ইউজার লগইন

শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার, আল শামস ও আল বদর বাহিনীর সহায়তায় বাঙালী জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করে।

আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর টর্চার সেল সহ দেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় পেছনে হাত বাধা অবস্থায় বুলেট বিদ্ধ নিথর দেহ। বাঙালী জাতির মুক্তি সংগ্রামে এইসব বুদ্ধিজীবীদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। পথ দেখিয়েছেন মুক্তির। আর সেইটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।

স্বাধীনতার ৪০ বছর সন্নিকটে। এখনো জাতির এই সূর্যসন্তানদের বিচার করতে পারিনি। পারিনি যুদ্ধাপরাধীর বিচার করতে। কোন ব্যক্তিবিশেষের পক্ষে এই বিচার আয়োজন সম্ভব নয়। প্রয়োজন সরকারের সদিচ্ছার। আমরা আর কোন কালক্ষেপণ চাইনা।

আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান "ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই"।

আজ আমাদের একটাই দাবি হোক "শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

পোস্টটি ২৭ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

নাজমুল হুদা's picture


"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"। সকল হত্যার বিচার চাই । সকল অপরাধের বিচার চাই । সকল অপরাধীর বিচার চাই । সকল অনাচারের অবসান চাই চিরতরে । আমরা মানুষ চাই, আমরা মানুষ হতে চাই । আসুন, আজকের এই বিষাদময় দিনে এ প্রত্যয়ে আমরা জ্যোতির্ময় হয়ে উঠি ।

জ্যোতি's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

রুমিয়া's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

সাহাদাত উদরাজী's picture


আজ আমাদের একটাই দাবি হোক "শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

সহমত জানিয়ে গেলাম।

মীর's picture


পোস্ট স্টিকি করা হোক। (কে জানে আগে থেকেই স্টিকি করা কি না)

মডুরামের কাছে নিয়মিত মুভিপোস্ট চাই। পেচ্ছাপেছি পোস্টও দিতে পারেন। আমরা কিছু মনে করবো না। Smile

মেসবাহ য়াযাদ's picture


"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"। Devil Angry Angry

টুটুল's picture


"শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত"

কয়েকদিন আগে সচলায়তনে একটা পোস্ট দেখেছিলাম নজরুল ভাইয়ের মুক্তিযুদ্ধবিষয়ক তথ্যের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহটি অনলাইনে প্রকাশিত হচ্ছে আজ । চমৎকার এই উদ্যোগের পেছনে থাকা সকল মানুষ এবং সচলায়তনের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ সচলায়তন এবং এর পেছনের মানুষগুলো।

লিংকু:
S.A. Jalal Collection

টুটুল's picture


সকলের কাছে একটি অনুরোধ... যে যেভাবে পারেন... যার যতটুকু সুযোগ আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য হাত বাড়িয়ে দিন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। কোনো সরকারী অনুদান না, আমাদের সবার অংশগ্রহণে গড়ে উঠবে এ জাদুঘর। সেখানে কনট্রিবিউট করতে পারেন আপনিও। দশ হাজার টাকা দিয়ে একটি ইঁট ক্রয় করে রাখতে পারেন, জাদুঘরের নতুন ভবনে চিরকাল আপনার নামটি স্মরণীয় হয়ে থাকবে। এমনকী সবাই মিলে চাঁদা তুলে কোনো প্রতিষ্ঠানের ব্যানারেও এ কাজটি করা যায়।

১০

নীড় সন্ধানী's picture


হাতে সময় কম..........স্বাভাবিক মৃত্যুর আগেই বুদ্ধিজীবি হত্যার ঘাতকদের ফাঁসি চাই!

১১

সাঈদ's picture


নীড় দাদার সাথে একমত।

১২

সাঈদ's picture


নীড় দাদার সাথে একমত।

১৩

আবদুর রাজ্জাক শিপন's picture


 

 

শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

 

আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান "ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই"।

১৪

রাসেল আশরাফ's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

১৫

মাইনুল এইচ সিরাজী's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

১৬

মাইনুল এইচ সিরাজী's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

১৭

মমিনুল ইসলাম লিটন's picture


আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান "ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই"

১৮

সকাল's picture


অন্তরের অন্তস্থল থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

১৯

শওকত মাসুম's picture


হাতে সময় কম..........স্বাভাবিক মৃত্যুর আগেই বুদ্ধিজীবি হত্যার ঘাতকদের ফাঁসি চাই!

২০

তানবীরা's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

পোষ্ট দিয়া মডুরাম প্রমান করিলেন এবিতে মডু বলে তিনি আছেন।

২১

দুরন্ত স্বপ্নচারী's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

২২

উলটচন্ডাল's picture


শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

ছবিগুলোর দিকে তাকালে কান্না পায়। আহা, দেশের সূর্যসন্তান সব

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.