আজাইরা ৩
তার চোখে অবিরাম মুক্তো ঝরছিলো
কষ্টগুলো নুনের দানার মতো গলছিলো গালে
উথলে উঠেছিল তার নীল সাগর
সহসা আকাশ থেকে নেমে এলো দেবদূত এক
শুধালো হে প্রেমিকা তোমাকে আজ মুক্তোশূন্য করা হবে...
ঈশ্বরের নির্দেশে, চাও?
বললো, আমি আকাশে উড়তে চাই না
মিশতে চাই না নরম বাতাশে
আমি রয়ে যেতে চাই এই পৃথিবীর পথে
জলে ডুবে থাকা পাথরের টুকরোর মতো-
যেথা মোর প্রিয়তম গেছে হাঁটি'
বললো দেবদূত, সে তো গেছে দূরে
তবে কেনো তুমি কালের বেল পাকা দেখে যাবে
কাকের ধরনে?
বললো, দেহ নিয়ে দূরে গেছে সে তবু
আত্মাটা ফেলে গেছে
রয়ে গেছে বন্দী পাজরে আমার।
দেবদূত চলে গেলো
এবার নেমে এলেন ঈশ্বর স্বয়ং
বললেন, হে মানবসন্তান, আমি তোমাকে প্রেম শিখিয়েছিলেম
কষ্ট পাওয়ার জন্যে নয়
তোমার কষ্টে আজ কেঁপে উঠছে আকাশ
এই প্রেমকে তুমি বদলে ফেলো আমার নামে
তোমার জন্য নেমে আসবে শান্তির বারি
খুলে যাবে স্বর্গের দ্বার
সে বললো, আমি শান্তি চাই না
প্রিয়তমহীন শান্তি আমার কাছে অর্থহীন
তুমি চলে যাও ঈশ্বর।
তার চোখে নেমে এলো এবার মুক্তোর ফোয়ারা।
বিভ্রান্ত হয় গেলাম! এইটা কি আম্রার মেহেদী বিশেষজ্ঞ পুতলা ?
না, এইটা কবি পুতলা
বাহ্ বাহ্, বহুত খুব বহুত খুব... মারহাবা মারহাবা... কেয়া শের হ্যায়... শের-এ-বাংলা একে ফজলুল হকও এরকম লিখতে পারে নাই কোনোদিন...
এই পোস্ট স্টিকি করা হোক...
ভাই, প্রশংসা বেশি হৈয়া যাইতাছে কলাম.....
বিয়া তো করেন নাই, বুঝবেন কী? এক রাইত সিঁড়ি ঘরে থাকতেন, তাইলে বুঝতেন বউয়ের প্রশংসা কারে কয়... দরকার হইলে মাসুম ভাইরে জিগান...
নিশ্চয়ই নিশ্চয়ই............
মাসুম ভাবীও কি কবিতা লেখে?
আমার বউ পুরাটাই গদ্য, তাও আবার প্রবন্ধ টাইপ গদ্য।
সিঁড়ি ঘরে? আহা.....
এইভাবে প্রশংসা আদায় করে কৈতা চাইতাছেন?
কেন, এমনেতো কবিতা ভালোই হৈছে....হা হা হা
আপ্নের বউ এত্ত খারাপ নজু ভাই,ছি ছিছি,আরেক্টা বিয়া করেন।
ইয়ে, আপনের ফোন্নম্বর্টা যদি দিতেন
খেক খেক!!! এখনো দেয় নাই দেখি!!!
কবি নুপুরাপু!
বুইড়া আঙ্গুলে টিপি দিলাম ।
প্রশংসার ঠেলায় মাটির নিচে ঢুইকা যাইতে মঞ্চায়।ঃ(
নজরুলের দাবিতে ভোট দিলাম ।
আরে বাহ, আমাদের মাঝে আরো একজন কবি পাওয়া গেলো?
(আরো একজন? আগের জন কে?)হা হা হা
সুন্দর হোইছে খুব...
আরো একজন? আগের জন কে?
পরের বউয়ের কবিতা সুন্দর হইছে।
;p
পরের বউয়ের কবিতা সুন্দর হইছে।
দারুণ কবিতা। জামাই বউ পোষ্ট।
কিন্তু পোষ্টে কবির দেখা নাই কেন?
জামাই বউ পোষ্ট কেম্নে?
রোমাঞ্চে ভাটা পড়লেও কিন্তু কবিতা বাইর হয়। সুতরাং খুব খিয়াল কৈরা........
ইংলিশ এ ১টা কথা প্রায়শই কই, "i m the most romantic person in the universe".কবিতা বাইর হোক কিনবা না হোক রোমাঞ্চ থাকবেই।:P
m the most romantic person in the universe".কবিতা বাইর হোক কিনবা না হোক রোমাঞ্চ থাকবেই।
বাহ বাহ।
খিক খিক হাসি।
ফিদা হইয়া গেলাম
সত্যি?
এই লাইনে এসে পুরাই হেটস অফ কবি
:">
ধুরো, এইটা কী হইলো? এক বাড়িতে দুইজন থাকার কুফল। নজুর নামে লগিন করা ছিলো, খেয়াল করি নাই। আমি কমেন্ট করে দেখি নজুর ছবি দেখা যায়। এখন কী করি?
মডু ভাইরা, পিলিজ আমার লাস্ট তিনটা কমেন্ট মুছে দেন, যেগুলা নজুর নামে গেছে, প্লিজ
আপনার অনুরোধ রক্ষা করা হলো।
ধন্যবাদ
আহারে, আমরা তো ঐ কমেন্ট গুলান দেখি নাই।
প্লীজ মডারেটর, কমেন্ট গুলা ফেরৎ আনেন....
আমি পুতুলের নামে মামলা করুম। আমি লগিন করা ছিলাম। একটু পাশের ঘরে গেছি আর এসে দেখি সে মনের মাধুরি মিশায়া মন্তব্য করে যাইতেছে। হে হে হে...
মডুরা ফিরত আনতে পারবো? জানি না...
পুতুলরেই কমুনে আরেকবার নিজের নামে মন্তব্য করতে
কত কবিতা রে!
আবার মন্তব্য করলাম।:D
আহারে বিয়া করলাম করলাম একটা পুরা ইউনিফর্মরে কললাম, কোনদিন আমার কবিতা পইড়া কয়নাই
বাহ্ বাহ্, বহুত খুব বহুত খুব... মারহাবা মারহাবা... কেয়া শের হ্যায়... শের-এ-বাংলা একে ফজলুল হকও এরকম লিখতে পারে নাই কোনোদিন...
এই পোস্ট স্টিকি করা হোক...
উরে আমারে কলাগাছ দে আমি ঝুইলা পড়ি....................
nupurer chondo baje amder kotha colle with nozrul giti
onek sundor kobita comment na dia parlam na, caliee jaoo..
দারুন কবিতা
মন্তব্য করুন