শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার, আল শামস ও আল বদর বাহিনীর সহায়তায় বাঙালী জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করে।
আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর টর্চার সেল সহ দেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় পেছনে হাত বাধা অবস্থায় বুলেট বিদ্ধ নিথর দেহ। বাঙালী জাতির মুক্তি সংগ্রামে এইসব বুদ্ধিজীবীদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। পথ দেখিয়েছেন মুক্তির। আর সেইটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।
স্বাধীনতার ৪০ বছর সন্নিকটে। এখনো জাতির এই সূর্যসন্তানদের বিচার করতে পারিনি। পারিনি যুদ্ধাপরাধীর বিচার করতে। কোন ব্যক্তিবিশেষের পক্ষে এই বিচার আয়োজন সম্ভব নয়। প্রয়োজন সরকারের সদিচ্ছার। আমরা আর কোন কালক্ষেপণ চাইনা।
আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান "ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই"।
আজ আমাদের একটাই দাবি হোক "শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"। সকল হত্যার বিচার চাই । সকল অপরাধের বিচার চাই । সকল অপরাধীর বিচার চাই । সকল অনাচারের অবসান চাই চিরতরে । আমরা মানুষ চাই, আমরা মানুষ হতে চাই । আসুন, আজকের এই বিষাদময় দিনে এ প্রত্যয়ে আমরা জ্যোতির্ময় হয়ে উঠি ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
আজ আমাদের একটাই দাবি হোক "শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
সহমত জানিয়ে গেলাম।
পোস্ট স্টিকি করা হোক। (কে জানে আগে থেকেই স্টিকি করা কি না)
মডুরামের কাছে নিয়মিত মুভিপোস্ট চাই। পেচ্ছাপেছি পোস্টও দিতে পারেন। আমরা কিছু মনে করবো না।
"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"।

"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"
কয়েকদিন আগে সচলায়তনে একটা পোস্ট দেখেছিলাম নজরুল ভাইয়ের মুক্তিযুদ্ধবিষয়ক তথ্যের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহটি অনলাইনে প্রকাশিত হচ্ছে আজ । চমৎকার এই উদ্যোগের পেছনে থাকা সকল মানুষ এবং সচলায়তনের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ সচলায়তন এবং এর পেছনের মানুষগুলো।
লিংকু:
S.A. Jalal Collection
সকলের কাছে একটি অনুরোধ... যে যেভাবে পারেন... যার যতটুকু সুযোগ আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য হাত বাড়িয়ে দিন।
হাতে সময় কম..........স্বাভাবিক মৃত্যুর আগেই বুদ্ধিজীবি হত্যার ঘাতকদের ফাঁসি চাই!
নীড় দাদার সাথে একমত।
নীড় দাদার সাথে একমত।
শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান "ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই"।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
অন্তরের অন্তস্থল থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
হাতে সময় কম..........স্বাভাবিক মৃত্যুর আগেই বুদ্ধিজীবি হত্যার ঘাতকদের ফাঁসি চাই!
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
পোষ্ট দিয়া মডুরাম প্রমান করিলেন এবিতে মডু বলে তিনি আছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
ছবিগুলোর দিকে তাকালে কান্না পায়। আহা, দেশের সূর্যসন্তান সব
মন্তব্য করুন