সমস্যা :: দয়া করে মন্তব্য'র ঘরে লিখুন
অনেক অনেক কৃতজ্ঞতা শুরুতেই ... আপনাদের আগ্রহ আমাদের উৎসাহ যোগায়...
সাইটের বিটা ভার্ষণ চলছে। সাইট দাড় করাটা আসলে অনেক পরিশ্রমের। তাই হয়তো অনেক বিষয় এক সাথে স্মরণে রাখা সম্ভব হয় না। যার ফলশ্রুতিতে কিছু বাগ থেকেই যায়। আর তাই আপনাদের দারস্থ হতে হচ্ছে। আপনাদের সহযোগিতায় আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো। সাইট আপনাদের... সহযোগিতাও আপনাদেরই করতে হবে।
যখন যে ধরনের সমস্যায় আক্রান্ত হবেন দ্রুত আমাদের জানান। আমাদের সম্মানিত ডেভু মহোদয় আপনাদের সকল সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবেন।
সাইটের সৌন্দর্য নিয়েও বলুন। চাওয়া পাওয়া বলুন। আপনাদের সুবিধার্থে এই পোস্ট সাইট প্রথম পাতায় ঝুলিয়ে দেয়া হলো।
আপনাদের সহযোগিতায় আমরাবন্ধু ডট কম একটি চমৎকার ব্লগ সাইট হিসেব সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আপনাদের ধৈর্য এবং সহনশীলতার জন্য আমরা কৃতজ্ঞ।
আমরাবন্ধু ডট কম
যারা বাংলা লিখতে কি-বোর্ড পাচ্ছেন না:
নতুন পোস্টে লিখা এবং মন্তব্যের ক্ষেত্রে: বাংলা টাইপ করার টেক্সট বক্সের নিচে Enable rich-text নামে একটা লিংক আছে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। সেখান থেকে বাংলা কিবোর্ড সিলেক্ট করে লিখতে পারেন। আবার [ ব ] বাটনে ক্লিক দিলে বাংলা টাইপের জন্য আলাদা একটা বক্স ওপেন হবে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। এখানেও আপনার পছন্দমত কি-বোর্ড বেছে নিয়ে লেখালেখি করে কি-বোর্ড আসবে। আবার পাশের ট্যাবে ক্লিক দিয়ে মাউস চেপেও বাংলা লিখতে পারেন।
একটা বাগের কারণে সাময়িক ভাবে রিচ-টেক্সট ডিফল্ট করে রাখা হয়নি।
যারা সরাসরি অভ্রতে লিখবে তাদের কিছুই করতে হবে না।
শুধুমাত্র তাদের জন্য.... যাদের এন্টার প্রেস করলে ডাবল স্পেস দেখায় তাদের Shift+Entre চাপতে অনুরোধ করছি।
১ পিলাচ মাইনাচ/রেটিং দেয়ার সিস্টেম নাই :(
২ উইন্ডোজের বেশীরভাগ ইউজার IE ব্যবহার করে... তাদের দিকে বেশী বেশী দৃষ্টি দেয়ার অনুরোধ জানাই
৩ নাম: টুটুল ..... কমেন্টস বক্স এ এটা এক লাইনে রাখা যায় হয়তো :)
প্রথম পাতায় পোস্টের ছবির থাম্বনেইল দেন। তাইলে দেখতেও সুন্দর। পেজ লোডও কমে।
চমৎকার টেকি প্রস্তাব। মুকুল ভাইয়া টেকি বিশেষজ্ঞ হয়ে গেছেন।
হে হে হে । :P
মডু ভাইয়ার চিহারাখান জুশ লাগতাছে :)
কাহিনি কী আমি কমেন্ট দিলে মন্তব্য field is required. দেখায় ক্যা! X( X(
কমেন্টে টাইমের শেষে দাড়ি কেন?
এই ব্লগের হোতা কে?
ইন ডিটেইলস জানতাম চাই
মন্তব্যের ঝামেলা ছাড়া বাকী সব ঠিকাছে
অনেক কষ্টে মন্তব্য আর পোস্ট দিতে পারছি... আপাতত ধাতস্ত হয়া লই, তারপরে অভাব অভিযোগ।
তবে উন্নয়নকর্মীর কাছে অনুরোধ- প্রতিবার মন্তব্য আর পোস্ট লেখার সময় আমারে রিচ টেক্সট ডিজএ্যাবল করতে হইতেছে... এই থেকে মুক্তি চাই আপাতত
জিনিসটা দেখতেছি বস। এইটা ডিফল্ট করা আছে যারা এইখানে কিবোর্ড সিলেক্ট করে লেখে তাদের জন্য। বাদ দিলে ওদের আবার সমস্যা হবে।
আপনার এন্টি ভাইরাসে খুব সম্ভবত রিচ টেক্সট এর লেখা গায়েব করে দেয় তাই পোস্ট বা কমেন্ট করতে পারেন না। একটু সময় দেন ঠিক করে ফেলব।
প্লাস মাইনাসের সিস্টেম নাই ক্যান?
মাইনাচ ভালা না ...
তার চাইতে রেটিং ভালা :)
আর মাইনাচ প্লাচের প্রয়োজনটাই বা কি?
বাবুয়া এবং নূঢ়াকে মাইনাচ দিতে মঞ্চাই! ;)
১:
প্লাস মাইনাস রেটিং চাইনা...বরং বাবুয়া আর নুড়া রেটিং চাই।
কম খারাপ লাগ্লে ভাভুয়া আর বেশি খারাপ লাগ্লে নুড়া রেটিং ;)
লুল রেটিং এর কথাও চিন্তা করা যাইতে পারে...
(এইটা ফান কইরা লিখসি...কেউ মাইন্ড না খাইলে ভাল লাগে)
২:
কমেন্ট এর রিপ্লাই ট্র্যাক করার কোনও ব্যাবস্থা নাই?
৩:
আমি ফায়ারফক্সে রিচ টেক্সট মোডে কমেন্ট করতে পারছিনা...
আপাতত এই...
"প্লাস মাইনাস রেটিং চাইনা...বরং বাবুয়া আর নুড়া রেটিং চাই।
কম খারাপ লাগ্লে ভাভুয়া আর বেশি খারাপ লাগ্লে নুড়া রেটিং ;)
লুল রেটিং এর কথাও চিন্তা করা যাইতে পারে..."
হাসতেই আছি..........
ছায়ার আলোর প্রচুর সুনাম শুনেছি, কমেন্ট দেখে বুঝলাম কেন...
৩. আমি ফায়ারফক্সে রিচ টেক্সট মোডে কমেন্ট করতে পারছিনা...
কি সমস্য দেখায় রিচ টেক্সট মোডে?
রিচ টেক্সট এনেবেল না করলে বাংলা লেকহা যায় না। এই পেইনটা দুর করার কোনো উপায় আছে?
মডু ভাইয়া দেখলাম পোস্টে এই বিষয়ে কথা বলেছে... (কপিপেস্ট)
যারা বাংলা লিখতে কি-বোর্ড পাচ্ছেন না - নতুন পোস্টে লিখা এবং মন্তব্যের ক্ষেত্রে:
বাংলা টাইপ করার টেক্সট বক্সের নিচে Enable rich-text নামে
একটা লিংক আছে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। [ ব ] বাটনে ক্লিক দিলে বাংলা টাইপের জন্য আলাদা একটা বক্স ওপেন হবে। এখানে আপনার পছন্দমত কি-বোর্ড বেছে নিয়ে লেখালেখি করে কি-বোর্ড আসবে। আবার পাশের ট্যাবে ক্লিক দিয়ে মাউস চেপেও বাংলা লিখতে পারেন।
একটা বাগের কারণে সাময়িক ভাবে রিচ-টেক্সট ডিফল্ট করে রাখা হয়নি।
যারা সরাসরি অভ্রতে লিখবে তাদের কিছুই করতে হবে না।
রিচ টেস্ট কমেন্ট
হায় হায় কালকে হচ্ছিলনা।আজকে হচ্ছে :)
কালকে error দেখাচ্ছিল: "Field required"
লেখায় ছবি সংযোজনের অপশন কবে নাগাদ পাওয়া যাবে। রিচ টেক্সটে একটু সমস্যা রয়ে গেছে মনে হয়। ফায়ার ফক্সে ফনেটিকে ব্যাকস্পেস কাজ করে না, ctrl+a চাপলে ব্ল্যাংক স্পেস আসে। উন্নয়ন কর্মীর দৃষ্টি আকর্ষন করছি।
@শাতিল, ছবি আপলোড ঈদের পর করতে পারবেন। তবে লেখায় ছবি এখনি দিতে পারেন কোনো ইমেজ পোর্টালে( যেমন http://imageshack.us/ ) আপলোড করে।
রিচ টেক্সটের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
ধন্যবাদ।
প্লাস - মাইনাস সিষ্টেমের চেয়ে রেটিং সিষ্টেমটা ভালো। তবে রেটিং এর অনেক মিস ইউজ হয় বলে, ভোট ওর নো ভোট সিষ্টেম হলে আরো ভালো হয়। লেখা পছন্দ হলে ভোট দেয়া না পছন্দ হলে না দেয়া, মাঝামাঝি (কোন ধরনের ফাজলামির) অপশন থাকলো না আর কি।
ইমো দেয়ার ব্যবস্থা আছে? নইলে নজু ভাইয়ের দম আটকে যাবে।
পার্টি আমিও চাই। কে মডু, কে ডেভু কার পার্টি, কিসের পার্টি না জানলেও চলবে আমার। শুধু খানা - পিনা পেলেই হবে।
সাফল্য কামনায়
যতোবার ক্লিক করি, ততোবারই কতোবার পঠিত ব্যাপারটিতে এক যোগ হয়। তারমানে হিট কাউন্ট ব্যাপারটা ইউনিক নয়, তাই কি?
সমস্যাই সমস্যা
"অনলাইনে আছেন" ট্যাবে একটু সমস্যা আছে মনে হয়। যেমন পেজ খোলার পর কখনও দেখা যায় কেউ অনলাইনে নেই। সাইন ইন করার পর দেখা যায় ২/৩ জন মেম্বার / ভিজিটর অনলাইনে। সাথে সাথে লগ আউট করলে আবার দেখা যায় কেউ নেই। আবার লগইন করলে তাদের দেখা যায়।
কমেন্টস এর তারিখ ও সময়টা বাংলা করা যায় কি না। ডেভুর দৃষ্টি আকর্ষণ করছি।
AM/PM কে পূর্বাহ্ন / অপরাহ্ন দিয়ে প্রতিস্থাপন করা গেলে ভালো হয়।
নতুন একটা সমস্যা শুরু হয়েছে। লগইন করার পর ব্ল্যাংক পেজ দেখা যায়। রিফ্রেশ করে মূল পেজে যাওয়া লাগে। কমেন্টস করলে পেজ ব্ল্যাংক হয়ে যায়। রিফ্রেশ করলে কমেন্টস দুইবার আসে।
ধন্যবাদ পয়েন্টআউটের জন্য।
সমস্যাটা সমাধান করা হয়েছে।
আমি ত পোষ্টে ফটু লাগাতে পারিনি।বিজয়ে লিখে কপি পেষ্ট করে এখানে কনভাটৃ করতে পারি নি।
ইমোর বক্স আলাদা আসে কেন?
ইমোটিকন নেই?
Enable rich-text এ ক্লিকাইলে ইমোর টুলস আসপে :)
দাড়ি কমার তো যা তা অবস্থা। পোষ্ট লেখার সময় আসে, লেকিন পাবলিশ করার পর খোজ থাকেনা। কেলেংকারি অবস্থা। সব লাইন এককার।
@মলিকিউল, আপনার পোস্টে তো দাড়ি কমা ঠিকই আসছে, লাইনও প্রায় ঠিক! একটা বাগ আছে অবশ্য, কিছু ব্রাউজারে এন্টার দিলে ডাবল স্পেস হয়। সেক্ষেত্রে শিফ্ট + এন্টার দিলে এক লাইন। হবে।
আমার উপরের কমেন্টে কি দাড়ি কমা ঠিক আছে? :(
হ বস.. ঠিকাছে তো :)
www.flock.com এইটা নামাইয়া লন... হালকা আছে... জোশ :)
নীড়পাতা না দিয়ে প্রচ্ছদ অথবা প্রচ্ছদ পাতা লিখলে কেমন হয় ? আমার সুপারিশ আর কি। নীড়পাতা কেমন বেখাপ্পা লাগে সেই জন্য বলা।
ফটু ক্যাম্নে দেয় !!!
মডু ভাই কমেন্ট এডিট এর অপশন কয়দিন ওপেন থাকে ?
একটা সার্চ অপশন্যোগ করে দেন
প্রিয় লিকহা প্রিয় ব্লগার এর লিংক নিজের ব্লগে নিয়ে আসার অপশন করে দেন
নিজের ব্লগে মন্তব্য মোছার অপশন যোগ করে দেন
আমি একেবার সদ্যজাত এইখানে। কয়েকটা প্রস্তাবঃ
১। উপরে সাঈদ ভাইয়ের কথাই রিপিট করি, "নীড়পাতা" না হয়ে অন্য কিছু হতে পারে।
২। প্লাস-মাইনাস মনে হয় না থাকাই ভাল।
৩। আমি ইমো দিতে পারি না। rich text এ যা-ই লিখি, বলে কমেন্টবক্স ফাঁকা।
১. নাম কোনটা হলে ভালো হয়, মূল পাতা / প্রথম পাতা ?
২. রিচ টেক্সট এ এই বাগটা আছে। আপাতত লেখার পর ডিসবল রিচ টেক্সট ক্লিক করে সেন্ড করুন।
আমার কাছে "প্রথম পাতা"টাই সহজ-সুন্দর মনে হয় আরকি। কিংবা "সবুজ পাতা" দেয়া যায়, যেহেতু সবসময় নতুন লেখা থাকা প্রথম পাতায়।
ইমো দেয়া শিখলাম মনে হয়
মূল পাতার অটো রিফ্রেশ টাইম কমায়া দেন , নৈলে অদূর ভবিষ্যতে সমস্যা হবে
অটো রিফ্রেস টাইম কতটুকু হওয়া উচিত? সাজেশন দেন
অটো রিফ্রেশ টাইম দিতে হয় সাইট ট্রাফিক আর সাইট কন্টেন্ট এর উপরে কেমন চাপ
পরতেসে সেটার উপর বেজ করে |
আপাতত ১০+ মিনিট দিলেও চলে মনে হয়
মন্তব্যের উত্তর আসার আগ পর্যন্ত এডিট করার বা মোছার অপশন চাই। মন্তব্যের স্ক্রিনটাও একটু দেখার অনুরোধ রইলো। Enable/Disable rich-text এর ভেজালটা বিদায় করা যায় কিনা একটু দেখেন। অনেকসময় মন্তব্য লিখে সেইভ করে না রাখলে গায়েব হয়ে যায়।
post delete er option thaka uchit
পোস্ট প্রথম পাতায় না দিয়ে শুধু নিজের অ্যাকাউন্টে রাখার অপশনটাও থাকলে ভালো হয়।
করা যাবে মনে হয়। দেখি চেষ্টা করে। @নুশেরা
ডিলিট অপশন আছে। নিজের পোস্টের উপরে এডিট বাটন এ ক্লিক করলে পোস্টের নিচে মুছে ফেলের বাটন আসে।
প্রতিবার লগইন করার পর সব পোস্টের সব মন্তব্যই "নতুন" (অপঠিত) হিসেবে দেখাচ্ছে। কয়েকদিন ধরে এটা হচ্ছে। আগে ঠিক ছিলো।
এই গেনজামটা নতুন। মন্তব্যের নাম্বারটা বাংলা করতে গিয়ে এমন হয়েছে।
দুই পাশের প্যানেলের মাঝখানের এই যে লেখার অংশটুকু, সেটা আরেকটু চওড়া করে দিলে কেমন হয়? কেমন জানি চিপা চিপা লাগে ...
ইমো আস্তেছেনা
পার্ছি
আমি পারি না কেন?
ইমোর সমস্যা ধরতে পেরেছি ঠিক হয়ে যাবে। এই ঝামেলার জন্য দুঃখিত।
rich-text থেকে পপআপ উইন্ডো আসে, কিন্তু রিচ টেক্সট থেকে পোস্ট করা যায় না, খালি বলে ফাঁকা বক্স। রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে দিলে একগাদা কোড আসে লেখায়। ঐভাবে পোস্ট করে দিলে ইমো আসে না।
এখন বলেন তো কি করব
রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে এইবার দেন তো। মন্তব্যের ঘরে খালি দেখালে ব্রাউজার ব্যাক বাটন ক্লিক করেন,
আগের কমেন্ট দেখা যাবে।
অনেক ধন্যবাদ। হচ্ছে তো দেখি
ইমো ব্যাপারটা এত জটিল এখানে। এটাকে সহজ করার উপায় নাই? এত টাল বাহানা করে ইমো দিতে ইচ্ছে করে না। এক ক্লিকের ইমো চাই।
জো হুকম স্যার। দিচ্ছি।
নীড় সন্ধানির যেমন বলেছেন এক ক্লিকে ইমো দেয়ার ব্যাবস্থা করা হল।
কিছু করতে হবেনা, কোলো ডি, কোলন পি এইরকম শর্টকাট দিলেই ইমো আসবে।
:D:D
))
(
;)
ণুঢ়া ভাইয়ের রোদ চশমা?
বাহ তাইতো ।
কমেন্ট করলেই বলে মন্তব্যের ঘর ফাঁকা। কাল থেকে এই সমস্যা মরে যেতে ইচছে করছে কিছু করুন প্লিইইইইইইজ
বেচারা উন্নয়ন কর্মী এই অভিযোগ শুনতে শুনতে মনে হয় পাগল হয়ে যাচ্ছে ।
আপাতত কমেন্ট লিখার পর নিচের "disable rich-text" এ ক্লিক করে নরমাল মোডে এসে কমেন্ট করেন, কাজ হবে।
আর মন্তব্যের ঘর ফাঁকা বলার পর ব্রাউজারের ব্যাক বাটনে চাপ দিয়ে আগের পেইজে আসলে লেখা ফেরত পাবেন।
আমি খালি বাকসো দেখি।
ভিত্রে সন্নমন্ন কিছু আছে? দেকছেন?
==========================================
উন্নয়নকর্মীকে পিকনিকে একটু বেশী লাঞ্চিত করা হোক, মানে একটা লাঞ্চপ্যাকেট বেশী দেয়া হোক।
নারে ভাই, তাইলে তো বাক্স বেইচা বড়লোক হয়া যাইতাম
@রোবট, কোথায় খালি বাকসো দেখেন, একটু বিস্তারিত বলেন প্লিজ।
p+rkash krlam
আবার টেস্টাই... দেখি কি হয় ... বেটা কমেন্টস কৈ যায়
হেলো টেস্টিং
জবাব টেস্টিং।
type korlam
টাইপ করলাম
আগে যেমন মন্তব্যের ঘর ফাঁকা আছে দেখাইতো সেইটা দেখায়?
নিজের পোস্ট নিজে লাইকানোর অপশন আছে মডুভাই ; এইটা উঠায় দেন
এখনই না; আমি আগে লাইকায় নিই নিজেরগুলা, তারপর
"টেস্টিং" কমেন্টগুলা মুছে দিলে সমস্যা-প্রস্তার এইগুলি সহজে চোখে পড়বে... পোস্ট লোড হতেও কম সময় নেবে।
আরেকটা প্রস্তাব ছিলো। প্রথম পাতায় একটা "আয়া পর্ছি" ট্যাব খোলেন প্লিজ। যিনি নতুন এসে জানান দিতে চান ওইখানে জানান দেবেন। বলা তো যায় না, অভ্যাসবশতঃ কেউ "জেনারেল হইলাম/ ছেপ হইলাম" পোস্টও প্রথম পাতায় দিয়ে দিতে পারে
একটা ইউটিউব ভিডিও জুতে দেওয়ার চেষ্টা করি-
http://www.youtube.com/watch?v=zmX1rnYh1vg
ইউটিউব ভিডিও এম্বেড করা যায় কিভাবে?
মাতব্বরীঃ
১) রিচ টেক্সট ডিফল্টে ডিজেবলড থাকলে ভাল হয়।
২) পেইজ ক্যাশ অন আছে, সেই জন্য ডবল লগইন নেইম দেখায়, লগ আউট করলে ৫ মিনিট আগের পেইজে ফেরত যায়।
৩) ছবি আপলোড করার প্রশেসটা আরও একটু সহজ করা যায় কি?
৪) HTML ক্লিনি আপ চালু নাই, ওয়ার্ড থেকে পেষ্ট করলে মাথা ঘুইরা উঠে।
৫) ব্লগ কে কে দেখছে সেইটা দেখান যাইতে পারে (http://drupal.org/project/modules?text=visitor)
৬) ইউজার ব্লক অপশন থাকা উচিৎ - আমি আশ্রাফরে ব্লক করতাম চাই
আশরাফ মাহমুদ | ফেব্রুয়ারী ১, ২০১০ - ১০:৩৯ পূর্বাহ্ন
@ টুটুল ভাইধরে নিচ্ছি আপনি ব্লগ-কাণ্ডারীদের একজন। কিছু প্রস্তাবনা (বা আবদার/অধিকার-ও বলতে পারেন) করছি। একটা কিবোর্ড পছন্দ করা থাকবে ডিফল্ট এরকম সুযোগ দেন; বারবার কিবোর্ড পাল্টাতে কষ্ট লাগে। রাইটিঙ-প্যানেলে আরো কিছু সুবিধা যোগ করেন (যেমন ধরেন- ভিডি-ও, ছবি দেয়া ইত্যাদি সহজকরণ)। নিজের লেখায় নিজে তারা দেয়া বন্ধ করা হোক এবং তারা দেয়ার ব্যবস্থা রাখা হলে খারাপ লাগার অপশন আসুক। প্রতিমন্তব্যের ক্ষেত্রে লে-আউটটা ব্যবহার-বান্ধব করার অনুরোধ রইল (অনেকটা সামু বা আমারব্লগের মতো; উদাহরণ দিলাম বোঝার সুবিধার জন্য)। জনপ্রিয় পোস্ট অপশনটা বরং সচলের তো করেন; মন্তব্যের সংখ্যা, ব্লগারের সংখ্যা, হিট- সবকিছু মিলে কোডিঙ করা হয় সম্ভবত। সবচেয়ে বড় যে কথা বলতে চাইছি, লেখকদের স্বাধীনতা দিন। ৪৮ ঘণ্টার ব্যাপারটি কেমন যেন। সচলে আছে, আপনারা করছেন। এরকম করলে আমাদের মতো 'যাযাবর লেখক' অর্থ্যাৎ যারা প্রায় প্রতিটি ব্লগে আছেন তাদের অবস্থা কী রকম হবে ভেবে দেখেছেন? তাছাড়া স্বাধীনতা পেলে, নিজের মতো করে নিতে পারলে লেখক আপনমনেই নতুন লেখা দিবেন। তাই মনে করি।জানি ব্লগের এখনো বেটা-সংস্করণ চলছে। তবে এই ব্যাপারগুলো ও অন্য ব্লগারদের উচ্চারিত অনুরোধগুলো জরুরীভিত্তিতে করলে সাইটের জন্য উত্তম হবে। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
==========================
এই পোস্টে : http://www.amrabondhu.com/norbore/341
বেচারা উন্নয়নকর্মী এমনিতেই সবার অভিযোগের ঠেলায় মনে হয় কাহিল; তারপরেও একটা অনুরোধ করি। আগে একটা কমেন্টেও বলেছিলাম। দুই পাশের প্যানেলের মাঝে এই যে লেখার জায়গাটা, যেইখানে লিখি আর কমেন্ট করি আরকি, সেইটা আরেকটু চওড়া করে দেখলে কেমন হয়? আমার কাছে এখন কেমন জানি চিপা চিপা লাগে। এটা অবশ্যই সবার সিদ্ধান্ত, আপনারা কি বলেন?
"দুই পাশের প্যানেলের মাঝে এই যে লেখার জায়গাটা, যেইখানে লিখি আর কমেন্ট করি আরকি, সেইটা আরেকটু চওড়া করে দেখলে কেমন হয়? আমার কাছে এখন কেমন জানি চিপা চিপা লাগে। এটা অবশ্যই সবার সিদ্ধান্ত, আপনারা কি বলেন?"
এটাকে বলে "র(ই)ন(কা)র চিপা" । মাইনকার চিপা মনে হয় ধারেকাছেই আছে।
লিংক ট্যাবটা কাজ করছে না। একটু দেখবেন।
লেখার জায়গা বাড়াইতে গেলে পেইজ এর দুপাশে আধা ইঞ্চি করে স্পেস আছে সেটা কমাতে হবে অথাবা পুরাটা নিতে হবে। তখন কি লুকটা সুন্দর লাগবে ?
খুব ঝামেলার না হলে অল্প একটু বাড়িয়ে দেখাই যাক না; ভাল না লাগলে আপনি তো আছেনই ।
(আমার রেজুলেশনে তো পাশের দুই প্যানেলের পরও দুইপাশে ২ ইঞ্চি করে ফাঁকা জায়গা। ১০২৪x৭৬৮ রেজুলেশনটাই কি স্ট্যান্ডার্ড না?)
নিজের পোস্টেকমেন্ট মোছারঅপশনটা মনে হয় জরুরী
ওকে কাঁকন দেখি চেষ্টা করে । দেরি হতে পারে। স্বেচ্ছাশ্রমের কাজতো আস্তে আস্তে ফিচার গুলো আসবে।:)
ব্লগার নাহীদ এর পোষ্টে কমেন্ট করা যাচ্ছে না কেন , একটু দেখবেন কি ?
ওর ভাষ্যমতে কমেন্ট করা বন্ধ করে রাখে নাই।
আমার পোষ্টে কমেন্ট করা যাচ্ছে না.........
কিছু প্রস্তাব:
১. প্রথম পাতায় ব্লগারতালিকা ট্যাব রাখা যেতে পারে। অনিয়মিত (মতান্তরে অলস) বন্ধুদের একাউন্টে ডিফল্ট হিসেবে "কড়া নাড়া" বা "নক নক" পোস্ট রাখা যেতে পারে।
২. প্রিয় পোস্টে যোগ করার অপশন নিয়ে কাজ করছেন, সেজন্য অনেক ধন্যবাদ। পোস্টের জন্য নির্ধারিত ক্যাটাগরি রাখার অনুরোধ জানাই। কী কী ক্যাটাগরি হতে পারে, এ বিষয়ে বন্ধুদের মতামত যাচাই করার জন্য মডারেটর পোস্ট দিতে পারেন।
৩. বইমেলায় ব্লগ নির্বিশেষে ব্লগারদের বই নিয়ে মডারেটর একটি পোস্ট দিতে পারেন। মন্তব্যে প্রত্যেকে কিছু যোগ করলেন। বই বিষয়ক তথ্য সংশ্লিষ্ট ব্লগগুলোতে আছে (আশা করা যায় প্রচ্ছদের ছবিসহ সেই তথ্যের প্রকাশে সংশ্লিষ্ট লেখক বা ব্লগ আপত্তি করবেন না)। কোন বই কেউ পড়ে থাকলে সেখানে অল্পকথায় পাঠপ্রতিক্রিয়াও জানাতে পারেন।
ক্যাটাগরিতে আজাইরা বা কাছাকাছি নামের একটা ক্যাটাগরি না রাখলে আমার পোস্ট গুলা ক্যাটাগরিহীন এতিম হয়ে যাবে
প্রথম পাতায় পোস্ট লেখকের নামের উপর মাউস রাখলে underline দেখায়। এইটা বাদ দেওয়া যায়।
কারো কারো পোস্টে ঢুকলে মাঝে মাঝে "সাম্প্রতিক মন্তব্য" এবং "..এর সাম্প্রতিক ব্লগ" "মন্তব্য করুন" -এর নিচে চলে আসে। এইটা ঠিক করুন।
অটোসেভ ফিচারটা যে কি জরুরী সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে একজন ব্লগার পরপর দুবার তার পোষ্ট হারিয়েছেন। একবার লিখে হারিয়ে ফেলার পর আবার লিখেছিলেন, সেটাও হারিয়ে গ্যাছে।
যে ইমোগুলো দেয়ার চেষ্টা করেছি সেগুলো আসে নি। কাছাকাছি অন্যরকম ইমো এসেছে।
আর কিছু ইমো (যেমন দেয়াল মাথা ঠোকা, লাল পানি ভরা তিনকোনা গ্লাস ইত্যাদি) পুরোনো পোস্টে দেখি, এখন কিভাবে দেয়া যায় সিস্টেম পাই না।
এবি'র পথচলা শুভ হোক। এই ব্লগটাকে বিশেষ ধন্যবাদ।
ধন্যবাদ। আমার এই সমস্যা দূর হইসে। যাবতীয় ইমো তো দিতে পারিই, তার বাইরেও অনেক ইমো দিতে পারি।
এডোতো ঐতিহাসিক পোষ্ট---
এখনো কি কোনো ছাড়পোকা টোকা আছে নাকি?
ওহ নিজের পোষ্টে কমেন্ট মুছার ব্যাপারটা খুব জরুরি
মন্তব্য করুন