নববর্ষের শুভেচ্ছা এবং কিছু সুখবর
শুভ নববর্ষ
আমরা বন্ধুর সকল বন্ধুদের জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা
সময়ের পরিক্রমায় বর্ষবরণ উৎসব এখন বাঙালীর সবচাইতে বড় উৎসব।এই প্রাণের উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ সত্যি উল্লেখ করার মত। দিনটির মাঝে আছে জড়িয়ে আমাদের শেকড়। লোকায়ত কৃষিনির্ভর এই জনপদের জীবনধারা থেকে উৎপত্তি হওয়া আমাদের ইতিহাস। বাঙালী অপূর্ব জীবনবোধ সৃষ্টির রহস্য প্রচণ্ড আগ্রহের স্থান। আত্মঅনুসন্ধানে নতুন উপলদ্ধি... আত্মপরিচিতির।
বাংলা ভাষাভাষী এইসব বাঙালি বন্ধুদের নিয়েই একত্রিত হয়েছে আমরা বন্ধু। বন্ধুদের অনুপ্রেরণাই তার এগিয়ে যাওয়ার পাথেয়। একারণেই বন্ধুদের চাওয়া পাওয়া নিয়েই আমরা বন্ধু সাইটের ডিজাইন এবং অন্যান্য সুবিধাদি নির্ধারিত হয়। পহেলা বৈশাখের দিনটিকে স্মরণীয় করে তুলতে আমরা বন্ধু'র লে আউটে তাই আসছে কাঙ্খিতসব পরিবর্তন, নীড় পাতার আয়তন আর লেখার জায়গা আগের চাইতে বড় হচ্ছে। সাইট লোডিংয়ের কথা বিবেচনা করে সাইটের লে আউটের জটিলতাগুলো বাদ দেয়া হয়েছে।
বাঙালি জাতির একতা ও সুশৃঙ্খলতার যে সমৃদ্ধ অতীত তাকে ফিরিয়ে আনতে আমরাও আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, আর সে কারণেই সকল সদস্যের চাহিদা অনুযায়ী পহেলা বৈশাখ থেকে আমরা বন্ধুর নীতিমালা পূর্ণ বাস্তবায়ন বা কঠোর প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্মুক্ত করা হয়েছে অতিথী মন্তব্যের সুযোগ। তবে অতিথীদের মন্তব্য মডারেশন প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশিত হবে।
মুক্তিযুদ্ধ সংক্রান্ত লেখালেখি এবং মুক্তিযুদ্ধের আর্কাইভ বানানোর নিমিত্তে http://www.bangladesh1971.org এখনি চালু আছে। চালু আছে বাংলা ওয়াডিও http://www.banglawadio.com নামে একটা অনলাইন রেডিও। মুক্তিযুদ্ধের সবচাইতে বড় ছবির কালেকশন http://www.banglagallery.com অচিরেই আমরা বন্ধু পরিবারের অন্তর্ভূক্ত হবে।
আরো বেশ কিছু সুবিধা যেমন ব্লগ এবং ব্লগার খোঁজার জন্য সার্চ স্বতন্ত্র সার্চ ইঞ্জিনটিও কিছুদিনের মধ্যেই সংযুক্ত হবে নীড় পাতায়।
সবশেষে আবারো জানাই নববর্ষের প্রাঞ্জল শুভেচ্ছা।
নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষের শুভেচ্ছা। সবটুকু শুভকামনা রইলো ভালোবাসার এই ব্লগের জন্য।
মডু ভাইয়া!!!!!!!!! আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
নীতিমালা শুধু মাত্র নীতিমালায় যেন না থাকে ... সঠিক এবং নিরপেক্ষ বাস্তবায়ন চাই...
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
নিয়ম যাতে অনিয়ম না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হইবো...
ধন্যবাদ আপনেরেও...
নববর্ষের শুভেচ্ছা...
নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ........ ধন্যবাদ মডু মামা
আমরা বন্ধুর সবাইকে শুভ নববর্ষ
টিকে থাক বাংলা এই সাইটটি। এর সকল মডু, লেখক এবং শুভাকাঙ্খীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা আর শুভ কামনা।
নতুন থীমটা ফাটাফাটি লাগতেছে।
শুভ নববর্ষ
শুভেচ্ছা। আসুন সবাই মিলে একটা ভাল ব্লগ তৈরির পথে আগাই আমরা।
নিয়ম যাতে অনিয়ম না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হইবো
নীতিমালা শুধু মাত্র নীতিমালায় যেন না থাকে ... সঠিক এবং পূর্ন নিরপেক্ষ বাস্তবায়ন চাই
শুভেচ্ছা। আসুন সবাই মিলে একটা ভাল ব্লগ তৈরির পথে আগাই আমরা
নববর্ষের শুভেচ্ছা ...
প্রথম পাতাটা দেকহে মনটা ভরে গেলো ... চমৎকার!
হে মডুরাম,
কোন পোষ্টের শিরোনামে ক্লিক করা মাত্র কেন সরাসরি মন্তব্যের ঘরে স্থাপিত হইতেছি? একদম বটম লাইন হইতে স্ক্রোল করিয়া টপ লেভেলে যাইতে নিদারুন আলস্য লাগে। অন্যদিকে পোষ্ট না পড়িয়া টেম্পলিস্ট কমেন্ট করিতেও লজ্জা লাগে। প্রিয় মডুরাম, এই অসুবিধার বিরুদ্ধ আসু ব্যবস্থা নিবার জন্য বিনীত অনুরোধ জানাইলাম।
ইতি
মানুষ
আমার মনে হয় মডুরাম বুঝতে পারছে যে তুমি কোন পোস্ট না পড়েই কমেন্টাও
...
তবে 22ল ভাই-ই মডুরাম!
তোমার লগে এরম কোন শত্রুতা নাই যে এরম একটা অপবাদ আমারে দিতাছো
কওয়ার মধ্যে কৈছি যে তুমি কবিতা লেখ... ফেসবুক ইউজ করো... তোমার নয়া মোবাইল
ইয়ে টুটুল্ভাই...ব্লগের ফুটার একটূ ভালা কইরা খিয়াল করলে কিন্ত আপ্নারেই মডু মনে হয়
ভাইরে... এই টেম্পলেটটা খালি বানাইছিলাম
যাক, মডুরে নিয়া সব বকাবাইদ্য তাইলে ঠিক জায়গা মতনই দিছি এত্তোদিন ...
মানু ভাইয়ার ১৪ নং কমেন্টের জবাব, ইউজারকে ডিফল্ট কি-বোর্ডের সুবিধা দিতে গিয়ে এই ট্যাকনিক্যাল সমস্যাটা হয়েছে। সমাধানের উপায় বের করার চেষ্টা চলছে।
এই মডুরামটা কে, আমি না ঝাতি জানটে চায়।
ওনেক ওনেক শুভকামনা রইল।
মন্তব্য এডিট ওপশন চাই
তানবীরার মন্তব্য এডিট করার অপশন চাই ।
শুভেচ্ছা।
টেমপ্লেটটা জোস হইছে

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ........।
(ফন্ট সাইজ আরেকটু বড় হইলে ভাল হইত মনে হয়)
খেক খেক খেক ... ঝাতী তার নুরানী চেহারা দেখতেও চায়
টেমপ্লেট দারুণ হইছে।
তবে সাইডবারের ব্যাকগ্রাউন্ডও সাদা দেয়ার প্রয়োজন নাই। উইজেটগুলার ব্যাকগ্রাউন্ড হালকা ছাই রঙ্গা কিংবা হালকা যেকোনো মানানসই রং হতে পারে।
মানুদার কমেন্টের সমস্যাটাও বিরক্তিকর।
ইমো স্ক্রিপ্টের মাধ্যমে দিতে চাই।
কয়েকটা নিউলাইন দেয়া যায় কিনা ট্রাই মারলাম। হইলে থ্যাঙ্কিউ, নাইলে
সাইটের নতুন থিমটা চমৎকার হয়েছে। নববর্ষের শুভেচ্ছা।
সবাইকে শুভ নববর্ষ
মডু ভাইয়ার নাম ফটু সহ ব্লগে ঝুলিয়ে রাখা হোক।
ইয়ে মানে...ফটুটা কি ফ্রন্টপেজের ব্যানারে টাঙ্গাইবেন?
তাইলে আমি মডু হইতে চাই। 8)
আরেকটা কথা বলতে ভুলে গেছি। নীতিমালার পাতাটায় মাঝে দিয়া কিসব হাবিজাবি যেন দেখা যায়, ঐগুলান ঠিক কইরেন। আর লেখার কপিরাইট কার সেটা নীতিমালায় কিংবা ব্লগের কোথাও স্পষ্ট করা নাই। মনে হয় সেটা স্পষ্ট করা প্রয়োজন।
সময় থাকতে থাকতে ভাঙ্গার কিছু লেখা মাইরা দেই তাইলে
...
আগের কমেন্টটা দ্যাখেন। আমি মডূ হইতে পারলে আপ্নার কুনো পোস্ট কইলাম ফাস্ট পেজে আইবো না
নতুন থীমটা দারুণ লাগতেছে! মডুকে অনেক ধন্যবাদ।
সবাইকে শুভ নববর্ষ!
"আমরা বন্ধু"র জন্য অনেক শুভকামনা।
মডুরাম, টেকিরাম, সবাইকে ধন্যবাদ
নেকলসট আপডেটে গরীবের একটা অনুরোধ রাইখেন ... মন্তব্য মোছার অপশন
সবাইকে নববর্ষের বর্ণীল শুভেচ্ছা। সাইট বিবর্তন সফল হউক।
এইখানে আমার কমেন্ট কই গেল? নাকি করি নাই ?!! হায় হায়
ব্লগের নুতন চেয়ারাকে অভিনন্দন।
এই মূহুর্তে আমি ব্লগ পাহারা দিতাছি
একমাত্র লগডইন ব্লগার! তবুও আমার একা লাগতেছেনা কারণ মনে হৈতেছে বন্ধুদের লেখা পাহারা দিতাছি! এই ব্লগে আসছি কয়দিনইবা হৈল! কিন্তু মডুরামের ভয়ঙ্কর (!) আন্তরিকতায় আমি মুগ্ধ
বন্ধুদের সবাইকে নববর্ষের স্নিগ্ধ শুভেচ্ছা।
ব্লগের নতুনরুপ দেখতে ভালো লাগছে.......
নববর্ষের শুভেচ্ছা সবাইকে. ......
সুন্দর একটা ব্লগ গড়ে তুলতে আমরা সবাই যেন সচেষ্ট হই
ব্যাপক হইছে। চেহারা দেইখা তো খুশিতে বাকবাকুম।

অতিথি হিসেবে একটা টেস্টিং মন্তব্য।
নববর্ষের শুভেচ্ছা।
জয় মডুরাম।
অ:ট: তয়, মডু নিকের আইডি-ই যদি মডু (modu) হয়.. তাইলে দেখতে জানি কিরাম লাগে!!!

নতুন চেহারাটা জম্পেশ হইছে। ডেভু ভাইজানরে জাঝা
নীতি কি কুনু ফুল যে সেইটার মালা হবে?
চমৎকার থিম ।
ডিফল্ট কিবোর্ড ইংলিশ দিতে চাই ।
খুশি হয়া গ্লাম ।
প্রোফাইলে গিয়ে এডিট করে দিতে ডিফল্ট কিবোর্ড ইংরেজি করতে পারবেন । তবে একটা ঝামেলা আছে, পরে বাংলা তে ক্লিক করলেও বাংলা আসবেনা। ইংরেজিই থাকবে।
শুভ নববর্ষ। ব্লগারর খোজার জন্য লিংক দিন। সম্ভব হলে সমপুর্ণ লিস্ট।
ডুয়াল পোস্টিং নিয়া আপনাদের শুচিবাইটা বাদ দেন। নিচে একটা মৌলিক পোস্টের টেক্সট দেই -
"হে মডারেটের, ইহা হয় একটি শতকরা ১০০ ভাগ সমপুর্ণ হালাল মৌলিক পোস্ট।"
এরচেয়ে ডুয়াল পোসট কি ভালো না?
শুভ কামনা রইল।
ঘটনা কী ? মন্তব্য লেখতে গেলে অক্ষরগুলি এত ছোট আসে ক্যান ?
মডু ভাইয়েরা কি কানা নাকি ? নাকি ছুটিতে আছেন ?
দেরীতে হলেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা!
নববরষের সুভেছছা
এই ব্লগ সাইটটি অনেক পছন্দ হয়েছে। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেললাম। এটিই আমার প্রথম মন্তব্য। আর হ্যাঁ, চারিদিক এতো সাদা কেন? ধূসর রঙ হলে ভালো লাগতো, সাদা চোখে লাগে। ব্লগের পেছনের মানুষদেরকেও অনেক ধন্যবাদ।
স্বাগতম আপনাকে
চমৎকার একটি লেখা দিয়ে আমাদের অভিভুত করে দেন
শুভেচ্ছা, অভিনন্দন। নতুন চেহারায় এবিকে চমৎকার লাগছে। কারিগরদের প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ।
http://www.somewhereinblog.net/blog/daakbakshoblog/29142970#c4406698
সামহয়ারের এই পোস্ট টার ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। নীতিমালায় তো ব্লগারের নিক কি হতে পারবে সেটা নিয়ে কিছু লেখা নেই অশ্লীলতা ছাড়া আর সব কিছুই গ্রহণযোগ্য। শয়তান নিক টা নিঃশ্চই অশ্লীল দাবী করবেন না?
এবং মাহবুব সুমনের মন্তব্য "মাহবুব সুমন বলেছেন: আমি যতদূর শুনেছি আপনের একটা নিক আছে সেখানে, "উদ্ভ্রান্ত মন"। আর এটাও শুনেছি ওরা দ্বিতীয় নিক এলাউ করে না। " -- মাহবুব সুমন যদি এবির এডমিনের কেউ হয় তাহলে তার কি ব্লগারের পার্সোনাল ইনফো উন্মুক্ত করা উচিৎ আর যদি না হয় তাহলে তাহলে কী এডমিনের উচিৎ অন্যকারো সাথে ব্লগের তথ্য শেয়ার করা?
মন্তব্য করুন