আমার প্রয়োজনের আবিস্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম ।
কোন এক অশুচি বাক্য
তোমাকে ঘিরে ধরে
তুমি ছুটে গিয়ে জানালার গ্রিল ধরে
ঝরে পড়া শীতল জল রাশির মত হিম হয়ে যাও.....
তুমি ধীরে ধীরে অনেক উত্তরে ছুটে যাও
বাঁক হারা পাগলা হাওয়ার মত।
যার কাছে বার বার ছুটে যাচ্ছিলে নিজের সব কিছু ভুলে
ভাবছিলে সে তোমায় খুব করে ধরে রাখবে তাই না ?
এ কথাটা তুমি আজ অবধি কাউকে বলোনি
নিজের মত থেকেও দূর দূর করে তাড়াতে
চেয়েও পারোনি,
পাগলা হাওয়ারা যেমন বাঁক খেয়ে ফিরে আসে
নির্বিঘ্নে তুমি তোমার দখিনা জানালার ফিরেছ বার বার.....
একটি কটু বাক্য তোমায় খুব করে আহত করে
সমাজে সভ্যতাধারী কিছু কিছু মানুষ এমনই
ওদের জ্ঞান অতটুকুতেই সীমাবদ্ধ।
সমাজ সভ্যতার নিরিখে বাস্তবতা কে আবিষ্কার
করতে থাকি ঠিক তখনই,
যখন তুমি কিংবা আমি বাস্তবে পরাবাস্তবের মুখোমুখি।
যত আঁধার কে তুমি সাথী করে নিয়ে ছুটে যাচ্ছিলে
আমিও ঠিক এগিয়ে গেলাম তোমার কাছাকাছি
সমাজ সভ্যতার সামনে দিয়ে।
আমরা ছুটে চললাম ক্ষণকাল ......
আমরা নতুন যে পৃথিবী গড়ার স্বপ্নে মেতেছি
আঁচ করতে পার কি...... ?
সেই পৃথিবীর কেন্দ্র হতে আমরা কত দূরে এখনো ?
মাঝে মাঝে খুব কাছাকাছি এসে যাই আমরা .... তাই না ?
এই যেমন - আজ।
আমরা আমাদের পৃথিবীতে খুব স্বাচ্ছন্দ্যে প্রবেশ করেছি
ওদের ___ এভাবে কিছু কটু কথা বলতে দাও না
দেখবে আমরা একদিন আমাদের নতুন পৃথিবীর কেন্দ্রভূত
হয়ে গেছি। একটি মাত্র প্রাণের উচ্ছাস হয়ে
এই পৃথিবীতে আর কেউ নেই ; শুধুই এই ক' টাই সত্তা
আমার আমিতে তুমি।
আমার নতুন পৃথিবীকে ঘিরে
আমার প্রয়োজনের আবিষ্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম ।
১৯।।৬।।২০১০
( উৎসর্গ :- আমার প্রিয়তম কিশোরী কে )
২৩শে জুলাই। আমরা আমাদের নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। সবার শুভ কামনা আমাদের কাম্য।
শুভ কামনা থাকলো। নুতন জীবন নানা সুখ বয়ে আনুক।
'আমার প্রয়োজনের আবিষ্কার নও তুমি, তুমি আমার অস্তিত্বের আরেকটি নাম।' - ভাল কথা।
আমাদের দাওয়াত কই?
খুব সামান্য সময়ের মধ্যে পারিবারিক সিদ্ধান্ত সব কিছু সম্পন্ন হয়ছে তাই কাউকে জানানোর কোন সুযোগ হয়নি .............. আগাম দাওয়াত, আনুষ্ঠানিকতার দিন ক্ষন ঠিক হলে সবাই কে জানাবো।
অপেক্ষায় থাকলাম। জীবন হোক সুন্দর।
ধন্যবাদ...........
শুভকামনা রইলো।
কিশোরীর একটা ফটুক দিলে ভালো হতো।কার্টুন হলেও চলবে।
ফকুট আঁকা আঁকি বন্ধ আছে তো তাই দিতে পারিনি কখনো আঁকলে দেবো কথা দিলাম......
ধন্যবাদ ...........
কোর্মা-পোলাও, মিষ্টি চাড়াই এত বড় সুসংবাদ।
তবে অপরাধ কেটে গেলো এত চমৎকারভাবে জানানোর জন্য। অভিব্যক্তি প্রকাশের ক্ষমতায় মুগ্ধ হলাম।
মুগ্ধতা সব সময় অস্থিরতার মধ্যে থাকে তাই...............
আপনার ভালো লাগা দেখে সত্যি আমি আনন্দিত ..............
শুভ কামনা ..................
কোর্মা-পোলাও, মিষ্টি সব হবে ...................
নতুন জীবন!!! খাইছে....পরে বলি..........আগে অভিনন্দন!
এত সুন্দর করে নতুন জীবনের কথা লিখেন কি করে... আমিও নতুন জীবন পাইতে চাই
ধন্যবাদ ...............
এইখানে কিশোরীবিবাহ তথা বাল্যবিবাহের আশঙ্কা দেখতেছি
অভিনন্দন বেলু
লেখাটা দারুণ উপহার হয়েছে
বেলু নুশেরাপু আশঙ্কার কিচ্ছু নাই এই কিশোরী চিরন্তন কিশোরী আমার...............
অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ .................
সহজ কবিতা, তাই ভাল্লাগছে ।
আর কথা রাখার জন্য ধন্যবাদ ।
কবিতা ভাল লেগেছে, শুভকামনা তোমাদের।
ধন্যবাদ আপু .......
দেশে মরহুমের সংখ্যা দিন দিন বেড়ে যাছে ...চিন্তার ব্যাপার। আবার শুঞ্ছিলাম যে এই ভাবে মরহুম না হইলেও বেহেস্ত পাওয়া যাইবে না । যাই হোক শুভ কামনা রইলে, সাথে অভিনন্দন নতুন সংসারি দের জন্য। ভাল থাকুন। আর দাওয়াত বা মিলাদ মেহফিলের আয়োজন এর ইচ্ছা পোষন করায় ধইন্যবাদ।
দেশে মরহুমের সংখ্যা দিন দিন বেড়ে যাছে! বিবাহ মানে মরহুম!!
বলেন কি জনাব! মেয়েরা শুনলে আপনার খবর আছে!
আমি কিন্তু কিছু বলি নাই! মরহুমের ছেয়ে আরো বড় কোন শব্দ জানা আছে জনাব?
শুভেচ্ছা ...............
শুভেচ্ছা ..........
কবিতার শিরোনামটা অসম্ভব মিষ্টি। অনেক অনেক অনেক শুভকামনা। কবিতার মতোই সবকিছুতে মিষ্টত্ব থাকুক।
ধন্যবাদ ........... আপনিও ভাল থাকুন শুভ কমনা
শিরোনামটা অনেক নজরকাড়া... উৎসর্গটা খুবই মায়াময় ... শেষের খবরটা অনেক আনন্দমাখা... তয় কবিতাটা পড়ি নাই...
(
এইখানে আমার কমেন্ট কে খাইলো?মডুর বিচার চাই।
কেমন আছো রুবেল?কিশোরীর খবর কি?ব্লগে দেখি না কেনো তোমাকে?
জয়িপু মডু কঠিন বিচার চাই
আছি মোটা মুটি। তুমি কেমন আছো আপু ?
কিশোরী ভালো আছে ।
একটু ঝামেলায় আছি তবুও মাঝে মাঝে আসি তো কিন্তু ব্লগে তেমন কাউকে দেখি না।
দেখো না মানে কি? তোমারে তো দেখি না। তুমি কি ভোর রাতে আসো নাকি?
দাওয়াত কবে আমাদের?
আমি আছি ভালোই।ব্লগে এসো, সেই কবে লিখছ! এটা তো ঠিক না।
হু আমি ভোর রাতেই আসি।
দাওয়াত ঈদের আগে না হলে ঈদের পরে হবে ইনশাল্লাহ ....
মেলার কাজ নিয়ে একটু ব্যস্ত আছি তো তাই লেখা হচ্ছে না।
একটু অবসর পেলে আবার লিখবো
কেমন আছো? কুমু কেমন আছে?
মন্তব্য করুন