▓▒░ সম্পর্ক ░▒▓
চন্দ্র-সূর্য,
পৃথিবী যেদিন উত্তপ্ত, মাটি তার সৃষ্টির মায়ায় উজ্বল
সেদিন বন্ধুত্বের আবদার রক্ষায় ব্রতী হয়ে সমুদ্র এল ধরার বুকে
মমতার প্লাবন নিয়ে ভেসে গেলে সব।
চন্দ্র-সূর্য ভ্রাতৃদ্ধয় তাদের প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি বানের তোড়ে
তারা আকাশে অবস্থান নেয় নিরাপদে।
সাগরও আর ফিরে যায়নি
চন্দ্র-সূর্যও আর ফিরে আসেনি,
তিন বন্ধু দূরে দূরে থেকে নিরাপদ বন্ধুত্ব বজায় রাখে ... চিরদিন।
সূর্য গ্রহনের একদিনে
সূর্যের দুঃখে সাগর ফুঁসে উঠে,
আসে প্লাবন, মাটির বাসিন্দারা ধুলিস্যাৎ হয়ে যায়।
মাত্র অল্প কিছু কিস্তিতে আরোহন করে বেঁচে যায়
শেষে চন্দ্র এসে মিমাংসা করে,
চন্দ্রের ভাঁটার টানে পানি কমে যায় শুরু হয় বসতির।
সাগরের চার বুক! প্রসস্ত একটি বুক খালি হয় মানুষ তাদের বসত্ গড়ে।
এখন,
প্রতিনিয়তই জোয়ার-ভাটায়
চন্দ্র-সূর্যে গ্রহণ, মান-অভিমান,
চমৎকার এক বন্ধুত্ব।
অনড়!!
বিশাল অন্ধকারের বিস্তৃতির মধ্যে আমাদের অবস্থান ঠিক জোনাকির মত
পথে চলতেই কখন এক বাঁকে মিশি,
একটি নিদৃষ্ট গন্ডিতে আমাদের পৃথিবী সীমাবদ্ধ।
বিশাল পৃথিবীর ভাগে আমাদের অংশটিও সামান্য।
সাম্রাজ্যবাদী মানোভাবও নেই, সীমানা রাড়লো কই?
বৃত্তের মাঝেই ঘূরপাক খাচ্ছি অ ন ব র ত।
আজ অনেক গুলো সম্পর্কের কথা বলবো
যেমন : -
ক) =
সীমান্ত সম্পর্কের কথা, বাঃ, ভাঃ এখন কাঁটা তারের বেড়া,
সুমনের গানের মত,
একমাত্র টাকাই যেখানে সমস্যা সেখানে প্রতিবেশী= রেষারেশী।
খ) =
যেমন এদেশের রাজনীতি
* আসলে বাজনীতি শুরুটাই পেছন থেকে
এখানে ট্রেনের মত বিকট শব্দে একটা ইঞ্জিন এগিয়ে চলছে বাকী বগী গুলো জানেনা তারা কোথায় যাচ্ছে তারা কেমল অনুগামী।
গ )=
ব্যবসায়িক সম্পর্ক
* এখানে কেবল মালের আদান প্রদান হয়,
মন গৌণ একটা বিষয় জড় পদার্থের স্তুপের নিচে।
কড়া বিজ্ঞাপনের মহড়া সব খানে,
বাদ যায়না বণীতেও ....
এ ধারায় সবচেয়ে গভীর ও সুক্ষ সম্পর্ক হল মাটি ও উদ্ভিদের ( জন্ম-মৃত্যুর ) মত।
ওখানেও একটা খটকা,
মাটি উদ্ভিদের জন্মদেয়
মৃত্যুর পর আবার গ্রাস করে,
প্রাণীর ক্ষেত্রেও অনুরুপ।
পৃথিবীর সমস্ত সম্পর্ক গুলোই ( + - x / ) সম্পর্ক।
ঘ )=
বন্ধুত্বের সম্পর্ক একদিনে নয়,
বন্ধুর সম্পর্ক ক্ষণিকের তো নয় বটে।
বন্ধুর সম্পর্ক অন্তত মহাকালের এক অখন্ড নিহারীকার মত।
লেখা বেশ কিছু দিন আগের, আগে এফবি তে দিয়েছিলাম।
ছবিটা নেট থেকে নেয়া।
বন্ধুত্ব টিকে থাক আমরা বন্ধুতে
বন্ধুত্ব টিকে থাক আমরা বন্ধুতে
বন্ধুত্ব টিকে থাক আমরা বন্ধুতে
বন্ধুত্ব টিকে থাক আমরা বন্ধুতে
বন্ধুতা বেঁচে থাক চি র কা ল !
বন্ধুতা বেঁচে থাক চি র কা ল !
বন্ধুতা বেঁচে থাক চি র কা ল !
বন্ধুতা বেঁচে থাক চি র কা ল !
বন্ধুত্বের সম্পর্ক একদিনে নয়,
বন্ধুর সম্পর্ক ক্ষণিকের তো নয় বটে।
বন্ধুর সম্পর্ক অন্তত মহাকালের এক অখন্ড নিহারীকার মত।
বন্ধুতা বেঁচে থাক চি র কা ল
বন্ধুত্বের সম্পর্ক একদিনে নয়,
বন্ধুর সম্পর্ক ক্ষণিকের তো নয় বটে।
বন্ধুর সম্পর্ক অন্তত মহাকালের এক অখন্ড নিহারীকার মত।
বন্ধুত্ব বেঁচে থাক আজীবন।
বন্ধুত্ব বেঁচে থাক চি র কা ল ।
মন্তব্য করুন