আজাইরা
আকাশ মেঘে ঢাকা
চারিদিক ফাঁকা
শূণ্যতার মাঝে একা
পড়ে রয়েছি আমি
..............................................।
মায়াবতী কইন্যা রে তোর
মেঘবরণ কেশ
আউলা চুল না খুইল্যা
বাইন্ধা রাখরে বেশ।
মিটিমিটি হাসিরে তোর
চোখে দেখি খুশি
পরান আমার ভইরা উঠে
দেইখা তোর ঐ হাসি।
............................................
হাতের কিছু কষ্ট ছিলো
পায়ের কিছু কষ্ট
কষ্টগুলো দেখলো কেবল
মনের ভাষা নষ্ট।
রাতের কিছু কষ্ট ছিলো
দিনের কিছু কষ্ট
কষ্টগুলো বুঝতে চেয়ে
কষ্ট হলো ষষ্ট।
......................
আজাইরা হইছে
এ্যাঝাইড়া হৈছে, সৌন্দয্য.....

(ইমো গুলান কৈ??)
এই কবিতায় তোমার সূত্র প্রয়োগ করমু নাকি বিলাই
আসো করি.....কুন অংশ?
আকাশ মেঘে ঢাকা
চারিদিক ফাঁকা
শূণ্যতার মাঝে একা
পড়ে রয়েছি আমি
"অম্বর নীরদাক্রান্ত
"
নীরদাক্রান্ত অম্বরে
হিয়া তব, ব্যোমসম
ধবলে ধবলে শ্যেন চোখের আড়ালে
মম চিত্ত হুতাশন।
(এডা কি বেশি হৈয়া গেলো নাকি???
)
চোখের আড়ালে চেন্জ কইরা নয়ন/অক্ষি টাইপ কিছুতে নেয়া যায় না? চোখটা বড়ই আটপৌড়ে অম্বর নীরদ ব্যোমসম এর ভীড়ে
নীরদাক্রান্ত অম্বরে
হিয়া তব, ব্যোমসম
ধবলে ধবলে শ্যেন অক্ষী অন্তরালে
মম চিত্ত হুতাশন।
অকে?
হ; অকে
আইচ্ছা.. আপ্নারা এইগুলা কি কর্লেন?
কে লেখছে
ঝরঝরা কড়কড়া। খুব ভালো লাগলো পড়তে পুতুল
পুতুলের আজাইড়া ছড়া আরো চাই।
ভালো লাগলো
চালাইয়া যাও।
মন্তব্য করুন