বইমেলা :: ব্লগ বন্ধুদের বই, মোড়ক উন্মোচন, আপনাদের উপস্থিতি কামনা
বাঙালী জীবনের দীর্ঘতম উৎসব অমর একুশে গ্রন্থমেলা। কালের পরিক্রমায় আমাদের সৃজনশীলতা ও মননশীলতার শ্রেষ্ঠ আয়োজন। স্থানটি যদিও বাংলা একাডেমী প্রাঙ্গণ তথাপি প্রতিটা ঘড়েই এর ছোঁয়া লেগেছে। মহান ভাষা আন্দোলন আর ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত এই মাসকে ঘিরে প্রতিদিন বের হয় নিত্য নতুন বই।
রক্তস্নাত মহান একুশে ফেব্রুয়ারি কে সামনে রেখে আয়োজিত এই মেলায় ব্লগারদের বইও কম নয় এবং এটা পাল্লা দিয়ে বাড়ছে বৈ কমছে না। বাংলা ব্লগগুলোতে লেখালেখির সুযোগ সৃষ্টি লেখালেখির একটি বাড়তি সংযোজন। নিজের ভাষায় কথা বলা, লেখা এবং সরাসরি পাঠকদের মতপ্রকাশের মাহাত্ম্য আসলেই অন্যরকম একটা অনুভূতি।
অপেক্ষাকৃত নতুন ব্লগ হিসেবে আমরা বন্ধুর অংশগ্রহণ এবারের বই মেলায় সামান্যই। আজ আমরা পরিচয় করিয়ে দেব আমাদের দুই বন্ধুর দুটি বই এবারের বই মেলায় প্রকাশ।
এবারের বই মেলায় যাদের বই এসেছে:

"শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা"
নুশেরা তাজরীন
প্রকাশক তাম্রলিপি।
পৃষ্ঠাসংখ্যা ১২৮।
মুদ্রিত মূল্য ১৬০ টাকা।

"তথাপি" - ছোট ছোট গল্পের সমারোহ
মামুন ম. আজিজ
শব্দশৈলী প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা .............
মুদ্রিত মূল্য .......... টাকা।
(অ.ট. বিস্তারিত তথ্য জানানোর অনুরোধ জানালাম)
নুশেরা তাজরীন'এর বইটির মোড়ক উন্মোচন করা হবে আগামী ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় নজরুল মঞ্চে। আমরাবন্ধুর সকল বন্ধুদের উপস্থিত থাকার অনুরোধ জানালাম।





আছি...
==========================================
নুশেরা তাজরীন'এর বইটির মোড়ক উন্মোচন করা হবে আগামী ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় নজরুল মঞ্চে।
আমরাবন্ধুর সকল বন্ধুদের উপস্থিত থাকার অনুরোধ জানালাম।
==========================================
আমরা সব্বাই থাকবো ... মোরগ ধরতেই হপে...
নজরুল মঞ্চে যারা মোরগ কাটপে...
রিটন ভাই, মাসুম ভাই, মুস্তাফা কামাল ভাই, আর থাকবো আমরা বন্ধু
অভিনন্দন দুজনকেই। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে সবাইকে অনুরোধ জানাচ্ছি
খেলুম না। আমি দর্শক ওনলি।
শুধু টকশো হইলেই গণ-দুলাভাই পারফরমার হবেন
অন্য ব্লগের ব্লগারদের বইয়ের আপডেটও আমরা দিতে পারি। কি বলেন সব্বাই?
javascript:void(0); ভালো সিদ্ধান্ত সহমত জানাইলাম
গতকাল থেকে শুধু টাশকির উপর আছি!
মাসুমভাই, নজরুলভাই, টুটুলদাসহ পরিকল্পনাকারীদের সবাইকে কী বলবো... না চাইতেই এমন প্রাপ্তির আনন্দ বলে বোঝানো যাবে না...
============================================
রিটনভাইয়ের ছড়ার মতো উনি নিজেও শিশুদের খুব প্রিয় নাম; প্রিয় লেখক কামালভাই প্রকাশনাউপযোগী লেখার জন্য মূল্যবান পরামর্শ দিয়ে গেছেন, এবির প্রিয়মুখ মাসুমভাই- তিনজনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা...
============================================
বন্ধুরা যারা থাকবেন তাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ। যারা সশরীরে থাকতে পারবেন না, তাদের উপস্থিতিও আমি অনুভব করবো
মামুনভাই ওরফে পথিকদাকে অভিনন্দন জানাই।
যে কোন ব্লগের ব্লগারের বইয়ের খবর এখানে প্রকাশের প্রস্তাবকে আন্তরিক সাধুবাদ। সর্বান্তকরণে সমর্থন দিলাম টুটুলদাকে।
দারুন উদ্যোগ,
তবে টুটুল ভাইয়ের সাথে পুরোপুরি একমত নই। অন্য ব্লগ যদি "আমরা বন্ধু" ব্লগের কোনো বন্ধুর বইকে প্রমোট করে তবেই তাদের বইও এখানে দেয়া যাবে, নচেৎ নয়। জিনিসটা পাসস্পরিক হতে হবে।
একপক্ষীয় ভালোবাসার পরিনতি কখনই শুভ হয় না।
ব্লগতো ব্লগারদের... তারাই সিদ্ধান্ত নেক
...
আপনার বক্তব্য আমার বোধগম্য হইলো না। মানে আমরা বন্ধু ব্লগের ব্লগারের বই নিয়া কইলেই অন্য ব্লগের ব্লগারের বই নিয়া কথা কওয়া যাইবো...এইরম কিছু?
এই গিভ এন্ড টেক'ই এই দেশের কম্যুনিটি ব্লগিঙরে উদ্ভট বানাইয়া দিছে আমার ধারণা। আমরা আমাদের পরিচিত বন্ধু ব্লগারের বইয়ের খবর এইখানে দিতে পারুম না!? এইখানে প্রতিষ্ঠানের চাইতে লেখকরে বড় কইরাই দেখা প্রয়োজন বইলা আমি নিজে মনে করি। আমরা বন্ধুতে না লিখাটা কোন ব্লগারের অপরাধ না। সে হয়তো বেশী পাঠকের প্রয়োজনীয়তা অনুভব করে। সে এইরম ক্লোজ্ড গ্রুপে লিখতে স্বাচ্ছন্দ্ অনুভব করে না, সেইটা হইতে পারে। তাই বইলা তার লেখক সত্তারে কেনো প্রতিপক্ষ বানাইতে হইবো!?
যাউগ্গা হয়তো কর্তৃপক্ষের ঝামেলা তৈরী করলাম। ব্লগ রাজনীতি যেইরম হইছে তাতে মাঝে মাঝে বহুত বিলা লাগে। আমি টুটুলের প্রস্তাব দেইখা অবাক হইছিলাম প্রথমে...পরে মনে হইলো আমরা বন্ধু হয়তো ব্লগ জগতে দৃষ্টান্ত হিসাবেই সামনে আসতে চায়। অন্য সব কম্যুনিটি ব্লগের মতোন কামড়াকামড়িতে তারা থাকতে চায় না।
হ্যাট্স অফ টু টুটুল!
থ্রি চীয়ার্স ফর আমরা বন্ধু!
ভাস্করদার এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত ।
পারস্পরিক হলে অবশ্যই সুন্দর হতো। সেটা যে সম্ভব, তা কেউ শুরু করে দেখিয়ে দিতে হবে তো। এবি হোক ট্রেন্ডসেটার।
সেটা যে সম্ভব, তা কেউ শুরু করে দেখিয়ে দিতে হবে তো। এবি হোক ট্রেন্ডসেটার।
সব ব্লগের ব্লগারদের বই নিয়ে আলোচনা হতে পারে। আম্রা আম্রাই তো!
কিছু মনে করবেন না আপনার এই মন্তব্যটা পছন্দ হইলো না
আমার এবারের বইয়ের নাম প্রতীতি....তথাপি গতবারের বইয়ের নাম।
ধন্যবাদ মামুন। বাকী তথ্যগুলো জানানোর জন্য অনুরোধ কৃত।
বইটা কি চলে এসেছে? নাকি আসবে?
পোস্টেও তথ্যটি সংশোধন করে দিলে ভালো হবে ।
এটা ফেসবুকে শেয়ার করলাম
কপাল মন্দ আসে নাই।
থাকব।
অতি অবশ্যই কোনা - কান্জি থেইকা উঁকি ঝুঁকি মারার ট্রাই নিমু....এম্নিতেই কানু গ্রুপের বদ্দোয়ার উপর আছি....আমীন।
বিষ্যুদবার থাকবো বই মেলায়, আশা করছি।
টুটুল ভাইয়ের সঙ্গে একমত। সব ব্লগারের বইয়ের প্রচারই আমরা বন্ধুতে করতে পারি আমরা।
আজকে [৯ ফেব্রুয়ারি] চ্যানেল আইয়ের লাইভ প্রোগ্রামে খুব উল্লেখযোগ্যভাবে প্রচার করা হয়েছে নুশেরাদীর বইটির কথা।
নুশেরা তাজরীন'এর বইটির মোড়ক উন্মোচন করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন। আগামী ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় নজরুল মঞ্চে, আমরাবন্ধুর সকল বন্ধুদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।
সৈয়দ মনজুরুল ইসলাম স্যার আলোচনা করেছেন, রিটনভাই জানালেন। দেখার সুযোগ নাই
বৃহস্পতিবার লুৎফর রহমান রিটনের সঙ্গে আরও দুই প্রিয়মুখ থাকছেন আশা করি- আমাদের মাসুমভাই আর লেখক আহমাদ মোস্তফা কামাল ভাই (টুটুলদার "মুরগিজবাই" বিষয়ক মন্তব্যে প্রকাশ)।
নজরুলভাই, আপনি যে আসলেই কামেল লোক, সেটা আর নতুন করে বলার কিছু নাই................
আমি আবার কী করলাম? আপনাকে অভিনন্দন। কালকের অনুষ্ঠান সফল হউক।
শশরীরে না পারি, অশরীরী অবস্থায় উপস্থিত থাকব ...
আছি ইনশাল্লাহ
হলুদ মটর সাইকেলসহ যাইবেক। মোরগ ধরিতে হৈবেক...
নুশের, মামুনসহ যাগো বৈ বাইরাইছে , তাগো অভিনন্দন...
বন্ধুরা, আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমার ছোটবোন অপর্ণা (পড়াশোনার ব্যস্ততায় ব্লগিংয়ে অনিয়মিত হয়ে যাওয়া "একলব্যের পুনর্জন্ম") থাকবে, সে বইটি রিভিউ করতে যাচ্ছে, এবং তার উদ্যোগে আজকের অনুষ্ঠানে টিভি কাভারেজ-এর সম্ভাবনা আছে। তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
অপর্ণা কী বিবাহিত, না অবিবাহিত ???
তুমি মানুষ হইলানা ইয়াযিদ।
ঐটা তারেই জিগায়েন। আরেকটা কথা, "আমার ছোটবোন" এর স্থলে "আমাদের ছোটবোন" পড়িতে হইবেক ভাইজান
"আমার ছোটবোন" এর স্থলে "আমাদের ছোটবোন" পড়িতে হইবেক... তা নাহয় পড়লাম। ছোটবোন সম্পর্কে আগ্রহ না দেখাইয়া
আমাদের বড়বোন সম্পর্কে আগ্রহ দেখানো কি ঠিক হইবে ?
@নুশেরা, রায়হান ভাই
আগ্রহ দেখান... তয় এই অভ্যাসটা আস্তে আস্তে কমান, পুলা কইলাম লায়েক হইতেছে, কয়দিন বাদে তার লাইগা পাত্রী দেখবেন মনে রাইখেন
তখন নাহয় পাত্রীর মায়ের খবরাখবর নিমু...
সাঈদ, ভাস্কর, ক্যামেরা নিতে ভুইলেননা।
আমিতো ক্যামেরা নেওনের প্ল্যান করছি আগেই...আপনে আবার স্মরণ করাইয়া দেওনে ভালো লাগলো...
যারা যাইতে পারতেসে না তাদের জন্য কিছু ছবি ব্লগে দিয়েন, দেখতে মনচায়
মন্তব্য করুন