আমরা বন্ধু : আমাদের কথা
সেই যখন দেশে কোনো ব্লগ ছিলো না, অন্তর্জালিক যোগাযোগের জনপ্রিয়তম মাধ্যম কেবল ইমেইল, তখন থেকেই 'আমরা বন্ধু'।
ইয়াহু গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় সংঘ হয়ে যায় 'আমরা বন্ধু'। ২০০৪ সালের ২৮শে অক্টোবরে এর প্রতিষ্ঠা। ধীরে ধীরে একজন দু'জন করে বাড়তে বাড়তে একসময় তা মহীরুহ হয়ে ওঠে। হাজারের উপর সদস্য, প্রতিদিন গড়ে অন্তত ১০০+ মেইল। জনপ্রিয়তার চূড়ান্ত। অন্তর্জাল ছেড়ে একসময় বাস্তবেও বন্ধুতা শুরু হলো। আড্ডা আর জীবনের একটা বড় অংশ হয়ে গেলো 'আমরা বন্ধু'। প্রতিদিনই এই ঢাকা শহরের কোথাও না কোথাও সমবেত হতে লাগলো বন্ধুরা। বন্ধু, আড্ডা আর গানে হারিয়ে যেতে আমাদের দ্বারস্থ হতে হলো না কোনো বিদেশী কোম্পানির।
শুধু আড্ডা না, ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতে লাগলো বন্ধুরা। শীতের রাতে শহর ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দেওয়া। বন্যার্তদের পুনর্বাসনে প্রয়োজন অনুযায়ী কাউকে দোকান অথবা গরু কিনে দেওয়া। ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত উপকূল অঞ্চলে ছুটে যাওয়া, শুধু কিছু খাদ্যদ্রব্য দিয়ে দায় শেষ না করে কর্মঠ মানুষের হাতে ভ্যানগাড়ী তুলে দেওয়া, আর ঘরে ঘরে সেলাই মেশিন তুলে দেওয়া, এরকম আরো অনেক কর্মকাণ্ডে জড়িয়ে যায় 'আমরা বন্ধু'।
মেইল ভরে ভরে আসে নতুন স্বপ্ন, দেশ নিয়ে চিন্তা চেতনা, মানুষ নিয়ে ভালোবাসা। এই হাজারটা মানুষ শুধু কেবল নিজেরাই বন্ধু থাকে না, বন্ধু হয়ে যায় সমগ্র জাতির, সমগ্রটা মানব জাতির। কখনও প্রতিবাদে গর্জন করে ওঠে, কখনো আবেগের হাত বাড়িয়ে মনটাকে ছোঁয়। কালো কালো হরফগুলো আপন বন্ধুর পরামর্শের মতো পাশে এসে দাঁড়ায়।
অন্তর্জালে যোগাযোগের এখন নতুন অনেক অনেক ব্যবস্থা। ব্লগ, ফেইসবুক আরো কতো কী। সময়ের দাবীতে তাই ছোট্ট করে জন্ম নেওয়া বন্ধু গ্রুপটি এখন ব্লগ জগতে যাত্রা শুরু করলো। গড়ে উঠলো বাংলা ভাষার নতুন এক ব্লগ- 'আমরা বন্ধু'।
চলুন, আমরা বন্ধুতার জয়গান গাই। বন্ধুর মতো পাশে দাঁড়াই একে অপরের, গোটা মানবজাতির।
পূর্বের অভিজ্ঞতায় মডারেটররে কিছু কৈতে ডর লাগে :(
তবুও বলি
জনাব মডারেটর..
আমাদের কথা আলাদা পাতায় রাখলে ক্যামন হয়?
আর কিছু কৃতজ্ঞতাও যোগ করা প্রয়োজন।
দয়া করে ভাইবা দেইখেন
কাহিনী তাইলে অনেক পুরানা..
শুভেচ্ছা থাকলো, এখানেো সফল হোন....
সাফল্য আসুক... বন্ধুতার জয়গান গাই সবে মিলে...
মডু ভাইয়ার পুষ্টে কমেন্ট করতে ডর লাগে। কি কইতে কি কমু ব্যান করে দিব।তবে ব্লগের সাফল্য কামনা করছি।
আমাদের ছোট্ট ছোট্ট অনুভূতি আর স্বপ্নগুলো শেয়ার করার জন্যই তো "আমরা বন্ধু!" :)
আম্মো ছিলাম এই নামেই তবে ইমেইল অন্য
শুধু আড্ডা না, ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতে লাগলো বন্ধুরা। শীতের রাতে শহর ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দেওয়া। বন্যার্তদের পুনর্বাসনে প্রয়োজন অনুযায়ী কাউকে দোকান অথবা গরু কিনে দেওয়া। ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত উপকূল অঞ্চলে ছুটে যাওয়া, শুধু কিছু খাদ্যদ্রব্য দিয়ে দায় শেষ না করে কর্মঠ মানুষের হাতে ভ্যানগাড়ী তুলে দেওয়া, আর ঘরে ঘরে সেলাই মেশিন তুলে দেওয়া, এরকম আরো অনেক কর্মকাণ্ডে জড়িয়ে যায় 'আমরা বন্ধু'।
এ কর্মকান্ডগুলো যেনো থেমে না যায়, এ প্রত্যাশা রাখছি। শুধু ব্লগিং না তার বেশি কিছুর প্রত্যাশা রাখছি এই সাইটে। বিশেষ করে যারা আমরা প্রবাসী তার যেনো দেশের পাশে থাকতে পারি ..................তাহলে আমরা বন্ধুর সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করব।
হুমমমম, ভালো লাগলো জেনে।।
মন্তব্য করুন