ইউজার লগইন

আমার প্রয়োজনের আবিস্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম ।

কোন এক অশুচি বাক্য
তোমাকে ঘিরে ধরে
তুমি ছুটে গিয়ে জানালার গ্রিল ধরে
ঝরে পড়া শীতল জল রাশির মত হিম হয়ে যাও.....

তুমি ধীরে ধীরে অনেক উত্তরে ছুটে যাও
বাঁক হারা পাগলা হাওয়ার মত।

যার কাছে বার বার ছুটে যাচ্ছিলে নিজের সব কিছু ভুলে
ভাবছিলে সে তোমায় খুব করে ধরে রাখবে তাই না ?

এ কথাটা তুমি আজ অবধি কাউকে বলোনি
নিজের মত থেকেও দূর দূর করে তাড়াতে
চেয়েও পারোনি,
পাগলা হাওয়ারা যেমন বাঁক খেয়ে ফিরে আসে
নির্বিঘ্নে তুমি তোমার দখিনা জানালার ফিরেছ বার বার.....

একটি কটু বাক্য তোমায় খুব করে আহত করে
সমাজে সভ্যতাধারী কিছু কিছু মানুষ এমনই
ওদের জ্ঞান অতটুকুতেই সীমাবদ্ধ।

সমাজ সভ্যতার নিরিখে বাস্তবতা কে আবিষ্কার
করতে থাকি ঠিক তখনই,
যখন তুমি কিংবা আমি বাস্তবে পরাবাস্তবের মুখোমুখি।

যত আঁধার কে তুমি সাথী করে নিয়ে ছুটে যাচ্ছিলে
আমিও ঠিক এগিয়ে গেলাম তোমার কাছাকাছি
সমাজ সভ্যতার সামনে দিয়ে।

আমরা ছুটে চললাম ক্ষণকাল ......

আমরা নতুন যে পৃথিবী গড়ার স্বপ্নে মেতেছি
আঁচ করতে পার কি...... ?
সেই পৃথিবীর কেন্দ্র হতে আমরা কত দূরে এখনো ?
মাঝে মাঝে খুব কাছাকাছি এসে যাই আমরা .... তাই না ?
এই যেমন - আজ।
আমরা আমাদের পৃথিবীতে খুব স্বাচ্ছন্দ্যে প্রবেশ করেছি
ওদের ___ এভাবে কিছু কটু কথা বলতে দাও না
দেখবে আমরা একদিন আমাদের নতুন পৃথিবীর কেন্দ্রভূত
হয়ে গেছি। একটি মাত্র প্রাণের উচ্ছাস হয়ে
এই পৃথিবীতে আর কেউ নেই ; শুধুই এই ক' টাই সত্তা
আমার আমিতে তুমি।
আমার নতুন পৃথিবীকে ঘিরে
আমার প্রয়োজনের আবিষ্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম ।

১৯।।৬।।২০১০

( উৎসর্গ :- আমার প্রিয়তম কিশোরী কে )

২৩শে জুলাই। আমরা আমাদের নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। সবার শুভ কামনা আমাদের কাম্য।

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


শুভ কামনা থাকলো। নুতন জীবন নানা সুখ বয়ে আনুক।

'আমার প্রয়োজনের আবিষ্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম।' - ভাল কথা।

আমাদের দাওয়াত কই?

রুবেল শাহ's picture


খুব সামান্য সময়ের মধ্যে পারিবারিক সিদ্ধান্ত সব কিছু সম্পন্ন হয়ছে তাই কাউকে জানানোর কোন সুযোগ হয়নি .............. আগাম দাওয়াত, আনুষ্ঠানিকতার দিন ক্ষন ঠিক হলে সবাই কে জানাবো।

সাহাদাত উদরাজী's picture


অপেক্ষায় থাকলাম। জীবন হোক সুন্দর।

রুবেল শাহ's picture


ধন্যবাদ...........

রাসেল আশরাফ's picture


শুভকামনা রইলো।

কিশোরীর একটা ফটুক দিলে ভালো হতো।কার্টুন হলেও চলবে।

রুবেল শাহ's picture


ফকুট আঁকা আঁকি বন্ধ আছে তো তাই দিতে পারিনি কখনো আঁকলে দেবো কথা দিলাম......

ধন্যবাদ ...........

মীর's picture


কোর্মা-পোলাও, মিষ্টি চাড়াই এত বড় সুসংবাদ।

তবে অপরাধ কেটে গেলো এত চমৎকারভাবে জানানোর জন্য। অভিব্যক্তি প্রকাশের ক্ষমতায় মুগ্ধ হলাম। Applause

রুবেল শাহ's picture


মুগ্ধতা সব সময় অস্থিরতার মধ্যে থাকে তাই...............

আপনার ভালো লাগা দেখে সত্যি আমি আনন্দিত ..............

শুভ কামনা ..................

রুবেল শাহ's picture


কোর্মা-পোলাও, মিষ্টি সব হবে ...................

১০

নীড় সন্ধানী's picture


নতুন জীবন!!! খাইছে....পরে বলি..........আগে অভিনন্দন!
এত সুন্দর করে নতুন জীবনের কথা লিখেন কি করে... আমিও নতুন জীবন পাইতে চাই Smile

১১

রুবেল শাহ's picture


ধন্যবাদ ............... Smile

১২

নুশেরা's picture


এইখানে কিশোরীবিবাহ তথা বাল্যবিবাহের আশঙ্কা দেখতেছি

অভিনন্দন বেলু
লেখাটা দারুণ উপহার হয়েছে

১৩

রুবেল শাহ's picture


বেলু নুশেরাপু আশঙ্কার কিচ্ছু নাই এই কিশোরী চিরন্তন কিশোরী আমার...............

অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ .................

১৪

আবদুর রাজ্জাক শিপন's picture


 

 

সহজ  কবিতা, তাই ভাল্লাগছে  ।

 

আর কথা রাখার জন্য ধন্যবাদ । Smile

১৫

রুবেল শাহ's picture


Smile

১৬

লীনা দিলরুবা's picture


কবিতা ভাল লেগেছে, শুভকামনা তোমাদের।

১৭

রুবেল শাহ's picture


ধন্যবাদ আপু .......

১৮

নীড় _হারা_পাখি's picture


দেশে মরহুমের সংখ্যা দিন দিন বেড়ে যাছে ...চিন্তার ব্যাপার। আবার শুঞ্ছিলাম যে এই ভাবে মরহুম না হইলেও বেহেস্ত পাওয়া যাইবে না । যাই হোক শুভ কামনা রইলে, সাথে অভিনন্দন নতুন সংসারি দের জন্য। ভাল থাকুন। আর দাওয়াত বা মিলাদ মেহফিলের আয়োজন এর ইচ্ছা পোষন করায় ধইন্যবাদ।

১৯

সাহাদাত উদরাজী's picture


দেশে মরহুমের সংখ্যা দিন দিন বেড়ে যাছে! বিবাহ মানে মরহুম!!
বলেন কি জনাব! মেয়েরা শুনলে আপনার খবর আছে!
আমি কিন্তু কিছু বলি নাই! মরহুমের ছেয়ে আরো বড় কোন শব্দ জানা আছে জনাব?

২০

রুবেল শাহ's picture


শুভেচ্ছা ...............

২১

রুবেল শাহ's picture


শুভেচ্ছা ..........

২২

তানবীরা's picture


কবিতার শিরোনামটা অসম্ভব মিষ্টি। অনেক অনেক অনেক শুভকামনা। কবিতার মতোই সবকিছুতে মিষ্টত্ব থাকুক।

২৩

রুবেল শাহ's picture


ধন্যবাদ ........... আপনিও ভাল থাকুন শুভ কমনা

২৪

জেবীন's picture


শিরোনামটা অনেক নজরকাড়া...  উৎসর্গটা খুবই মায়াময় ...  শেষের খবরটা অনেক আনন্দমাখা...   তয় কবিতাটা পড়ি নাই...   Smile

২৫

রুবেল শাহ's picture


Sad(

২৬

জ্যোতি's picture


এইখানে আমার কমেন্ট কে খাইলো?মডুর বিচার চাই।
কেমন আছো রুবেল?কিশোরীর খবর কি?ব্লগে দেখি না কেনো তোমাকে?

২৭

রুবেল শাহ's picture


জয়িপু মডু কঠিন বিচার চাই Tongue

আছি মোটা মুটি। তুমি কেমন আছো আপু ?
কিশোরী Smile ভালো আছে ।
একটু ঝামেলায় আছি তবুও মাঝে মাঝে আসি তো কিন্তু ব্লগে তেমন কাউকে দেখি না।

২৮

জ্যোতি's picture


দেখো না মানে কি? তোমারে তো দেখি না। তুমি কি ভোর রাতে আসো নাকি?
দাওয়াত কবে আমাদের?
আমি আছি ভালোই।ব্লগে এসো, সেই কবে লিখছ! এটা তো ঠিক না।

২৯

রুবেল শাহ's picture


হু আমি ভোর রাতেই আসি।

দাওয়াত ঈদের আগে না হলে ঈদের পরে হবে ইনশাল্লাহ ....
মেলার কাজ নিয়ে একটু ব্যস্ত আছি তো তাই লেখা হচ্ছে না।
একটু অবসর পেলে আবার লিখবো

৩০

হামিদা's picture


কেমন আছো? কুমু কেমন আছে?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রুবেল শাহ's picture

নিজের সম্পর্কে

আমি প্রচন্ড বাউন্ডেলে
অশিক্ষিত,আনস্মার্ট, ভীতু .........