ইউজার লগইন

আমরা বন্ধুর ব্যনার সমগ্র

আমরা বন্ধুর প্রথম ব্যনার

শহীদ বুদ্ধিজীবী দিবস

মহান বিজয় দিবস

ইংরেজী নতুন বর্ষ

বিনোদ বিহারী'র চৌধুরীর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হাইতি বাসির স্মরনে

জ্যোতি বসুর প্রয়াণ

আমরাবন্ধুর বার্ষিক পিকনিক :) ২০১০

জহির রায়হানের অন্তর্ধান

পটুয়া কামরুল হাসানের জন্ম বার্ষিকী

প্রিয় বব মার্লে ... বস :)

বই মেলা

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

রন's picture


প্রতিটা ব্যানার-ই খুব সুন্দর, ধন্যবাদ এই পোস্ট-এর জন্য

নজরুল ইসলাম's picture


ব্যানারের ছবিগুলো অর্ধেক আসছে, পুরোটা দেখার বন্দোবস্ত করা যায় না? তারিখ সহ দিলে ভালো হতো।

টুটুল's picture


সকল ব্যানার gif ফর্মেটে 913 125 এ করা...

কেউ যদি ব্যানার করে দিতে চান উল্লেখিত মাপে করতে হবে। ব্যানার পাঠানোর জন্য zogazog এট আমরাবন্ধু ডট কম এ পাঠানোর জন্য অনুরোধকৃত। এ পর্যন্ত করা সকল ব্যানারের কৃতজ্ঞতা নজরুল ভাইকে Smile



পহেলা ফাল্গুন

১৪ই ফেব্রুয়ারী

২১শে ফেব্রুয়ারী

২৫শে ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহ

১৮ই ফেব্রুয়ারী - জীবনান্দ দাস


বই মেলা


ভাঙ্গা পেন্সিল's picture


পহেলা ফাল্গুনের ব্যানার ভাল্লাগে নাই, চোদ্দ ফেব্রুয়ারীরটাও না। Sad

মুক্ত বয়ান's picture


পয়লা ফাল্গুনেরটা পছন্দ হয় নাই। তয়, আইজকের টা ভাল্লাগ্ছে।

নড়বড়ে's picture


নববর্ষের নতুন ব্যানারটা ফাটাফাটি হইছে! পুরা নীড়পাতা ঝকমক করতেছে ... Smile

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ নড়বড়ে...
করার সময় বুঝি নাই বস্তুটা এতো সুন্দর হবে। এখন দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলেই সুন্দর হইছে... ধন্যবাদ নজরুল ইসলাম Smile

নড়বড়ে's picture


নজরুল ইসলাম টা আবার কে? ঠিকাসে তারেও ধন্যবাদ ...Laughing out loud

জ্যোতি's picture


এই পোষ্ট আমি দেখি নাই কেন?মাইনাস।
আমরা বন্ধুর ব্যানার দেখে আমি সবসময়ই মুগ্ধ হই। কি অদ্ভুত সুন্দর। নজরুল ভাই রক(পাথ্থর না কিন্তু।)জোশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশ।

১০

নজরুল ইসলাম's picture


আপনে তো জানেন আমি একটা ফর্সা ছেলে, এখন লজ্জায় পুরা লাল হয়া গেলাম...

১১

জ্যোতি's picture


খাইছে। লজ্ঝা যে পান তা তো জানতাম না !আপনার তো দেখি গুণের কোন শেষ নাই। এতাত সুন্দর প্রচ্ছদ, ব্যানার আবার লজ্জায় লাল হওয়া। একের ভিতর অনেক কিছু।

১২

নজরুল ইসলাম's picture


আপনের কি ধারণা, আমি নির্লজ্জ?

১৩

জ্যোতি's picture


আরে নির্লজ্জ না। মানে লজ্জায় যে লাল হয়ে যান সেইটা জানতাম না আর কি।

১৪

নজরুল ইসলাম's picture


এখনো পর্যন্ত এবির ব্যানারগুলো আমারই করা।
অধিকাংশই করতে হইছে উঠ ছেড়ি তোর বিয়া স্টাইলে।
ব্যক্তিগত কাজের ভীড়ে ব্যানার করা হয় নাই আসলে। অনেক ক্ষেত্রে সময়ের চাহিদা মেটানো হইছে কেবল।

আমি নিজেই জানি যে অনেকগুলা ব্যানার আসলে কিছু হয় নাই। সময়ের চাহিদা মিটাইছি কেবল।

সবার কাছে অনুরোধ... ব্যানারের দিকে সবাই আগায়া আসেন..।. সুন্দর সব ব্যানারের লিস্টে আমি আমার নামটা সবার শেষেই দেখতে আগ্রহী

১৫

রোবোট's picture


ব্যানার কেমনে বানায়?

১৬

টুটুল's picture


ব্যানারের বর্তমান মাপ হচ্ছে 1000 X 150
যে কেউ কিন্তু ব্যানার বানাতে পারে ....
নববর্ষের ব্যানারের জন্য নজরুল ভাইমে অনেক অনেক ধইন্যা Smile.. জোশ এক্টা ব্যানার হৈছে Smile

১৭

হাসান রায়হান's picture


পুরা জাঝা বেনার বানাইছে নর্জুল ভাই। আমি তো দেইখা পুরা তব্ধা। এবির থিমের সাথে এরম কম্বিনেশন হইছে যে কি কমু। আমার দেখা সব থিকা সুন্দর ব্যানার এইটা। নর্জুলের ব্যানার অব লাইফ টাইম। এত ভাল্লাগছে যে নর্জুলরে ধইরা চুমাইতে ইচ্ছা করতাছে। Smile

১৮

মেসবাহ য়াযাদ's picture


এত ভাল্লাগছে যে নর্জুলরে ধইরা চুমাইতে ইচ্ছা করতাছে।.................এইসব কী কন, রায়হান ভাই ?

১৯

তানবীরা's picture


আমার কাছে প্রত্যেকটা ব্যনার ফাটাফাটি লাগছে। নববর্ষেরটারতো জুড়ি নাই। নিজের কোন গুন নাই, তাই বলে কি, মানুষের গুন দেখে মুগ্ধ হবো না ?

২০

নজরুল ইসলাম's picture


ব্যানারটা দুর্দান্ত হইছে। ফাটাফাটি। কে করছে?

২১

নজরুল ইসলাম's picture


আজকের নতুন ব্যানার কে বানাইছে? এইটাও দারুণ হইছে। হে মডুগন, বানানেওয়ালারে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানায়েন।

২২

নজরুল ইসলাম's picture


আরেকটা কথা...
এইটা আর্কাইভ পোস্ট, কিন্তু কোনো আপডেট নাই। দেখা যাইতেছে বইমেলার পরে আর কোনো ব্যানার আপডেট করা হয় নাই।

মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি

২৩

টুটুল's picture


এই পোস্ট কমেন্টস এ যে কেউ আপডেট করতে পারেন Smile ... তাইলে মডু ভাইয়ার উপ্রে চাপ কমবে Smile

২৪

টুটুল's picture


মার্চের শুরুতেই এই ব্যানার ছিল
মার্চ এর শুরুতেই

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

মার্চের মাঝামাঝি এই ব্যনার টা ছিল

march-02.gif

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

ঐতিহাসিক ৭ই মার্চ

7-march.gifব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

৮ই মার্চ নারী দিবস:

8-march.gif

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

শক্তি চট্টোপাধ্যায় ও শহীদুল জহির স্মরণে ২৩শে মার্চ:

23-march.gif

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

২৫শে মার্চ কাল রাত্রী

২৫শে মার্চ কাল রাত্রী

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

পহেলা বৈশাখ:

Poyla boishakh.jpg

ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

ফ্রি বাংলা টাইপিং সফটওয়ার অভ্র'র সমর্থনে - ১ :

Avra-VangaPencil190410.jpg

ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল

ফ্রি বাংলা টাইপিং সফটওয়ার অভ্র'র সমর্থনে - ২ :

Avra_vangaPencil_240410.jpg

ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল

২৫

নজরুল ইসলাম's picture


width="1000" height="150" থাকে
ওইটারে বদলাইয়া 575 এবং 86 কৈরা দিয়েন

২৬

শাওন৩৫০৪'s picture


ব্যাপক ভালো।
ব্যানার তো ভালোই, পোষ্ট আকারে দেয়ার আইডিয়াডাও ভালো.....

২৭

টুটুল's picture


বিলাইয়া দিয়া একটা বানাইয়া ফেল Smile

২৮

টুটুল's picture


মহান মে দিবস উপলক্ষ্যে
MAYDAY-B_britto_250410.jpg
ব্যানার তৈরী করেছেন : বৃত্তবন্দী

শহীদ জননী জাহানারা ইমামের ৮১ তম জন্মদিন
Jahanara-imam.gif
ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম দিবসে
Tagore.gif
ব্যানার তৈরী করেছেন : নজরুল ইসলাম

মা দিবসের ব্যানার
motherdaybanner_VP.jpg
ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল

বর্তমান ব্যানার
VP_030501.jpg
ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল

২৯

সাঈদ's picture


ভাঙ্গা পেন্সিল রে ঝা ঝা , সবার চেহারা এমন নিখুত ভাবে ব্যনারে আনার জন্য Tongue

৩০

রুবেল শাহ's picture


কেথায় যে গেলে এই সব দিন গুলি....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.