ইউজার লগইন

ঝলমলিয়ায় সনাতন মেলায় - ৪ : লালদা স্পেশাল

আগেই বলেছি ঝলমলিয়ায় যাওয়া হয় লালদার শ্যুটিং এর ছবি তোলার ইচ্ছা থেকে। যদিও এবার তিনি খুব বেশি শ্যুটিং করেন নাই। এবার তিনি মেইনলি পানির নিচের শ্যুটিং করেছেন । এটা করতে গিয়ে আরেক কান্ড। আমরা যখন ঝলমলিয়া যাই তখন শৈতপ্রবাহ চলছে। প্রচন্ড শীত। পানির ধারে কাছে যাই না। যে কাপড়ে গিয়েছি সেটা আর খুলিনা। এমন অবস্থায় লালদা পানির নিচের শট নিতে গিয়া ফুলপ্যান্ট ভিজিয়ে এসেছে কাপতে কাপতে। এক্স্ট্রা কাপড়ও নেন নাই। পরে অন্যজনের থেকে ট্রাউজার নিয়ে পড়তে হয়েছে।

আজকের পর্বের বিষয় লালদার সেইসব শ্যুটিংয়ের ছবি ।
lal 1
lal 2
lal 3
lal 4
lal 6
lal 7
lal 8
lal 9
lal 10
lal 11
lal 12
মেয়েটা পানিতে নিতে আসে দিঘীতে। লালদা শ্যুটিংয়ে অংশ নিতে বললে মেয়াটা সানন্দে রাজী হয়ে যায়। এই হীমশীতল ঠান্ডা পানিতে অনেকবার শট দিতে হয়েছে। কিন্তু বিরক্ত হয় নাই মেয়েটা মোটেও। আমি মনে মনে ভাবি শহরের কোনো মেয়ে কী বিনা লাভে এতটুটুকু করত কারো জন্য! ঝলমলিয়ার মানুষ গুলি এত ভালো, অমায়িক ও বন্ধু বৎসল!

তরুনী এই বধুটির নাম রূপা।
lal 13
lal 14
lal 15
lal 16

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


আহারে । সাথে গেলে শুট্যিং দেখতে পেতাম ।

রায়েহাত শুভ's picture


কলসি কাঁখে রূপার একলা যেই ছবিটা, সেইটায় এক্সপ্রেশনটা কেরম জানি বিরক্ত মত লাগতেছে।

হাসান রায়হান's picture


আসলে বিরক্ত না, ছবি তুলতে গেলে সবাই কেমন শক্ত হয়ে যায় না!

রায়েহাত শুভ's picture


কিন্তু লালদার সাথের ছবিটায় কি সুন্দর হাসিমুখ। ঐখানে তো শক্ত হয়নাই Smile

হাসান রায়হান's picture


ঐখানে বইলা হাসাইছি Smile

রায়েহাত শুভ's picture


এই হাসিটা জোস লাগছে Smile

জ্যোতি's picture


লালদারে তো রুমান্টিক লাগতেছে ছবিতে।
এইবার জম্পেশ ঘুরলেন, বেড়াইলেন।হিংসা

হাসান রায়হান's picture


লালদা রমনীমোহন। ঐদিন দেখলাম তিন চারজন মেয়ে রিপোর্টার ছেঁকে ধরেছে। Smile

এ টি এম কাদের's picture


গরুটার পোজ বেশ সুন্দর হইছে ।

১০

হাসান রায়হান's picture


হ্যা একদৃষ্টিতে ক্যামেরার দিকে তাকায় ছিল।

১১

শওকত মাসুম's picture


নিলেন না

১২

হাসান রায়হান's picture


গেলেননা

১৩

শাফায়েত's picture


আগের পোস্টের ছবিগুলোর মতোই সুন্দর।

১৪

হাসান রায়হান's picture


ধন্যবাদ

১৫

তানবীরা's picture


কিসের শ্যুটিং হচ্ছিল সেখানে পানির মধ্যে?

১৬

হাসান রায়হান's picture


কলসে পানি ভরা

১৭

তানবীরা's picture


Stare Stare Stare

সেটাতো দেখতেছি কিন্তু এটা কি এ্যাড না ফিল্ম না ডকু?

১৮

মীর's picture


হেলাল ভাইয়ের চেহারা তো দারুণ! সিনেমার নায়কদের মতো।

১৯

হাসান রায়হান's picture


হেব্বি চেহারা

২০

আনন্দবাবু's picture


গরুরা ছবি তোলার সময় শক্ত হয়ে যায় না। গরুদের কাছে এটা শিক্ষনীয়।

পোস্ট খুবই পছন্দ হইসে।

২১

হাসান রায়হান's picture


থান্কু

২২

জেবীন's picture


১ম দুইটাতো হিরুর পোজ! Tongue
গরুর ছবি কি সিরিয়াস্লি নিতাছিলো? Shock

লালদা রমনীমোহন।

হ! Laughing out loud

২৩

রাসেল's picture


হেলাল ভাই আমাদের দ্রাক্ষা রসে দীক্ষা দিলেন না, কাজটা ভালো হয় নাই।

২৪

লীনা দিলরুবা's picture


লালদারে তো ছুট ছুট দেখায় Smile

২৫

সাইফুল ওয়াদুদ হেলাল's picture


ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভকামনা।

২৬

প্রিয়'s picture


খুব সুন্দর। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs