ইউজার লগইন

সমস্যা :: দয়া করে মন্তব্য'র ঘরে লিখুন

অনেক অনেক কৃতজ্ঞতা শুরুতেই ... আপনাদের আগ্রহ আমাদের উৎসাহ যোগায়...

সাইটের বিটা ভার্ষণ চলছে। সাইট দাড় করাটা আসলে অনেক পরিশ্রমের। তাই হয়তো অনেক বিষয় এক সাথে স্মরণে রাখা সম্ভব হয় না। যার ফলশ্রুতিতে কিছু বাগ থেকেই যায়। আর তাই আপনাদের দারস্থ হতে হচ্ছে। আপনাদের সহযোগিতায় আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো। সাইট আপনাদের... সহযোগিতাও আপনাদেরই করতে হবে।

যখন যে ধরনের সমস্যায় আক্রান্ত হবেন দ্রুত আমাদের জানান। আমাদের সম্মানিত ডেভু মহোদয় আপনাদের সকল সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবেন।

সাইটের সৌন্দর্য নিয়েও বলুন। চাওয়া পাওয়া বলুন। আপনাদের সুবিধার্থে এই পোস্ট সাইট প্রথম পাতায় ঝুলিয়ে দেয়া হলো।

আপনাদের সহযোগিতায় আমরাবন্ধু ডট কম একটি চমৎকার ব্লগ সাইট হিসেব সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আপনাদের ধৈর্য এবং সহনশীলতার জন্য আমরা কৃতজ্ঞ।

আমরাবন্ধু ডট কম

যারা বাংলা লিখতে কি-বোর্ড পাচ্ছেন না:

নতুন পোস্টে লিখা এবং মন্তব্যের ক্ষেত্রে: বাংলা টাইপ করার টেক্সট বক্সের নিচে Enable rich-text নামে একটা লিংক আছে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। সেখান থেকে বাংলা কিবোর্ড সিলেক্ট করে লিখতে পারেন। আবার [ ব ] বাটনে ক্লিক দিলে বাংলা টাইপের জন্য আলাদা একটা বক্স ওপেন হবে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। এখানেও আপনার পছন্দমত কি-বোর্ড বেছে নিয়ে লেখালেখি করে কি-বোর্ড আসবে। আবার পাশের ট্যাবে ক্লিক দিয়ে মাউস চেপেও বাংলা লিখতে পারেন।

একটা বাগের কারণে সাময়িক ভাবে রিচ-টেক্সট ডিফল্ট করে রাখা হয়নি।

যারা সরাসরি অভ্রতে লিখবে তাদের কিছুই করতে হবে না।


শুধুমাত্র তাদের জন্য.... যাদের এন্টার প্রেস করলে ডাবল স্পেস দেখায় তাদের Shift+Entre চাপতে অনুরোধ করছি।

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


১  পিলাচ মাইনাচ/রেটিং দেয়ার সিস্টেম নাই :(
২  উইন্ডোজের বেশীরভাগ ইউজার IE ব্যবহার করে... তাদের দিকে বেশী বেশী দৃষ্টি দেয়ার অনুরোধ জানাই
৩   নাম: টুটুল ..... কমেন্টস বক্স এ এটা এক লাইনে রাখা যায় হয়তো :)

মুকুল's picture


প্রথম পাতায় পোস্টের ছবির থাম্বনেইল দেন। তাইলে দেখতেও সুন্দর। পেজ লোডও কমে।

শিখর দবির's picture


চমৎকার টেকি প্রস্তাব। মুকুল ভাইয়া টেকি বিশেষজ্ঞ হয়ে গেছেন।

মুকুল's picture


হে হে হে । :P

উদ্ভ্রান্ত মন's picture


মডু ভাইয়ার চিহারাখান জুশ লাগতাছে  :)

রাশেদ's picture


কাহিনি কী আমি কমেন্ট দিলে মন্তব্য field is required. দেখায় ক্যা! X( X(

রাশেদ's picture


কমেন্টে টাইমের শেষে দাড়ি কেন?

ছায়ার আলো's picture


এই ব্লগের হোতা কে?
ইন ডিটেইলস জানতাম চাই Innocent

মেসবাহ য়াযাদ's picture


মন্তব্যের ঝামেলা ছাড়া বাকী সব ঠিকাছে

১০

নজরুল ইসলাম's picture


অনেক কষ্টে মন্তব্য আর পোস্ট দিতে পারছি... আপাতত ধাতস্ত হয়া লই, তারপরে অভাব অভিযোগ।
তবে উন্নয়নকর্মীর কাছে অনুরোধ- প্রতিবার মন্তব্য আর পোস্ট লেখার সময় আমারে রিচ টেক্সট ডিজএ্যাবল করতে হইতেছে... এই থেকে মুক্তি চাই আপাতত

১১

শিখর দবির's picture


জিনিসটা দেখতেছি বস। এইটা ডিফল্ট করা আছে যারা এইখানে কিবোর্ড সিলেক্ট করে লেখে তাদের জন্য। বাদ দিলে ওদের আবার সমস্যা হবে।

 

আপনার  এন্টি ভাইরাসে খুব সম্ভবত রিচ টেক্সট এর লেখা গায়েব করে দেয় তাই পোস্ট বা কমেন্ট করতে পারেন না। একটু সময় দেন ঠিক করে ফেলব।

১২

মানুষ's picture


প্লাস মাইনাসের সিস্টেম নাই ক্যান?

১৩

হুদাই উদ্দিন's picture


মাইনাচ ভালা না ...

তার চাইতে রেটিং ভালা :)

আর মাইনাচ প্লাচের প্রয়োজনটাই বা কি?

১৪

মাসরুর's picture


বাবুয়া এবং নূঢ়াকে মাইনাচ দিতে মঞ্চাই! ;)

১৫

ছায়ার আলো's picture


১:
প্লাস মাইনাস রেটিং চাইনা...বরং বাবুয়া আর নুড়া রেটিং চাই।
কম খারাপ লাগ্লে ভাভুয়া আর বেশি খারাপ লাগ্লে নুড়া রেটিং ;)
লুল রেটিং এর কথাও চিন্তা করা যাইতে পারে...
(এইটা ফান কইরা লিখসি...কেউ মাইন্ড না খাইলে ভাল লাগে)

২:
কমেন্ট এর রিপ্লাই ট্র্যাক করার কোনও ব্যাবস্থা নাই?

৩:
আমি ফায়ারফক্সে রিচ টেক্সট মোডে কমেন্ট করতে পারছিনা...

আপাতত এই...

১৬

নুশেরা's picture


"প্লাস মাইনাস রেটিং চাইনা...বরং বাবুয়া আর নুড়া রেটিং চাই।
কম খারাপ লাগ্লে ভাভুয়া আর বেশি খারাপ লাগ্লে নুড়া রেটিং ;)
লুল রেটিং এর কথাও চিন্তা করা যাইতে পারে..."

হাসতেই আছি..........

ছায়ার আলোর প্রচুর সুনাম শুনেছি, কমেন্ট দেখে বুঝলাম কেন...

১৭

শিখর দবির's picture


৩. আমি ফায়ারফক্সে রিচ টেক্সট মোডে কমেন্ট করতে পারছিনা...

 

কি  সমস্য দেখায় রিচ টেক্সট মোডে?

১৮

রায়েহাত শুভ's picture


রিচ টেক্সট এনেবেল না করলে বাংলা লেকহা যায় না। এই পেইনটা দুর করার কোনো উপায় আছে?

১৯

টুটুল's picture


মডু ভাইয়া দেখলাম পোস্টে এই বিষয়ে কথা বলেছে... (কপিপেস্ট)

যারা বাংলা লিখতে কি-বোর্ড পাচ্ছেন না - নতুন পোস্টে লিখা এবং মন্তব্যের ক্ষেত্রে:
বাংলা টাইপ করার টেক্সট বক্সের নিচে Enable rich-text নামে
একটা লিংক আছে। এটাতে ক্লিক দিলে আপনার কি-বোর্ড সংক্রান্ত মেনু আসবে। [ ব ] বাটনে ক্লিক দিলে বাংলা টাইপের জন্য আলাদা একটা বক্স ওপেন হবে। এখানে আপনার পছন্দমত কি-বোর্ড বেছে নিয়ে লেখালেখি করে কি-বোর্ড আসবে। আবার পাশের ট্যাবে ক্লিক দিয়ে মাউস চেপেও বাংলা লিখতে পারেন।
একটা বাগের কারণে সাময়িক ভাবে রিচ-টেক্সট ডিফল্ট করে রাখা হয়নি।

যারা সরাসরি অভ্রতে লিখবে তাদের কিছুই করতে হবে না।

২০

ছায়ার আলো's picture


রিচ টেস্ট কমেন্ট

২১

ছায়ার আলো's picture


হায় হায় কালকে হচ্ছিলনা।আজকে হচ্ছে :)
কালকে error দেখাচ্ছিল: "Field required"

২২

শাতিল's picture


লেখায় ছবি সংযোজনের অপশন কবে নাগাদ পাওয়া যাবে। রিচ টেক্সটে একটু সমস্যা রয়ে গেছে মনে হয়। ফায়ার ফক্সে ফনেটিকে ব্যাকস্পেস কাজ করে না, ctrl+a চাপলে ব্ল্যাংক স্পেস আসে। উন্নয়ন কর্মীর দৃষ্টি আকর্ষন করছি।

২৩

শিখর দবির's picture


@শাতিল, ছবি আপলোড ঈদের পর করতে পারবেন। তবে লেখায় ছবি এখনি দিতে পারেন কোনো ইমেজ পোর্টালে(‌ যেমন http://imageshack.us/ ) আপলোড করে।

রিচ  টেক্সটের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
ধন্যবাদ।

২৪

তানবীরা's picture


প্লাস - মাইনাস সিষ্টেমের চেয়ে রেটিং সিষ্টেমটা ভালো। তবে রেটিং এর অনেক মিস ইউজ হয় বলে, ভোট ওর নো ভোট সিষ্টেম হলে আরো ভালো হয়। লেখা পছন্দ হলে ভোট দেয়া না পছন্দ হলে না দেয়া, মাঝামাঝি (কোন ধরনের ফাজলামির) অপশন থাকলো না আর কি।

ইমো দেয়ার ব্যবস্থা আছে? নইলে নজু ভাইয়ের দম আটকে যাবে।

পার্টি আমিও চাই। কে মডু, কে ডেভু কার পার্টি, কিসের পার্টি না জানলেও চলবে আমার। শুধু খানা - পিনা পেলেই হবে।

সাফল্য কামনায়

২৫

তানবীরা's picture


যতোবার ক্লিক করি, ততোবারই কতোবার পঠিত ব্যাপারটিতে এক যোগ হয়। তারমানে হিট কাউন্ট ব্যাপারটা ইউনিক নয়, তাই কি?

২৬

উদ্ভ্রান্ত মন's picture


সমস্যাই সমস্যা

২৭

শাতিল's picture


"অনলাইনে আছেন" ট্যাবে একটু সমস্যা আছে মনে হয়। যেমন পেজ খোলার পর কখনও দেখা যায় কেউ অনলাইনে নেই। সাইন ইন করার পর দেখা যায় ২/৩ জন মেম্বার / ভিজিটর অনলাইনে। সাথে সাথে লগ আউট করলে আবার দেখা যায় কেউ নেই। আবার লগইন করলে তাদের দেখা যায়।

২৮

ব্লগ টেস্টার's picture


কমেন্টস এর তারিখ ও সময়টা বাংলা করা যায় কি না। ডেভুর দৃষ্টি আকর্ষণ করছি।

২৯

শিখর দবির's picture


ডান। Laughing
৩০

ব্লগ টেস্টার's picture


AM/PM কে পূর্বাহ্ন / অপরাহ্ন দিয়ে প্রতিস্থাপন করা গেলে ভালো হয়।

৩১

ব্লগ টেস্টার's picture


নতুন একটা সমস্যা শুরু হয়েছে। লগইন করার পর ব্ল্যাংক পেজ দেখা যায়। রিফ্রেশ করে মূল পেজে যাওয়া লাগে। কমেন্টস করলে পেজ ব্ল্যাংক হয়ে যায়। রিফ্রেশ করলে কমেন্টস দুইবার আসে।

৩২

শিখর দবির's picture


ধন্যবাদ পয়েন্টআউটের জন্য।

৩৩

শিখর দবির's picture


সমস্যাটা সমাধান করা হয়েছে।

৩৪

জ্যোতি's picture


আমি ত পোষ্টে ফটু লাগাতে পারিনি।Cryবিজয়ে লিখে কপি পেষ্ট করে এখানে কনভাটৃ করতে পারি নি।Cry

৩৫

মলিকিউল's picture


ইমোর বক্স আলাদা আসে কেন?

৩৬

ডানপিটে's picture


ইমোটিকন নেই?

৩৭

টুটুল's picture


Enable rich-text এ ক্লিকাইলে ইমোর টুলস আসপে :)

৩৮

মলিকিউল's picture


দাড়ি কমার তো যা তা অবস্থা। পোষ্ট লেখার সময় আসে, লেকিন পাবলিশ করার পর খোজ থাকেনা। কেলেংকারি অবস্থা। সব লাইন এককার।

৩৯

শিখর দবির's picture


@মলিকিউল, আপনার পোস্টে তো দাড়ি কমা ঠিকই আসছে, লাইনও প্রায় ঠিক! একটা বাগ আছে অবশ্য, কিছু ব্রাউজারে এন্টার দিলে ডাবল স্পেস হয়। সেক্ষেত্রে শিফ্ট + এন্টার দিলে এক লাইন। হবে।

৪০

মলিকিউল's picture


আমার উপরের কমেন্টে কি দাড়ি কমা ঠিক আছে? :(

৪১

টুটুল's picture


হ বস.. ঠিকাছে তো :)

www.flock.com এইটা নামাইয়া লন... হালকা আছে... জোশ :)

৪২

সাঈদ's picture


নীড়পাতা না দিয়ে প্রচ্ছদ অথবা প্রচ্ছদ পাতা লিখলে কেমন হয় ? আমার সুপারিশ আর কি। নীড়পাতা কেমন বেখাপ্পা লাগে সেই জন্য বলা।

৪৩

বিষাক্ত মানুষ's picture


ফটু ক্যাম্নে দেয় !!!

৪৪

উদ্ভ্রান্ত মন's picture


মডু ভাই কমেন্ট এডিট এর অপশন কয়দিন ওপেন থাকে ?

৪৫

কাঁকন's picture


একটা সার্চ অপশন‌্যোগ করে দেন

প্রিয় লিকহা প্রিয় ব্লগার এর লিংক নিজের ব্লগে নিয়ে আসার অপশন করে দেন

নিজের ব্লগে মন্তব্য মোছার অপশন যোগ করে দেন

 

 

৪৬

নড়বড়ে's picture


আমি একেবার সদ্যজাত এইখানে। কয়েকটা প্রস্তাবঃ

১। উপরে সাঈদ ভাইয়ের কথাই রিপিট করি, "নীড়পাতা" না হয়ে অন্য কিছু হতে পারে।
২। প্লাস-মাইনাস মনে হয় না থাকাই ভাল।
৩। আমি ইমো দিতে পারি না। rich text এ যা-ই লিখি, বলে কমেন্টবক্স ফাঁকা।

৪৭

শিখর দবির's picture


১. নাম কোনটা হলে ভালো হয়, মূল পাতা / প্রথম পাতা ?
২. রিচ টেক্সট এ এই বাগটা আছে। আপাতত লেখার পর ডিসবল রিচ টেক্সট ক্লিক করে সেন্ড করুন।

৪৮

নড়বড়ে's picture


আমার কাছে "প্রথম পাতা"টাই সহজ-সুন্দর মনে হয় আরকি। কিংবা "সবুজ পাতা" দেয়া যায়, যেহেতু সবসময় নতুন লেখা থাকা প্রথম পাতায়।

ইমো দেয়া শিখলাম মনে হয়

৪৯

উদ্ভ্রান্ত মন's picture


মূল পাতার অটো রিফ্রেশ টাইম কমায়া দেন , নৈলে অদূর ভবিষ্যতে সমস্যা হবে

৫০

টুটুল's picture


অটো রিফ্রেস টাইম কতটুকু হওয়া উচিত? সাজেশন দেন

৫১

উদ্ভ্রান্ত মন's picture


অটো রিফ্রেশ টাইম দিতে হয় সাইট ট্রাফিক আর সাইট কন্টেন্ট এর উপরে কেমন চাপ
পরতেসে সেটার উপর বেজ করে | 

আপাতত ১০+ মিনিট দিলেও চলে মনে হয়

৫২

নুশেরা's picture


মন্তব্যের উত্তর আসার আগ পর্যন্ত এডিট করার বা মোছার অপশন চাই। মন্তব্যের স্ক্রিনটাও একটু দেখার অনুরোধ রইলো। Enable/Disable rich-text এর ভেজালটা বিদায় করা যায় কিনা একটু দেখেন। অনেকসময় মন্তব্য লিখে সেইভ করে না রাখলে গায়েব হয়ে যায়।

৫৩

কাঁকন's picture


post delete er option thaka uchit

৫৪

নুশেরা's picture


পোস্ট প্রথম পাতায় না দিয়ে শুধু নিজের অ্যাকাউন্টে রাখার অপশনটাও থাকলে ভালো হয়।

৫৫

শিখর দবির's picture


করা যাবে মনে হয়। দেখি চেষ্টা করে। @নুশেরা

৫৬

শিখর দবির's picture


ডিলিট অপশন আছে। নিজের পোস্টের উপরে এডিট বাটন এ ক্লিক করলে পোস্টের নিচে মুছে ফেলের বাটন আসে।

৫৭

নুশেরা's picture


প্রতিবার লগইন করার পর সব পোস্টের সব মন্তব্যই "নতুন" (অপঠিত) হিসেবে দেখাচ্ছে। কয়েকদিন ধরে এটা হচ্ছে। আগে ঠিক ছিলো।

৫৮

শিখর দবির's picture


এই গেনজামটা নতুন। মন্তব্যের নাম্বারটা বাংলা করতে গিয়ে এমন হয়েছে।

৫৯

নড়বড়ে's picture


দুই পাশের প্যানেলের মাঝখানের এই যে লেখার অংশটুকু, সেটা আরেকটু চওড়া করে দিলে কেমন হয়? কেমন জানি চিপা চিপা লাগে ...

৬০

অদিতি's picture


ইমো আস্তেছেনা

৬১

টুটুল's picture




৬২

টুটুল's picture


পার্ছি Smile

৬৩

নড়বড়ে's picture


আমি পারি না কেন?

৬৪

শিখর দবির's picture


ইমোর সমস্যা ধরতে পেরেছি ঠিক হয়ে যাবে। এই ঝামেলার জন্য দুঃখিত।

৬৫

নড়বড়ে's picture


rich-text থেকে পপআপ উইন্ডো আসে, কিন্তু রিচ টেক্সট থেকে পোস্ট করা যায় না, খালি বলে ফাঁকা বক্স। রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে দিলে একগাদা কোড আসে লেখায়। ঐভাবে পোস্ট করে দিলে ইমো আসে না।

এখন বলেন তো কি করব

৬৬

শিখর দবির's picture


রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে এইবার দেন তো। মন্তব্যের ঘরে খালি দেখালে ব্রাউজার ব্যাক বাটন ক্লিক করেন,
আগের কমেন্ট দেখা যাবে।

৬৭

নড়বড়ে's picture


অনেক ধন্যবাদ। হচ্ছে তো দেখি

৬৮

নীড় সন্ধানী's picture


৬৯

নীড় সন্ধানী's picture


ইমো ব্যাপারটা এত জটিল এখানে। এটাকে সহজ করার উপায় নাই? এত টাল বাহানা করে ইমো দিতে ইচ্ছে করে না। এক ক্লিকের ইমো চাই।

৭০

শিখর দবির's picture


জো হুকম স্যার। দিচ্ছি।

৭১

টুটুল's picture


৭২

শিখর দবির's picture


নীড় সন্ধানির যেমন বলেছেন এক ক্লিকে ইমো দেয়ার ব্যাবস্থা করা হল। Smile

৭৩

শিখর দবির's picture


কিছু করতে হবেনা, কোলো ডি, কোলন পি এইরকম শর্টকাট দিলেই ইমো আসবে। Laughing out loud Tongue Worried Cool

৭৪

টুটুল's picture


Laughing out loudBig Grin:D:D
Smile)LaughingSmile)
SadSadSad(
;)WinkWink

৭৫

শিখর দবির's picture


Steve

৭৬

টুটুল's picture


Steve
ণুঢ়া ভাইয়ের রোদ চশমা?

৭৭

সাঈদ's picture


Smile

৭৮

সাঈদ's picture


বাহ তাইতো ।

৭৯

তানবীরা's picture


কমেন্ট করলেই বলে মন্তব্যের ঘর ফাঁকা। কাল থেকে এই সমস্যা মরে যেতে ইচছে করছে কিছু করুন প্লিইইইইইইজ

৮০

নড়বড়ে's picture


বেচারা উন্নয়ন কর্মী এই অভিযোগ শুনতে শুনতে মনে হয় পাগল হয়ে যাচ্ছে

আপাতত কমেন্ট লিখার পর নিচের "disable rich-text" এ ক্লিক করে নরমাল মোডে এসে কমেন্ট করেন, কাজ হবে।

আর মন্তব্যের ঘর ফাঁকা বলার পর ব্রাউজারের ব্যাক বাটনে চাপ দিয়ে আগের পেইজে আসলে লেখা ফেরত পাবেন।

৮১

রোবোট's picture


আমি  খালি  বাকসো দেখি।

৮২

টুটুল's picture


ভিত্রে সন্নমন্ন কিছু আছে? দেকছেন?

৮৩

নুশেরা's picture


  

==========================================
উন্নয়নকর্মীকে পিকনিকে একটু বেশী লাঞ্চিত করা হোক, মানে একটা লাঞ্চপ্যাকেট বেশী দেয়া হোক।

৮৪

রোবোট's picture


নারে ভাই, তাইলে তো বাক্স বেইচা বড়লোক হয়া যাইতাম

৮৫

শিখর দবির's picture


@রোবট, কোথায় খালি বাকসো দেখেন, একটু বিস্তারিত বলেন প্লিজ।

৮৬

শাতিল's picture


p+rkash krlam

৮৭

শাতিল's picture


আবার টেস্টাই... দেখি কি হয় ... বেটা কমেন্টস কৈ যায়

হেলো টেস্টিং

৮৮

হাসান রায়হান's picture


জবাব টেস্টিং।

৮৯

শাতিল's picture


type korlam

৯০

শাতিল's picture


টাইপ করলাম

৯১

শিখর দবির's picture


আগে যেমন মন্তব্যের ঘর ফাঁকা আছে দেখাইতো সেইটা দেখায়?

৯২

মামুন ম. আজিজ's picture


৯৩

কাঁকন's picture


নিজের পোস্ট নিজে লাইকানোর অপশন আছে মডুভাই ; এইটা উঠায় দেন

৯৪

নুশেরা's picture


এখনই না; আমি আগে লাইকায় নিই নিজেরগুলা, তারপর Smile

৯৫

নুশেরা's picture


"টেস্টিং" কমেন্টগুলা মুছে দিলে সমস্যা-প্রস্তার এইগুলি সহজে চোখে পড়বে... পোস্ট লোড হতেও কম সময় নেবে।
আরেকটা প্রস্তাব ছিলো। প্রথম পাতায় একটা "আয়া পর্ছি" ট্যাব খোলেন প্লিজ। যিনি নতুন এসে জানান দিতে চান ওইখানে জানান দেবেন। বলা তো যায় না, অভ্যাসবশতঃ কেউ "জেনারেল হইলাম/ ছেপ হইলাম" পোস্টও প্রথম পাতায় দিয়ে দিতে পারে Tongue out

৯৬

নড়বড়ে's picture


একটা ইউটিউব ভিডিও জুতে দেওয়ার চেষ্টা করি-

http://www.youtube.com/watch?v=zmX1rnYh1vg

৯৭

নড়বড়ে's picture


ইউটিউব ভিডিও এম্বেড করা যায় কিভাবে?

৯৮

~স্বপ্নজয়~'s picture


মাতব্বরীঃ

১) রিচ টেক্সট ডিফল্টে ডিজেবলড থাকলে ভাল হয়।
২) পেইজ ক্যাশ অন আছে, সেই জন্য ডবল লগইন নেইম দেখায়, লগ আউট করলে ৫ মিনিট আগের পেইজে ফেরত যায়।
৩) ছবি আপলোড করার প্রশেসটা আরও একটু সহজ করা যায় কি?
৪) HTML ক্লিনি আপ চালু নাই, ওয়ার্ড থেকে পেষ্ট করলে মাথা ঘুইরা উঠে।
৫) ব্লগ কে কে দেখছে সেইটা দেখান যাইতে পারে (http://drupal.org/project/modules?text=visitor)
৬)  ইউজার ব্লক অপশন থাকা উচিৎ - আমি আশ্রাফরে ব্লক করতাম চাই Sad

৯৯

টুটুল's picture


আশরাফ মাহমুদ | ফেব্রুয়ারী ১, ২০১০ - ১০:৩৯ পূর্বাহ্ন

@ টুটুল ভাইধরে নিচ্ছি আপনি ব্লগ-কাণ্ডারীদের একজন। কিছু প্রস্তাবনা (বা আবদার/অধিকার-ও বলতে পারেন) করছি। একটা কিবোর্ড পছন্দ করা থাকবে ডিফল্ট এরকম সুযোগ দেন; বারবার কিবোর্ড পাল্টাতে কষ্ট লাগে। রাইটিঙ-প্যানেলে আরো কিছু সুবিধা যোগ করেন (যেমন ধরেন- ভিডি-ও, ছবি দেয়া ইত্যাদি সহজকরণ)। নিজের লেখায় নিজে তারা দেয়া বন্ধ করা হোক এবং তারা দেয়ার ব্যবস্থা রাখা হলে খারাপ লাগার অপশন আসুক। প্রতিমন্তব্যের ক্ষেত্রে লে-আউটটা ব্যবহার-বান্ধব করার অনুরোধ রইল (অনেকটা সামু বা আমারব্লগের মতো; উদাহরণ দিলাম বোঝার সুবিধার জন্য)। জনপ্রিয় পোস্ট অপশনটা বরং সচলের তো করেন; মন্তব্যের সংখ্যা, ব্লগারের সংখ্যা, হিট- সবকিছু মিলে কোডিঙ করা হয় সম্ভবত। সবচেয়ে বড় যে কথা বলতে চাইছি, লেখকদের স্বাধীনতা দিন। ৪৮ ঘণ্টার ব্যাপারটি কেমন যেন। সচলে আছে, আপনারা করছেন। এরকম করলে আমাদের মতো 'যাযাবর লেখক' অর্থ্যাৎ যারা প্রায় প্রতিটি ব্লগে আছেন তাদের অবস্থা কী রকম হবে ভেবে দেখেছেন? তাছাড়া স্বাধীনতা পেলে, নিজের মতো করে নিতে পারলে লেখক আপনমনেই নতুন লেখা দিবেন। তাই মনে করি।জানি ব্লগের এখনো বেটা-সংস্করণ চলছে। তবে এই ব্যাপারগুলো ও অন্য ব্লগারদের উচ্চারিত অনুরোধগুলো জরুরীভিত্তিতে করলে সাইটের জন্য উত্তম হবে। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
==========================

এই পোস্টে : http://www.amrabondhu.com/norbore/341

বেচারা উন্নয়নকর্মী এমনিতেই সবার অভিযোগের ঠেলায় মনে হয় কাহিল; তারপরেও একটা অনুরোধ করি। আগে একটা কমেন্টেও বলেছিলাম। দুই পাশের প্যানেলের মাঝে এই যে লেখার জায়গাটা, যেইখানে লিখি আর কমেন্ট করি আরকি, সেইটা আরেকটু চওড়া করে দেখলে কেমন হয়? আমার কাছে এখন কেমন জানি চিপা চিপা লাগে। এটা অবশ্যই সবার সিদ্ধান্ত, আপনারা কি বলেন?

১০০

রোবোট's picture


"দুই পাশের প্যানেলের মাঝে এই যে লেখার জায়গাটা, যেইখানে লিখি আর কমেন্ট করি আরকি, সেইটা আরেকটু চওড়া করে দেখলে কেমন হয়? আমার কাছে এখন কেমন জানি চিপা চিপা লাগে। এটা অবশ্যই সবার সিদ্ধান্ত, আপনারা কি বলেন?"

 

এটাকে বলে "র(ই)ন(কা)র চিপা" Smile । মাইনকার চিপা মনে হয় ধারেকাছেই আছে।

১০১

নুশেরা's picture


লিংক ট্যাবটা কাজ করছে না। একটু দেখবেন।

১০২

শিখর দবির's picture


লেখার জায়গা বাড়াইতে গেলে পেইজ এর দুপাশে আধা ইঞ্চি করে  স্পেস আছে সেটা কমাতে হবে অথাবা পুরাটা নিতে হবে। তখন কি লুকটা সুন্দর লাগবে ?

১০৩

নড়বড়ে's picture


খুব ঝামেলার না হলে অল্প একটু বাড়িয়ে দেখাই যাক না; ভাল না লাগলে আপনি তো আছেনই Innocent

(আমার রেজুলেশনে তো পাশের দুই প্যানেলের পরও দুইপাশে ২ ইঞ্চি করে ফাঁকা জায়গা। ১০২৪x৭৬৮ রেজুলেশনটাই কি স্ট্যান্ডার্ড না?)

১০৪

কাঁকন's picture


নিজের পোস্টেকমেন্ট মোছারঅপশনটা মনে হয় জরুরী

১০৫

শিখর দবির's picture


ওকে কাঁকন দেখি চেষ্টা করে । দেরি হতে পারে। স্বেচ্ছাশ্রমের কাজতো আস্তে আস্তে ফিচার গুলো আসবে।:)

১০৬

সাঈদ's picture


ব্লগার নাহীদ এর পোষ্টে কমেন্ট করা যাচ্ছে না কেন , একটু দেখবেন কি ?

ওর  ভাষ্যমতে কমেন্ট করা বন্ধ করে রাখে নাই।

১০৭

নাহীদ Hossain's picture


আমার পোষ্টে কমেন্ট করা যাচ্ছে না.........

১০৮

নুশেরা's picture


কিছু প্রস্তাব:

১. প্রথম পাতায় ব্লগারতালিকা ট্যাব রাখা যেতে পারে। অনিয়মিত (মতান্তরে অলস) বন্ধুদের একাউন্টে ডিফল্ট হিসেবে "কড়া নাড়া" বা "নক নক" পোস্ট রাখা যেতে পারে।

২. প্রিয় পোস্টে যোগ করার অপশন নিয়ে কাজ করছেন, সেজন্য অনেক ধন্যবাদ। পোস্টের জন্য নির্ধারিত ক্যাটাগরি রাখার অনুরোধ জানাই। কী কী ক্যাটাগরি হতে পারে, এ বিষয়ে বন্ধুদের মতামত যাচাই করার জন্য মডারেটর পোস্ট দিতে পারেন।

৩. বইমেলায় ব্লগ নির্বিশেষে ব্লগারদের বই নিয়ে মডারেটর একটি পোস্ট দিতে পারেন। মন্তব্যে প্রত্যেকে কিছু যোগ করলেন। বই বিষয়ক তথ্য সংশ্লিষ্ট ব্লগগুলোতে আছে (আশা করা যায় প্রচ্ছদের ছবিসহ সেই তথ্যের প্রকাশে সংশ্লিষ্ট লেখক বা ব্লগ আপত্তি করবেন না)। কোন বই কেউ পড়ে থাকলে সেখানে অল্পকথায় পাঠপ্রতিক্রিয়াও জানাতে পারেন।

১০৯

কাঁকন's picture


ক্যাটাগরিতে আজাইরা বা কাছাকাছি নামের একটা ক্যাটাগরি  না রাখলে আমার পোস্ট গুলা ক্যাটাগরিহীন এতিম হয়ে যাবে

১১০

মুক্ত বয়ান's picture


প্রথম পাতায় পোস্ট লেখকের নামের উপর মাউস রাখলে underline দেখায়। এইটা বাদ দেওয়া যায়।

১১১

মুক্ত বয়ান's picture


কারো কারো পোস্টে ঢুকলে মাঝে মাঝে "সাম্প্রতিক মন্তব্য" এবং "..এর সাম্প্রতিক ব্লগ" "মন্তব্য করুন" -এর নিচে চলে আসে। এইটা ঠিক করুন। Smile

১১২

~স্বপ্নজয়~'s picture


অটোসেভ ফিচারটা যে কি জরুরী সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে একজন ব্লগার পরপর দুবার তার পোষ্ট হারিয়েছেন। একবার লিখে হারিয়ে ফেলার পর আবার লিখেছিলেন, সেটাও হারিয়ে গ্যাছে।

১১৩

মীর's picture


Tongue Laughing out loud Shock

Tongue Laughing out loud Shock

যে ইমোগুলো দেয়ার চেষ্টা করেছি সেগুলো আসে নি। কাছাকাছি অন্যরকম ইমো এসেছে।

আর কিছু ইমো (যেমন দেয়াল মাথা ঠোকা, লাল পানি ভরা তিনকোনা গ্লাস ইত্যাদি) পুরোনো পোস্টে দেখি, এখন কিভাবে দেয়া যায় সিস্টেম পাই না।

এবি'র পথচলা শুভ হোক। এই ব্লগটাকে বিশেষ ধন্যবাদ।

১১৪

মীর's picture


ধন্যবাদ। আমার এই সমস্যা দূর হইসে। যাবতীয় ইমো তো দিতে পারিই, তার বাইরেও অনেক ইমো দিতে পারি। Big smile Big smile Wink

১১৫

শাওন৩৫০৪'s picture


এডোতো ঐতিহাসিক পোষ্ট---

১১৬

অনন্যা's picture


এখনো কি কোনো ছাড়পোকা টোকা আছে নাকি? Sick Crazy

১১৭

অনন্যা's picture


ওহ নিজের পোষ্টে কমেন্ট মুছার ব্যাপারটা খুব জরুরি Puzzled

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.