ইউজার লগইন

আমরা বন্ধুর আয়োজনে চট্টগ্রামে ব্লগারদের সমাবেশ

আমরা বন্ধুসহ বাংলা ব্লগের ব্লগাররা ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। নিত্যনতুন বন্ধুদের সঙ্গে ব্লগের পাতায় পরিচিতি, মত বিনিময়, আলোচনা। কতো সম্বোধন, হাসিঠাট্টা, অম্লমধুর মিথস্ক্রিয়া। নিক-পিকের ভার্চুয়ালিটি ছাড়িয়ে কাছাকাছি মানসপ্রবাহের ব্লগারদের বন্ধুত্ব গড়ে ওঠা।

ভার্চুয়াল সম্পর্কের বাইরে এসে বাস্তবের দেখাসাক্ষাত ব্লগারদের মধ্যে বন্ধুত্বকে দৃঢ় করেছে। এ যেন জাগতিক জটিলতার দহন থেকে প্রশান্তির মানস সরোবরে যাত্রা। এই যাত্রাপথে নাগরিক আড্ডা অথবা চড়ুইভাতি যেমন আছে, তেমনি আছে ব্লগারদের বইয়ের প্রকাশনা উৎসব, চলচ্চিত্র দেখার আয়োজন। আছে সামাজিক দায়িত্ব হিসেবে স্বল্পসামর্থের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা।

আমরা বন্ধুর ব্লগারদের সমাবেশের সবগুলো আয়োজন এতোদিন পর্যন্ত ঢাকা-কেন্দ্রিক ছিলো। ঢাকার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার চট্টগ্রাম থেকে ব্লগিং করেন। কর্মসূত্রে ঢাকায় থাকলেও নিয়মিত চট্টগ্রামে পরিবারের কাছে ফিরে আসেন, এমন ব্লগারও আছেন। সম্প্রতি এবি'র কয়েকজন নিয়মিত প্রবাসী ব্লগার দেশে ফিরেছেন, যাদের অবস্থান নিজ শহর চট্টগ্রামে। এসব বিবেচনায় বন্দরনগরী চট্টগ্রামে এবি'র ব্লগারদের একটি পরিচিতি সমাবেশ আয়োজনের সম্ভাবনা সৃষ্টি হয়।

আমরা বন্ধু বাংলা ব্লগজগতের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রুচিশীল মানসিকতার ব্লগারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। মেসবাহ য়াযাদের অনুপ্রেরণায়, নুশেরা আহমেদ রাকিবের উদ্যোগে ব্যক্তিগত পর্যায়ে চট্টগ্রামের ব্লগারদের সঙ্গে যোগাযোগ করা হয়। সামহোয়্যারইনের ব্লগার তারার হাসি সাগ্রহে পরিচিতদের সঙ্গে যোগাযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অবশেষে আজ বিকেল পাঁচটায় আনন্দমুখর পরিবেশে চট্টগ্রামে ব্লগারদের বহুল প্রতীক্ষিত পরিচিতি-সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবি'র পক্ষ থেকে আপ্যায়নের সামান্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমবারের মতো সাক্ষাতে অবাঞ্ছিত উপস্থিতির বিড়ম্বনা এড়াতে সমাবেশস্থলের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

পাহাড়-নদী-সমুদ্রের অপরূপ শহর চট্টগ্রামের ব্লগারদের সমাবেশটি অদূর ভবিষ্যতে সামাজিক সম্পর্ক সৃষ্টিতে এবং সামাজিক দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করুক, আমরা বন্ধু ব্লগের পক্ষ থেকে সেই আশাবাদ ও শুভকামনা রইলো।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


অনেক অনেক শুভ কামনা রইলো...
ব্যক্তিগত কিছু ব্যস্ততার দরুন ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে না পাড়ায় আফুসস খাইতেছি Sad
তবে পোস্ট এবং ছবি দেখার আশা রইলো

মেসবাহ য়াযাদ's picture


মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক...

অন্য কোনোদিন আড্ডাইতে যামু...

জ্যোতি's picture


আমাদের উপস্থিতি ছাড়া আবার সমাবেশ কেমনে হয়?মেসবাহ ভাই, একটা ট্রাক ভাড়া করেন, আমরা সবাই যাই।

রাসেল আশরাফ's picture


বেবী ট্যাক্সীতে যান আর টুটুল ভাইয়ের গান গাইতে গাইতে যান Wink Wink Wink

জ্যোতি's picture


চৃম বদ ভাতিজা। একটা ভালু কথা কয় না Angry Angry

জ্যোতি's picture


এইটা মডুর পোষ্ট। খেয়াল কৈরা। দিব ব্যান কইরা। আমি কিছু কই নাই মডু ভাইয়া।ভয়ে আমার হাত পা--------

সাঈদ's picture


আড্ডার জয় হোক ।

প্রান্তবন্ত হোক আড্ডা তয় আমরা যাইতে না পারায় মন খারাপ।

এবি থেইক্যা আসা-যাওয়া , থাকা খাওয়ার ব্যবস্থা করলেই আমরা যাইতাম ইট্টু।

অদ্রোহ's picture


মেলাদিন বাদে এবিতে ঢুকলাম। কী দারুণ কাকতাল, আমি তো চাঁটগাতে। নুশেরাপু ,রাকিব ভাই জলদি আওয়াজ দেন।

নুশেরা's picture


বাহ দারুণ! টুটুলদা বা মুক্ত বয়ান যে কাউকে জিজ্ঞেস করো। লোকজন কম না; আরেকজন বাড়লো Smile

১০

বকলম's picture


বীর চট্টলার সংগ্রামী আড্ডা সফল হোক। Big smile

১১

সাহাদাত উদরাজী's picture


সফল হউক আড্ডাবাজী। আড্ডাবাজী শিল্পে পরিনত হউক।

১২

জেবীন's picture


আড্ডা অনেক মজার হোক, ছবি আর মজার করে আড্ডা'র পোষ্ট পাবার আশা করছি...

তবে একখান কথা,   মডু বলিয়াছেন, "এবি'র পক্ষ থেকে আপ্যায়নের সামান্য ব্যবস্থা রাখা হয়েছে।"" ... কিন্তু আমরা যেহারে হাটে-মাঠে-ঘাটে আড্ডা দিয়া বেড়াইতেছি, একবারও মডু'র পক্ষ থেকে আপ্যায়নের নমুনা দেখলাম না!! মডু'র এহেন পক্ষপাতদুষ্ট কার্যকলাপের তীব্র প্রতিবাদ করতেছি...

আর মডু তার এহেন কাজের যথাযথ জবাব প্রদান করিয়া বাধিত হইবে আশা করছি

 

১৩

সাঈদ's picture


জেবীন দাবীর সাথে এক্মত।

১৪

জ্যোতি's picture


মডু কেন একচোখা আচরণ করলো সেজন্য মডুরে কারণ দর্শানোর নোটিশ দেয়া হোক।

১৫

নজরুল ইসলাম's picture


মডুরে ব্যান করে দেওয়া হোক

১৬

জেবীন's picture


ব্যান করলে কথা কইবে কেম্নে?...  তার নাক-মুখ-চক্ষু সব খোলা রাখলাম... তাও বকা নোটিশের জবাব দিয়া যাক মডু...

১৭

মেসবাহ য়াযাদ's picture


এবি'র পক্ষ থেকে আপ্যায়নের সামান্য ব্যবস্থা রাখা হয়েছে।

তারমানে কী দাঁড়াইলো ? আগামী ২৩ তারিখ রবীন্দ্র
সরোবরে যে আড্ডা হৈবো (যাহাতে ব্যাপক খাবার-দাবারের
ব্যবস্থা থাকবো বৈলা শুনছি), সেই আড্ডায় সবতেরে
নিমন্ত্রণ জানাইলাম।
আপনেরা সবতে বৌ,বাচ্চা, শালা-শালি লৈয়া আইসা পৈড়েন।
২৩ তারিখ, বিকাল ৫টা, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে... Wink Wink

১৮

সাহাদাত উদরাজী's picture


আমি লিনাক্স ব্যবহার করতে চাই। তাই 'বন্টু-মিন্টুর আড্ডা' আরসি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
কনফার্ম করেছিলাম। তবুও দেখা যাক। শুভ কামনা।

'আপনেরা সবতে বৌ,বাচ্চা, শালা-শালি লৈয়া আইসা পৈড়েন।' আপনার এ কথাটা ভাল বুঝতে পারি নাই! প্রেমিক প্রেমিকা'র জন্য কি নিষেধাজ্ঞা(!) আছে? এবি'র সবাই কি বিবাহিত? অবিবাহিত/ সিংগেলদের কি হবে!

১৯

নুশেরা's picture


Smile Smile Smile
মডুমামার ব্যাপক দয়া

২০

একলব্যের পুনর্জন্ম's picture


ব্লগের নাম পাল্টিয়ে আমরা আড্ডাবাজ রেখে দেওয়া দরকার --- খালি আড্ডার পোস্ট Wink

২১

নজরুল ইসলাম's picture


যা যা খাইবেন, প্যাকেট করে আমগো ভাগটা পাঠায়ে দিবেন। আমরা কষ্ট করে ঢাকায় বসে খেয়ে নিবো। আর ছবি পোস্ট চাই

আড্ডাবাজী সফল হোক।

২২

রাসেল আশরাফ's picture


আহারে আড্ডা!!!!!!!!!!!!

জয়তু আড্ডা।

চট্রগ্রামবাসীর আড্ডা সফল হোক।

২৩

ভাঙ্গা পেন্সিল's picture


ইকটুর জন্য আজকে চট্টলা যাওয়া মিস হইলো, দুইএকদিনের মধ্যেই যামু Big smile তবে কাজে Sad

২৪

ভাস্কর's picture


কী কন! আগো জানলে তো আজকেই বাস ধরতাম। এইখান থেইকা যাইতে ২ ঘন্টা লাগতো মাত্র...Sad

২৫

মীর's picture


সব্বার জন্য শুভকামনা থাকলো। জমাট আড্ডা হোক। Smile ছবি পোস্ট কে দিবেন আগে থেকে জানায় দেন। তাইলে তারে ওয়াচে রাখতে পারবো। আর এবিওয়ালারা তো দেখছি আড্ডাকে শিল্পের পর্যায়ে নিয়েই ছাড়বে। ভালো ভালো, খুব ভালো। জয়তু আড্ডা..

২৬

টুটুল's picture


আড্ডার আপডেট::
নুশেরা আপা আর রাকিব ইতিমধ্যেই আড্ডাস্থলে হাজির Smile
মিশুর আর ২ মিনিট লাগবে... মুক্ত, অদ্রোহ এবং বাকিরা পথে.. Smile

২৭

রাসেল আশরাফ's picture


টুটুল ভাই আড্ডাস্থলের কারো মোবাইল নাম্বার দেন। ফোন দিতে চাই।।

২৮

টুটুল's picture


মিশু: +৮৮০১৭৪৯ ৫৪৪৫৪৪

২৯

রাসেল আশরাফ's picture


এইমাত্র ফোনে কথা বললাম নুশেরাআপু,মিশু,রাকিব ভাই আর পারভেজ ভাইয়ের সাথে।খুব ভালো লাগলো।আর যে পরিমান চিল্লাচিল্লি শুনলাম তাতে আমি নিশ্চিত কাল কেও ঠিক মতো কথা বলতে পারবেনা।

আড্ডার জন্য মন কান্দে।। Sad( Sad( Sad( Sad(

৩০

বকলম's picture


আপডেট কি?

৩১

মেসবাহ য়াযাদ's picture


নুশেরা এবং তার কইন্যা, মিশু, মুক্ত, অদ্রোহ, রাকিব, সাইফুর, পারভেজ, সায়েদ, নরাধম, তারার হাসি, শামসীরসহ আরো ২/১ জন আড্ডায় আছে। চট্টগ্রামের আড্ডা চলছে... Sad Sad(

৩২

টুটুল's picture


হ..
মাত্র ফোন দিলাম... বিয়াফক আড্ডা হইতাছে... Sad

৩৩

মেসবাহ য়াযাদ's picture


চিটাগাংয়ের আজকের আড্ডার খাবারের মেনু কী ? তুমি জানো কিছু ছোডবাই ?? Wink

৩৪

টুটুল's picture


দুখের কথা মনে কইরা ফয়দা কি Sad

৩৫

বকলম's picture


এই মাত্র ফোনে নুশেরাপু আর পারভেজ ভাইয়ের সাথে কথা বললাম। আড্ডার ব্যাপক সোরগোল কানে আসলো। সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা।

৩৬

বকলম's picture


বাই দ্য বাই ছবিসহ আপডেট চাই।

৩৭

টুটুল's picture


আর বৈলেন্না... পুরা হৈচৈ Smile

৩৮

তানবীরা's picture


আমি অত্যন্ত রাগ করলাম। কেউ আমাকে জানায়নি। অথচ সবাই জানে আমি সামনের সপ্তাহে আসছি এবং আমিও তাহলে যোগ দিতে পারতাম। খুব আনফেয়ার

৩৯

হাসান রায়হান's picture


আমারেও কেউ জানায়নাই। খুব মাইন্ডকর্ছি।

৪০

জেবীন's picture


 তাতা'পু, আমারেও কেউ জানায় নাই,  আজকেই জানলাম, নইলে চিটাগাং যাওন ওয়ান-টু'র ব্যাপার (যদিও দূর্জনেরা বলে আমি মিরপুর টু ধানমন্ডি যাইতেই দিন কাবার করি)!...  মাইন্ড করে দেখেন না মডু'কে বকে দিয়েছি!...  ভয়ে ীখন সে কথা কয় না!...

৪১

টুটুল's picture


আম্রাও ২৩ তারিখে কাউরে কমু না

৪২

মেসবাহ য়াযাদ's picture


২৩ তারিখে মূর্গা কে ? Wink

সংসদ ভবন টু বার-বি-কিউর মতন যেনো না হয়... Wink

৪৩

টুটুল's picture


যার যার তার তার Smile

৪৪

মেসবাহ য়াযাদ's picture


যাক, তাও ভালো... Sad

৪৫

নড়বড়ে's picture


আমরা মাইন্ড করা পার্টি ওগো দেখায় দেখায় আড্ডা দেই আসেন ...

৪৬

নড়বড়ে's picture


আড্ডা কি এখনো চলে (এখন ৮টা বাজে)? ঢাকায় আছি, ফোনে যোগ দিতে চাই ... Puzzled

৪৭

আপন_আধার's picture


আহারে ............ আড্ডা Sad

৪৮

মুক্ত বয়ান's picture


বিয়াফক মজা হইছে আইজকা। Smile
মডুরে ধইন্যা। Smile

৪৯

তায়েফ আহমাদ's picture


Big Hug কোপায়া আড্ডা দিছি....Big Hug
Crazy Crazy Crazy Crazy Crazy

৫০

অতিথি Parvez's picture


from mobile. Khub valo laglo. Amarbondhoke kach theke jante parlam prothombarer moto. Smile ar adda to jom jom mat hoyeche Laughing out loud

৫১

তারার হাসি's picture


অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু টিম, এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
এত এত মানুষের নজরের ভয়ে আমি কিছু খাইনি, তবে অল্প করে অরেঞ্জ জুস পান করেছি।
সবাই এত প্রাণবন্ত ছিল, অকল্পনীয়।
ভাল লাগছে, আড্ডা শেষ হল কোনরকম ব্লগীয় ক্যাচাল ছাড়া।

আন্তরিক ধন্যবাদ।

৫২

মিশু's picture


আমারে কেউ একটু কইলোনা Sad

৫৩

তারার হাসি's picture


কইলে কি করতেন?
না বলাতেই ছবি উঠিয়ে নিয়ে এসেছেন !!

৫৪

নাহীদ Hossain's picture


আড্ডা ফল টক    Wink

৫৫

আরাফাত শান্ত's picture


দাওয়াত পাওয়ার পরেও যাইতে পারলাম না ক্লাস ও পরীক্ষার জন্য!
বড়ই মিস:(

৫৬

নুশেরা's picture


সশরীরে ও ফোনে আড্ডায় শরিক হওয়া সব বন্ধুকে আন্তরিক ধন্যবাদ।
পারভেজভাই তাঁর স্থাপত্যপেশায় ব্যস্ত দিন কাটানোর ফাঁকে সময় বের করে এসেছেন। এসেছে ব্লগে অতি নিভৃতচারী আজম। আমরাবন্ধুর পাতায় তাদের উপস্থিতি ও কিবোর্ডচর্চা নিয়মিত দেখতে চাই।

৫৭

চাঙ্কু's picture


পোলাপাইন এত আড্ডায় কেমনে !!! যারা যারা আড্ডাইতে গেছে তাদের সবডিরে পেডে কুমিরের বাচ্ছা হোক Tongue

৫৮

বোহেমিয়ান's picture


এবি খাওয়াইছে!!! আমরা মিস করছি ক্যান।
ঢাকায় একটা করা হৌক!

৫৯

বিষাক্ত মানুষ's picture


বেশ

৬০

বিষাক্ত মানুষ's picture


হে মডু
আমার দুইখান কথা আছিলো।

সামহোয়্যারইনের ব্লগার তারার হাসি সাগ্রহে পরিচিতদের সঙ্গে যোগাযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

কথাটার মানে তর্জমা কইরা দেন।

মডারেটরদের কাছে ব্লগাররা কেমনে একটা নির্দিষ্ট কমিউনিটির ট্যাগ পায় ? যদি পাইয়াও থাকে থাকে তাইলে সেইটা আমজনতা নিজেরা নিজেরা হয়তো কয়। কিন্তু একটা ব্লগের মডারেটর কেমনে একজন ব্লগারকে ট্যাগ লাগাইয়া সম্বোধন করে? (আমি জানি না , যদি তারার হাসি নিজে থিকা সামুর ব্লগার হিসেবে পরিচয় দিতে বইলা থাকে তাইলে কোন কথা নাই)
জিনিসটা কেন যানি খটকা লাগলো...

৬১

ভাঙ্গা পেন্সিল's picture


প্র.আলো ব্লগের কথা মনে আছে বিমাদা? ঐখানে নুশেরাপুর নাম-ছবি-পোস্ট সব ছিল, নুশেরাপু ছিল না Tongue তখন হয়তো বলা লাগতো, প্র.আলোর নুশেরাকে ব্যান করা হইয়াছে। Smile)

তবে তারার হাসিকে সামুর ট্যাগ দেয়াটা এতো চোখে লাগে নাই, লেখাটা অবশ্যই ভুল। মডু এখনো ব্লগার তকমা ছাড়তে পারে নাই মনে হয় Wink

৬২

নুশেরা's picture


বিমাজী, মডুমামার পোস্টের তথ্যসূত্র চট্টলাবাসী ব্লগারকুল, মোর প্রিসাইজলি বলতে গেলে এই অধম আর রাকিব। কাজেই কৈফিয়তটা আমিই দিচ্ছি। আড্ডার আয়োজন আর তথ্য প্রদানে যে বিষয়গুলো বিবেচনায় এসেছে তা হলো-

১. আমরা ব্লগারদের সমাবেশ চেয়েছি। নেটকেন্দ্রিক বাংলা প্ল্যাটফর্ম যে ক'টা আছে তাতে সবাই নিজেদেরকে "ব্লগার" বলেন না।

২. তারার হাসি চট্টলাড্ডা'র আগে এবিতে কোন পোস্ট বা কমেন্ট দেন নি। সামু ব্লগে তার রিসেন্ট পোস্টে রাকিবের করা কমেন্টের সূত্র ধরে যোগাযোগ শুরু হয়। সেই তারার হাসিই যে এবির তারার হাসি, সেটা আগে নিশ্চিত হবার উপায় ছিলো না।

বাড়তি কথা।
অন্য ব্লগ অথবা অন্য ব্লগের ব্লগারের নাম নিতে সবাই সমান স্বচ্ছন্দ নন। আমরাবন্ধু প্রথম থেকেই সেই গোঁড়ামি থেকে মুক্ত। বইমেলার সময় ব্লগারদের বই পরিচিতির স্টিকি পোস্টের কথা প্রসঙ্গত স্মর্তব্য।

৬৩

নুশেরা's picture


তারার হাসির লিঙ্কটা দেয়া হয়েছে এবির। এটা ফানি হয়ে গেছে Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.