ইউজার লগইন

আমি, তুমি, সে

২০০৬ সালের শুরুতে যখন রইন্যা আমরা বন্ধু তে ঢুকালো, তখন ভাবতেই পারিনি আমার জীবনের মোড় কোনদিকে যাবে কিনবা আমার জীবনটা আদৌ আমার থাকবে কিনা। আমরা বন্ধু তে ঢুকতেই এক চরম ফাউল লোক আমারে স্বাগতম জানালো। যাইহোক তখন আমার স্নাতক পরীক্ষা শেষ। হাতে অফুরন্ত সময়।সারা দিনরাত নেটেই পইরা থাকি। এখানে অইখানে উকিঝুকি মারি আর এবির হাজার হাজার মেইল পড়ি। খুব অল্প সময়েই নিজেকে মানিয়ে নিলাম এবির হাজারো মেইলের সাথে, আমি এবির স্বর্ন যুগের কথা বলছি।ধীরে ধীরে অনেকের সম্পর্কে জানতে পারি, কার মন খারাপ, কার পেট খারাপ, কে জ্ঞানী কিনবা কে মুর্খ আর কে কবি, কেইবা ভালো ছবি তুলে কিনবা সংগ্রহ করে। এই হাজারো মেইল এর ভিড়ে সেই ফাউল লোকটা আমার সাথে চরম ফাউলামি করে,টাংকিও মারে আবার অবাক হয়ে দেখি জ্ঞানী জ্ঞানী মেইল লিখে, কিন্তু সেগুলো বুঝতে আমার একটুও সমস্যা হয়না,কেননা সেগুলো সহজ ভাষায় অনেক মজা করে লিখা, মনে হয় যেন সামনে দাড়ায়ে কথা বলতেছে। আমি লোকটার লিখার খুব পাংখা হইলাম, কিন্তুক তার টাংকিবাজি আর স্বভাব এর কারনে তারে ঠিক পছন্দ হইলনা। তার নামটা বুড়া বুড়া,তাই ভাব্লাম সে নিশ্চয়ই ৪০-৫০ এর কম হইবোনা।

যাইহোক হঠাত কইরা দেখলাম এবির লুকজন প্রায়ই এখানে সেখানে আড্ডা দেয়,আমারেও জয় ভাই আর টুটুল ভাই কইল যাইতে।অনেক্ষন ভাব্লাম যামু কি যামু না,পরে ভাব্লাম যাই দেখি যা আছে কপালে।সেই ফাউল লোকের বাসায় হবে আড্ডা,গেলাম,দেখলাম,এবি আমার মন জয় কইরা নিল।আমরা বন্ধুর বন্ধুরা এত আন্তরিক সবার সাথেই বন্ধুত্ত হতে সময় লাগ্লোনা।আর সেই ফাউল লোকটা,তারে দেইখা ত আমি পুরা টাশকি।পিচ্চি ১টা পোলার লাহান দেখা যায়,টাইনা টুইনা আমার গলা পর্যন্ত আসে।আর দেখি সেই ফাউল লোকটা একাই পুরা আড্ডা জমায়ে রাখার ক্ষমতা রাখে,গান গায়,নাচে আর এবির সব মাইয়াগো লগে টাংকি মারে।
Putul 05.jpg

এবির সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আর সবার সাথে বন্ধুত্ত বাড়ে। অনেকের সাথে জানাশোনা হয়, আড্ডা মারি বেশি বেশি। ফাউল লোক্টার সাথে অবশ্য বেশি কথা হয়না। হঠাত এক ঘটনার মধ্য দিয়ে আমরা খুব ভাল বন্ধু হয়ে যাই। তাকে বুঝা শুরু করি, অবাক হয়ে দেখি খারাপ ভালোর পাশাপাশি সহাবস্থান। অবশ্য কারো খারাপ অন্যের কাছে খারাপ নাও হতে পারে। সেই ফাউল লোকটার কিছি জিনিশ আমার খুব ভাল লাগলো।তার মানসিকতা।তার জানার পরিমান দেখে অবাক লাগে,আরো অবাক লাগে সে সারাটা জীবন নিজের মত যাপন করছে,এইরকম জীবন অনেকে সাধনা কইরাও যাপন করতে পারেনা, তারে আমি এই কারনে হিংসাই। তারে বিশ্বাস করে সব কথা বলা যায়।
Putul 06.jpg
সময় যখন এলো জীবনসংগী বেছে নেয়ার তখন অজানা অচেনা কারো সাথে জীবন কাটানোর চে একজন বন্ধুর সাথে জীবনযাপন করাটাই বেছে নিলাম। হ্যা নানা হাংগামার মধ্যে দিয়ে তার হলাম। এখন সেই ফাউল লোক্টার সাথেই আমার সংসার, আমার অভিমান, আমার খুশি।

আমাদের দুইজনের নতুন সংসারে একটা নতুন প্রান যখন এল,আমার পুরো জীবন বদলে গেল।
নানা শারীরিক সমস্যার ভেতর দিয়ে তাকে অনুভব করা শুরু করলাম। আমার হাটাচলা সব বন্ধ হয়ে গেল, এক স্থবির জীবন। আমার শরীরের ভেতর আরেকটা মানুষ বড় হচ্ছে এ এক অদ্ভুত অনুভুতি। অপেক্ষা সারাক্ষন অই তুলতুলে ছোট্ট মানুষ্টার জন্যে। সেই ফাউল লোকটা আমাকে সারাক্ষন আগলে আগলে রাখতো।আমার নাওয়া খাওয়া সব তার উপর নির্ভরশীল ছিল। এক সময় আমাদের দুইজনের অপেক্ষা শেষ হল । সময়ের অনেক আগেই এক ভেজা সকালে সে আমার কোলে আলো করে এলো। এক্টা ছোট্ট পরী যেন স্বর্গ থেকে আমার জীবনে নেমে এল।
Putul 02.jpg
এই পরীটার সাথে আমি আমি খেলি,সে আমার চোখের সামনে বড় হয়,বসতে হাটতে,কথা বলতে, গান গাইতে, নাচতে, ছড়া বলতে শিখে।আমাকে আদর করে,শাষন করে,জেদ-অভিমান,চাওয়া সব আমার সাথেই। অনেক অপ্রিপুর্নতার মাঝে সে আমাদের জীবন ভরিয়ে রাখে। তাকে নিয়ে আমাদের পরিপুর্ন জীবন।
Putul 04.jpg
আজ আমার পরীটার জন্মদিন। সবাই ওর জন্যে দোয়া কোরো।
Putul 07.jpg

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

একলব্যের পুনর্জন্ম's picture


জন্মদিনের শুভেচ্ছা পিচ্চিকে Smile

পুতুল's picture


ধন্যবাদ

মিশু's picture


নিধি মামনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর অনেক অনেক আদর

পুতুল's picture


ধন্যবাদ

রাসেল আশরাফ's picture


দোয়া রইলো মামাটার জন্য.।।শুভ জন্মদিন.।.।।

আরেকটা কথা এবি তো দেখছি একবারে ঘটক পাখী ভাই ।ইস রে আমারে নিয়া কবে যে কেও এমনে লিখবো?কেও কি লিখতে চান??? তাইলে হাত তুলেন।

পুতুল's picture


ধন্যবাদ
কয়জন হাত তুললো?

রাসেল আশরাফ's picture


এই দুনিয়া আর সেই দুনিয়া নাই।আপনাদের মতো দিল আলা মহামতী এখন খুজে পাওয়া মুশকিল।।

ভাঙ্গা পেন্সিল's picture


শুভ জন্মদিন

পুতুল's picture


ধন্যবাদ

১০

টুটুল's picture


শুভ জন্মদিন নিধি মামনিটাকে
অনেক অনেক বড় হও

১১

পুতুল's picture


না, ও ছোটই থাকুক
আপনাকে ধন্যবাদ

১২

শওকত মাসুম's picture


অনেক অনেক শুভকামনা নিধি মামনিটাকে। আজীবন তোমাদের দুজনকে ধরে রাখুক মামনিটা।

জন্মদিনে নিধিকে কি দিবা?
ভাই বা বোন চাচ্ছে না তো আবার?

১৩

টুটুল's picture


মাসুম ভাইয়ের মন্তব্যে জাঝা Smile

১৪

পুতুল's picture


মন্তব্য নিষ্প্রয়োজন

১৫

নীড় সন্ধানী's picture


এই নিয়া দুইটা বুড়া লোকের কাহিনী জানলাম।
আগে যদি জানতাম বুড়া হইয়া জন্ম নিতাম। আগামী জনমে চেষ্টা করা হবে বুড়া হয়ে জন্ম নিতে এবং কলিজা কাঁপানোর বাকী মালমশলা গুলা টুকে নিলাম। Smile

এইরকম একটা পরীভাগ্যের জন্য বুড়াখুকী দুজনকেই অভিনন্দন। নিধি মামনিকে অনেক অনেক আদর!!!

১৬

পুতুল's picture


আপনি এখনো বুড়া হন নাই!

১৭

নুরুজ্জামান মানিক's picture


নিধির জন্য অনেক অনেক আদর ।
ও হ্যা, তোমার লেখা জোশ হইছে ।

১৮

পুতুল's picture


ধন্যবাদ

১৯

মুক্ত বয়ান's picture


আহারে... মাইনষে যে ক্যান আম্রারে আগে থেইকা পিচ্চি কইয়া জানে??? Sad Sad
ইস... দুনিয়ার বুইড়ারাই দেখি এইখানে...
যাউক্গা... নজু ভাই'র গামছাটা দেখি ব্যাপক। পছন্দ হইছে। আমিও একটা কিন্নালামু ভাবতাছি... Tongue

আর, নিধির কথা তো বলার অপেক্ষা নেই। এই পিচ্চিটা সবাইকেই পছন্দ করে। সবাইকেই আপন করে নেয়। তয়, কি এক বিচিত্র কারণে, সে গেল আড্ডায় আর কাউরে না দিয়ে আমারে চকলেট দিছিলো। Smile
কি আনন্দ আকাশে-বাতাসে। Party
ধইন্যাপাতা নিধি।
অনেক অনেক আদর। ভালোবাসা।
শুভ জন্মদিন। <:

২০

পুতুল's picture


ধন্যবাদ

২১

লীনা দিলরুবা's picture


শুভ জন্মদিন, নিধি।

২২

পুতুল's picture


ধন্যবাদ আপু

২৩

জ্যোতি's picture


শুভজন্মদিন নিধি। নিধি মামনিকে অনেক অনেক আদর।

২৪

পুতুল's picture


তোমাকেও অনেক অনেক আদর আর ধন্যবাদ

২৫

মেসবাহ য়াযাদ's picture


নিধি, মানুষের মত মানুষ হ- মামনী... শুভ ভুমিষ্ঠ দিবস...

২৬

পুতুল's picture


ধন্যবাদ

২৭

ভাঙ্গা পেন্সিল's picture


প্রথম ছবিটা সেরাম জোস...আর যাই হোক, কাউরেই বুড়া লাগতাছে না Tongue সুতরাং আম্রারে ভুং-ভাং বুঝ দিয়া লাভ নাই

২৮

পুতুল's picture


আমরা তো বুড়া না, নজু ফাউল। আমি ভালো

২৯

মেঘ's picture


নিধির জন্য শুভেচ্ছা।

৩০

পুতুল's picture


ধন্যবাদ

৩১

রুবেল শাহ's picture


শুভজন্মদিন নিধি ......
নিধি মামনিকে অনেক অনেক আদর।

৩২

পুতুল's picture


ধন্যবাদ

৩৩

সাঈদ's picture


একজন কইলো বুইড়া ভামের গল্প আরেকজন ফাউল লোকের....................

ক্যান যে ফাউল হইলাম না , বুইড়া যে কবে হমু ...............

যাই হোক , নিধি মামনি কে অনেক আদর , শুভ জন্মদিন মামনি। অনেক শুভেচ্ছা মামনি কে আর তার বাবা - মা কে।

৩৪

আপন_আধার's picture


আসলেই ........ বাজার তো বুইড়া আর ফাউল লোকেই দখল কইরা ফালাইলো ...........
বুইড়ার মত ফাউল লোকটার মেইল পইড়াও বহুত মজা পাইতাম Laughing out loud

নিধি মামনিকে জন্মদিনের শুভেচ্ছা

৩৫

পুতুল's picture


ধন্যবাদ

৩৬

পুতুল's picture


জ্যাকেট নিয়া ঘুরতে হবে Wink

৩৭

আপন_আধার's picture


এখনতো জ্যাকেটের অফ সিজন, অন্য বুদ্ধি দেন
ছাতা লইয়া ঘুরলে হইবো ??? Tongue

৩৮

অদ্রোহ's picture


নিধির জন্মতিথিতে একরাশ শুভেচ্ছা!!

৩৯

পুতুল's picture


ধন্যবাদ

৪০

কণা's picture


মামোনি .। শুভো জোননমোডিন

বাংলা লিকহি নাহ টোোো কি জেনো হোচছে

৪১

পুতুল's picture


ধন্যবাদ
কয়দিন প্রাক্টিস করলে দেখবা ঠিকঠাক লেখতে পারছো। চালিয়ে যাও

৪২

অতিথি's picture


অনেক অনেক শুভেচ্ছা। শুভকামণা থাকল।

৪৩

পুতুল's picture


ধন্যবাদ

৪৪

নীড় _হারা_পাখি's picture


মামনিকে জন্মদিনের শুভেচছা..। আর মনে বড়ই দুঃখ কিসের জন্য জীবনে ফাউল, ভাদাইম্যা আর বুইড়া হইলাম না.।.। কেন, কেন? কেউ গামছা ওয়ালা আবার কেউ জ্যাকেট। বুঝতেছি না। পরবর্তি আকর্ষন কি হইব?

৪৫

পুতুল's picture


পরবর্তী আকর্ষণ আছে তো আরো, তারা লিখলেই হয়

৪৬

সাহাদাত উদরাজী's picture


শুভ কামনা! শুভ জন্মদিন!

৪৭

পুতুল's picture


ধন্যবাদ

৪৮

আরিফ বুলবুল's picture


ভালো লাগল!

৪৯

পুতুল's picture


ধন্যবাদ

৫০

মুকুল's picture


শুভ জন্মদিন !

বড় হও, অনেক বড়...

Smile

৫১

পুতুল's picture


ধন্যবাদ

৫২

বিষাক্ত মানুষ's picture


অনেক অনেক আদর মা মনিটার জন্য

৫৩

পুতুল's picture


ধন্যবাদ

৫৪

জমিদার's picture


চার জন হলে শিরোনাম কি হবে ভাবতাছি ।
নিধি মামনিকে জন্মদিনের শুভেচ্ছা

৫৫

পুতুল's picture


আমি, তুমি, তাহারা

ধন্যবাদ

৫৬

ইভান's picture


এই পোস্ট পডার আগেই আমি বুঝতে পারছি কি লিখতে পারো তুমি WinkWink কারণ আমি তো সব ঘটনার সাক্ষী WinkWink

ভাল লাগলো. আল্লাহ তোমাদের সুখী রাখুক

৫৭

পুতুল's picture


হ... এগুলা তো তোমার জানাই
তবু ধন্যবাদ

৫৮

নাহীদ Hossain's picture


সাঈদঃ একজন কইলো বুইড়া ভামের গল্প আরেকজন ফাউল লোকের............. ক্যান যে ফাউল হইলাম না , বুইড়া যে কবে হমু ............... আপসুস।
Frown

অনেক অনেক শুভেছা নিধির জন্য।

৫৯

পুতুল's picture


ফাউল হয়ে যান, এই কামনায়
ধন্যবাদ

৬০

নজরুল ইসলাম's picture


নিধিরে হ্যাপী বার্থডে
নিধির বাপকে শুভেচ্ছা Wink

৬১

রাসেল আশরাফ's picture


নিধির বাপকে শুভেচ্ছা পৌছে দেয়া হৈপে।

৬২

পুতুল's picture


মায়ে কি দোষ করলো??

৬৩

রাসেল আশরাফ's picture


মায়েদের শুভেচছা লাগে না.।কারন তারা হচ্ছে মা..জননী।।

৬৪

পুতুল's picture


মায়ে কি দোষ করলো??

৬৫

মানুষ's picture


জন্মদিনের শুভেচ্ছা

৬৬

রাফি's picture


পোষ্ট পৈড়া বুঝলাম বাপ-মায়ে ছোট বেলায় ভুল শিখাইছে, কৈছে যেনো ফাউল না হই। ফাউল হৈলেও লাভ হয় দেখা যায়। হে হে.....

নিধি মামনিকে জন্মদিনের দিরং শুভেচ্ছা..... অনেক বড় হও মামনি, অনেক বড়....

৬৭

মুক্ত বয়ান's picture


দাওয়াত-টাওয়াত দিলেন না। দু:খ পাইলাম। Sad

৬৮

পুতুল's picture


দু:খ পাওয়ার কিছু নাই।

৬৯

মুক্ত বয়ান's picture


তারমানে শিগ্গির দাওয়াত করবেন?? Wink
আশায় রইলাম। Smile

৭০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


নিধি-পরিবার কে শুভেচ্ছা Smile

~

৭১

নীড় _হারা_পাখি's picture


মুক্ত বয়ানের সাথে এক মত। দাওয়াত কই। খাওয়া দাওয়া শেষে নিধির মা'কে একটা ধন্যবাদ দেয়া যাইতে পারে। আর নিধির বাপ কেও। কারন বাজার না করলে তো আর খাওয়া রান্না হবে না। মুক্ত বয়ান তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার পিছে।

৭২

নাজ's picture


শুভ জন্মদিন নিধি ......
অনেক অনেক আদর।

৭৩

বকলম's picture


হায় হায় আমি কি দেরি কইরা আইলাম। পুতুল আপু আর নজু ভাইয়ুকে অভিনন্দন তাদের নিধি আর একটি জন্মদিনের মাইলষ্টোন পাড়ি দিল। প্রেম কাহিনীটা আরও বড় হইতে পারিত। নজু ভাইয়ের নিজের ঢোল নিজে বাজানোর একটু বাতিক আছে মনে লয়, তাই নজু ভাই নতুন আঙ্গিকে একটি প্রেম কাহিনীর পুষ্ট দিতে পারেন। অথবা পুতুল আপু এই নজু-পুতুলের পেরেম নিয়ে সতন্ত্র পুষ্ট দিতে পারেন যার টাইটেল হইতে পারে

"একটি গামছা পড়া চেলে পাগল করেচে"।

যাউগ্গা যা কইতে চাইছিলাম... নিধি মামনিরে অনেক অনেক আদর, দোয়া ও শুভাশিষ।

হ্যাপি বার্থডে নিধি মামনি।

৭৪

নরাধম's picture


হ্যাপি বার্থডে (দিরং হয়া গেছে)।

৭৫

তানবীরা's picture


নিধি আরো এক বছর এর বড় হলো। সময় কতো দ্রুত যায়। ভালোবাসা মাটাকে।

৭৬

শাওন৩৫০৪'s picture


অস্থির প্রেম কাহিনী----ফডু গুলা জোশ......লেখা ভালো লাগছে খুব...

নিধি মামুনিরে এইখানে হেপি বাড্ডে দিতে দেরী হৈয়া গেলো...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

পুতুল's picture

নিজের সম্পর্কে

আমি উড়ে বেড়াই,
আমি ঘুরে বেড়াই,
আমি পথে পথে পুড়ে বেড়াই;
আমার ভাল লাগেনা যদি ঘরে এসে
না দেখতে পাই...
তুমি আছ তুমি।।