স্বপ্নধরার জন্মদিন
দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল স্বপ্নধরার। ২০০৬ ৭ জুলাই যাত্রা শুরু করে মাত্র ১৩ জন শিশু নিয়ে। এখন তা দাঁড়িয়েছে ৭০জনে। স্বপ্ন ধরার এই সাত তরুণ মিলেই ছোট্ট একটি রুমে এখনও চালিয়ে যাচ্ছে । আগামী ৭ জুলাই ২০১১ এই প্রতিষ্ঠানের জন্ম দিন। এই ব্লগের সব বন্ধুদের আমাদের এই ক্ষুদ্র পাঠশালায় আমন্ত্রণ। সবাই মিলে কেক কাটবো।
শুভ জন্ম দিন। আপনাদের যাত্রা পূর্নতা পাক। ঠিকানাটা দিয়ে দিন ভাই।
অনেক ধন্যবাদ। আমি আমার ফোন নাম্বারটা দিয়েদিলাম। ০১৯১৪৪৯৪৬৮২। ঠিকানাটা-পশ্চিম দুয়ারিপাড়া, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬
শুভ জন্মদিন। অনেক অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ। আসলে খুব খুশি হব্। ঠিকানা-ঐ
আসলে উৎসাহিত হই। আর তানা হলে সেই গান একলা চলরে
বিস্তারিত লিখলে বুঝতে পারতাম।
আগাম শুভ জন্মদিন। শুভকামনা।
আপনার জন্য তানবীরা বন্ধুকে যে উত্তরটি লিখেছি সেই একই উত্তর।
বিস্তারিত লিখলে বুঝতে পারতাম।
আগাম শুভ জন্মদিন। শুভকামনা।
অনেক চেষ্টা করি লিখতে পারিনা। ভাই যেখানে এখন চাকুরি করি। সে এক অন্যজগত। বুঝাতে পারবো না। যদি আসেন খুব খুমি হব। সকলের জন্য ঐ একই ঠিকানা প্রযোজ্য। আমন্ত্রণ রইলো।
এটাকি আমাদের পাঠশালা। আমি ঐ স্কুলে বহুবার গিয়েছি।
বলতে পারছি না। হতে পারে।
মন্তব্য করুন