ইউজার লগইন

বন্ধুগো রঙ্গিলা মুখ ....... ( আরো খোমা যোগ করা হবে )

সাঈদ ভাই এর দোয়া পোষ্ট তে মন্তব্য করতে গিয়ে কার্টুন গুলো আঁকার চিন্তা মাথায় এসেছে। এই কার্টুন গুলো শুধুই মজা করার জন্য আঁকা........

ইনি প্রিয় নজরুল ভাই
n bi.jpg

আমরা বন্ধুর প্রিয় মুখ জ্বিনের বাদশা
b bi_0.jpg

সাঈদ ভাইয়েরটা এইখানে আসবে.
(.... এখনো আঁকি নাই )

আরেক প্রিয় মুখ ২২ল ভাই
( এইটা নিয়াও চিন্তায় আছি )

মাসুম ভাই ( শওকত মাসুম )
m bi.jpg

শাওন বিলাই কিন্তু মক্ত দাবি করলো এইটা নাকি তার মত
beli.jpg

শাওন বিলাই আর মুক্তোর চুল খাড়াওলা ফডু আঁকতে আঁকতে আমগো গানওলার কথা মনে পড়ে গেলো
bema.jpg

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আমারটা আইকা ফেল...
সুন্দর কৈরা আইকো ... ওইটারে প্রোফাইল পিক বানাবো

রুবেল শাহ's picture


চিন্তায় আছি কেম্নে কি আঁকুম ....( টেনশনের ইমো হপে )

টুটুল's picture


আরে চিন্তার কিছু নাই Smile

সাঈদ's picture


আমার মুখ না আকোনের তেব্র পরতিবাদ ।

রুবেল শাহ's picture


আঁকুম কইছিনা....

নাজ's picture


জুশ হইছে!! Wink

চিত্রটিতে মাসুম ভাই যে বইখানা পড়তেছেন, উহা কই পাওয়া যাবে? আমিও একটু পড়ে দেখি। Smile
ইদানিং আমার আবার বেশি বেশি খাওয়া দরকার কিনা Tongue out

রুবেল শাহ's picture


সেইটা মাসুম ভাইরে জিগাইলেই পারেন....

আচ্ছা আপনারটা মুক্টি টাইপের আঁকুমনে... Tongue

নাজ's picture


আপনি কি আমারে মুটকি কইতে চাইলেন?

রুবেল শাহ's picture


বেশী খাওন-দাওনের চিন্তা তো মুটকিরাই করে তাই কিনা Stare

১০

নাজ's picture


আরে ভাই, এখন তো বেশি খাওন-দাওন করতে আমি বাধ্য। কারন, আমি যে এখন দুইজন......

১১

রুবেল শাহ's picture


Day Dreaming

১২

নজরুল ইসলাম's picture


আমারে তো পুরা সিরাম লাগতিছে Wink

১৩

রুবেল শাহ's picture


তাইলে নজরানা কই.....

১৪

নাহীদ Hossain's picture


ফাটাফাটি হইছে... কিন্তু আপনার নিজেরটা দেখতে চাহি .....

১৫

রুবেল শাহ's picture


Angry

১৬

আবদুর রাজ্জাক শিপন's picture


মাশাল্লাহ মাশাল্লাহ !

সবাই  দেখতে খুব সুন্দর !Cool

১৭

রুবেল শাহ's picture


স্যার আপনার খানা দিমু নাকি ?

১৮

জ্যোতি's picture


নজরুল ভাই এর টা তো ফাটাফাটি লাগতাছে। ব্যাপক চুইট।
মাসুম ভাই এর বইটা আমারো লাগবো। কত কি খাইতে মন্চায়!

রুবেল আমারটা আঁকলে কিন্তু সুইট কইরা আঁকবেন নাইলে রাগ করমু।

আপনার আঙ্গুল যে কাটলো ঠিক হইছে? শুকাইছে?

১৯

রুবেল শাহ's picture


জয়িপু আপনারটা তো আগেই আঁকছি....
লাল টিপ লাগাইয়া দিমুনে......

এইটা একদিনেই ঠিক হইবো.... Sad

২০

জ্যোতি's picture


সাবধানে থাইকেন। ইনফেকশন বানাইয়েন না।আর এত বেখেয়াল হইলে চলপে না।

২১

রুবেল শাহ's picture


মুনে থাকপে আপুনি ....

২২

বিষাক্ত মানুষ's picture


সাবাশ

২৩

রুবেল শাহ's picture


Smile

২৪

শাওন৩৫০৪'s picture


চো চুইট:P

২৫

রুবেল শাহ's picture


Smile

২৬

শাওন৩৫০৪'s picture


Tongue

২৭

নুরুজ্জামান মানিক's picture


চ্রম সিরাম হৈছে

২৮

রুবেল শাহ's picture


Smile

২৯

লীনা দিলরুবা's picture


পোস্টে মাইনাস। আমার বাড়ির পোলা আমার ছবি আঁকে নাই।

৩০

রুবেল শাহ's picture


ভুলি নাই .....
piiudyfhআস্তে আস্তে সবার খোমা যোগ করা হপে..... P

৩১

মুকুল's picture


জ্বিনের বাদশার খোমাটা নূঢ়ে আলমের মত হইছে!

৩২

রুবেল শাহ's picture


নূঢ়ে আলম কে মুকুল ভাই ?

৩৩

তানবীরা's picture


মুকুলের কথায় লক্ষ ভাগ সহমত।

৩৪

জ্বিনের বাদশা's picture


খাইছে! ভাবতাছি স্মাগলিংয়ে নাম লেখামু Sad

৩৫

রুবেল শাহ's picture


Oups

৩৬

বিষাক্ত মানুষ's picture


আরি খাইছে ! আমি কি গান শুনতাছি নাকি !!

৩৭

রুবেল শাহ's picture


Cool

৩৮

মামুন ম. আজিজ's picture


আমারটা কোথায়

৩৯

রুবেল শাহ's picture


আসিবেক......

৪০

মেঘ's picture


ব্যাপক আঁকাআকি!!

৪১

রাসেল আশরাফ's picture


আমার ছবি চুরি হইছে!!!!!!!!আমি মামলা দিমু.।

৪২

রুবেল শাহ's picture


এই সব কিরাম কথা Sad

৪৩

শওকত মাসুম's picture


আমার খোমা চাই।

৪৪

রুবেল শাহ's picture


উপরের দিকে নজর দেন .....

৪৫

শওকত মাসুম's picture


আমার অরিজিনাল খোমা চাই।

৪৬

রুবেল শাহ's picture


হেব্বী পোজ দিয়া ফডু তুইলা আগে প্রোফাইলে লাগান ...

৪৭

জ্যোতি's picture


রুবেল, কেমন আছেন? আঙ্গুল ভালো হয়েছে?

৪৮

রুবেল শাহ's picture


এই তো চলছে.....
আরো কয়েক দিন লাগবে ... গত কাল সেলাই কাটা হয়েছে,
জয়িপু দোয়া করবেন.....

৪৯

জ্যোতি's picture


হুমমম। দোয়া করি ভালো হন তাড়াতাড়ি। আর সাবধানো খাকবেন।

৫০

রুবেল শাহ's picture


ধন্যবাদ জয়িপু.........

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রুবেল শাহ's picture

নিজের সম্পর্কে

আমি প্রচন্ড বাউন্ডেলে
অশিক্ষিত,আনস্মার্ট, ভীতু .........