আজাইরা ২
আমি জানি তোমার চোখের জল
চোখের অনেক নিচে
তোমার হাঁসির আড়ালে
কখনো উপচে পড়ে না টলমলে অশ্রু।
তোমার করুন মুখটায় আস্তে আস্তে...
হাঁসি ছড়িয়ে পড়ে তোমার ঠোঁট থেকে
নাক, চোখ, আঙ্গুলের ডগায়।
জানি তুমি কখনো মুখ ফুটে বলবে না এসো
কোন সূর্য ডোবা সন্ধ্যায় বাড়িয়ে দিবে না
হাস্যময় হাত,
তোমার আমার হাতের মাঝে
কখনো খেলা করবে না
আমাদের কাক্ষিত ইচ্ছাগুলো ।
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।।
কস্কী মমিন!!!
নজরুল ভাই মনে হয় ক্রন্দসী হাত বাড়ায় রাখে
যাউগ্গা... পুতুল কবিরে অভিনন্দন
এই খানে কি আমরা মন্তব্য করতে পারবো? নাকি এইটা খালি জামাই-বউ পোস্ট?
আরে আমি তো আরো ভাবতেছি এখানে আমার মন্তব্য করা ঠিক হইলো কী না। কারে না কারে লেখছে। আবার আপনেরেই কী না...
আমি এখন হাস্যময় হাতের মালিকরে খুঁজতেছি
কস্কী মমিন! আমার হাত তো নিঃশ্বময় হাত। আর হাস্যময় হাত জিনিষটা কী?
বউ-জামাইয়ের ব্যাপার স্যাপার বুঝি না।
কবি এইখানে
বলিতে যাহা বুঝাইয়াছেন তাহা হইলো কতকটা এরূপ...
যেই হস্ত তাহার ক্রোড় হইতে তাহার কন্যাকে কিছু সময়ের জন্য গ্রহন করিয়া তাহার (কবির) মুখমন্ডলে এবং হাস্যস্ফুরণ ঘটাইতে সক্ষম সেই হস্তই
পুতুল কবিরে অভিনন্দন
হাঁসি < হাসি
===================
ব্লগে স্বাগতম। লেখা ভালো লাগলো।
পুনশ্চ: আপনি কি সেই পুতুলাপা?
যাক তোমার লেখা শুরু হইছে...
ভাল লাগল
আবার আগের মত রেগুলার লেখালেখি করো
জানি তুমি কখনো মুখ ফুটে বলবে না এসো
কোন সূর্য ডোবা সন্ধ্যায় বাড়িয়ে দিবে না
হাস্যময় হাত,
তোমার আমার হাতের মাঝে
কখনো খেলা করবে না
আমাদের কাক্ষিত ইচ্ছাগুলো ।
পছন্দ হইছে..
আর হাস্যময় হাত বলতে হাসিমাখা চোখমুখ নিয়ে হাত বাড়ানির কথা বলছে এখান কবি, বুইঝা নিলাম
হাস্যময় হাতের ভুলভাল ব্যাখ্যা করলে হপে না
"
বৃত্তবন্দী's picture
বৃত্তবন্দী | এপ্রিল ১১, ২০১০ - ৯:৫২ অপরাহ্ন
কবি এইখানে
হাস্যময় হাত
বলিতে যাহা বুঝাইয়াছেন তাহা হইলো কতকটা এরূপ...
যেই হস্ত তাহার ক্রোড় হইতে তাহার কন্যাকে কিছু সময়ের জন্য গ্রহন করিয়া তাহার (কবির) মুখমন্ডলে এবং হাস্যস্ফুরণ ঘটাইতে সক্ষম সেই হস্তই
হাস্যময় হাত"
জানি তুমি কখনো মুখ ফুটে বলবে না এসো
কোন সূর্য ডোবা সন্ধ্যায় বাড়িয়ে দিবে না
হাস্যময় হাত,
তোমার আমার হাতের মাঝে
কখনো খেলা করবে না
আমাদের কাক্ষিত ইচ্ছাগুলো ।
ব্যাপক লাইক করছি। কবির কবিতা নিয়মিত চাই।
মন্তব্য করুন