন বিষয়গুলো মনে কষ্ট দেয় , প্রাণ এর উচ্ছাস নষ্ট করে, মানবতা আর সভ্যতা নষ্ট করে। কিন্তু মুক্তি নেই। প্রকৃতি কিংবা সৃষ্টিকর্তা ...হয়তো সেটা চায়ওনা। আর চায়না আমাদের পত্রিকাওয়ালারা নিশ্চিতভাবেই। বিষম ব্যতয় মানেই হট খবর। হট  খবর মানেই কাটতি।
এই আমাদের সেলুকাস বাংলাদেশে প্রতিনিয়ত এত এত বিপ্রতীপ ঘটনার জন্ম হয়, এখানে হট খবরের আশায় দোআ দুরুদ পড়তে হয় না পত্রিকা মালিকদের। ধারাবাহিক ভাবে একটার পর একটা আসতেই থাকে। কখনও একটাকে ছাপিয়ে আরেকটা।
সমস্যায় পড়তে হয় সস্পাদককে লিড নিউজ মনোনয়নে।
ওদিকে পাহাড়ী বাংগালী সহিংসতা চরম রূপ ধারন করছে দিনে দিনে, এদিকে মহা আড়ম্বর আর কান্নার চরম পারদর্শিতা প্রদর্শনের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে পিলখানার ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের বিচার। তারপর উপর জিয়া মানে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এর নতুন নামে নতুন জন্ম খবর।  কোনটা বাদ দিয়ে সম্পাদক মহাশয় রা কোনটা লিড করবে , উফ! যাক বাবা সম্পাদক হতে হয়নাই। খবরের গরমে নিজেই তাইলে গরম হয়ে যেতাম । এমতেইে মেজাজ আমার সুপ্ত আগ্নেয়গিরি।
এসব নষ্টাংশ , নিশ্চিত...কারও কাছে হয়তো খবর হতে পারে। আমার কাছে জীবনের নষ্টাংশ। ভয় হয় আবার যদি বন্ধ হয়ে যায় পাহাড়ী উত্তোরনের গতি...এ আমারা আজব জাতি কেনো হে, আমরা কি কিছুতেই মানবতার জয়গান গাইব না?
কেনো এতদিনের জিয়া বিমান বন্দর হুটকরে নাম বদলে রাখতে হবে হযরত শাহজালালা আন্তর্জাতিক বিমান বন্দর। ছোট শিশুরাও আজকাল এতটা হিংসুটে না। যতটা এই আমারা আর আমাদের পূর্ণবয়স্ক বাংগালী(!)রা।
এসব নষ্টাংশের ভীড়ে তাই হারিয়ে যায় কত সুভাংশ। তাহলে কি খবর মানেই কেবল নেতিবাচকতা?

বইমেলায় ওদিকে কোন হারামজাদা বই প্রকাশ করেছে জয় বাংলা, জয় পাকিস্তান। দুঃসাহস আছে ব্যাটার। ব্যান না করলে একটু উলটে পাল্টে বোঝা যেত আসলে সে  কেনো প্রচ্চদে দুই দেশের মাঝে কাঁথা সেলাই করতে চায়। আজব! নাকি বিখ্যাত হবার জন্য কুখ্যাত হওয়ার প্রথমে!

গতির মাঝে খেদ আনার শক্তি একক মানবের অতি মাত্রায় কম। তাই দর্শক হওয়াতে সিদ্ধি আননয় সহজতর। তারউপর মনে চলছে পরিবর্তনের রেশমী শীতল হাওয়া। নতুন প্রেমে মন মজাইয়া বিয়ার অতলে হারানোর জন্য ঝাঁপ দেবো দেবো আর কি...এই তো ।
এসবের মাঝে সহযোগী ব্লগারদের অন্ততের অকৃত্রিম ভালবাসার উৎসরণ দেখে গত ২২শে ফেব্র“য়ারী আমি অশেষ লজ্জায় বিশেষ গর্বিত। বই আমার জীবনের শ্রেষ্ঠ শখ। সেই বই নিজের নামে দুএকখানা মেলায় আসন পেয়েছে , বা  নিজেই আসন দখল করেছি ..সে আনন্দতেই বিভোর। লেখক কাকে বলে সে সংগা বাংলা একাডেমী এখনও এ দেশে নির্ধারণ করতে পারেি ন বিধায় আমিও লেখক। সেই স্বঘোষিত লেখক হয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান করার মানসিকতা আমার মধ্যে তীব্র লজ্জায় আমাকে অবনমিত করে। সেই লজ্জা থেকে মুক্তি দিয়েছেন আমার ব্লগ বন্ধুর দল। তাদের সেই আন্তরিকতা আমাকে লেখক হবার বাসনা জিইয়ে রাখতে সাহায্য করবে আমরণ।
মোড়ক উন্মোচনের মূল পথিকৃত টুটল ভাইকে অশেষ অভিনন্দন। তার ঐকান্তিক আগ্রহে আমার আমার অবহেলায় অবশেষে আমার  প্রথম উপন্যাস“ প্রতীতি”র মোড়ক উন্মোচন হয়ে গেলো গত ২২ তারিখ সন্ধ্যা ৭ সাড়ে সাতটায় লিটল ম্যাক কর্নারে। মোড়ক উন্মোচন করলেন প্রিয় ব্লগার এবং স্বনামধ্যন্য লেখক মনজুর ভাই। উপস্থিত অগ্রজ কবি শেখ জলিল, রঞ্জু ভাই, মেজবা ভাই, ইমরান ভাই, শাওন, রায়হান সাঈদ, সাঈদ ভাই, বৃত্তবন্দী, বন্ধু নুরুল আমিন রাসেল, রাসেল ভাই, জয়তী আপু, জেবিন আপু,পুতুল আপু, বিমা নজরুল ভাই, বৃত্তবন্দী, মুক্ত বয়ান আর আর সেদিন উপস্থিত যাদের যাদের নাম বাদ পড়ল সকলকে  অভিনন্দন। আমি গর্বে গর্ববতি হয়ে উঠেছিলাম। এখন খালাস হলে হয়।
(মোড়ক উন্মোচনের ভিডিও লিংক http://www.youtube.com/watch?v=872f8Lu1XbA)

অফিসের সময় হয়ে যাচ্ছে, এর নিচে আর কিছু লেখা নেই তাই।

২৪/২/২০১০
সকাল ৯.০০

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

নূরুল আমীন রাসেল's picture


বন্ধু অফিস টাইমে তাড়াহুড়ার পোষ্টে নিজের প্রথম উপন্যাস এর নামই ভুল করে ফেলছ - ব্যাপার না Smile

মামুন ম. আজিজ's picture


আগের পোষ্টে কইছিলাম, প্রেমে পড়লে ছেলে মানুষ নাকি বোকামী করে....কি সেটা বুঝতে পারলাম....লেখতে লেখতে হবু বউ ফোন দিছিল তো......যা হোক....ধন্যবাদ ..ঠিক করা হয়েছে।

নূরুল আমীন রাসেল's picture


Smile

কাঁকন's picture


জয় বাংলা জয় পাকিস্থানের লেখক আবু জুবায়েরের ব্লগ লিংক -- http://abuzubaer.amarblog.com/  
একটা লিড নিউজ মনে হয় বাদ পরছে খালেদা জিয়ার ওপর বোমা হামলা; শুধু বই এর কথা বললেন লোকজন তো আরো কিছু বলে, যাই হোক বই ও বৌ উভয়ের জন্য অভিনন্দন; ভালো থাকুন

 

 

মামুন ম. আজিজ's picture


লোকজন কি বলে জানি না তবে , বিয়ে ঠিক করে ফেলেছি....মানে ঠিক হয়ে গেছে ....মানে এইতো জান কুরবানী কা দিন খুব নিকটে ....

আমি তো ঢাক ঢোল পেটাতে পারি না...তবুও তো ঢেরা পিটায় বলতেছি.....সবাই শুনছেন তো

টুটুল's picture


প্রিয় বন্ধু বরেষু মামুন ম. আজিজ এর সাথে সম্পর্কের ভিত অনেক দিনের... বইয়ের মোড়ক উন্মোচনে বউ এর সুসংবাদ... আরো একজন ভালো ছেলের এরম দু:সংবাদ আমাকে পিড়া দেয় Wink

ফেব্রুয়ারী আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস... এই মাস না এলে কি মামুন বই বের করতো? বউ ফাইনাল হতো? Wink

শুভ কামনা Smile

মামুন ম. আজিজ's picture


সঠিক তত্ত্ব

নুশেরা's picture


জোড়া অভিনন্দন মামুনভাইকে! ভাবী মেলায় যাননি সেদিন? আপনাদের যুগল ছবি কই?

অনুষ্ঠানের ছবি আর ভিডিওর জন্য রাসেলভাইকে ধন্যবাদ। একইসঙ্গে এবিতে স্বাগতম।

একটাই আফসোস, ছবি আর ভিডিওতে নারীজাতির দেখা মেলা ভার Sad

নজরুল ইসলাম's picture


একটাই আফসোস, ছবি আর ভিডিওতে নারীজাতির দেখা মেলা ভার

হ... এই দুক্ষে এইসব প্রোগ্রামে যাইতেই ইচ্ছা করে না Wink Sad

১০

মামুন ম. আজিজ's picture


অসাম্য...বৈষম্য

১১

আহমেদ রাকিব's picture


হ খালেদা জিয়ার উপর বোমা হামলা বাদ পরছে।

বইয়ের জন্য অভিনন্দন। 

১২

মুক্ত বয়ান's picture


আফসোস। Sad
মেলা থেইকা বাইর হইলেন আমার লগে, আর আমার নামখানাই বাদ!!! Sad Sad

যাউক্গা, চা-পুরি-চপের লিগ্গা মাফ কইরা দিলাম। Smile

১৩

শাওন৩৫০৪'s picture


...আবারো যুগোল শুভেচ্ছা....

 

(যেই বইটার কথা কৈলেন, সেইটার কথা জান্তামই না!!)

১৪

মামুন ম. আজিজ's picture


আমার ব্লগের স্টলে খোঁজ নিয়েন

১৫

নজরুল ইসলাম's picture


আমার নাম বাদ পড়ছে, মাইনাস... Wink

যাউগ্গা... শুভেচ্ছা। কিন্তু নিজের উপন্যাসের নাম ভুল লেখলে কেম্নে কী?

১৬

শওকত মাসুম's picture


আমি সাতটা পর্যন্ত ছিলাম। আমার নাম নাই। মাইনাস।

১৭

জ্যোতি's picture


অভিনন্দন নতুন জীবন শুরু করার জন্য।

নামের বানান ভুল হইছে তাই মাইনাস।

১৮

মামুন ম. আজিজ's picture


ধন্যবাদ

১৯

তানবীরা's picture


উভয়ের জন্য অভিনন্দন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.