সার্ভার পরিবর্তন ও ব্লগ প্রবেশে সাময়িক সমস্যা সংক্রান্ত
আমরা বন্ধু ব্লগের সার্ভার পরিবর্তন করা হয়েছে। ব্লগের মূল ডোমেইন-এর ডিএনএস সার্ভার-ও পরিবর্তন করা হয়েছে যার কারনে হয়ত ব্লগ ব্যবহারকারীরা ব্লগে ঢুকতে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে ব্লগ নতুন সার্ভার থেকে চালু করা হয়েছে সম্পূর্ণভাবে।
সার্ভার পরিবর্তনের কারনঃ এবি আস্তে আস্তে বড় হচ্ছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দিন দিন, যার জন্য প্রয়োজন অতিরিক্ত সার্ভার রিসোর্স। ব্লগ ব্যবহারে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সুখকর করার জন্য এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই ব্লগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
আপনাদের এই সাময়িক সমস্যার জন্য এবি'র টেকনিকাল টিমের পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
আমার একটু সমস্যা হয়েছিল একটু আগেই। পোস্ট দিতে গিয়ে!
তবে এসব তো ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সুখকর করার জন্য এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই
তাই কোনো ব্যাপার-ই না
দুইদিন ধরে ঢুকতে পারছিলাম না । আগে জানালে ভালো হইতো ।
এনিহাউ, ভালো উদ্যোগ । ধন্যবাদ ।
তাইতো কই সকাল থেকে ব্লগে ঢুকতে পারি না কেন। আমি তো মনে করেছিলাম আমারে ব্যান দিছে।
জানানোর জন্য ধন্যবাদ।। আমি পুরা ভয় পাইয়া গেছিলাম কি অপ্রাধে ব্যান হইলাম ভাবতে ভাবতে...
আমি ঢাকায় ছিলাম্না আর এবিতেও ক্যু হইয়া গেল?
এবি'র এখন মোট ব্লগার সংখ্যা কত? জানতে চাই
সার্ভার বদল ভাল লাগল। যদিও কোন পরিবর্তন দেখছি না।
নুতন করে এবি আসুক।
যাক কানের ওপর দিয়ে গেছে, ভাবলাম ........ ( ( (
মড়ুর পোস্ট দেইখা ভয় খাইসি।
মন্তব্য করুন